প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি NIT Patna তে রেকর্ড প্যাকেজ দেওয়া হল এক ছাত্রীকে সেই বিষয়ে|
- শিক্ষাক্ষেত্রে বিহারের সুনাম হয়তো খুব একটা ভালো নয় তবে এইবার NIT পাটনা সমস্ত রেকর্ড ভেঙেছে। এই প্রথমবার এতো মোটা অঙ্কের বেতন পাবে NIT থেকে পড়াশুনা করা এক ছাত্রী।
- যে মেয়েটি এই মোটা অঙ্কের বেতন পাবে তার নাম হল অদিতি তিওয়ারি। তিনি Electronics and Communication বিভাগের অন্তিম বছরের ছাত্রী। তারা TATA Steel এর একজন কর্মকর্তা ও মা স্কুল শিক্ষিকা।
- এইবার NIT পাটনা তে ১১০% প্লেস মেন্ট হয়েছে। এর আগে NIT পাটনার সর্বাধিক প্যাকেজ ছিল ৫০-৬০ লাখ। তবে এইবার সর্বাধিক প্যাকেজ পেয়েছে অদিতি তিওয়ারি যা ভারতীয় মুদ্রায় ১.৬ কোটি।
- করোনা পরিস্থিতির সময় অবস্থা ছাত্র ছাত্রীদের প্রতিকূলে থাকলেও ধীরে ধীরে এখন সবাই ক্যাম্পাসে আসছেন ও ক্যাম্পাস তার সম্যবস্থায় ফিরছে। এর ফলে চাকরি পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: nit patna aditi tiwari, nit news, nit patna news, aditi tiwari package, aditi tiwari nit patna package, aditi tiwari record package, nit placement 2022, nit placement,
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.