প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় : পরিবেশের জন্য ভাবনা এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর
প্রথম অধ্যায় : পরিবেশের জন্য ভাবানা
⬕ বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (প্রতিটি প্রশ্নের মান 1)
1. হ্যালোন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হল
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্রাটোস্ফিয়ারে
(c) এক্সোস্ফিয়ার
(d) আয়োনোস্ফিয়ার
2. বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হল
(a) ক্লোরোফ্লুরো কার্বন
(b) মিথেন গ্যাস নির্গমন
(c) জীবাশ্ম জ্বালানির দহন
(d) নাইট্রাস অক্সাইডের নির্গমন
3. প্রকৃতিতে মিথেন গ্যাসের সবচেয়ে বড় উৎস
(a) জলাভূমিতে থাকা অণুজীবদের অবাত শোষণ
(b) উষ্ণ প্রস্রবনের ব্যাকটেরিয়ার গোথ প্রক্রিয়া
(c) আগ্নেয়গিরির উদ্গীরণ
(d) উন্নত জীবদের সবাত শোষণ
4. CFC দ্বারা ওজোন বিনষ্ট হয়ে যে মুখ্য পদার্থ উৎপন্ন হয় তা হল
(a) $\small Cl_2$
(b) $\small OCl$
(c) $\small COF_2$
(d) $\small O_2F_2$
5. প্রাকৃতিক সৌরপর্দা হল
(a) ওজোন স্তর
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন
(d) আর্গন
6. ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান -
(a) 1000 কিমি (✓)
(b) 1000 মি
(c) 1000 ফুট
(d) 750 মি
7. বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে রয়েছে -
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন (✓)
(c) ধূলিকণা
(d) জলীয় বাষ্প
8. ট্রপোপজের তাপমাত্রা কত?
(a) $\small -45^{o}C$
(b) $\small -75^{o}C$
(c) $\small -55^{o}C$ (✓)
(d) $\small -60^{o}C$
9. আয়োনোস্ফিয়ার উর্দ্ধসীমার উষ্ণতা কত?
(a) $\small 100^{o}C$
(b) $\small 500^{o}C$
(c) $\small 1200^{o}C$ (✓)
(d) কোনটি নয়
10. উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ
(a) হ্রাস পায় (✓)
(b) বৃদ্ধি পায়
(c) একই থাকে
(d) বাড়তেও পারে, কমতেও পারে
11. কার্যকরী সৌর বিকিরণ হল সূর্য রশ্মির
(a) 40%
(b) 50%
(c) 60% (✓)
(d) 70%
12. মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা
(a) 18 km
(b) 8 km (✓)
(c) 88 km
(d) 28 km
13. কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ?
(a) ট্রপোস্ফিয়ার (✓)
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) এক্সস্ফিয়ার
(d) আয়োনোস্ফিয়ার
14. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে
(a) পরিবহন পদ্ধতি
(b) পরিচলন পদ্ধতি
(c) বিকিরণ পদ্ধতি (✓)
(d) সবকটি ঠিক
15. বায়ুমণ্ডলের উর্দ্ধতম স্তরটি হল -
(a) থার্মোস্ফিয়ার
(b) এক্সোস্ফিয়ার
(c) ম্যাগনেটোস্ফিয়ার (✓)
(d) মেসোস্ফিয়ার
16. ওজোনস্তর যে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় সেটি হল
(a) লোহিত
(b) অবহেলিত
(c) অতিবেগুনি
(d) এক্সরশ্মি
17. গ্রিনহাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে?
(a) সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য অবহেলিত রশ্মি
(b) সূর্যের অতিবেগুনি রশ্মি
(c) ভূপৃষ্ঠ থেকে বিকরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য অবহেলিত রশ্মি'
(d) কসমিক রশ্মি
18. ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহৃত হয়
(a) মিক্সার গ্রাইন্ডারে
(b) মাইক্রোওয়েভ ওভেনে
(c) হিমায়ক যন্ত্রে
(d) ওয়াশিং মেশিনে
19. স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের উৎপাদনের হার হ্রাস করে -
(a) $\small CH_3$
(b) $\small Cl$
(c) $\small I$
(d) $\small Cl_2$
20. অম্লবৃষ্টির ক্ষেত্রে জলে উপস্থিত থাকে
(a) $\small H_2SO_4,H_2CO_3$
(b) $\small H_2SO_4,HNO_3$
(c) $\small HCOOH,H_2SO_4$
(d) $\small H_3CO_3,HNO_3$
প্রথম অধ্যায়ের সম্পূর্ণ PDF ডাউনলোড করার জন্য নীচের DOWNLOAD বাটনে ক্লিক করুন ।
Coming Soon
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.