প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় : পরিবেশের জন্য ভাবনা এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নোত্তর
প্রথম অধ্যায় : পরিবেশের জন্য ভাবানা
⬕ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: (প্রতিটি প্রশ্নের মান 1)
1. জ্বালানি কী?
উত্তরঃ যে সব পদার্থ অক্সিজেনে দহন করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তাকে বলে জ্বালানি|
2. জীবাশ্ম জ্বালানিকে Non renewable শক্তি বলা হয় কেন?
উত্তরঃ জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কোটি কোটি বছর লাগে তাই একবার একবার জীবাশ্ম জাওালানি
3. একটি জ্বালানির তাপনমূল্য x kcal/kg - উক্তির অর্থ কী?
উত্তরঃ উক্তিটির অর্থ হল 1 kg পরিমাণ ঐ জ্বালানির সম্পূর্ণ দহনে kcal পরিমাণ শক্তি উৎপন্ন হবে|
4. সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত কোনটি?
উত্তরঃ সহনযোগ্যতা বা বহন যোগ্যতা
5. মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি পদক্ষেপ কী কী হতে পারে তা উল্লেখ করো?
উত্তরঃ (ক) জীবাশ্ম জ্বালানি ব্যবহার যথাসম্ভব কমিয়ে তার সংরক্ষণ করতে হবে
(খ) Renewable শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে
6. সৌর শক্তি প্রধান উৎস কী?
উত্তরঃ সূর্য
7. DNES কী? এর সম্পূর্ণ নাম কী?
উত্তরঃ অপ্রচলিত শক্তির উৎস দপ্তর হল DNES. এর সম্পূর্ণ নাম হল Department of Non Conventional Energy Sources.
8. বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে হলে বায়ুর নুন্যতম গতিশক্তি কত হওয়া দরকার?
উত্তরঃ 15 km/ ঘণ্টা
9. ভূতাপ শক্তির ব্যবহার লেখো|
উত্তরঃ ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়|
10. বায়ু খামার কী?
উত্তরঃ বায়ুকল ব্যবহার করে বায়ুর গতিবেগকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের সমগ্র ব্যবস্থাটিকে বা বায়ু খামার বলা হয়|
11. জোয়ার ভাটা শক্তির উৎপাদন ক্ষমতা কীরকম হয়?
উত্তরঃ উৎপাদনে ক্ষমতা খুব উচ্চ - প্রায় 80%
12. মিথেন হাইড্রেট কী?
উত্তরঃ নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন সৃষ্টি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে| একে মিথেন হাইড্রেট বলে|
13. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা ?
উত্তরঃ ব্যারোমিটার দ্বারা|
14. বায়ুমণ্ডলে মিথেনের উৎস কী?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস, বর্জ্য পদার্থের বিয়োজন, গবাদি পশুর মলমূত্র, জলাভূমি, ব্যাকটেরিয়ার ক্রিয়া কলাপ, ইত্যাদি |
15. নীচের জ্বালানিগুলিকে উহাদের তাপন মূল্যের নিম্নক্রম অনুসারে সাজাও : বায়োগ্যাস , কেরোসিন, কাঠ, পেট্রোল, মিথেন , হাইড্রোজেন গ্যাস
উত্তরঃ হাইড্রোজেন গ্যাস , মিথেন , পেট্রোল , কেরোসিন , বায়োগ্যাস , কাঠ
16. ফায়ার আইস কাকে বলে?
উত্তরঃ মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস|
17. সৌর কোশে ব্যবহার করা হয় এমন একটি যন্ত্রের নাম লেখো|
উত্তরঃ ঘড়ি, ক্যালকুলেটর, ট্রাফিক সিগন্যাল
18. একটি সৌরকোশে কত বিভব পার্থক্য সৃষ্টি হয়?
উত্তরঃ একটি সৌরকোশে 0.5 V বিভব পার্থক্য সৃষ্টি হয়|
19. কোন প্রচলিত শক্তির ব্যবহারে সরাসরি পরিবেশ দূষিত হয় না?
উত্তরঃ জলবিদ্যুৎ শক্তি
20. চারকোল ও জ্বালানি কাঠের মধ্যে কোন জ্বালানিটি বেশি পরিবেশ দূষণ ঘটায়?
উত্তরঃ জ্বালানি কাঠ
21. সর্বাধিক ব্যবহৃত দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
উত্তরঃ
22. তপন মূল্যের একক কী?
উত্তরঃ
23. সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য কী?
উত্তরঃ
24. সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও?
উত্তরঃ
25. কোন জ্বালানির তাপনমূল্য সবচেয়ে বেশি?
উত্তরঃ
26. ভূতাপ শক্তির প্রধান উৎস কী?
উত্তরঃ
27. জ্বালানির জ্বলন বিন্দু কাকে বলে?
উত্তরঃ
28. একটি জ্বালানির জ্বলন বিন্দু $\small 60^{o}$ বলতে কী বোঝায়?
উত্তরঃ
29. কয়লা পেট্রোলিয়ামকে অপুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস বলে কেন?
উত্তরঃ
30. জীবাশ্ম জ্বালানি ব্যতীত অপর একটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ লেখো।
উত্তরঃ
31. কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস দুটোতেই বর্তমান।
উত্তরঃ
32. Sweet Gas কাকে বলে?
উত্তরঃ
33. প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেকসময় ব্লক হয়ে যায় কেন?
উত্তরঃ
34. বর্তমানে LPG এর তাপন মূল্য 50KJ/g এর অর্থ কী?
উত্তরঃ
35. বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে কোন জ্বালানি ব্যবহার করা হয়?
উত্তরঃ
36.Firedamp কাকে বলে?
উত্তরঃ
37. সৌরকোশ কী?
উত্তরঃ
38. কোন যন্ত্রের সাথে সৌরশক্তি সরাসরি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ
39. এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না?
উত্তরঃ
40. বায়োমাস কী?
উত্তরঃ
41. বায়োগ্যাসের উপাদান কী কী?
উত্তরঃ
42. বায়োগ্যাস প্ল্যান্টের কোটি অংশ ও কী কী?
উত্তরঃ
43. বায়োডিজেলের কীভাবে প্রস্তুত করা হয়?
উত্তরঃ
44. সৌরশক্তির উৎস কী?
উত্তরঃ
45. LPG,CNG এর পূর্ণরূপ কী?
উত্তরঃ
46. রান্নার ক্ষেত্রে বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কী?
উত্তরঃ
47. এমন একটি জ্বলানির উদাহরণ দাও যাতে কার্বন নেই, অথচ যার তাপন মূল্য বেশ উচ্চ।
উত্তরঃ
48. বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তরঃ
49. মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে?
উত্তরঃ
50. ভারতে বায়োডিজেল উৎপন্ন করে এমন একটি উদ্ভিদের নাম লেখো _______________।
উত্তরঃ
More Questions Coming Soon .........
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.