অধ্যায় : ১ | রাষ্ট্রবিজ্ঞান : সংজ্ঞা , বিবর্তন ও বিষয় বস্তু | WBCHSE Class 11 Political Science | Chapter - 1

class-11-wb-political-science-question-paper-chapter-1

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়  রাষ্ট্রবিজ্ঞান : সংজ্ঞা , বিবর্তন ও বিষয় বস্তু এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।


উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর

একাদশ শ্রেণি

প্রথম অধ্যায়

রাষ্ট্রবিজ্ঞান : সংজ্ঞা , বিবর্তন ও বিষয় বস্তু 

1.'পলিটিকস' গ্রন্থটির রচয়িতা হলেন- 

(ক) প্লেটো

(খ) গ্রিন

(গ) অ্যারিস্টটল

(ঘ) ল্যাস্কি 

 উত্তর: অ্যারিস্টটল

2. "রাজনীতির বিষয়বস্তু হলো একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বন্টন । "-  এই অভিমত ব্যক্ত করেছেন-

(ক) হেগ,হ্যারপ ও ব্রেসলিন 

(খ)আল্যান বল

(গ)ইস্টন

(ঘ)এদের মধ্যে কেউই নন

 উত্তর: হেগ,হ্যারপ ও ব্রেসলিন 

3. "রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলী সমষ্টি" এই মন্তব্যটি করেছেন

(ক)সিলি 

(খ) লিপসন 

(গ) বার্যেস 

(ঘ)গার্নার

 উত্তর:গার্নার

4. "রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরের বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে"- এই অভিমত ব্যক্ত করেছেন

(ক) অ্যালান বল 

(খ) ডেভিড ইস্টন

(গ) লেনিন

(ঘ) প্লেটো

 উত্তর:অ্যালান বল

5.রাজনীতিকে একটি' সর্বজনীন কার্যকলাপ 'বলে চিহ্নিত করেছেন -লেনিন

(ক) অ্যালান বল 

(খ) বারট্রাম লাথাম

(গ) ডেভিড ইস্টন

(ঘ) ভি.আই . লেনিন

 উত্তর: অ্যালান বল

6.রাজনীতি বলতে "মূল্যের কতৃত্ব" মূলক বন্টন কে বোঝায় 

(ক)অ্যালান বল

(খ)ডেভিড ইস্টন

(গ)আর্ল লাথাম

(ঘ)গার্নার

 উত্তর: ডেভিড ইস্টন

7."দ্যা গ্রুপ বেসিস অব্ পলিটিক্স" গ্রন্থটির রচয়িতা হলেন

(ক) আর্ল লাথাম

(খ) হেগ,হ্যারপ ও ব্রেসলিন 

(গ) হ্যারল্ড লাস্কি

(ঘ) অ্যালান বল

 উত্তর:আর্ল লাথাম

8." মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট" গ্রন্থটির রচয়িতা হলেন 

(ক) আর্ল লাথাম

(খ) অ্যালান বল

(গ) হ্যারল্ড লাস্কি

(ঘ) ডেভিড ট্রুম্যান

 উত্তর:অ্যালান বল

9.রাজনীতিকে " অর্থনীতির ঘনীভূত প্রকাশ " বলে চিহ্নিত করেছেন - 

(ক) আর্ল লাথাম

(খ) অ্যালান বল

(গ) হ্যারল্ড লাস্কি

(ঘ) লেনিন

 উত্তর:লেনিন

10. "রাজনীতি হল সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যম মূল্যের বন্টন করতে সমর্থ" এ কথা বলেছেন- 

(ক) আর্ল লাথাম

(খ) অ্যালান বল

(গ) ডেভিড ইস্টন

(ঘ) ভি আই লেনিন

উত্তর: আর্ল লাথাম

11. যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে , তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে । -  রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন - 


(A) ওয়াসবি 

(B) ব্লুন্টস্লি 

(C) গেটেল 

(D) গার্নার 

Ans: ব্লুন্টস্লি।

12. রাষ্ট্রবিজ্ঞান হল এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে।- এই অভিমতটি ব্যক্ত করেছেন

(A) ওয়াসবি

(B)গেটেল

(C) লেনিন 

(D) গার্নার

Ans : গার্নার ।

13." রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই " - এই উক্তিটি 

(A) ব্লুন্টস্লি - র 

(B)গার্নার - এর

(C) গেটেল - এর 

(D) লেনিন - এর

Ans:গার্নার - এর।

14. "রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে ।"- এই অভিমত ব্যক্ত করেছেন - 

(A) লেনিন 

(B)গেটেল

(C) পল জানে 

(D) বার্জেস 

Ans: পল জানে।

15. রাষ্ট্রবিজ্ঞান হলে অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয়, যা ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে । -  এই অভিমত ব্যক্ত করেছেন- 

(A) অ্যালান বল

(B) জন মুরে

(C) ডেভিড ইস্টন

(D) আলমন্ড ও পাওয়েল

Ans: আলমন্ড ও পাওয়েল।

16. রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান । মন্তব্যটি করেছেন 

(A) অ্যালান বল

(B)জন মুরে

(C) লেনিন 

(D)  বার্জেস

Ans : বার্জেস।

17. রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে । -  এ কথা বলেছেন - 

(A) বেন্টলে 

(B) গেটেল 

(C) কন্টলিন 

(D) লাসওয়েল 

Ans: লাসওয়েল।

18. রাষ্ট্রবিজ্ঞানকে" মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ "বলে সংজ্ঞায়িত করেছেন -

(A) অ্যালান বল

(B) রবার্ট ডাল

(C) ডেভিড ইস্টন 

(D) গার্নার

Ans: অ্যালান বল।

19. "ক্ষমতা শাসন ও কর্তৃত্ব " - কে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন - 

(A) রবার্ট ডাল

(B) রবসন

(C) অ্যালান বল

(D) ডেভিড ইস্টন

Ans : রবার্ট ডাল।

20.রাষ্ট্রবিজ্ঞান কে প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন - 

(A) রবসন 

(B) লর্ড ব্রাইস 

(C) মেটল্যান্ড 

(D) অ্যারিস্টটল

Ans : লর্ড ব্রাইস।


Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel




তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags : class 11 political science , wbchse class 11 political science syllabus, wb class 11 political science question paper, wb class 11 political science syllabus, wb class 11 political science suggestion 2022, wb class 11 political science book pdf, wb class 11political science question paper 2022, wb class 11 political science question paper 2023,  

 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post