প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান : সংজ্ঞা , বিবর্তন ও বিষয় বস্তু এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর
একাদশ শ্রেণি
প্রথম অধ্যায়
রাষ্ট্রবিজ্ঞান : সংজ্ঞা , বিবর্তন ও বিষয় বস্তু
1.'পলিটিকস' গ্রন্থটির রচয়িতা হলেন-
(ক) প্লেটো
(খ) গ্রিন
(গ) অ্যারিস্টটল
(ঘ) ল্যাস্কি
উত্তর: অ্যারিস্টটল
2. "রাজনীতির বিষয়বস্তু হলো একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বন্টন । "- এই অভিমত ব্যক্ত করেছেন-
(ক) হেগ,হ্যারপ ও ব্রেসলিন
(খ)আল্যান বল
(গ)ইস্টন
(ঘ)এদের মধ্যে কেউই নন
উত্তর: হেগ,হ্যারপ ও ব্রেসলিন
3. "রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলী সমষ্টি" এই মন্তব্যটি করেছেন
(ক)সিলি
(খ) লিপসন
(গ) বার্যেস
(ঘ)গার্নার
উত্তর:গার্নার
4. "রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরের বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে"- এই অভিমত ব্যক্ত করেছেন
(ক) অ্যালান বল
(খ) ডেভিড ইস্টন
(গ) লেনিন
(ঘ) প্লেটো
উত্তর:অ্যালান বল
5.রাজনীতিকে একটি' সর্বজনীন কার্যকলাপ 'বলে চিহ্নিত করেছেন -লেনিন
(ক) অ্যালান বল
(খ) বারট্রাম লাথাম
(গ) ডেভিড ইস্টন
(ঘ) ভি.আই . লেনিন
উত্তর: অ্যালান বল
6.রাজনীতি বলতে "মূল্যের কতৃত্ব" মূলক বন্টন কে বোঝায়
(ক)অ্যালান বল
(খ)ডেভিড ইস্টন
(গ)আর্ল লাথাম
(ঘ)গার্নার
উত্তর: ডেভিড ইস্টন
7."দ্যা গ্রুপ বেসিস অব্ পলিটিক্স" গ্রন্থটির রচয়িতা হলেন
(ক) আর্ল লাথাম
(খ) হেগ,হ্যারপ ও ব্রেসলিন
(গ) হ্যারল্ড লাস্কি
(ঘ) অ্যালান বল
উত্তর:আর্ল লাথাম
8." মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট" গ্রন্থটির রচয়িতা হলেন
(ক) আর্ল লাথাম
(খ) অ্যালান বল
(গ) হ্যারল্ড লাস্কি
(ঘ) ডেভিড ট্রুম্যান
উত্তর:অ্যালান বল
9.রাজনীতিকে " অর্থনীতির ঘনীভূত প্রকাশ " বলে চিহ্নিত করেছেন -
(ক) আর্ল লাথাম
(খ) অ্যালান বল
(গ) হ্যারল্ড লাস্কি
(ঘ) লেনিন
উত্তর:লেনিন
10. "রাজনীতি হল সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা কাঠামোর মাধ্যম মূল্যের বন্টন করতে সমর্থ" এ কথা বলেছেন-
(ক) আর্ল লাথাম
(খ) অ্যালান বল
(গ) ডেভিড ইস্টন
(ঘ) ভি আই লেনিন
উত্তর: আর্ল লাথাম
11. যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে , তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে । - রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন -
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.