Part - 2 | Narration Change Basic Rules for Universal Truth ,Modal Verbs | English Grammar

narration-change-rules-for-universal-truth-and-modal-verbs

Universal Truth


👉সংজ্ঞা(Definition) : Universal Truth বা চিরন্তন সত্য বলতে সেই বক্তব্যকে বোঝাায় যা বিশ্বব্যাপী স্বীকৃত বা গ্রহণযোগ্য। যেমন — The sun is bigger than earth

*Universal Truth বা চিরন্তন সত্য বা Habitual Truth বা অভ্যাসগত সত্যের ক্ষেত্রে ক্রিয়াপদের বা verb -এর কোনো রকম Tense বা কালের পরিবর্তন হয়না। উদাহরণ —


Eg: 1

Direct : Bimal said,"I walk for two hours every morning "

Indirect : Bimal said that he walks for two hours every morning


Eg: 2

Direct : The teacher said,"The change of seasons occurs due to the annual revolution of earth "

Indirect : The teacher said that the change of seasons occurs due to the revolution of earth

(এখানে ক্রিয়াপদ occurs অপরিবর্তিত রয়েছে।)

Modal Verbs


সংজ্ঞা (Definition) :

কর্তা বা Subject-এর ভাব বা Mood অনুযায়ী কাজ করে বলে একে Modal Verb বলা হয়।এরা Main Verb -কে সাহায্য করে বলে এদের Helping Verb-ও বলা হয়।


*Narration পরিবর্তিত হলেও Modal verbs বা Helping Verbs-এর পরিবর্তন হয়না।

Modal verb গুলো হল :


  • Can
  • Could
  • May
  • Might
  • Will
  • Would
  • Shall
  • Should
  • Must
  • Ought to

*এছাড়াও কিছু Semi Modal Verbs আছে।এরা যেমন Main Verb হিসাবে কাজ করে তেমনি Auxiliary Verb হিসাবেও কাজ করে।এই verb গুলো হল :

  • Need
  • Dare
  • Used to


বিভিন্ন Modal verb গুলোর ব্যবহার নিম্নরূপে আলোচিত হল :

May : সম্ভাবনা বা অনুমতি অর্থে May-কে ব্যবহার করা হয়।

যেমন — 

  • May I come in? (অনুমতি অর্থে)
  • It may rain tomorrow (সম্ভাবনা সূচক)
  • May God bless you (ইচ্ছে অর্থে)


Might : May-র Past Tense হলো Might। 

উদাহরণ —

  • She might come (সম্ভাবনা অর্থে)
  • You might use my pen (সৌজন্য অর্থে)


Can : 'সামর্থ্য' বা 'পারা' অর্থে Can ব্যবহার করা হয়।

উদাহরণ — I can swim

Can't : না বাচক শব্দ হিসাবে Can't ব্যবহৃত হয়।

উদাহরণ — We can't live without water

Can-এর past tense হলো Could 

উদাহরণ —

I wish I could speak English

Could you tell me the way?

** আবার সৌজন্য প্রকাশ করার ক্ষেত্রে Can এর পরিবর্তে Could ব্যবহার করলে বাক্যটি আরও বিনয়ী বা polite হয়ে যায়।

যেমন — Could I use your pencil?

Should : Shall -এর past form হল Should। সাধারণত বাক্যে 'উপদেশ' বা 'উচিত ' বোঝাতে Should ব্যবহার করা হয়।

যেমন— You should work hard

Ought to : Should-এর বিকল্প হিসাবে Ought to ব্যবহার করা যায় ।

যেমন — We ought to obey the law 

অনুরোধ হিসাবেও should ব্যবহার করা যায়।

যেমন —Should I make a phone call?

Would : Will-এর Past Form হিসাবে Would ব্যবহৃত হয়। 

যেমন— I would swim

প্রশ্নবোধক বাক্য হিসাবেও would ব্যবহৃত হয়। 

যেমন—

  • Would you please lend me some money?
  • Would you like to buy this?


Must : Must নানাভাবে ব্যবহৃত হয়।মূলত – বাধ্যতা, অনুমান,নিশ্চয়তা,দৃঢ় সংকল্প বোঝাতে ব্যবহার করা হয়।

যেমন— You must go there (বাধ্যতা)

Semi Modal Verbs :


Need: প্রয়োজন অর্থে Need ব্যবহার করা হয়

যেমন— We need a car

Dare : সাহস অর্থে ব্যবহার করা হয় Dare | 

যেমন—

  • Don't you dare to come back again!
  • I dare death

Used to : অতীতের কোনো অভ্যাস বা অতীতে কোনো কাজ করা হত এই রকম বোঝাতে used to ব্যবহার করা হয়।

যেমন— I used to play cricket

Read More .......


If you have any questions or comments you can let us know in the comment box below this post.

You can join our Facebook page to get updates of our latest posts.

To join our Facebook page, click on the following link: Pothon Pathon Facebook Page

To join our Telegram Channel, click on the following link: Pothon Pathon Telegram 

You can also mail us to get answers to other questions.

Our mail id : pothonpathononline@gmail.com


Tags:  WBBSE Madhyamik Suggestions 2023, madhyamik english grammar suggestion 2023, দশম শ্রেণী ইংরেজি সাজেশনস 2023, মাধ্যমিক ইংরেজি সাজেশনস 2023, narration change madhyamik suggestion 2023, narration change rules, narration change rules pdf, narration change rules in bengali, narration change example, narration change exercise, narration change rules in bengali pdf, narration change chart, narration change formula, narration change online, narration change formula for universal truth, narration change formula for modal verbs, narration change rules for universal truth, narration change rules for modal verbs, 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post