দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর | চতুর্থ অধ্যায় : সংঘবদ্ধতার গোড়ার কথা | WBBSE Class 10 History Chapter 4 Notes PDF Download

wbbse-class10-history-question-answers-and-note-chapter4-pothon-pathon-online


বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ Type): 

প্রতিটি প্রশ্নের মান 1

1. সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

A. ১৭৫৭

B. ১৮৫৬        

C. ১৮৫৭

D. ১৮৫৯

উত্তর : C. ১৮৫৭


2. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে?

A. মহারানী ভিক্টোরিয়া

B. লর্ড ক্যানিং

C. ভারত সচিব

D. ভাইসরয়

উত্তর : A. মহারানী ভিক্টোরিয়া


3. কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারন হিসাবে উঠে আসে?

A. সিপাহি বিদ্রোহ

B. কোল বিদ্রোহ

C. সাঁওতাল বিদ্রোহ

D. মুন্ডা বিদ্রোহ

উত্তর : A. সিপাহি বিদ্রোহ


4. ঊনবিংশ শতাব্দীতে "সমিতির যুগ" বলে অভিহিত করেছেন – 

A. ড. রমেশচন্দ্র মজুমদার

B. ড. নিমাইসাধন বসু

C. ড. অনিল শীল

D. ড. অমলেশ ত্রিপাঠী

উত্তর : C. ড. অনিল শীল


5. লর্ড ইলবার্ট হলেন – 

A. লর্ড রিপনের আইনসচিব

B. সুপ্রিম কোর্টের বিচারক

C. হিন্দু কলেজের অধ্যক্ষ

D. শিক্ষা দপ্তরের কর্মকর্তা

উত্তর : A. লর্ড রিপনের আইনসচিব


6. সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন – 

A. রমেশচন্দ্র মজুমদার

B. চার্লস বল

C. ভি ডি সাভারকার

D. পি ভি যোশী

উত্তর : C. ভি ডি সাভারকার


7. আনন্দমঠ প্রকাশিত হয় – 

A. ১৮৮২

B. ১৮৮৮

C. ১৮৭৮

D. ১৮৭৯

উত্তর : A. ১৮৮২


8. "বর্তমান ভারত" এর লেখক কে –

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

B. রবীন্দ্রনাথ ঠাকুর

C. অবনীন্দ্রনাথ ঠাকুর

D. স্বামী বিবেকানন্দ

উত্তর : D. স্বামী বিবেকানন্দ


9. মহারানির ঘোষণাপত্র প্রকাশিত হয়–

A. ১৮৫৭ সালের ২৯মার্চ

B. ১৮৫৮ সালের ২৯ মার্চ

C. ১৮৫৭ সালের ১নভেম্বর

D. ১৮৫৮ সালের ১নভেম্বর

উত্তর : D. ১৮৫৮ সালের ১নভেম্বর


10. বিহারের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে?

A. কুনওয়ার সিং

B. নানা সাহেব

C. তাঁতিয়া টোপি

D. মঙ্গল পান্ডে

উত্তর : A. কুনওয়ার সিং


11. এদের মধ্যে কে মহাবিদ্রোহ কে জাতীয় বিদ্রোহ বলেননি?

A. ডিসরেলি

B. রবাটসন 

C. কাল মার্কস

D. সাভারকর

উত্তর : A. ডিসরেলি


12. সমাজতন্ত্রবাদ কাল মার্কস ১৮৫৭ সালের বিদ্রোহকে বলেছেন–

A. সিপাহী বিদ্রোহ

B. সামন্ত বিদ্রোহ

C. ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ

D. জাতীয় বিদ্রোহ

উত্তর : D. জাতীয় বিদ্রোহ


13. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে ছিলেন–

A. সুভাষচন্দ্র বসু

B. জওহরলাল নেহেরু

C. ডি ডি সাভারকর

D. রাসবিহারী বসু

উত্তর : C. ডি ডি সাভারকর


14. ১৮৫৭ সালের বিদ্রোহ কে "নৈরাজ্যবাদী" বলে অভিহিত করেছেন–

A. সুরেন্দ্রনাথ সেন

B. রমেশচন্দ্র মজুমদার

C. হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

D. সুমিত সরকার

উত্তর : B. রমেশচন্দ্র মজুমদার


15. মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ করা হয়–

A. কলকাতা থেকে

B. মুম্বাই থেকে

C. মাদ্রাজ থেকে

D. এলহাবাদ থেকে

উত্তর : D. এলহাবাদ থেকে


16. "বেঙ্গল আর্মি"র সদস্য ছিলেন?

A. তাঁতিয়া টোপি

B. মঙ্গল পান্ডে

C. নানা সাহেব

D. মৌলবী আহমদউল্লা

উত্তর : B. মঙ্গল পান্ডে


17. "The Sepoy Mutiny and the Revolt of 1857" গ্রন্থটি রচনা করেছেন–

A. আউট্রাম

B. ম্যালেসন

C. ড. রমেশচন্দ্র মজুমদার

D. ড. সুরেন্দ্রনাথ সেন

উত্তর : C. ড. রমেশচন্দ্র মজুমদার


18. ১৮৫৭ সালে মুঘল বাদশাহ ছিলেন–

A. সম্রাট আওরঙ্গজেব

B. দ্বিতীয় বাহাদুর শাহ

C. ফাররুখশিয়র

D. জাহাঙ্গীর

উত্তর : B. দ্বিতীয় বাহাদুর শাহ


19. "Eighteen Fifty Seven" গ্রন্থের লেখক হলেন–

A. ভি ডি সাভারকর

B. রমেশচন্দ্র মজুমদার

C. ড. সুরেন্দ্রনাথ সেন

D. শশীভূষণ চৌধুরী

উত্তর : C. ড. সুরেন্দ্রনাথ সেন


20. মহারানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ করেন–

A. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

B. লর্ড ডালহৌসি

C. লর্ড ক্যানিং

D. লর্ড কার্জন

উত্তর : C. লর্ড ক্যানিং


21. মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত?

A. হুল 

B. উলঘুলান

C. দার-উল-হারব

D. দিকু

উত্তর : B. উলগুলান 


22. হুল শব্দের অর্থ কী?–

A. বিদ্রোহ

B. বিপ্লব

C. ধারালো

D. ঠাণ্ডা

উত্তর : A. বিদ্রোহ


23. ভিল বিদ্রোহের নেতা ছিলেন–

A. বুদ্ধু ভগত

B. চিরাগ আলি

C. বৈরব

D. শিউরাম

উত্তর : D. শিউরাম


24. সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন–

A. সাঁওতাল 

B. কোল 

C. ভিল 

D. মুন্ডা

উত্তর : A. সাঁওতাল 


25. কোল বিদ্রোহের সূচনা হয়–

A. ১৮২৯ খ্রিস্টাব্দ

B. ১৮৩০ খ্রিস্টাব্দ

C. ১৮৩১ খ্রিস্টাব্দ

D. ১৮৩২ খ্রিস্টাব্দ

উত্তর : C. ১৮৩১ খ্রিস্টাব্দ


অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী :

প্রতিটি প্রশ্নের মান 1

1. কোন সময়ে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে?

উত্তর : উনিশ শতক থেকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে।


2. কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।


3. কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।


4. ইলবার্ট বিল কে রচনা করেন?

উত্তর : ইলবার্ট বিল রচনা করেন লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট ।

 

5. ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : ভারত সভার প্রথম অধিবেশন ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৬জুলাই কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়।

 

6. কোন সময়কে "সভাসমিতির যুগ" বলে অভিহিত করা হয়?

উত্তর : ঊনবিংশ শতককে "সভাসমিতির যুগ" বলে অভিহিত করা হয়।

 

7. "আনন্দমঠ" উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত?

উত্তর : "আনন্দমঠ" উপন্যাসের ইংরেজি অনুবাদ "The Abbey of Bliss" নামে পরিচিত।

 

8. "আনন্দমঠ" উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর : "আনন্দমঠ" উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন সত্যানন্দ।

 

9.স্বামী বিবেকানন্দ রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখ।

উত্তর : "ভাববার কথা", "বর্তমান ভারত", "পরিব্রাজক", "প্রাচ্য ও পাশ্চাত্য" ইত্যাদি।

 

10. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেমমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখ।

উত্তর : "গোরা", "ঘরে বাইরে", "চার অধ্যায়"।

 

11. "গোরা" উপন্যাস টি কবে প্রকাশিত হয়?

উত্তর : "গোরা" উপন্যাস টি প্রথমে ১৯০৭ থেকে ১৯০৯ সাল পর্যন্ত "প্রবাসী" পত্রিকায় এবং ১৯১০ সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। 

 

12. স্বাধীন ভারতের সরকার কোন গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেন?

উত্তর : স্বাধীন ভারতের সরকার "বন্দেমাতরম" গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেন।

 

13. কোন পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়?

উত্তর : অষ্টাদশ শতকের বাংলা ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় "আনন্দমঠ" রচিত হয়।

 

14. রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র এর নাম কি?

উত্তর : রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র এর নাম "উদ্বোধন"।

 

15. অবনীন্দ্রনাথের আঁকা "ভারতমাতা"র চার হাতে কি কি জিনিস রয়েছে?

উত্তর : অবনীন্দ্রনাথের আঁকা ভারতমাতা যার হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেতবস্ত্র।

 

16. রম্পা বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর : রম্পা বিদ্রোহ হয়েছিল ১৮৭৬  খ্রিস্টাব্দে । 

 

17. কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?

উত্তর : দিয়েত্রিক ব্রান্ডির প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়।

 

18. কার বিরুদ্ধে কবে রংপুর বিদ্রোহ শুরু হয়?

উত্তর : রংপুরের অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে ১৭৮৩ খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ শুরু হয়।

 

19. কে "মেদিনীপুরের লক্ষীবাঈ" নামে পরিচিত?

উত্তর : মেদিনীপুরের রানী শিরোমণি "মেদিনীপুরের লক্ষীবাঈ" নামে পরিচিত।

 

20. দামিন ই কোহ এর অর্থ কি?

উত্তর : দামিন-ই-কোহ কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ ।

 

21. বিরসা মুন্ডা কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : বিরসা মুন্ডা রাঁচির জেলার উলিহাত গ্রামে (১৮৭৫ খ্রি:) জন্মগ্রহণ করেন ।

 

22. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর : মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা হলেন বিরসা মুন্ডা ।

 

23. সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর কি পরিনতি হয়?

উত্তর : সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর ফাঁসি হয়।

 

24. "বেচারাম" নামে বাটখারা কি কাজে ব্যবহার করা হতো?

উত্তর : "বেচারাম" নামে বাটখারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হতো।

 

25. কাদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়?

উত্তর : ব্রিটিশ সরকার এবং তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে সাঁওতালদের সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।


সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

একটি বা দুটি শব্দে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান 2

1. এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি কি?

অথবা, ১৮৫৭ সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?

উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনীতে এনফিল্ড রাইফেল নামে এক রাইফেল এর প্রচলন হয়। এতে ব্যবহৃত টোটার খোলস টি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হত। সেনাবাহিনীতে গুজব ছড়ায় যে খোলস টি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। হিন্দু ও মুসলিম সিপাহীরা  ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটা ব্যাবহারে অসম্মত হয় এবং ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ঘোষণা করে।

 

2. মঙ্গল পান্ডে কে ছিলেন?

উত্তর : মঙ্গল পান্ডে ছিলেন ব্যারাকপুর সেনানিবাসের ৩৪নং নেটিভ ইনফ্রান্টির একজন সিপাহী। তিনি ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ শে মার্চ বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে সরকার মঙ্গল পান্ডে কে গ্রেফতার করে। তার ফাঁসি হয়।

 

3. উনিশ শতকে "সভাসমিতির যুগ" বলে কেনো?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90

 

4. বঙ্গভাষা প্রকাশিকা সভার সীমাবদ্ধতা কি ছিল?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90

 

5. হিন্দুমেলার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখ।

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90

 

6. কবে, কাদের উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠত হয়?

উত্তর : ১৮৭৬ সালে ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ভারতসভা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি। 

 

7. ইলবার্ট বিল কি?

উত্তর : রিপনের আগেরই এদেশে কোন ভারতীয় বিচারক কোন ইংরেজ এর বিচার করার অধিকার ছিল না। এই বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে আইনসচিব ইলবার্ট একটি বিল রচনা করেন। এতে ভারতীয় বিচারকরা ইংরেজ দের  বিচার করার অধিকার পান। এই বিল টি ইলবার্ট নামে পরিচিত।

 

8. গোরা উপন্যাসের গোরা পল্লীগ্রামের সমাজে কিরূপ ক্রটি লক্ষ্য করেছে?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


9. "ভারতমাতার" কোন বিষয়টি থেকে বোঝা যায় যে অবনীন্দ্রনাথ তার স্বদেশী ভাবনায় সন্ত্রাস কে স্থান দেননি?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


10. "দেশীয় ভাষায় সংবাদপত্র আইন"(১৮৭৮ খ্রি:) এর বিরুদ্ধে ভারতসভার আন্দোলনের পরিচয় দাও।

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী: প্রত্যেক প্রশ্নের মান 4

1. মহাবিদ্রহের প্রত্যক্ষ কারণ কি ছিল ? 

উত্তর : ১৮৫৭ সালে ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের ব্যবহার কে কেন্দ্র করে সিপাহীরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। এনফিল্ড রাইফেলের ব্যবহারকেই সিপাহী বিদ্রোহের প্রধান কারন হিসাবে মেনে নেওয়া হয় । 

কারণ, ব্রিটিশ শাসকরা ভারতীয় সেনাবাহিনী তে এনফিল্ড রাইফেল নামে এক বিশেষ ধরনের বন্দুকের ব্যবহার শুরু করেন। এই রাইফেল ব্যবহারের আগে এর কার্তুজ কে দাঁত দিয়ে কেটে রাইফেল ব্যবহার করতে হত। সেনাবাহিনীতে গুজব ছড়ানো হয়, এই এনফিল্ড রাইফেল এর টোটার খোলসটি গরু বা শূকরের মাংস দিয়ে তৈরি । ফলে হিন্দু মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটা ব্যবহারে অসম্মত হয়। ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল ব্যবহার করার জন্য ভারতীয় সেনাবাহিনী কে চাপ দিতে থাকে । ফলে ভারতীয় সিপাহীরা বিদ্রোহের পথে এগোতে থাকে । ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পান্ডে ১৮৫৭ খ্রিস্টাব্দে ২৯ মার্চ প্রথম বিদ্রোহ ঘোষণা করেন।

বিতর্ক আছে, ঐতিহাসিক সি বল এনফিল্ড রাইফেল এর কার্তুজ এর ঘটনাকে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে মনে করেন না। তিনি দেখিয়েছেন যে, বিদ্রোহের সময় বিদ্রোহী সিপাহীরা এই কার্তুজ ইংরেজদের বিরুদ্ধে যথেচ্ছ ভাবে ব্যবহার করেন। 


2. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কিরকম ছিল?

উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা বিতর্ক রয়েছে। যেমন–

জাতীয় বিদ্রোহ: ঐতিহাসিক আউট্রাম ডাফ, রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেলী, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস প্রমুখ এই বিদ্রোহ কে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, মুজাফফরনগর, বিহার, উত্তরপ্রদেশে সিপাহীদের সঙ্গে সংযোগ ছাড়াই অসামরিক  লোকজন ও জমিদারশ্রেণী ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে।

প্রথম স্বাধীনতা যুদ্ধ: বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর সহ কেউ কেউ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখও এই বিদ্রোহ কে স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্তিসংগ্রাম বলে অভিহিত করেছেন।

গণবিদ্রোহ: ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে প্রমুখ এই বিদ্রোহের গণচরিত্র লক্ষ্য করে একে গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, এই বিদ্রোহ দিল্লি, অযোধ্যা, কানপুর, বারেলী, ঝাঁসি, বিহার সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে।

সামন্ত বিদ্রোহ: রজনিপাম দত্ত, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ ১৮৫৭র বিদ্রোহকে রক্ষণশীল শক্তিগুলির অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, নানা সাহেব, লক্ষ্মীবাই, কুনওয়ার সিং প্রমুখ সামন্তশ্রেণীর মানুষ নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্য এই বিদ্রোহকে নেতৃত্ব দেন। 

সিপাহী বিদ্রোহ: অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি,চার্লস রেকস প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে মনে করেন। চার্লস রেকস মনে করেন, "এটি ছিল কেবল সিপাহিদের অভ্যুত্থান"।


3. সভাসমিতির যুগের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


4. টীকা লেখো : হিন্দুমেলা 

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


5. ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা "ভারতমাতা" চিত্রটির কি অবদান ছিল?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী :

প্রতিটি প্রশ্নের মান 8

১. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলা যায় কিনা?

উত্তর : ভূমিকা: ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে অভিজ্ঞদের মধ্যে মতভেদের অন্ত নেই । বিভিন্ন পন্ডিত এই বিদ্রোহকে নানা নামে ডেকেছেন । সিপাহী বিদ্রোহ, গণ বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ প্রভৃতি বিভিন্ন নামে ব্যাখ্যা করেছেন । বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর তাঁর "দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স" নামক গ্রন্থে এই বিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন । কেউ কেউ সাভারকরের এই যুক্তি কে মেনে নিলেও কেউ কেউ এর প্রতিবাদও করেছেন । 

সপক্ষে যুক্তি : 

সাভারকরের মতামত কে সমর্থন করে কোনো কোনো পন্ডিত ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মেনে নিয়ে এর সপক্ষে বেশ কিছু যুক্তি দিয়েছেন।

• লন্ডনের স্মরণসভা: ভারতীয় বিপ্লবীরা লন্ডনে মহাবিদ্রহের এক স্মরণসভায় এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন।

• মার্কসবাদীদের অভিমত: মার্কসবাদী কার্ল মার্কস ও ফেডারিক এঙ্গেলস এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা মুক্তি সংগ্রাম বলে মেনে নিয়েছেন। 

• জোশীর অভিমত: কমিউনিস্ট নেতা পি সি জোশী তাঁর "1857, in our History" প্রবন্ধটিতে ১৮৫৭ এর বিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে স্বীকার করেছেন।

 

বিপক্ষে যুক্তি : 

কোনো কোনো পন্ডিত এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মানতে অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো–

•সুরেন্দ্রনাথ সেনের অভিমত: ঐতিহাসিক ড: সুরেন্দ্রনাথ সেন তাঁর "Eighteen Fifty Seven" নামক গ্রন্থে ১৮৫৭ এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মানতে অস্বীকার করেছেন। তাঁর মতে, সিপাহী বিদ্রোহের নেতাদের লক্ষ্য ছিল "প্রতিবিপ্লব"।

• রমেশচন্দ্র মজুমদারের অভিমত: ঐতিহাসিক ডঃ রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে এই বিদ্রোহ তে ভারতের সকল অঞ্চলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেননি। বরং শিখো গোর্খা সৈনিক এবং কোন কোন দেশীয় রাজা ইংরেজদের পক্ষে ছিল। এজন্য তিনি বলেছেন যে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ  ভারতের স্বাধীনতা সংগ্রাম নয়।

উপসংহার: ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে জাতীয়তাবাদ জাগ্রত হয়নি। তাই ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কে "ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ" বলে স্বীকার করা যায়না। তবে এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে প্রথম বৃহত্তর অভ্যুত্থান ছিল এবং পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল – এ কথা অস্বীকার করা যায় না ।

 

২.  বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং ভারতসভার গঠন ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। 

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


৩. বাংলায় বিশুদ্ধ বিজ্ঞান চর্চার ইতিহাসে "ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স (IACS) " এর অবদান কতখানি ছিল?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90

 

৪.ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দ এর "বর্তমান ভারত" গ্রন্থটির কি ভূমিকা ছিল?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90

 

৫. ভারতসভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


৬. উনিশ শতকে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90


৭. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল?

উত্তর:  এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেখার জন্য নীচে দেওয়া লিংক থেকে PDF ডাউনলোড করুন ।

Download PDF to View Answer/button/#04cc90

 

 

চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ PDF ডাউনলোড করার জন্য নীচের DOWNLOAD বাটনে ক্লিক করুন ।


Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel



তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: WBBSE Class 10 History Chapter 3 Notes in Bengali PDF, WBBSE Madhyamik Exam 2023 Suggestions, Madhyamik History Suggestions 2023, Madhyamik History Suggestions 2023 with PDF Download, Madhyamik History Suggestion, মাধ্যমিক ইতিহাস সাজেশনস 2023 তৃতীয় অধ্যায় : প্রতিরোধ ও বিদ্রোহ, class 10 history chapter 3 notes in bengali, প্রতিরোধ ও বিদ্রোহবড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায়, মাধ্যমিক ইতিহাস তৃতীয়  অধ্যায় 2 নম্বরের প্রশ্ন, মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় 4 নম্বরের প্রশ্ন, ক্লাস 10 ইতিহাস তৃতীয় অধ্যায় mcq, মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণির ইতিহাস সাজেশন
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post