প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য Physical Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik Suggestions 2023 Physical Science
মাধ্যমিক সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : পরিবেশের জন্য ভাবনা
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ Type Questions)
প্রতিটি প্রশ্নের মান 1
1. নীচের কোনটি একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের উদাহরণ -
(a) CFC
(b) CH₄
(c) CO₂
(d) NO₂
2. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে ? -
(a) স্ট্র্যাটোস্ফিয়ারে
(b) ট্রপোস্ফিয়ারে
(c) আয়নোস্ফিয়ারে
(d) মেসোস্ফিয়ারে
3. অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় -
(a) সক্রিয় কার্বন পরমাণু
(b) সক্রিয় ক্লোরিন পরমাণু
(c) সক্রিয় ফ্লুওরিন পরমাণু
(d) সক্রিয় হাইড্রোজেন পরমাণু
4. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রিন হাউস গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?
(a) N₂O
(b) CH₄
(c) CO₂
(d) জলীয় বাষ্প
5. যে গ্যাসটি একটি গ্রিনহাউস গ্যাস এবং জার জলীয় দ্রবণ আম্লিক সেটি হল -
(a) CH₄
(b) N₂O
(c) CO₂
(d) CFC
6. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে?
(a) গামা রশ্মি
(b) অবলোহিত রশ্মি
(c) অতিবেগুনি রশ্মি
(d) দৃশ্যমান আলোকরশ্মি
7. সৌরকোশে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় -
(a) জার্মেনিয়াম
(b) অ্যালুমিনিয়াম
(c) সিলিকন
(d) গ্রাফাইট
8. তাপনমূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানী ?
(a) ডিজেল
(b) পেট্রোল
(c) LPG
(d) কেরোসিন
9. আগুনে বরফ বা Fire Ice হল -
(a) কার্বন ডাই অক্সাইড
(b) মিথেন
(c) মিথেন হাইড্রেট
(d) মিথানল
10. বায়োগাসের মূল উপাদান হল -
(a) অক্সিজেন
(b) মিথেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন ডাই অক্সাইড
11. সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয় ?
(a) ওজোন স্তর
(b) ট্রপোস্ফিয়ারে
(c) মেসোস্ফিয়ারে
(d) থার্মোস্ফিয়ারে
12. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
(a) নাইট্রাস অক্সাইড
(b) কার্বন ডাই অক্সাইড
(c) মিথেন
(d) অক্সিজেন
13. নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?
(a) N₂
(b) O₂
(c) CH₄
(d) He
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
2. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?
3. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কীরূপ পরিবর্তন দেখা যায় ?
4. কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটিকে ব্যাবহার করা হয় ?
5. বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় ?
6. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?
7. ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO -এর ভূমিকা কী ?
8. তাপনমূল্যের SI একক কী ?
9. কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি ?
10. একটি অপ্রচলিত শক্তির নাম লেখ যা পরিবেশ দূষণ ঘটায় না ?
11. বায়োগ্যাসের ব্যবহার লেখ ।
12. কাঠকয়লা, পেট্রোল অ ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানী ?
13. বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদের কী বলা হয় ?
14. মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায় ?
15. মিথেন হাইড্রেটের সংকেত কী ?
16. কোলবেড থেকে কোন জ্বালানী গ্যাস আহরণ করা হয় ?
17. 'সুইট গ্যাস' কী ?
18. ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয় ?
19. কার্বন নেই এরকম দুটি জ্বালানীর নাম লেখো ।
20. জীবাশ্ম জ্বালানীর দহনে কোন গ্যাস উৎপন্ন হয় ?
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. গ্রিনহাউস প্রভাবের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো ।
2. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো ।
3. এমন দুটি গ্যাসের নাম লেখো যারা ওজোন স্তরের ক্ষতি করে ।
4. ওজোন স্তরের ধ্বংসের কারণগুলি লেখো ।
5.মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো ।
6. ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে CFC -এর ভূমিকা লেখো ।
7. জীবাশ্ম জ্বালানী সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো ।
8. বায়োফুয়েলের দুটি ব্যবহার লেখো ।
9. পাওয়ার অ্যালকোহল কী ? এর উপাদান কী কী ?
10. মিথেন হাইড্রেটকে 'Fire ice' বলা হয় কেন ?
11. মিথেনকে সুইট গ্যাস বলার কারণ কী ?
12. স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝ ? এর উদ্দেশ্য কী ?
13. কোন স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব আলোচনা করো ।
14. নবীকরণযোগ্য শক্তি কী ? এর বৈশিষ্ট্যগুলি লেখো ?
15. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কীভাবে সৃষ্টি হয় ?
16. বায়োমাস শক্তি বয়া জীবভর শক্তি কী ? এর ব্যবহার লেখো ।
17. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী ? পরিবেশের ওপর এর দুটি প্রভাব লেখো ।
18. বর্জ্য পদার্থ থেকে কীভাবে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় ?
19. কোন জ্বালানীর তাপন মূল্য বলতে কী বোঝায় ? উদারহনসহ লেখো ।
20. বিকল্প শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো ।
PDF will be available soon
Join Our Telegram Channel for Notifications
আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.