প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী বাংলার বাড়ির কাছে আরশিনগর এর গুরুত্বপূর্ণ বিকল্পভিত্তিক রশ্নোত্তর ।
উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর
একাদশ শ্রেণি
বাড়ির কাছে আরশিনগর
১. " বাড়ির কাছে আরশিনগর " গানটির রচয়িতা হলেন-
(ক) গোবিন্দ দাস
(খ) লালন ফকির
(গ) সমর সেন
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : লালন ফকির।
২. " বাড়ির কাছে আরশিনগর " হল-
(ক) লালন গীতি
(খ) ধাওইয়া গান
(গ)সারি গান
(ঘ) ভাটিয়ালি গান
উত্তর : লালন গীতি।
৩. " বাড়ির কাছে আরশিনগর" কি জাতীয় কবিতা-
(ক) গীতি কবিতা
(খ) আমতা মূলক কবিতা
(গ) রূপক কবিতা
(ঘ) নাট্য কবিতা
উত্তর : গীতি কবিতা।
৪. "আমি একদিনও না দেখিলাম তারে" - তারে বলতে কি বোঝানো হয়েছে -
(ক) মনের মানুষকে
(খ)প্রেয়সীকে
(গ)পিতৃদেবকে
(ঘ)জীবন দেবতাকে
উত্তর : মনের মানুষকে ।
৫. " আমার বাড়ির কাছে আরশিনগর " - আরশিনগর কথাটির অর্থ হল -
(ক) ভক্তি নগর
(খ) শান্তি নগর
(গ) দর্পণের নগর
(ঘ) পবিত্র হৃদয় মন্দির বা দেবভূমি
উত্তর : পবিত্র হৃদয় মন্দির বা দেবভূমি
৬." ও এক পরশে বসত করতো " পরশি হলেন -
(ক) অশরীরী সত্তা
(খ) শরীরী সত্তা
(গ) নিরাকার সত্তা
(ঘ) প্রেত সত্তা
উত্তর :নিরাকার সত্তা
৭. " আমার জমজাতনা যেত দূরে"- জমজাতনা কথাটির অর্থ হল -
(ক) মৃত্যু ভয়
(খ) ডাকাতের ভয়
(গ) সমাজ বিরোধীদের ভয়
(ঘ) শাসকের ভয়
উত্তর :মৃত্যু ভয়।
৮." বলব কি সেই পরশির কথা" - কবির মতে পড়শির কি নেই ?
(ক) নিজের বাড়ি নেই
(খ) হস্ত - পদ - স্কন্ধ
(গ) বউ নেই
(ঘ) প্রতিবেশী নেই
উত্তর : হস্ত - পদ - স্কন্ধ।
৯. " পড়শি যদি আমায় ছুঁত "- তাহলে লাভ হতো-
(ক) জমজাতনা দূর হতো
(খ) তাড়াতাড়ি বিয়ে হত
(গ) ভবিষ্যৎ উজ্জ্বল হত
(ঘ) স্বর্গে জায়গা হতো
উত্তর : জমজাতনা দূর হতো
১০." গ্রাম বেরিয়ে আঘাত পানি " - অগাধ পানি বলতে বোঝানো হয়েছে -
(ক) ভক্ত ভগবানের বিস্তার ব্যবধানের কথা
(খ) ভক্ত ভগবানের নৈকট্যের কথা
(গ) ভক্ত ভগবানের সান্নিধ্য লাভের উপলব্ধির কথা
(ঘ) আন্দামান সাগরের কথা
উত্তর : ভক্ত ভগবানের বিস্তার ব্যবধানের কথা।
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.