ইতিহাস
(একাদশ শ্রেণী)
তৃতীয় অধ্যায়
শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা
* সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. গ্রিসের ধ্রুপদি যুগের রাষ্ট্রগুলির ক্ষুদ্র ক্ষুদ্র নগর-রাষ্ট্রগুলিকে বলা হত —
ক। পলিস
খ। জন
গ। জনপদ
ঘ। মহাজনপদ
উত্তর: ক। পলিস
2. প্রাচীনকালে উপজাতি ভিত্তিক রাষ্ট্রগুলির আয়তন ছিল —
ক। মাঝারি
খ। ক্ষুদ্র
গ। বৃহৎ
ঘ। অতিবৃহৎ
উত্তর: খ। ক্ষুদ্র
3. পলিসগুলির উদ্ভব হয় —
ক। পারস্যে
খ। ইটালিতে
গ। গ্রিসে
ঘ। জার্মানিতে
উত্তর: গ। গ্রিসে
4. গ্রিসে মোট পলিস-এর সংখ্যা ছিল —
ক। 50
খ। 70
গ। 1500
ঘ। 2100
উত্তর: গ। 1500
5. পলিসের শাসনকেন্দ্রকে বলা হত —
ক। অক্টোপাস
খ। ইফর
গ। আরকন
ঘ। অক্টোপলিস
উত্তর: ঘ। অক্টোপলিস
6. Politics (পলিটিকস) গ্রন্থের লেখক —
ক। অ্যারিস্টটল
খ। প্লেটো
গ। সক্রেটিস
ঘ। সফোক্লিস
উত্তর: ক। অ্যারিস্টটল
7. অস্বাভাবিক রাষ্ট্র বা Abnormal States বলা হত—
ক। বড়ো রাষ্ট্রকে
খ। পলিসগুলিকে
গ। রাষ্ট্রগুলিকে
ঘ। সাম্রাজ্যগুলিকে
উত্তর: খ। পলিসগুলিকে
8. 'Republic' গ্রন্থের লেখক —
ক। অ্যারিস্টটল
খ। সক্রেটিস
গ। প্লেটো
ঘ। সফোক্লিস
উত্তর: গ। প্লেটো
9. প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা
হওয়া উচিত —
ক। 500
খ। 1000
গ। 3000
ঘ। 5000
উত্তর: ঘ। 5000
10. কোন পলিসের সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা ছিল?
ক। অ্যাটিকার
খ। এথেন্সের
গ। করিন্থের
ঘ। স্পার্টার
উত্তর: ক। অ্যাটিকার
11. স্পার্টার পরিষদের নাম ছিল —
ক। অ্যাপেলা
খ। গেরুসিয়া
গ। আরকন
ঘ। ইফর
উত্তর: খ। গেরুসিয়া
12. এথেন্সের সমিতির নাম ছিল —
ক। অ্যাপেলা
খ। গেরুসিয়া
গ। একলেজিয়া
ঘ। আরকন
উত্তর: গ। একলেজিয়া
13. এথেন্সের ম্যাজিস্ট্রেটের নাম ছিল —
ক। অ্যাপেলা
খ। গেরুসিয়া
গ। আরকন
ঘ। ইকর
উত্তর: গ। আরকন
14. স্পার্টার শাসনব্যবস্থা ছিল —
ক। রাজতান্ত্রিক
খ। গণতান্ত্রিক
গ। সাম্যবাদী
ঘ। অভিজাততান্ত্রিক
উত্তর: ঘ। অভিজাততান্ত্রিক
15. এথেন্সের ক্রীতদাসরা কী নামে পরিচিত ছিল?
ক। থিটিস
খ। হেলট
গ। মেটিক
ঘ। ইফর
উত্তর: ক। থিটিস
16. পলিসের বাজারগুলি পরিচিত ছিল —
ক। থিটিস নামে
খ। অ্যাগোরা নামে
গ। চোরা নামে
ঘ। মেটিক নামে
উত্তর: খ। অ্যাগোরা নামে
17. পলিসগুলির পতন হয় কোন্ রাজ্যের আক্রমণে?
ক। এথেন্স
খ। স্পার্টা
গ। থিবস
ঘ। ম্যাসিডন
উত্তর: গ। থিবস
18. মহাজনপদগুলির উদ্ভব হয় —
ক। চতুর্থ শতকে
খ। পঞ্চম শতকে
গ। খ্রিস্টপূর্ব সপ্তম শতক
ঘ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
উত্তর: ঘ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
19. রামায়ণে উল্লিখিত জনপদের সংখ্যা —
ক। 27 টি
খ। 25 টি
গ। 15 টি
ঘ। 22 টি
উত্তর: ক। 27 টি
20. মহাভারতে উল্লিখিত জনপদের সংখ্যা —
ক। 27 টি
খ। 25 টি
গ। 15 টি
ঘ। 22 টি
উত্তর: খ। 25 টি
21. ষোড়শ মহাজনপদের কোন্ মহাজনপদটি পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়?
ক। মগধ
খ। অবন্তী
গ। গান্ধার
ঘ। কাশী
উত্তর: ক। মগধ
22. কোন মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল?
ক। মগধ
খ। অস্মক
গ। অবন্তী
ঘ। গান্ধার
উত্তর: খ। অস্মক
23. দুটি প্রজাতান্ত্রিক জনপদ হল —
ক। কুরু-পাঞ্জাল
খ। বৎস-মৎস্য
গ। বৃজি-মল্ল
ঘ। গান্ধার-কম্বোজ
উত্তর: গ। বৃজি-মল্ল
24. আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ক। সিসেরো
খ। তৃতীয় খুঁটমোস
গ। ওসমান
ঘ। সারাগণ
উত্তর: ঘ। সারাগণ
25. রমেশচন্দ্র মজুমদার রাজকীয় ঐক্যের যুগ বলেছেন —
ক। 600 BC-কে
খ। 400 BC-কে
গ। 500 BC-কে
ঘ। 800 BC-কে
উত্তর: ক। 600 BC-কে
26. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন—
ক। চন্দ্রগুপ্ত মৌর্য
খ। মহাপদ্মনন্দ
গ। সমুদ্রগুপ্ত
ঘ। প্রথম চন্দ্রগুপ্ত
উত্তর: খ। মহাপদ্মনন্দ
27. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন —
ক। চন্দ্রগুপ্ত মৌর্য
খ। মহাপদ্মনন্দ
গ। সমুদ্রগুপ্ত
ঘ। প্রথম চন্দ্রগুপ্ত
উত্তর: ক। চন্দ্রগুপ্ত মৌর্য
28. অর্থশাস্ত্রের রচয়িতা হলেন —
ক। মেগাস্থিনিস
খ। কৌটিল্য বা চাণক্য
গ। রামগুপ্ত
ঘ। জোব চার্নক
উত্তর: খ। কৌটিল্য বা চাণক্য
29. ‘ইন্ডিকা' গ্রন্থটি রচনা করেন —
ক। মেগাস্থিনিস
খ। কৌটিল্য
গ। রামগুপ্ত
ঘ। আলেকজান্ডার
উত্তর: ক। মেগাস্থিনিস
30. মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন —
ক। অশোক
খ। বিন্দুসার
গ। প্রথম চন্দ্রগুপ্ত
ঘ। চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর: ঘ। চন্দ্রগুপ্ত মৌর্য
31. সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন —
ক। 250 BC-তে
খ। 320 BC-তে
গ। 261 BC-তে
ঘ। 275 BC-তে
উত্তর: গ। 261 BC-তে
32. ম্যাসিডনের সৈন্যবাহিনীর নাম —
ক। হপলাইট
খ। জানিসারি
গ। হার্মাদ
ঘ। বর্গী
উত্তর: ক। হপলাইট
33. গ্রিকবীর আলেকজান্ডার ছিলেন —
ক। প্রথম আলেকজান্ডার
খ। দ্বিতীয় আলেকজান্ডার
গ। তৃতীয় আলেকজান্ডার
ঘ। চতুর্থ আলেকজান্ডার
উত্তর : গ। তৃতীয় আলেকজান্ডার
34. ঝিলামের যুদ্ধ (হিদাসপিসের যুদ্ধ) হয় —
ক। 310 BC-তে
খ। 325 BC-তে
গ। 329 BC-তে
ঘ। 327 BC-তে
উত্তর: ঘ। 327 BC-তে
35. রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা —
ক। জুলিয়াস সিজার
খ। অগাস্টাস
গ। স্পার্টাকাস
ঘ। টাস
উত্তর: খ। অগাস্টাস
36. রোমান পঞ্জিকা ও ক্যালেন্ডারের সংস্কার করেন—
ক। স্পার্টাকাস
খ। জুলিয়াস সিজার
গ। অগাস্টাস সিজার
ঘ। নিরো
উত্তর: খ। জুলিয়াস সিজার
37. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন —
ক। সমুদ্রগুপ্ত
খ। চন্দ্রগুপ্ত
গ। শ্রীগুপ্ত
ঘ। রামগুপ্ত
উত্তর: গ। শ্রীগুপ্ত
38. ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ 'ভারতের নেপোলিয়ান' বলেছেন —
ক। রঞ্জিৎ সিংকে
খ। অশোককে
গ। চন্দ্রগুপ্তকে
ঘ। সমুদ্রগুপ্তকে
উত্তর: ঘ। সমুদ্রগুপ্তকে
39. মেহেরৌলি লৌহস্তস্তে রাজা 'চন্দ্র' হলেন —
ক। সমুদ্রগুপ্ত
খ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ। প্রথম চন্দ্রগুপ্ত
ঘ। চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর: খ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত
40. রোমে দাসবিদ্রোহের নেতা ছিলেন —
ক। স্পার্টাকাস
খ। আর্কিমিডিস
গ। অ্যারিস্টটল
ঘ। প্লেটো
উত্তর: ক। স্পার্টাকাস
41. প্যাক্স রোমানা হল —
ক। রোমের প্রাচীন আইন
খ। রোমের প্রাচীন গ্রন্থ
গ। রোমের প্রাচীন সংগীত
ঘ। প্রাচীন রোমান সাম্রাজ্য
উত্তর: ক। রোমের প্রাচীন আইন
42. জাস্টিনিয়ান কোডে সংকলিত আইনের সংখ্যা—
ক। 3000
খ। 4000
গ। 5000
ঘ। 6000
উত্তর: খ। 4000
43. 'আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম' (Vini, Vidi, Vici) উক্তিটি —
ক। আলেকজান্ডারের
খ। সুলেমানের
গ। জুলিয়াস সিজারের
ঘ। আকবরের
উত্তর: গ। জুলিয়াস সিজারের
44. অ্যামফিথিয়েটার আসলে —
ক। থিয়েটার
খ। নাটক
গ। প্রাসাদ
ঘ। ক্রীড়াঙ্গন
উত্তর: ঘ। ক্রীড়াঙ্গন
45. রোমে যেসব দাস-যোদ্ধা হিংস্র পশুর সঙ্গে লড়াই
করত তাদের বলা হত —
ক। গ্ল্যাডিয়েটর
খ। বক্সার
গ। নাইট
ঘ। সুমো
উত্তর: ক। গ্ল্যাডিয়েটর
46. বার্নেট ভারতের সুবর্ণযুগ বলেছেন —
ক। মৌর্য যুগকে
খ। গুপ্ত যুগকে
গ। কুষাণ যুগকে
ঘ। মোগল যুগকে
উত্তর: ক। মৌর্য যুগকে
47. কবিরাজ উপাধি গ্রহণ করেন —
ক। চন্দ্রগুপ্ত
খ। রামগুপ্ত
গ। সমুদ্রগুপ্ত
ঘ। অশোক
উত্তর: গ। সমুদ্রগুপ্ত
48. আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ব্যাখ্যা দেন —
ক। ব্রহ্মগুপ্ত
খ। ধন্বন্তরী
গ। বরাহমিহির
ঘ। আর্যভট্ট
উত্তর: ঘ। আর্যভট্ট
49. পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য হল —
ক। প্রাচীন রোমান সাম্রাজ্য
খ। ম্যাসিডোনীয় সাম্রাজ্য
গ। অটোমান সাম্রাজ্য
ঘ। হান সাম্রাজ্য
উত্তর: ক। প্রাচীন রোমান সাম্রাজ্য
50. পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে —
ক। 576 খ্রিস্টাব্দে
খ। 476 খ্রিস্টাব্দে
গ। 1453 খ্রিস্টাব্দে
ঘ। 574 খ্রিস্টাব্দে
উত্তর: খ। 476 খ্রিস্টাব্দে
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.