একাদশ শ্রেণী | তৃতীয় অধ্যায়: শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা | ইতিহাস | Class 11 WBCHSE History MCQ

wb-class-11-history-chapter-3-question-answer

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী ইতিহাসের তৃতীয় অধ্যায়  শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা এর গুরুত্বপূর্ণ  বিকল্পভিত্তিক  রশ্নোত্তর ।

ইতিহাস 

(একাদশ শ্রেণী)

তৃতীয় অধ্যায়

শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা

 
* সঠিক উত্তরটি নির্বাচন করো :

1. গ্রিসের ধ্রুপদি যুগের রাষ্ট্রগুলির ক্ষুদ্র ক্ষুদ্র নগর-রাষ্ট্রগুলিকে বলা হত —
ক। পলিস
খ। জন
গ। জনপদ
ঘ। মহাজনপদ

উত্তর: ক। পলিস

2. প্রাচীনকালে উপজাতি ভিত্তিক রাষ্ট্রগুলির আয়তন ছিল —
ক। মাঝারি 
খ। ক্ষুদ্র
গ। বৃহৎ
ঘ। অতিবৃহৎ

উত্তর: খ। ক্ষুদ্র

3. পলিসগুলির উদ্ভব হয় —
ক। পারস্যে
খ। ইটালিতে
গ। গ্রিসে
ঘ। জার্মানিতে

উত্তর: গ। গ্রিসে

 4. গ্রিসে মোট পলিস-এর সংখ্যা ছিল —
ক। 50
খ। 70
গ। 1500
ঘ। 2100

উত্তর: গ। 1500

5. পলিসের শাসনকেন্দ্রকে বলা হত —
ক। অক্টোপাস
খ। ইফর
গ। আরকন
ঘ। অক্টোপলিস 

উত্তর: ঘ। অক্টোপলিস 

6. Politics (পলিটিকস) গ্রন্থের লেখক —
ক। অ্যারিস্টটল
খ। প্লেটো
গ। সক্রেটিস
ঘ। সফোক্লিস

উত্তর: ক। অ্যারিস্টটল

7. অস্বাভাবিক রাষ্ট্র বা Abnormal States বলা হত—
ক। বড়ো রাষ্ট্রকে
খ। পলিসগুলিকে
গ। রাষ্ট্রগুলিকে
ঘ। সাম্রাজ্যগুলিকে

উত্তর: খ। পলিসগুলিকে

8. 'Republic' গ্রন্থের লেখক —
ক। অ্যারিস্টটল
খ। সক্রেটিস
গ। প্লেটো
ঘ। সফোক্লিস

উত্তর: গ। প্লেটো

9. প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা
   হওয়া উচিত —
ক। 500
খ। 1000
গ। 3000
ঘ। 5000

উত্তর: ঘ। 5000

10. কোন পলিসের সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা ছিল?
ক। অ্যাটিকার
খ। এথেন্সের 
গ। করিন্থের
ঘ। স্পার্টার

উত্তর: ক। অ্যাটিকার

11. স্পার্টার পরিষদের নাম ছিল —


 ক। অ্যাপেলা 


খ। গেরুসিয়া


গ। আরকন


ঘ। ইফর


উত্তর: খ। গেরুসিয়া



12. এথেন্সের সমিতির নাম ছিল —


ক। অ্যাপেলা


খ। গেরুসিয়া


গ। একলেজিয়া


ঘ। আরকন


উত্তর: গ। একলেজিয়া



13. এথেন্সের ম্যাজিস্ট্রেটের নাম ছিল —


ক। অ্যাপেলা 


খ। গেরুসিয়া


গ। আরকন


ঘ। ইকর


উত্তর: গ। আরকন



14. স্পার্টার শাসনব্যবস্থা ছিল —


ক। রাজতান্ত্রিক


খ। গণতান্ত্রিক


গ। সাম্যবাদী


ঘ। অভিজাততান্ত্রিক


উত্তর: ঘ। অভিজাততান্ত্রিক



15. এথেন্সের ক্রীতদাসরা কী নামে পরিচিত ছিল?


ক।  থিটিস 


খ। হেলট 


গ। মেটিক


ঘ। ইফর


উত্তর: ক। থিটিস 



16. পলিসের বাজারগুলি পরিচিত ছিল —


ক। থিটিস নামে


খ। অ্যাগোরা নামে


গ। চোরা নামে


ঘ। মেটিক নামে


উত্তর: খ। অ্যাগোরা নামে



17. পলিসগুলির পতন হয় কোন্ রাজ্যের আক্রমণে?


ক। এথেন্স


খ। স্পার্টা


গ। থিবস


ঘ। ম্যাসিডন


উত্তর: গ। থিবস



18. মহাজনপদগুলির উদ্ভব হয় —


ক। চতুর্থ শতকে 


খ। পঞ্চম শতকে


গ। খ্রিস্টপূর্ব সপ্তম শতক


ঘ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে


উত্তর: ঘ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে



19. রামায়ণে উল্লিখিত জনপদের সংখ্যা —


ক। 27 টি


খ। 25 টি 


গ। 15 টি


ঘ। 22 টি


উত্তর: ক। 27 টি



20. মহাভারতে উল্লিখিত জনপদের সংখ্যা —


ক। 27 টি


খ। 25 টি


গ। 15 টি


ঘ। 22 টি


উত্তর: খ। 25 টি



21. ষোড়শ মহাজনপদের কোন্ মহাজনপদটি পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়?


ক।  মগধ


খ। অবন্তী


গ।  গান্ধার


ঘ। কাশী


উত্তর: ক।  মগধ



22. কোন মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? 


ক। মগধ


খ। অস্মক


গ। অবন্তী


ঘ। গান্ধার


উত্তর: খ। অস্মক



23. দুটি প্রজাতান্ত্রিক জনপদ হল —


ক। কুরু-পাঞ্জাল


খ। বৎস-মৎস্য


গ। বৃজি-মল্ল


ঘ। গান্ধার-কম্বোজ


উত্তর: গ। বৃজি-মল্ল



24. আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


ক। সিসেরো


খ। তৃতীয় খুঁটমোস


গ। ওসমান


ঘ। সারাগণ


উত্তর: ঘ। সারাগণ



25. রমেশচন্দ্র মজুমদার রাজকীয় ঐক্যের যুগ বলেছেন —


ক। 600 BC-কে


খ। 400 BC-কে


গ। 500 BC-কে


ঘ। 800 BC-কে


উত্তর: ক। 600 BC-কে



26. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন—


ক। চন্দ্রগুপ্ত মৌর্য


খ। মহাপদ্মনন্দ


গ। সমুদ্রগুপ্ত


ঘ। প্রথম চন্দ্রগুপ্ত


উত্তর: খ। মহাপদ্মনন্দ



27. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন —


ক।  চন্দ্রগুপ্ত মৌর্য


খ।  মহাপদ্মনন্দ


গ। সমুদ্রগুপ্ত


ঘ। প্রথম চন্দ্রগুপ্ত


উত্তর: ক।  চন্দ্রগুপ্ত মৌর্য



28. অর্থশাস্ত্রের রচয়িতা হলেন —


ক। মেগাস্থিনিস


খ। কৌটিল্য বা চাণক্য


গ। রামগুপ্ত


ঘ। জোব চার্নক


উত্তর: খ। কৌটিল্য বা চাণক্য



29. ‘ইন্ডিকা' গ্রন্থটি রচনা করেন —


ক। মেগাস্থিনিস 


খ। কৌটিল্য


গ। রামগুপ্ত


ঘ।  আলেকজান্ডার 


উত্তর: ক। মেগাস্থিনিস 



30. মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন —


ক। অশোক


খ। বিন্দুসার 


গ।  প্রথম চন্দ্রগুপ্ত


ঘ। চন্দ্রগুপ্ত মৌর্য


উত্তর: ঘ। চন্দ্রগুপ্ত মৌর্য



31. সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন —


ক। 250 BC-তে


খ।  320 BC-তে


গ। 261 BC-তে


ঘ।  275 BC-তে


উত্তর: গ। 261 BC-তে



32. ম্যাসিডনের সৈন্যবাহিনীর নাম —


ক। হপলাইট 


খ। জানিসারি


গ। হার্মাদ


ঘ। বর্গী


উত্তর: ক। হপলাইট 



33. গ্রিকবীর আলেকজান্ডার ছিলেন —


ক। প্রথম আলেকজান্ডার


খ।  দ্বিতীয় আলেকজান্ডার


গ। তৃতীয় আলেকজান্ডার


ঘ। চতুর্থ আলেকজান্ডার


উত্তর : গ। তৃতীয় আলেকজান্ডার



34. ঝিলামের যুদ্ধ (হিদাসপিসের যুদ্ধ) হয় —


ক। 310 BC-তে 


খ। 325 BC-তে


গ। 329 BC-তে


ঘ। 327 BC-তে


উত্তর: ঘ। 327 BC-তে



35. রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা —


ক। জুলিয়াস সিজার 


খ।  অগাস্টাস


গ।  স্পার্টাকাস 


ঘ। টাস


উত্তর: খ। অগাস্টাস



36. রোমান পঞ্জিকা ও ক্যালেন্ডারের সংস্কার করেন—


ক।  স্পার্টাকাস


খ। জুলিয়াস সিজার


গ। অগাস্টাস সিজার 


ঘ। নিরো


উত্তর: খ। জুলিয়াস সিজার



37. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন —


ক। সমুদ্রগুপ্ত


খ।  চন্দ্রগুপ্ত


গ।  শ্রীগুপ্ত 


ঘ। রামগুপ্ত


উত্তর: গ।  শ্রীগুপ্ত 



38. ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ 'ভারতের নেপোলিয়ান' বলেছেন —


ক। রঞ্জিৎ সিংকে 


খ। অশোককে


গ। চন্দ্রগুপ্তকে


ঘ। সমুদ্রগুপ্তকে


উত্তর: ঘ। সমুদ্রগুপ্তকে



39. মেহেরৌলি লৌহস্তস্তে রাজা 'চন্দ্র' হলেন —


ক। সমুদ্রগুপ্ত


খ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত


গ। প্রথম চন্দ্রগুপ্ত 


ঘ। চন্দ্রগুপ্ত মৌর্য


উত্তর: খ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত



40. রোমে দাসবিদ্রোহের নেতা ছিলেন —


ক। স্পার্টাকাস


খ। আর্কিমিডিস


গ। অ্যারিস্টটল


ঘ। প্লেটো


উত্তর: ক। স্পার্টাকাস



41. প্যাক্স রোমানা হল —


 ক। রোমের প্রাচীন আইন


খ। রোমের প্রাচীন গ্রন্থ


গ। রোমের প্রাচীন সংগীত 


ঘ। প্রাচীন রোমান সাম্রাজ্য


উত্তর: ক। রোমের প্রাচীন আইন



42. জাস্টিনিয়ান কোডে সংকলিত আইনের সংখ্যা—


ক। 3000 


খ।  4000


গ। 5000


ঘ। 6000


উত্তর: খ।  4000



43. 'আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম' (Vini, Vidi, Vici) উক্তিটি —


ক। আলেকজান্ডারের


খ। সুলেমানের


গ।  জুলিয়াস সিজারের 


ঘ। আকবরের


উত্তর: গ।  জুলিয়াস সিজারের 



44. অ্যামফিথিয়েটার আসলে —


ক। থিয়েটার


খ।  নাটক


গ।  প্রাসাদ


ঘ। ক্রীড়াঙ্গন


উত্তর: ঘ। ক্রীড়াঙ্গন



45. রোমে যেসব দাস-যোদ্ধা হিংস্র পশুর সঙ্গে লড়াই

    করত তাদের বলা হত —


ক।  গ্ল্যাডিয়েটর


খ।  বক্সার


গ।  নাইট


ঘ।  সুমো


উত্তর: ক।  গ্ল্যাডিয়েটর



46. বার্নেট ভারতের সুবর্ণযুগ বলেছেন —


ক। মৌর্য যুগকে


খ। গুপ্ত যুগকে


গ। কুষাণ যুগকে


ঘ। মোগল যুগকে


উত্তর: ক। মৌর্য যুগকে



47. কবিরাজ উপাধি গ্রহণ করেন —


ক। চন্দ্রগুপ্ত


খ।  রামগুপ্ত


গ। সমুদ্রগুপ্ত


ঘ। অশোক


উত্তর: গ। সমুদ্রগুপ্ত



48. আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ব্যাখ্যা দেন —


ক। ব্রহ্মগুপ্ত


খ। ধন্বন্তরী


গ। বরাহমিহির


ঘ। আর্যভট্ট


উত্তর: ঘ। আর্যভট্ট



49. পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য হল —


ক। প্রাচীন রোমান সাম্রাজ্য


খ। ম্যাসিডোনীয় সাম্রাজ্য


গ। অটোমান সাম্রাজ্য 


ঘ। হান সাম্রাজ্য


উত্তর: ক। প্রাচীন রোমান সাম্রাজ্য



50. পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে —


ক। 576 খ্রিস্টাব্দে


খ। 476 খ্রিস্টাব্দে


গ। 1453 খ্রিস্টাব্দে


ঘ। 574 খ্রিস্টাব্দে


উত্তর: খ। 476 খ্রিস্টাব্দে







Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel




তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: wb class 11 history question paper,wb class 11 history syllabus, wb class 11 history syllabus, 2022, wb class 11 history suggestion 2022, wb class 11 history book pdf, wb class 11 history question paper 2022, wb class 11 history question answer, wb class 11 history book pdf,   উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনস 2023 ,  class 11 itihas notes in bengali, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা সমূহ বড় প্রশ্ন উত্তর, একদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর , উচ্চমাধ্যমিক  শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা সমূহ  2 নম্বরের প্রশ্ন, উচ্চমাধ্যমিক ইতিহাস বোধ 5নম্বরের প্রশ্ন, ক্লাস 11 শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা   mcq, উচ্চ মাধ্যমিক শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা বড় প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির  শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা সাজেশন, HS History Suggestions 2023, HS History Suggestions 2023 with PDF Download, HS History Suggestion,
 

 © Pothon Pathon Online


0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post