প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী বাংলার গল্প ডাকাতের মা এর গুরুত্বপূর্ণ প্ বিকল্পভিত্তিক রশ্নোত্তর ।
উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর
একাদশ শ্রেণি
গল্প
ডাকাতের মা
বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর:
1. ডাকাতের মা গল্পের রচয়িতা হলেন -
(ক) প্রেমেন্দ্র মিত্র
(খ)সতীনাথ ভাদুড়ী
(গ)সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ)শীর্ষেন্দু মুখোপাধ্যায়
উত্তর : সতীনাথ ভাদুড়ী।
2.ডাকাতের মা যে মূল গ্রন্থ থেকে গৃহীত তার নাম হল -
(ক) চিত্ত গুপ্তের ফাইল
(খ)চকাচকি
(গ) ঘোড়ায় চরি মানস
(ঘ) জগরী
উত্তর : চকাচকি
3.নিচের কোনটি সতীনাথ ভাদুড়ীর বিখ্যাত রাজনৈতিক উপন্যাস-
(ক) জাগরী
(খ) অগ্নি
(গ)আনন্দমঠ
(ঘ)পথের দাবী
উত্তর :জাগরী।
4. ডাকাতের মা প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়-
(ক) প্রগতি
(খ)কল্লোল
(গ)কালি কলম
(ঘ) যুগান্তর
উত্তর : যুগান্তর।
5.ডাকাতের মায়ের ঘুম কেমন হয় -
(ক) গাঢ়
(খ)পাতলা
(গ)গভীর তন্দ্রাচ্ছন্ন
(ঘ) একটিও নয়
উত্তর : পাতলা।
6. টক টক করে দুই টোকর শব্দ থেমে থেমে তিন বার হলে বুঝতে হবে -
(ক) সৌখি নিজে এসেছে
(খ) সৌখির বাবা এসেছে
(গ)সৌখির দলের লোক টাকা দিতে এসেছে
(ঘ) একটিও নয়
উত্তর : সৌখির দলের লোক টাকা দিতে এসেছে ।
7.টক টক করে দুই টোকর শব্দ থেমে থেমে তিন বার হওয়ার পর আবার শব্দ হলে বুঝতে হবে -
(ক) সৌখি নিজে এসেছে
(খ)সৌখির বাবা এসেছে
(গ)সৌখির দলের লোক টাকা দিতে এসেছে
(ঘ)একটিও নয়
উত্তর : সৌখি নিজে এসেছে ।
8. সৌখির আগে কতবার কয়েদ হয়েছে -
(ক) ২ বার
(খ)৩ বার
(গ)৪ বার
(ঘ)৫ বার
উত্তর : ২ বার ।
9. "তারপর দরজা খুলবি"- কতবার নিঃশ্বাস ফেলে?
(ক) ১০ বার
(খ)১২ বার
(গ)১৫ বার
(ঘ)২০ বার
উত্তর : ১০ বার
10. সৌখির দলের লোক মাসোয়ারা টাকা দেয় না - কবে থেকে ?
(ক) ২ বছর থেকে
(খ) ৩ বছর থেকে
(গ)৪ বছর থেকে
(ঘ)৫ বছর থেকে
উত্তর : ৩ বছর থেকে।
11. সৌখি বাপের আমলে আহত ও বন্দি কয়েদি নিজের হাতে জিব কেটে ফেলত কারণ -
(ক) কথা বলতে না পারে যাতে
(খ) পুলিশের কাছে দল সম্পর্কে কিছু বলে ফেলে সেই আশঙ্কা করে
(গ) পুলিশ যাতে কিছু জিজ্ঞেস করতে না পারে
(ঘ) জেল থেকে ছাড়া পাওয়ার জন্য
উত্তর : পুলিশের কাছে দল সম্পর্কে কিছু বলে ফেলে সেই আশঙ্কা করে।
12."এসব একলসেরে লোকদের দলে না নিলেই হয়" - ' একলসেরে' কথাটির অর্থ হল -
(ক) একরোখা
(খ) স্বার্থপর বা আত্মপরায়ন
(গ) বদরাগী
(ঘ)একগুঁয়ে
উত্তর : স্বার্থপর বা আত্মপরায়ন
13. সৌখির দ্বিতীয় বউয়ের চেহারা ছিল -
(ক) রোগা - রোগা
(খ)রোগা
(গ) মোটা মোটা
(ঘ) শুকনো শুকনো
উত্তর : রোগা - রোগা
14. সৌখির ছেলের বয়স ছিল আনুমানিক -
(ক) ৩ - ৪ বছর
(খ) ৪ - ৫ বছর
(গ) ৪ বছর
(ঘ) ২ - ৩ বছর
উত্তর : ৪ - ৫ বছর
15.সৌখির মাকে মাসোয়ারার টাকা যে দিতে আসত তার চেহারা ছিল -
(ক) তালপাতার সেপাই
(খ) তালের মত
(গ) গোল গাল
(ঘ) কোনোটিই নয়
উত্তর : তালপাতার সেপাই
16. সৌখির দ্বিতীয় বউ ছিল -
(ক) গোয়ালা
(খ) জেলে
(গ) কামার
(ঘ) কুমোর
উত্তর : গোয়ালা ।
17." সৌখির নিজের মাকে দেওয়া কম্বল এনেছিল " - কোথার থেকে -
(ক) আগের বার জেল থেকে
(খ) দোকান থেকে
(গ) রাস্তা থেকে
(ঘ) কোনোটিই নয়
উত্তর : আগের বার জেল থেকে ।
18. সৌখির মা চুরি করা লোটা বাসন ওয়ালার কাছে বিক্রি করেছিল -
(ক) ১২ আনায়
(খ) ১৩ আনায়
(গ) ১৪ আনায়
(ঘ) ১৫ আনায়
উত্তর : ১৪ আনায়
19. সৌখি জেলখানা ঠিকাদারের কাছ থেকে কত টাকা রোজগার করেছিল -
(ক) ১২৫ টাকা
(খ)১২০ টাকা
(গ) ৮০ টাকা
(ঘ) ৯০ টাকা
উত্তর : ৯০ টাকা
20. ৫ - ৭ বছর আগে পুলিশ একবার ভোর রাতে সৌখির বাড়ি ঘেরাও করেছিল - কিসের খোঁজে -
(ক)বন্দুকের খোজে
(খ)দুষ্কৃতীর খোজে
(গ) বোমার খোজে
(ঘ) সোনার খোঁজে
উত্তর : বন্দুকের খোজে
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.