Dear Students, welcome to the official website of Pothon Pathon Online. In this post we have discussed the Basic Rules and some Definitions of Voice Change for Madhyamik and Class 10 Examinations.
❑ Voice কাকে বলে ?
➤ Voice হল ক্রিয়াপদের এমন একটি রূপ যা Subject টি কোনো কাজ করছে কিংবা Subject এর সঙ্গে কিছু হয়েছে বোঝায় ।
❑ Voice এর প্রকারভেদ
➤ Voice দুই প্রকার । যথা : Active Voice এবং Passive Voice
1. Active Voice :
যখন বাক্যের বিষয়টি কর্তা হয় ; তখন সেই ক্রিয়াপদটি Active Voice হয় ।
উদাহরণ :
I did this .
He had done that .
2 Passive Voice :
যখন বাক্যের বিষয়ের উপর কাজ করা হয় ;তখন সেই ক্রিয়াপদটি Passive Voice হয় ।
উদাহরণ :
It has done by me.
That has been done by him.
⚠ মনে রাখতে হবে :
1. Active Voice থেকে Passive Voice এ পরিবর্তন করতে হলে প্রথমে বাক্যের বিষয়,বস্তু ও ক্রিয়া চিহ্নিত করতে হবে।
2. তারপর ক্রিয়ার কাল অবশ্যই লক্ষ করতে হবে কারণ voice টিকে Active থেকে Passive -এ পরিবর্তন করতে হলে 'be' verb এর প্রয়োজনীয় রূপটি ব্যবহার করতে হবে।এটি Main verb এর 'Past Participle' রূপ হবে ।
★ বস্তুকে যেভাবে চেনা হবে (How to recognise an object) :
যদি বাক্যের ক্রিয়াপদটিকে 'what' বা 'whom' এর মাধ্যমে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাহলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হল বাক্যের বস্তু বা object .
1. I know him
(Whom) (object)
2. We play cricket in the afternoon
(What) (object)
★ Active voice কে Passive Voice এ পরিবর্তন করার সাধারণ উপায় (General rules of changing the Active Voice into Passive Voice) :
1. Active Voice এর Object, Passive Voice এর বিষয় বা Subject হয়ে ওঠে ।
2. Active Voice এর বিষয় বা Subject টি Passive Voice এর বস্তু বা object হয়ে ওঠে ।এটি সাধারণত অব্যয় বা preposition 'by' দিয়ে পূর্বেই বসে ।
3. বাক্যের প্রধান ক্রিয়া বা Main Verb যা Finite verb বলে পরিচিত ক্রিয়াটি Past Participle রূপে পরিবর্তিত হয়, এবং এটি Passive Voice -এ 'Be' verb -এর সঠিক রূপের পূর্বে বসে।
4. দুটি বস্তু বা object এর সাথে ক্রিয়াপদের নিষ্ক্রিয় Voice দুটি বস্তুর যেকোনো একটিকে (প্রধানত ব্যক্তিগত বস্তু বা Personal object ) বিষয়ের মধ্যে পরিবর্তন করে এবং অপরটিকে 'Retained Object ' হিসাবে ধরে রাখে ।
উদাহরণ :
(i) I gave him a book (Active)
» He was given a book by me (Passive)
» A book was given him by me (Passive)
5. Subject টি বিশেষ্য বা Noun হলে Passive Voice- এ সেটি অপরিবর্তিত থাকে । কিন্তু যদি Subject বা বিষয়টি সর্বনাম অর্থাৎ Pronoun হয় তাহলে সর্বনামের সঠিক বস্তুনিষ্ঠ রূপটি Passive Voice এ ব্যবহৃত হয় ।
★ (Subject and Object forms of Pronouns) :
If you have any questions or comments you can let us know in the comment box below this post.
You can join our Facebook page to get updates of our latest posts.
To join our Facebook page, click on the following link: Pothon Pathon Facebook Page
To join our Telegram Channel, click on the following link: Pothon Pathon Telegram
You can also mail us to get answers to other questions.
Our mail id : pothonpathononline@gmail.com
Tags: WBBSE Madhyamik English Grammar, Madhyamik English Suggestions, Madhyamik Voice Change Rules, Madhyamik Important Voice Change Examples, Voice Change exercise with answers pdf, WBBSE Class 10 Important Voice Change, Important voice change for Class 10
Post a Comment
Please put your valuable comments.