প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী বাংলার কবিতা নুন এর গুরুত্বপূর্ণ বিকল্পভিত্তিক রশ্নোত্তর ।
উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর
একাদশ শ্রেণি
কবিতা
নুন
👉 বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর:
1.নুন কবিতাটির রচনাকার হলেন-
(ক)সমর সেন
(খ)সৌপ্তক চট্টোপাধ্যায়
(গ)জয় গোস্বামী
(ঘ)মৃদুল দাস গুপ্ত
উত্তর: (গ )
2.কবি জয় গোস্বামী রচিত নুন কবিতা যে কাব্য গ্রন্থ থেকে গৃহীত -
(ক)ভূতুম ভগবান
(খ)ঘুমন্ত ঝাউ গাছ
(গ)পাতার পোশাক
(ঘ)পাগলী তোমার সঙ্গে
উত্তর: ( ক)
3.কবি জয় গোস্বামী রচিত ভুতুম ভগবান কাব্যগ্রন্থের রচনা কাল হল
(ক)১৯৮৫
(খ)১৯৮৬
(গ)১৯৮৭
(ঘ)১৯৮৮
উত্তর: ( ঘ )
4. কবি জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থ হল -
(ক)ক্রিসমাস শীতের সনেটগুচ্ছ
(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল
(গ) পাগলী তোমার সঙ্গে
(ঘ) পাতার পোশাক
উত্তর: (ক )
5. কবি জয় গোস্বামীর যে কাব্যগ্রন্থ রচনা করে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন তার নাম হলো-
(ক)ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ
(খ)যারা বৃষ্টিতে ভিজেছিল
(গ)পাগলী তোমার সঙ্গে
(ঘ)পাতার পোশাক
উত্তর: (গ )
6. "আমরা তো অল্পে খুশি "- এখানে আমরা হল-
(ক)কবির দুই ভাই
(খ)পিতা পুত্র বা বাপ বেটা
(গ)কবি ও তার আত্মীয়
(ঘ)কবি ও তার প্রতিবেশী
উত্তর: (খ )
7. আমাদের দিন চলে যায় -
(ক) অসুখে ধার দেনাতে
(খ) হেসে খেলে কষ্ট করে
(গ) সাধারণ ভাত-কাপড় এ
(ঘ) আরম্ভরহীন ভাবে
উত্তর: (গ)
8. "চলে যায় দিন আমাদের"-
(ক) অসুখে ধার দেনাতে
(খ) হেসেখেলে কষ্ট করে
(গ) সাধারণ ভাত-কাপড়ে
(ঘ)আড়ম্বর হীন ভাবে
উত্তর: (ক)
9.___________আমাদের দিন চলে যায়( শুন্যস্থান পূরণ কর)
(ক) অসুখে ধার দেনাতে
(খ) হেসেখেলে কষ্ট করে
(গ) সাধারণ ভাত-কাপড়ে
(ঘ)আড়ম্বর হীন ভাবে
উত্তর: (খ )
10."আমরা তো অল্পে খুশি" - এর পরের অংশটি কি ?
(ক)বলো আর অধিক কে চায়
(খ)কি হবে দুঃখ করে
(গ) আমরা তো সামান্য লোক
(ঘ)আমাদের দিন চলে যায়
উত্তর: (খ)
11.সব দিন হয়না বাজার হলে হয় ________
(ক)মাত্রা ছাড়া
(খ)লাগাম ছাড়া
(গ)পরিমাণ মত
(ঘ) বোহেমিয়ানদের মত
উত্তর: মাত্রা ছাড়া
12. "টান দিই গঞ্জিকাতে" - গঞ্জিকার অর্থ হল -
(ক) গাঁজা
(খ)গজা
(গ) আফিম
(ঘ) মদ
উত্তর: গাঁজা
13.বাড়ি ফিরি ______
(ক)বিকেল বেলা
(খ)দুপুর বেলা
(গ)রাত্রি বেলা
(ঘ) দুপুর রাতে
উত্তর: দুপুর রাতে
14.বাড়িতে ফেরার পথে কিনে আনি -
(ক)গোলাপ চারা
(খ)জবা চারা
(গ)রক্ত করবীর চারা
(ঘ) শিউলির চারা
উত্তর: গোলাপ চারা
15. রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে - কেন ?
(ক)আমরা গঞ্জিকা টানতে ভালোবাসি
(খ)আমাদের কাজ নেই
(গ) গঞ্জিকা টানতে ভালো লাগে
(ঘ) অভাবের তাড়নায় অসুখে ধারদেনায় কষ্ট ভুলতে
উত্তর: অভাবের তাড়নায় অসুখে ধারদেনায় কষ্ট ভুলতে
16."খেতে বসে রাগ চড়ে যায় "- রাগের কারণ হল -
(ক)অনেক বেশি খাবার দেখে
(খ)খাবার খুব ঝাল হওয়ায়
(গ)ঠান্ডা ভাতে নুন না থাকায়
(ঘ) কথক কবি খুব রাগী
উত্তর: ঠান্ডা ভাতে নুন না থাকায়
17. বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি - কেন ?
(ক) অভাবের আরণায় কখনও কখনও কবির মাথায় রাগ চড়ে যায়
(খ)কবির স্বভাবই হল এমন
(গ) সারা লোক কবির বাড়িতে জড়ো হয়
(ঘ) কোনোটিই নয়
উত্তর: অভাবের আরণায় কখনও কখনও কবির মাথায় রাগ চড়ে যায়
18.কবি জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য গ্রন্থ হল -
(ক)বনলতা সেন
(খ)যেতে পারি কিন্তু কেন যাব
(গ) নিরক্ত করবী
(ঘ) যারা বৃষ্টিতে ভিজেছিল
উত্তর: যারা বেষ্টিতে ভিজেছিল
19.নুন কবিতায় মোট পংক্তি বা চরণের সংখ্যা হল -
(ক)১৫
(খ)১৬
(গ)১৭
(ঘ) ১৮
উত্তর: ১৬
20. কবি জয় গোস্বামী রচিত নুন কবিতায় কত বার প্রশ্ন করা হয়েছে -
(ক)৫
(খ)৬
(গ)৭
(ঘ) ৮
উত্তর: ৫
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.