ইতিহাস
(একাদশ শ্রেণী)
দ্বিতীয় অধ্যায়
আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ
👉সঠিক উত্তর নির্বাচন কর :
1. সৃষ্টির পর পৃথিবীতে প্রথম কোন যুগের সূচনা হয়?
ক। আর্কিওজোয়িক
খ। প্রোটেরোজোয়িক
গ। পুরাজীবীয়
ঘ। মধ্যজীবীয়
উত্তর: ক। আর্কিওজোয়িক
2. কোন যুগে ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল?
ক। আর্কিওজোয়িক
খ। প্রোটেরোজোয়িক
গ। মেসোজোয়িক
ঘ। প্যালিওজোয়িক
উত্তর: গ। মেসোজোয়িক
3. কোন্ যুগে মানব প্রাইমেট (প্রজাতি)-গুলির আবির্ভাব ঘটে?
ক। টারসিয়ারি যুগে
খ। কোয়াটারনারি যুগে
গ। প্লেইস্টোসিন যুগে
ঘ। হোলোসিন যুগে
উত্তর: ক। টারসিয়ারি যুগে
4. ম্যামথ ও বিশালাকার পাখির বিলুপ্তি ঘটে কোন্ যুগে?
ক। টারসিয়ারি যুগে
খ। কোয়াটারনারি যুগে
গ। প্লেইস্টোসিন যুগে
ঘ। হোলোসিন যুগে
উত্তর: ঘ। হোলোসিন যুগে
5. আদিম মানব হাতকুঠার ব্যবহার করত —
ক। প্রাচীন প্রস্তর যুগে
খ। মধ্য প্রস্তর যুগে
গ। নব্য প্রস্তর যুগে
ঘ। তাল-প্রস্তর যুগে
উত্তর: ক। প্রাচীন প্রস্তর যুগে
6. কোন মানব গোষ্ঠী প্রথম হাতিয়ার ব্যবহার করে?
ক। হোমোহাবিলিস
খ। হোমোইরেক্টাস
গ। অস্ট্রালোপিথেকাস
ঘ। পিকিং মানব
উত্তর: গ। অস্ট্রালোপিথেকাস
7. ভারতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে
পঞ্জাবের —
ক। রাভী উপত্যকাতে
খ। সোয়ান উপত্যকাতে
গ। ঝিলাম উপত্যকাতে
ঘ। শতদ্রু উপত্যকাতে
উত্তর: খ। সোয়ান উপত্যকাতে
৪. কোন্ যুগকে ক্ষুদ্র প্রস্তরের যুগ বলা হয়?
ক। প্রাচীন প্রস্তর যুগকে
খ। মধ্য প্রস্তর যুগকে
গ। নব্য প্রস্তর যুগকে
ঘ। তাম্র-প্রস্তর যুগকে
উত্তর: খ। মধ্য প্রস্তর যুগকে
9. একটি লিটিল এপের উদাহরণ হল —
ক। গোরিলা
খ। গোরিলা
গ। গিবন
ঘ। ওরাং ওটাং
উত্তর: গ। গিবন
10. ইজিপ্টোপিথেকাসদের জীবাশ্ম আবিষ্কার করেন—
ক। লুই লিকি
খ। টিম হোয়াইট
গ। ডারউইন
ঘ। এলউইম সাইম
উত্তর: ঘ। এলউইম সাইম
11. নব্য প্রস্তর যুগে মানবসভ্যতার অগ্রগতিকে নব্য প্রস্তর যুগের বিপ্লব বলেছেন —
ক। হেরোডোটাস
খ। লুই লিকি
গ। গর্ডন চাই
ঘ। থুকিডিসিস
উত্তর: গ। গর্ডন চাই
12. রাষ্ট্রকাঠামো গড়ে ওঠে —
ক। নব্য প্রস্তর যুগে
খ। মধ্য প্রস্তর যুগে
গ। তাম্র-প্রস্তর যুগে
ঘ। প্রাচীন প্রস্তর যুগে
উত্তর: ক। নব্য প্রস্তর যুগে
13. 'হোমোহাবিলিস' শব্দটির অর্থ হল —
ক। বুদ্ধিমান মানুষ
খ। দণ্ডায়মান মানুষ
গ। দক্ষ মানুষ
ঘ। বন মানুষ
উত্তর: গ। দক্ষ মানুষ
14. 'হোমোইরেক্টাস' শব্দটির অর্থ হল —
ক। বুদ্ধিমান মানুষ
খ। দণ্ডায়মান মানুষ
গ। দক্ষ মানুষ
ঘ। বন মানুষ
উত্তর: গ। দক্ষ মানুষ
15. বর্তমান আধুনিক মানুষকে বলা হয় —
ক। হোমোহাবিলিস
খ। হোমোইরেক্টাস
গ। হোমোস্যাপিয়েন্স
ঘ। হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স
উত্তর: গ। হোমোস্যাপিয়েন্স
16. নিয়ান্ডারথাল মানবের জীবাশ্ম পাওয়া গেছে —
ক। জার্মানিতে
খ। ফ্রান্সে
গ। চিনে
ঘ। ইন্দোনেশিয়ায়
উত্তর: ক। জার্মানিতে
17. প্রাচীন কালে শিকারি মানুষদের নিয়ে গঠিত দলকে বলা হত —
ক। ঊরম্
খ। রিস্
গ। ক্ল্যান
ঘ। ট্রাইব
উত্তর: গ। ক্ল্যান
18. আদিম যুগের সমবায়ভিত্তিক সমাজকে বলা হত—
ক। ঊরম্
খ। রিস্
গ। ক্ল্যান
ঘ। ট্রাইব
উত্তর: ঘ। ট্রাইব
19. আদিম শিকারি মানুষের সমাজ ছিল —
ক। মাতৃতান্ত্রিক
খ। পিতৃতান্ত্রিক
গ। গণতান্ত্রিক
ঘ। সমাজতান্ত্রিক
উত্তর: ক। মাতৃতান্ত্রিক
20. মৃৎপাত্র প্রথম তৈরি করেছিল —
ক। পুরুষরা
খ। নারীরা
গ। বনমানুষরা
ঘ। কোনোটিই নয়
উত্তর: খ। নারীরা
21. পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন —
ক। জোহারসন
খ। লুই লিকি
গ। পেই ওয়েনচুং
ঘ। এলউইন সাইম
উত্তর: গ। পেই ওয়েনচুং
22. জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন —
ক। লিকি দম্পতি
খ। জাহান
গ। পেই ওয়েন চু
ঘ। ইউজিন ডুবয়েস
উত্তর: ঘ। ইউজিন ডুবয়েস
23. 'হোমোহাবিলিস'-দের জীবাশ্ম আবিষ্কার করেন—
ক। লিকি দম্পতি
খ। জোহারসন
গ। পেই ওয়েন চুং
ঘ। ইউঞ্জিন ডুবয়েস
উত্তর: ক। লিকি দম্পতি
24. 'লুসি' কোন প্রজাতির অন্তর্ভুক্ত ?
ক। রামাপিথেকাস
খ। অস্ট্রালোপিথেকাস
গ। জাভা মানব
ঘ। পিকিং মানব
উত্তর: খ। অস্ট্রালোপিথেকাস
25. পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব হয় —
ক। এশিয়াতে
খ। ইউরোপে
গ। আফ্রিকাতে
ঘ। আমেরিকাতে
উত্তর: গ। আফ্রিকাতে
26. আদিম মানুষ প্রথম পোষ মানিয়েছি —
ক। গাধাকে
খ। মেষকে
গ। মহিষকে
ঘ। কুকুরকে
উত্তর: ঘ। কুকুরকে
27. কোন প্রজাতির মানুষ আফ্রিকার মাটি ছেড়ে অন্যত্র গমন করেনি?
ক। লুসি
খ। খই খই
গ। বান্টং
ঘ। কোনোটিই নয়
উত্তর: ক। লুসি
28. তুষার যুগে সমুদ্রের জল পরিণত হয় —
ক। কুয়াশাতে
খ। বরফে
গ। বাষ্পে
ঘ। ঠান্ডা জলে
উত্তর: খ। বরফে
29. মায়া ও আজটেক এই প্রাচীন সভ্যতা দুটি গড়ে উঠেছিল —
ক। ইউরোপে
খ। আফ্রিকাতে
গ। দক্ষিণ আমেরিকাতে
ঘ। উত্তর আমেরিকাতে
উত্তর: গ। দক্ষিণ আমেরিকাতে
30. মানুষের উৎপাদিত প্রথম খাদ্যশস্য হল —
ক। ধান
খ। গম
গ। বালি
ঘ। যব
উত্তর: ঘ। যব
31. হরিণের হাড়ের তৈরি প্রাচীনতম কাস্তের নিদর্শন পাওয়া গেছে —
ক। ফিলিস্তানে
খ। আফগানিস্তানে
গ। মিশরে
ঘ। ইথিওপিয়াতে
উত্তর: ক। ফিলিস্তানে
32. প্রথম ধান চাষ হয় —
ক। চিনে
খ। ভারতে
গ। কেনিয়াতে
ঘ। মিশরে
উত্তর: খ। ভারতে
33. নীচের কোন্ প্রাচীন সভ্যতাটি নদীর তীরে গড়ে ওঠেনি?
ক। হরপ্পা
খ। মিশরীয়
গ। ইজিয়ান
ঘ। সুমেরীয়
উত্তর: গ। ইজিয়ান
34. নদীমাতৃক সভ্যতাগুলির বিকাশ হয় আজ থেকে—
ক। 5000 বছর আগে
খ। 6000 বছর আগে
গ। 9000 বছর আগে
ঘ। 7000 বছর আগে
উত্তর: ঘ। 7000 বছর আগে
35. ভারতে প্রাচীনতম সভ্যতার নাম —
ক। মেহেরগড় সভ্যতা
খ। হরপ্পা সভ্যতা
গ। বৈদিক সভ্যতা
ঘ। দ্রাবিড় সভ্যতা
উত্তর: ক। মেহেরগড় সভ্যতা
36. মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে —
ক। গাঙ্গেয় সমভূমিতে
খ। কাচ্চি সমভূমিতে
গ। থর মরুভূমিতে
ঘ। কোনোটিই নয়
উত্তর: খ। কাচ্চি সমভূমিতে
37. মহেন-জো-দারো কোন নদীর তীরে গড়ে ওঠে?
ক। রাভী
খ। শতদ্রু
গ। সিন্ধু
ঘ। ভোগাবর
উত্তর: গ। সিন্ধু
38. হরপ্পা সভ্যতায় শস্যাগারটি আবিষ্কৃত হয়েছে —
ক। লোথাল -এ
খ। মহেন-জো-দারোতে
গ। হরপ্পাতে
ঘ। রূপার -এ
উত্তর: গ। হরপ্পাতে
39. সিন্ধু সভ্যতায় স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে—
ক। লোথাল -এ
খ। মহেন-জো-দারোতে
গ। হরপ্পাতে
ঘ। রূপার-এ
উত্তর: খ। মহেন-জো-দারোতে
40. সিন্ধু সভ্যতায় বন্দরের নিদর্শন পাওয়া গেছে —
ক। লোথাল -এ
খ। মহেন-জো-দারোতে
গ। হরপ্পাতে
ঘ। রূপার-এ
উত্তর: ক। লোথাল -এ
41. হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না?
ক। লোহা
খ। সোনা
গ। তামা
ঘ। রুপা
উত্তর: ক। লোহা
42. হরপ্পা সভ্যতার মানুষ কোন্ পশুর ব্যবহার করতে শেখেনি?
ক। কুকুর
খ। ঘোড়া
গ। গাধা
ঘ। গোরু
উত্তর: খ। ঘোড়া
43. পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে —
ক। সুমেরে
খ। মিশরে
গ। হরপ্পাতে
ঘ। ক্রিটে
উত্তর: গ। হরপ্পাতে
44. মিশরীয় সভ্যতা গড়ে ওঠে কোন্ নদীর তীরে ?
ক। সিন্ধু
খ। টাইগ্রিস
গ। রাভী
ঘ। নীল
উত্তর: ঘ। নীল
45. মিশরকে নীলনদের দান বলেন —
ক। হেরোডোটাস
খ। থুকিডিডি
গ। র্যাঙ্কে
ঘ। অ্যারিস্টটল
উত্তর: ক। হেরোডোটাস
46. মিশরের শাসকদের উপাধি ছিল —
ক। মিনে
খ। ইফর
গ। ফ্যারাও
ঘ। সম্রাট
উত্তর: গ। ফ্যারাও
47. পিরামিডের দেশ বলা হয় —
ক। সুমেরকে
খ। ভারতকে
গ। কেনিয়াকে
ঘ। মিশরকে
উত্তর: ঘ। মিশরকে
48. মিশরীয় লিপির নাম —
ক। হায়ারোগ্লিফিক
খ। কিউনিফর্ম
গ। অলচিকি
ঘ। কোনোটিই নয়
উত্তর: ক। হায়ারোগ্লিফিক
49. বৃহত্তম পিরামিডটি হল —
ক। তুতেনখামেনের পিরামিড
খ। খুফুর পিরামিড
গ। গিজোর পিরামিড
ঘ। কোনোটিই নয়
উত্তর: খ। খুফুর পিরামিড
50. স্ফিংক্সের মুখমণ্ডল মানুষের কিন্তু দেহটি —
ক। বৃষের
খ। ঘোড়ার
গ। সিংহের
ঘ। বাঘের
উত্তর: গ। সিংহের
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.