একাদশ শ্রেণী | দ্বিতীয় অধ্যায়: আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ | ইতিহাস | Class 11 WBCHSE History MCQ

wb-class-11-history-chapter-2-question-answer


প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী ইতিহাসের দ্বিতীয় অধ্যায়  আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ এর গুরুত্বপূর্ণ  বিকল্পভিত্তিক  রশ্নোত্তর ।

ইতিহাস 

(একাদশ শ্রেণী)

দ্বিতীয় অধ্যায়

আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ


👉সঠিক উত্তর নির্বাচন কর :


1. সৃষ্টির পর পৃথিবীতে প্রথম কোন যুগের সূচনা হয়?


ক। আর্কিওজোয়িক


খ। প্রোটেরোজোয়িক


গ। পুরাজীবীয়


ঘ। মধ্যজীবীয়


উত্তর: ক। আর্কিওজোয়িক



2. কোন যুগে ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল?


ক। আর্কিওজোয়িক


খ। প্রোটেরোজোয়িক 


গ। মেসোজোয়িক


ঘ। প্যালিওজোয়িক


উত্তর: গ। মেসোজোয়িক



3. কোন্ যুগে মানব প্রাইমেট (প্রজাতি)-গুলির আবির্ভাব ঘটে?


ক।  টারসিয়ারি যুগে


খ।  কোয়াটারনারি যুগে


গ।  প্লেইস্টোসিন যুগে 


ঘ। হোলোসিন যুগে


উত্তর: ক। টারসিয়ারি যুগে



4. ম্যামথ ও বিশালাকার পাখির বিলুপ্তি ঘটে কোন্ যুগে?


ক।  টারসিয়ারি যুগে


খ। কোয়াটারনারি যুগে


গ। প্লেইস্টোসিন যুগে


ঘ। হোলোসিন যুগে


উত্তর: ঘ। হোলোসিন যুগে



5. আদিম মানব হাতকুঠার ব্যবহার করত —


ক। প্রাচীন প্রস্তর যুগে 


খ।  মধ্য প্রস্তর যুগে


গ।  নব্য প্রস্তর যুগে


ঘ।  তাল-প্রস্তর যুগে


উত্তর: ক। প্রাচীন প্রস্তর যুগে 



6. কোন মানব গোষ্ঠী প্রথম হাতিয়ার ব্যবহার করে?


ক। হোমোহাবিলিস


খ। হোমোইরেক্টাস


গ। অস্ট্রালোপিথেকাস 


ঘ। পিকিং মানব


উত্তর: গ। অস্ট্রালোপিথেকাস 


 

7. ভারতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে

পঞ্জাবের —


ক।  রাভী উপত্যকাতে 


খ। সোয়ান উপত্যকাতে


গ। ঝিলাম উপত্যকাতে 


ঘ। শতদ্রু উপত্যকাতে


উত্তর: খ। সোয়ান উপত্যকাতে



৪. কোন্ যুগকে ক্ষুদ্র প্রস্তরের যুগ বলা হয়?


ক। প্রাচীন প্রস্তর যুগকে


খ। মধ্য প্রস্তর যুগকে


গ। নব্য প্রস্তর যুগকে


ঘ। তাম্র-প্রস্তর যুগকে


উত্তর: খ। মধ্য প্রস্তর যুগকে



9. একটি লিটিল এপের উদাহরণ হল —


ক।  গোরিলা


খ।  গোরিলা


গ। গিবন


ঘ।  ওরাং ওটাং


উত্তর: গ। গিবন



10. ইজিপ্টোপিথেকাসদের জীবাশ্ম আবিষ্কার করেন—


ক।  লুই লিকি


খ। টিম হোয়াইট


গ।  ডারউইন


ঘ। এলউইম সাইম


উত্তর: ঘ। এলউইম সাইম



11. নব্য প্রস্তর যুগে মানবসভ্যতার অগ্রগতিকে নব্য প্রস্তর যুগের বিপ্লব বলেছেন —


ক। হেরোডোটাস 


খ। লুই লিকি


গ। গর্ডন চাই


ঘ। থুকিডিসিস


উত্তর: গ। গর্ডন চাই



12. রাষ্ট্রকাঠামো গড়ে ওঠে —


ক। নব্য প্রস্তর যুগে  


খ। মধ্য প্রস্তর যুগে


গ। তাম্র-প্রস্তর যুগে


ঘ। প্রাচীন প্রস্তর যুগে


উত্তর: ক। নব্য প্রস্তর যুগে  



13. 'হোমোহাবিলিস' শব্দটির অর্থ হল —


ক। বুদ্ধিমান মানুষ 


খ।  দণ্ডায়মান মানুষ 


গ। দক্ষ মানুষ


ঘ। বন মানুষ


উত্তর: গ। দক্ষ মানুষ



14. 'হোমোইরেক্টাস' শব্দটির অর্থ হল —


ক। বুদ্ধিমান মানুষ 


খ। দণ্ডায়মান মানুষ


গ। দক্ষ মানুষ 


ঘ।  বন মানুষ


উত্তর: গ। দক্ষ মানুষ 



15. বর্তমান আধুনিক মানুষকে বলা হয় —


ক। হোমোহাবিলিস


খ। হোমোইরেক্টাস


গ। হোমোস্যাপিয়েন্স


ঘ। হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স 


উত্তর: গ। হোমোস্যাপিয়েন্স



16. নিয়ান্ডারথাল মানবের জীবাশ্ম পাওয়া গেছে —


ক। জার্মানিতে 


খ। ফ্রান্সে


গ। চিনে


ঘ।  ইন্দোনেশিয়ায়


উত্তর: ক। জার্মানিতে 



17. প্রাচীন কালে শিকারি মানুষদের নিয়ে গঠিত দলকে বলা হত —


ক।  ঊরম্


খ। রিস্


গ।  ক্ল্যান


ঘ। ট্রাইব


উত্তর: গ। ক্ল্যান



18. আদিম যুগের সমবায়ভিত্তিক সমাজকে বলা হত—


ক। ঊরম্


খ। রিস্


গ। ক্ল্যান


ঘ। ট্রাইব


উত্তর: ঘ। ট্রাইব



19. আদিম শিকারি মানুষের সমাজ ছিল —


ক। মাতৃতান্ত্রিক 


খ। পিতৃতান্ত্রিক


গ। গণতান্ত্রিক


ঘ। সমাজতান্ত্রিক


উত্তর: ক। মাতৃতান্ত্রিক 



20. মৃৎপাত্র প্রথম তৈরি করেছিল —


ক। পুরুষরা


খ। নারীরা


গ। বনমানুষরা 


ঘ। কোনোটিই নয়


উত্তর: খ। নারীরা

 

21. পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন —


ক। জোহারসন


খ।  লুই লিকি


গ। পেই ওয়েনচুং


ঘ। এলউইন সাইম


উত্তর: গ। পেই ওয়েনচুং



22. জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন —


 ক। লিকি দম্পতি


 খ। জাহান


গ। পেই ওয়েন চু


ঘ। ইউজিন ডুবয়েস


উত্তর: ঘ। ইউজিন ডুবয়েস



23. 'হোমোহাবিলিস'-দের জীবাশ্ম আবিষ্কার করেন—


ক। লিকি দম্পতি


খ। জোহারসন


গ। পেই ওয়েন চুং 


ঘ। ইউঞ্জিন ডুবয়েস


উত্তর: ক। লিকি দম্পতি



24. 'লুসি' কোন প্রজাতির অন্তর্ভুক্ত ?


ক। রামাপিথেকাস  


খ। অস্ট্রালোপিথেকাস


গ। জাভা মানব


ঘ। পিকিং মানব


উত্তর: খ। অস্ট্রালোপিথেকাস



25. পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব হয় —


ক। এশিয়াতে


খ। ইউরোপে


গ।  আফ্রিকাতে 


ঘ। আমেরিকাতে


উত্তর: গ। আফ্রিকাতে 



26. আদিম মানুষ প্রথম পোষ মানিয়েছি —


 ক। গাধাকে


খ। মেষকে


গ।  মহিষকে


ঘ। কুকুরকে


উত্তর: ঘ। কুকুরকে



27. কোন প্রজাতির মানুষ আফ্রিকার মাটি ছেড়ে অন্যত্র গমন করেনি?


ক। লুসি 


খ। খই খ‍ই


গ। বান্টং


ঘ। কোনোটিই নয়


উত্তর: ক। লুসি 



28. তুষার যুগে সমুদ্রের জল পরিণত হয় —


ক। কুয়াশাতে 


খ। বরফে 


গ। বাষ্পে


ঘ। ঠান্ডা জলে


উত্তর: খ। বরফে 



29. মায়া ও আজটেক এই প্রাচীন সভ্যতা দুটি গড়ে উঠেছিল —


ক। ইউরোপে


খ। আফ্রিকাতে


গ। দক্ষিণ আমেরিকাতে


ঘ। উত্তর আমেরিকাতে


উত্তর: গ। দক্ষিণ আমেরিকাতে



30. মানুষের উৎপাদিত প্রথম খাদ্যশস্য হল —


ক। ধান


খ। গম


গ। বালি


ঘ। যব


উত্তর: ঘ। যব



31. হরিণের হাড়ের তৈরি প্রাচীনতম কাস্তের নিদর্শন পাওয়া গেছে —


ক। ফিলিস্তানে


খ। আফগানিস্তানে


গ। মিশরে


ঘ। ইথিওপিয়াতে


উত্তর: ক। ফিলিস্তানে



32. প্রথম ধান চাষ হয় —


ক। চিনে


খ। ভারতে


গ। কেনিয়াতে


ঘ। মিশরে


উত্তর: খ। ভারতে



33. নীচের কোন্ প্রাচীন সভ্যতাটি নদীর তীরে গড়ে ওঠেনি?


ক। হরপ্পা


খ। মিশরীয়


গ। ইজিয়ান


ঘ। সুমেরীয়


উত্তর: গ। ইজিয়ান



34. নদীমাতৃক সভ্যতাগুলির বিকাশ হয় আজ থেকে—


ক। 5000 বছর আগে 


খ। 6000 বছর আগে 


গ। 9000 বছর আগে 


ঘ। 7000 বছর আগে


উত্তর: ঘ। 7000 বছর আগে



35. ভারতে প্রাচীনতম সভ্যতার নাম —


ক। মেহেরগড় সভ্যতা 


খ। হরপ্পা সভ্যতা


গ। বৈদিক সভ্যতা 


ঘ। দ্রাবিড় সভ্যতা 


উত্তর: ক। মেহেরগড় সভ্যতা 



36. মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে —


ক। গাঙ্গেয় সমভূমিতে 


খ। কাচ্চি সমভূমিতে


গ। থর মরুভূমিতে


ঘ। কোনোটিই নয়


উত্তর: খ। কাচ্চি সমভূমিতে



37. মহেন-জো-দারো কোন নদীর তীরে গড়ে ওঠে?


ক। রাভী


খ।  শতদ্রু


গ। সিন্ধু


ঘ। ভোগাবর


উত্তর: গ। সিন্ধু



38. হরপ্পা সভ্যতায় শস্যাগারটি আবিষ্কৃত হয়েছে —


ক। লোথাল -এ 


খ।  মহেন-জো-দারোতে


গ। হরপ্পাতে


ঘ। রূপার -এ


উত্তর: গ। হরপ্পাতে



39. সিন্ধু সভ্যতায় স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে—


ক। লোথাল -এ


খ।  মহেন-জো-দারোতে


গ।  হরপ্পাতে

 

ঘ। রূপার-এ


উত্তর: খ। মহেন-জো-দারোতে



40. সিন্ধু সভ্যতায় বন্দরের নিদর্শন পাওয়া গেছে — 


ক। লোথাল -এ


খ। মহেন-জো-দারোতে


গ। হরপ্পাতে


ঘ। রূপার-এ


উত্তর: ক। লোথাল -এ



41. হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না?


ক। লোহা 


খ। সোনা


গ। তামা


ঘ।  রুপা 


উত্তর: ক। লোহা 



42. হরপ্পা সভ্যতার মানুষ কোন্ পশুর ব্যবহার করতে শেখেনি?


ক। কুকুর


খ। ঘোড়া 


গ।  গাধা 


ঘ। গোরু


উত্তর: খ। ঘোড়া 



43. পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে —


ক। সুমেরে  


খ। মিশরে


গ। হরপ্পাতে


ঘ। ক্রিটে


উত্তর: গ। হরপ্পাতে



44. মিশরীয় সভ্যতা গড়ে ওঠে কোন্ নদীর তীরে ?


ক। সিন্ধু


খ। টাইগ্রিস


গ। রাভী


ঘ। নীল


উত্তর: ঘ। নীল



45. মিশরকে নীলনদের দান বলেন —


ক। হেরোডোটাস 


খ।  থুকিডিডি


গ। র‍্যাঙ্কে

 

ঘ। অ্যারিস্টটল


উত্তর: ক। হেরোডোটাস 



46. মিশরের শাসকদের উপাধি ছিল —


ক।  মিনে


খ।  ইফর


গ।  ফ্যারাও


ঘ। সম্রাট


উত্তর: গ। ফ্যারাও



47. পিরামিডের দেশ বলা হয় —


ক। সুমেরকে


খ। ভারতকে


গ। কেনিয়াকে


ঘ। মিশরকে


উত্তর: ঘ। মিশরকে



48. মিশরীয় লিপির নাম —


ক। হায়ারোগ্লিফিক


খ। কিউনিফর্ম


গ। অলচিকি


ঘ। কোনোটিই নয়


উত্তর: ক। হায়ারোগ্লিফিক



49. বৃহত্তম পিরামিডটি হল —


ক। তুতেনখামেনের পিরামিড


খ। খুফুর পিরামিড


গ। গিজোর পিরামিড


ঘ। কোনোটিই নয়


উত্তর: খ। খুফুর পিরামিড



50. স্ফিংক্সের মুখমণ্ডল মানুষের কিন্তু দেহটি —


ক। বৃষের 


খ। ঘোড়ার


গ। সিংহের


ঘ। বাঘের


উত্তর: গ। সিংহের









 




Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel




তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: wb class 11 history question paper,wb class 11 history syllabus, wb class 11 history syllabus, 2022, wb class 11 history suggestion 2022, wb class 11 history book pdf, wb class 11 history question paper 2022, wb class 11 history question answer, wb class 11 history book pdf,   উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশনস 2023 ,  class 11 itihas notes in bengali, আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর, একদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর , উচ্চমাধ্যমিক আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ  2 নম্বরের প্রশ্ন, উচ্চমাধ্যমিক ইতিহাস বোধ 5নম্বরের প্রশ্ন, ক্লাস 11 আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ  mcq, উচ্চ মাধ্যমিক আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ সাজেশন, HS History Suggestions 2023, HS History Suggestions 2023 with PDF Download, HS History Suggestion,
 

 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post