প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023
এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : পরমাণুর নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন :
1. তেজস্ক্রিয়তা একটি -
(i) রাসায়নিক ঘটনা
(ii) ইলেকট্রনীয় ঘটনা
(iii) নিউক্লীয় ঘটনা
(iv) ভৌত পরিবর্তন
2. তেজস্ক্রিয়তার SI এককটি হল -
(i) রাদারফোর্ড
(ii) কুরি
(iii) বেকারেল
(iv) dps
3. যদি কোনো মৌলে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 এর বেশি হয়, তাহলে সেই মৌলটি হল -
(i) আদর্শ মৌল
(ii) তেজস্ক্রিয় মৌল
(iii) মুদ্রা মৌল
(iv) অম্লধর্মী
4. α - রশ্মি হল -
(i) He পরমাণু
(ii) 2 টি H⁺ আয়ন
(iii) 4 টি H⁻ আয়ন
(iv) He⁺⁺
5. তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β - রশ্মি হল
(i) ইলেকট্রনের স্রোত
(ii) প্রোটনের স্রোত
(iii) নিউট্রনের স্রোত
(iv) তড়িৎচুম্বকীয়
6. বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হল
(i) α - রশ্মি
(ii) γ - রশ্মি
(iii) β - রশ্মি
(iv) X - রশ্মি
7. α, β ও γ রশ্মির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রমটি হল
(i) α = β > γ
(ii) α > β > γ
(iii) γ > β > α
(iv) α > γ > β
8. তেজস্ক্রিয় পরমাণুর থেকে β - কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হবে ?
(i) ভরসংখ্যা বাড়ে
(ii) পারমাণবিক সংখ্যা বাড়ে
(iii) ভরসংখ্যা কমে
(iv) পারমাণবিক সংখ্যা কমে
9. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয়
(i) সোডিয়াম
(ii) তেজস্ক্রিয় Na
(iii) তেজস্ক্রিয় Co
(iv) পোলোনিয়াম
10. ₉₂X→²²⁸Y + α, A ও Z - এর মান হবে -
(i) A = 232, Z = 90,
(ii) A = 224, Z = 88
(iii) A = 230, Z = 91
(iv) A = 230, Z = 88
11. নিউক্লীয় সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে ?
(i) পারমাণবিক বোমাতে
(ii) পৃথিবীর অভ্যন্তরে
(iii) সূর্যে
(iv) তেজস্ক্রিয় মৌলে
12. নিউক্লীয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক -
(i) প্রোটন
(ii) α - কণা
(iii) γ - রশ্মি
(iv) নিউট্রন
13. পরমাণু চুল্লিতে ভারী জল কী হিসেবে ব্যাবহার করা হয় ?
(i) জ্বালানি
(ii) মডারেটর
(iii) প্রোজেকটাইল
(iv) ডাইলুয়েন্ট
14. নিউক্লীয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহৃত হয়, ত হল
(i) ²³⁵₉₂U
(ii) ¹⁴¹₅₆Ba
(iii) ⁹²₃₆Kr
(iv) ²³⁴₉₁Pa
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
1. পরমাণুর কোন্ অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়?
2. একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো ।
3. α, β ও γ রশ্মিকে তাদের ভেদনক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও।
4. কোন্ তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িদগ্রস্ত কণার স্রোত ?
5. কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন্ তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে ?
6. ঋণাত্মক তড়িৎযুক্ত β-কণা তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয় ?
7. তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদনক্ষমতা সর্বাধিক ?
8. পারমাণবিক চুল্লিতে কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়?
9. কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে γ-রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভরসংখ্যার কী পরিবর্তন ঘটে ?
10. শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ লেখো ।
11. কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?
12. নিউক্লীয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী?
13. হাইড্রোজেন বোমায় কোন্ নিউক্লীয় বিক্রিয়া ঘটানো হয় ?
14. নিউক্লীয় রিঅ্যাকটরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসেবে কী ব্যবহার করা হয় ?
15. ইউরেনিয়াম খনিতে কোন্ নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় ?
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. স্বাভাবিক তেজস্ক্রিয়তা কাকে বলে ? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ আধানযুক্ত ?
2. 'তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা' - ব্যাখ্যা কর ।
3. তেজস্ক্রিয় বিঘটনের কারণ কী ?
4. α, β ও γ রশ্মির ভর ও ভেদন ক্ষমতার তুলনা করো।
5. পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌল থেকে β-কণা নির্গত হয় কীভাবে ?
6. ইলেকট্রন এবং β-কণার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো।
7. একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস X থেকে 2টি β-কণা ও একটি α-কণা নিঃসৃত হলে, প্রাপ্ত নিউক্লিয়াসটির ভরসংখ্যা ও পরমাণুক্রমাঙ্ক কী হবে নিরূপণ করো। প্রাপ্ত নিউক্লিয়াস ও আদি নিউক্লিয়াসের সম্পর্ক কী ?
8. α ও γ রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো ।
9. একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখ। তেজস্ক্রিয়তার ক্ষতিকারক প্রভাব গুলি উল্লেখ করো।
10. কোনো তেজস্ক্রিয় মৌলের α-কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু γ-রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা কর।
11. ভরত্রুটি কাকে বলে ?
12. নিউক্লীয় বিভাজন কাকে বলে ? উদাহরণ দাও।
13. নিউক্লীয় বন্ধন শক্তি কাকে বলে ? নিউক্লীয় বন্ধন শক্তির উৎস কী ?
14. নিউক্লীয় বিভাজনকে কীভাবে মানবকল্যানের কাজে লাগানো যায় ?
15. নিউক্লীয় বিভাজন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির উৎস কী ?
16. তাপীয় নিউক্লীয় বিক্রিয়া কাকে বলে ? নিউক্লীয় সংযোজন বিক্রিয়াকে তাপীয় নিউক্লীয় বিক্রিয়া বলে কেন ?
17. ²³⁵₉₂U নিউক্লিয়াসকে তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করলে তার বিভাজিত হওয়ার নিউক্লীয় সমীকরণটি লেখো ।
18. নিউক্লীয় চুল্লি কী ?
19. নিউক্লীয় সংযোজন কাকে বলে? একটি উদাহরন দাও ।
20. নিউক্লীয় সংযোজনের পূর্বে নিউক্লীয় বিভাজন ঘটানো হয় কেন ?
21. নিউক্লীয় বিভাজন ও সংযোজনের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো।
22. ²³⁸₉₂U থেকে α-কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয়, তার পারমানবিক সংখ্যা কত ?
23. ²³⁸₉₀U থেকে একটি β-কণা নিঃসরনের ফলে যে মৌলটি উৎপন্ন হয়, তার পারমাণবিক সংখ্যা কত ?
24. 1 amu ভরের তুল্যশক্তি MeV এককে কত ?
25. ²³⁸₉₂U কেন্দ্রক থেকে ক্রমান্বয়ে 8 টি α-কণা ও β-কণা নিঃসৃত হয়ে যে নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয়, তার ভরসংখ্যা ও পরমাণুকক্রমাঙ্ক কত হবে ?
PDF will be available soon
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.