Madhyamik Physical Science Suggestions 2023 | অধ্যায় : পরমাণুর নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস ২০২৩

wbbse-madhyamik-physical-science-suggestions-2023-atomic-neucleus

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023 এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2022

ভৌতবিজ্ঞান

 অধ্যায় : পরমাণুর নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ):  প্রতিটি প্রশ্নের মান 1

 সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন :

1. তেজস্ক্রিয়তা একটি -

(i) রাসায়নিক ঘটনা

(ii) ইলেকট্রনীয় ঘটনা

(iii) নিউক্লীয় ঘটনা

(iv) ভৌত পরিবর্তন


2. তেজস্ক্রিয়তার SI এককটি হল -

(i) রাদারফোর্ড 

(ii) কুরি

(iii) বেকারেল

(iv) dps 


3. যদি কোনো মৌলে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 এর বেশি হয়, তাহলে সেই মৌলটি হল - 

(i) আদর্শ মৌল 

(ii) তেজস্ক্রিয় মৌল 

(iii) মুদ্রা মৌল 

(iv) অম্লধর্মী


4. α - রশ্মি হল - 

(i) He পরমাণু

(ii) 2 টি H⁺ আয়ন 

(iii) 4 টি H⁻ আয়ন 

(iv) He⁺⁺ 


5. তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β - রশ্মি হল 

(i) ইলেকট্রনের স্রোত 

(ii) প্রোটনের স্রোত

 (iii) নিউট্রনের স্রোত

(iv) তড়িৎচুম্বকীয় 


6. বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হল 

(i) α - রশ্মি

(ii) γ - রশ্মি

(iii) β - রশ্মি

(iv) X - রশ্মি 


7. α, β ও γ রশ্মির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রমটি হল 

(i) α = β > γ

(ii) α > β > γ

(iii) γ > β > α

(iv) α > γ > β


8. তেজস্ক্রিয় পরমাণুর থেকে β - কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হবে ?

(i) ভরসংখ্যা বাড়ে

(ii) পারমাণবিক সংখ্যা বাড়ে 

(iii) ভরসংখ্যা কমে

(iv) পারমাণবিক সংখ্যা কমে 


9. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয় 

(i) সোডিয়াম

(ii) তেজস্ক্রিয় Na 

(iii) তেজস্ক্রিয় Co

(iv) পোলোনিয়াম


10.  ₉₂X→²²⁸Y + α, A ও Z - এর মান হবে - 

(i) A = 232, Z = 90, 

(ii) A = 224, Z = 88 

(iii) A = 230, Z = 91 

(iv) A = 230, Z = 88 


11. নিউক্লীয় সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে ? 

(i) পারমাণবিক বোমাতে

(ii) পৃথিবীর অভ্যন্তরে

(iii) সূর্যে

(iv) তেজস্ক্রিয় মৌলে


12. নিউক্লীয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক - 

(i) প্রোটন

(ii) α - কণা 

(iii) γ - রশ্মি

(iv) নিউট্রন


13. পরমাণু চুল্লিতে ভারী জল কী হিসেবে ব্যাবহার করা হয় ? 

(i) জ্বালানি 

(ii) মডারেটর 

(iii) প্রোজেকটাইল

(iv) ডাইলুয়েন্ট


14. নিউক্লীয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহৃত হয়, ত হল 

(i)  ²³⁵₉₂U 

(ii)  ¹⁴¹₅₆Ba

(iii)  ⁹²₃₆Kr 

(iv) ²³⁴₉₁Pa 



অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

1. পরমাণুর কোন্ অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়?

2. একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো । 

3. α, β ও γ রশ্মিকে তাদের ভেদনক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও।

4. কোন্ তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িদগ্রস্ত  কণার স্রোত ?

5. কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন্ তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে ?

6. ঋণাত্মক তড়িৎযুক্ত β-কণা তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয় ?

7. তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদনক্ষমতা সর্বাধিক ?

8. পারমাণবিক চুল্লিতে কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়?

9. কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে γ-রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভরসংখ্যার কী পরিবর্তন ঘটে ? 

10. শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ লেখো ।

11. কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?

12. নিউক্লীয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী?

13. হাইড্রোজেন বোমায় কোন্ নিউক্লীয় বিক্রিয়া ঘটানো হয় ?

14. নিউক্লীয় রিঅ্যাকটরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসেবে কী ব্যবহার করা হয় ?

15. ইউরেনিয়াম খনিতে কোন্ নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় ?




সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

1. স্বাভাবিক তেজস্ক্রিয়তা কাকে বলে ? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ আধানযুক্ত ?

2. 'তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা' - ব্যাখ্যা কর ।

3. তেজস্ক্রিয় বিঘটনের কারণ কী ?

4. α, β ও γ রশ্মির ভর ও ভেদন ক্ষমতার তুলনা করো।

5. পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌল থেকে β-কণা নির্গত হয় কীভাবে ?

6. ইলেকট্রন এবং β-কণার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো।

7. একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস X থেকে 2টি  β-কণা ও একটি α-কণা নিঃসৃত হলে, প্রাপ্ত নিউক্লিয়াসটির ভরসংখ্যা ও পরমাণুক্রমাঙ্ক কী হবে নিরূপণ করো। প্রাপ্ত  নিউক্লিয়াস ও আদি নিউক্লিয়াসের সম্পর্ক কী ?

8. α ও γ রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো ।

9. একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখ। তেজস্ক্রিয়তার ক্ষতিকারক প্রভাব গুলি উল্লেখ করো।

10. কোনো তেজস্ক্রিয় মৌলের α-কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু γ-রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা কর।

11. ভরত্রুটি কাকে বলে ? 

12. নিউক্লীয় বিভাজন কাকে বলে ? উদাহরণ দাও।

13. নিউক্লীয় বন্ধন শক্তি কাকে বলে ? নিউক্লীয় বন্ধন শক্তির উৎস কী ? 

14. নিউক্লীয় বিভাজনকে কীভাবে মানবকল্যানের কাজে লাগানো যায় ? 

15. নিউক্লীয় বিভাজন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির উৎস কী ?

16. তাপীয় নিউক্লীয় বিক্রিয়া কাকে বলে ? নিউক্লীয় সংযোজন বিক্রিয়াকে তাপীয় নিউক্লীয় বিক্রিয়া বলে কেন ?

17. ²³⁵₉₂U  নিউক্লিয়াসকে তাপীয় নিউট্রন দ্বারা আঘাত করলে তার বিভাজিত হওয়ার নিউক্লীয় সমীকরণটি লেখো ।

18. নিউক্লীয় চুল্লি কী ? 

19. নিউক্লীয় সংযোজন কাকে বলে? একটি উদাহরন দাও ।

20. নিউক্লীয় সংযোজনের পূর্বে নিউক্লীয় বিভাজন ঘটানো হয় কেন ?

21. নিউক্লীয় বিভাজন ও সংযোজনের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো।

22.  ²³⁸₉₂U থেকে α-কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয়, তার পারমানবিক সংখ্যা কত ? 

23.  ²³⁸₉₀U থেকে একটি β-কণা নিঃসরনের ফলে যে মৌলটি উৎপন্ন হয়, তার পারমাণবিক সংখ্যা কত ?

24. 1 amu ভরের তুল্যশক্তি MeV এককে কত ?

25. ²³⁸₉₂U কেন্দ্রক থেকে ক্রমান্বয়ে 8 টি α-কণা ও β-কণা নিঃসৃত হয়ে যে নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয়, তার ভরসংখ্যা ও পরমাণুকক্রমাঙ্ক কত হবে ?

 

PDF will be available soon 

Join Our Telegram Channel for Notifications

 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Physical Science Suggestions 2023, WBBSE Madhyamik Physical Science Suggestions 2023 PDF Download, WBBSE Class 10 Physical Science Suggestions 2023 Chapter Radioactivity, Madhyamik Suggestions 2023 with free PDF Download, al Science Suggestions 2023, Madhyamik suggestion physical science 2023, WBBSE Madhyamik Suggestions 2023, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস 2023 অধ্যায় : পরমাণুর নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা
 
 © Pothon Pathon Online

 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post