প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023 এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : আলো
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ): প্রতিটি প্রশ্নের মান 1
1. কোনটি প্রবাহমাত্রা সূচিত করে?
(i) আর্গ / কুলম্ব
(ii) ডাইন / সেকেন্ড
(iii) আর্গ / সেকেন্ড
(iv) কুলম্ব / সেকেন্ড
2. প্রদত্ত কোনটি বিভবপ্রভেদ বা তড়িৎবিভবের SI একক?
(i) ভোল্ট
(ii) কুলম্ব
(iii) ওহম
(iv) ওয়াট
3. তড়িৎচালক বল (V), কার্য (W) ও আধান(Q) - এর মধ্যে সম্পর্কটি হল
(i) Q = WV
(ii) Q = V / W
(iii) Q = V / W²
(iv) Q = W / V
4. অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুপ্রান্তের বিভবপ্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা I হলে, নীচের কোনটি সত্য?
(i) V ∝ I
(ii) V ∝ I²
(iii) V ∝ I⁻¹
(iv) V ∝ I⁻²
5. প্রদত্ত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি ?
(i) কুলম্ব . সেকেন্ড
(ii) ভোল্ট . ওহম⁻¹
(iii) ভোল্ট . ওহম
(iv) ভোল্ট⁻¹ . ওহম
6. প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের SI ( ব্যাবহারিক) একক ?
(i) ভোল্ট
(ii) অ্যাম্পিয়ার
(iii) কুলম্ব
(iv) ওহম
7. উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় -
(i) পরিবাহীর
(ii) অর্ধপরিবাহীর
(iii) অন্তরকের
(iv) অতি - পরিবাহীর
8. কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করলে পরিবাহীর রোধ -
(i) চারগুণ হবে
(ii) অর্ধেক হবে
(iii) দ্বিগুণ হবে
(iv) 1 / 4 অংশ হবে
9. তড়িৎবর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায় ?
(i) বিভবপার্থক্য
(ii) বিভব
(iii) প্রবাহমাত্রা
(iv) তড়িৎচালক বল
10. 3 Ω ও 6 Ω দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত?
(i) 3 Ω
(ii) 4 Ω
(iii) 2 Ω
(iv) 1 Ω
11. একই ভোল্টেজ রেটিং যুক্ত 100 W ও 40 W দুটি বালবের রোধের অনুপাত হবে -
(i) 5 : 2
(ii) 2 : 5
(iii) 25 : 4
(iv) 4 : 25
12. 1 kW.h বলতে যত পরিমাণ তড়িৎশক্তি বোঝায়, ত হল -
(i) 3.6 × 10³ J
(ii) 3.6 × 10⁴ J
(iii) 3.6 × 10⁵ J
(iv) 3.6 × 10⁶ J
13. ফ্লেমিং - এর বাম হস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে -
(i) ইস্ত্রি
(ii) জেনারেটর
(iii) বৈদ্যুতিক মোটর
(iv) হিটার
14. ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে -
(i) তর্জনী প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বকক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(ii) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বকক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(iii) মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বকক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(iv) বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক, মধ্যমা চৌম্বকক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
15. বার্লোচক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে তা হলো -
(i) ফ্লেমিং - এর বাম হস্ত নিয়ম
(ii) অ্যাম্পিয়ার - এর সন্তরণ নিয়ম
(iii) লেঞ্জের সূত্র
(iv) ফ্যারাডের সূত্র
16. লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় -
(i) আবিষ্ট তড়িৎচালক বলের মান
(ii) আবিষ্ট প্রবাহের মান
(iii) আবিষ্ট প্রবাহের অভিমুখ
(iv) আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ
17. ফিউজ তারের উপাদানগুলি হল -
(i) Cu, Sn
(ii) Zn, Sn
(iii) Pb, Sn
(iv) Cu, Pb
18. গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে?
(i) আর্থ লাইন
(ii) লাইভ লাইন
(iii) নিউট্রাল লাইন
(iv) লাইভ ও নিউট্রাল লাইন
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1
◪ একটি বাক্যে উত্তর দাও1. স্থির তড়িতের আধানের SI ও CGS এককের অনুপাত নির্ণয় কর ।
2. তড়িৎবিভবের মাত্রীয় সংকেত কী ?
3. একটি কোশের তড়িৎচালক বল E volt । কোশের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে?
4. অ্যামিটারের ব্যবহার উল্লেখ করো ।
5. কী কী বিষয় অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে ?
6. একটি পরিবাহীর রোধ তাপমাত্রার ওপর কীভাবে নির্ভর করে?
7. কয়েকটি বড়ো মানের রোধ থেকে অপেক্ষাকৃত ছোটো মানের রোধ পেতে গেলে রোধগুলিকে বর্তনীতে কোন্ সমবায়ে যুক্ত করা হয়?
8. উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তীত হয় ?
9. একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।
10. এমন একটি পরিবাহীর নাম লেখো, যার ওপর আলো পড়লে রোধ কমে।
11. রোধাঙ্কের CGS একক এবং SI একক লেখো ।
12. রোধাঙ্কের মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
13. একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান । তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে ?
14. কিলোওয়াট-ঘণ্টা কোন্ ভৌতরাশির একক ?
15. ফ্লেমিং - এর বামহস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র ও তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ?
16. বার্লোচক্রের ঘূর্ণন কোন ধরনের তড়িৎপ্রবাহে হয় ?
17. লেঞ্জের সূত্রটি কোন্ সূত্রের ব্যাবহারিক রূপ ?
18. dc অপেক্ষা ac - র একটি ব্যাবহারিক সুবিধা লেখো ।
19. ডায়নামোতে বা বৈদ্যুতিক জেনারেটরে কোন্ শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?
20. থ্রি - পিন টপের আর্থ পিন কোনটি ?
21. থ্রি - পিন প্লাগের লম্বা ও মোটা পিনটি সংকটে কিসের সঙ্গে সংযুক্ত হয় ?
22. ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন্ সমবায়ে যুক্ত করা হয় ?
Group Ⓒ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 2
1. দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখ।
2. 'একটি কোশের তড়িৎচালক বল 6 V' - এর অর্থ কী ?
3. তড়িৎচালক বল ও বিভবপ্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো ।
4. কোনো তড়িৎকোশের নষ্ট ভোল্ট বলতে কী বোঝায় ?
5. ওহম - এর সূত্রটি বিবৃত করো ।
6. ওহম - এর সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
7. ওহম - এর সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্র অঙ্কন করো ।
8. রোধাঙ্কের সংজ্ঞা দাও। এর SI একক লেখো ।
9. পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর কীভাবে নির্ভর করে ?
10. রুপোর রোধাঙ্ক $\small 1.66 \times 10^{-6} $ Ω.cm বলতে কী বোঝায়?
11. তড়িৎবর্তনীতে অ্যামিটার ও ভোল্টমিটার কীভাবে যুক্ত করা হয় ?
12. বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যাবহৃত হয় কেন ?
13. 220 V - 100 W বৈদ্যুতিক বাতি বলতে কী বোঝায় ?
14. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ।
15. তড়িৎচুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায় ?
16. ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মটি বিবৃত কর ।
17. একটি বার্লোর চক্রের ঘূর্ণনে কী প্রভাব দেখা যায় যদি - (a) চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেওয়া যায়, (b)তড়িৎ প্রবাহমাত্রা বৃদ্ধি করা হয়, (c) ac প্রবাহ ব্যবহার করা হয়, (d) চুম্বকের শক্তি বাড়ানো হয়, (e) তড়িৎ প্রবাহ বন্ধ করা হয়, (f) তড়িৎ প্রবাহের দিক উল্টে দেওয়া হয়, (g) চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের অভিভাবক একসঙ্গে উল্টে দেওয়া হয়।
18. তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলি লেখ।
19. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো ।
20. লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষনের একটি বিশেষ রূপ ব্যাখ্যা কর ।
21. ডায়নামোর নীতিটি লেখো ।
22. বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন ?
23. বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন ?
Group Ⓓ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের মান 31. তড়িৎকোশের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
2. তড়িৎপ্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখ
3. বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা কর ।
4. তড়িৎচুম্বক কী ?এ র কয়েকটি ব্যবহার লেখো ।
5. সলিনয়েড কাকে বলে ? তড়িৎবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি নির্ণয় করবে কী করে ?
6. বার্লোচক্রের কার্যনীতি ও কার্যপ্রণালী লেখো ।
7. ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো ।
গাণিতিক প্রশ্ন :
1. 20 esu ও 30 esu মানবিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ু মাধ্যমে 2 cm দূরত্বে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে?
2. একটি বস্তুর 1.6 × 10⁶ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে। বস্তুটির আধান কত ?
3. একটি বৈদ্যুতিক বালবের মধ্য দিয়ে আধ ঘণ্টার জন্য 0.4 A প্রবাহ চলে । কী পরিমাণ আধান প্রবাহিত হল ?
4. অসীম দূরত্ব থেকে একটি 10⁻² C আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় 2 J । ওই বিন্দুর তড়িৎবিভব কত ?
5. 5 Ω অভ্যন্তরীণ রোধ ও 2V তড়িচালকবল বিশিষ্ট একটি তড়িৎকোশকে 15 Ω রোধের সঙ্গে যুক্ত করা হল, কোশের প্রান্তদ্বয়ের মধ্যে বিভবপ্রভেদ কত হবে নির্ণয় কর ।
6. একটি পরিবাহীর রোধ অন্য একটির দ্বিগুণ । দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপার্থক্য একই হলে, তাদের মধ্যে প্রবাহিত তড়িৎমাত্রার অনুপাত কত হবে ?
7. r₁ ও r₂ দুটি রোধকে একই বিভবপ্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল - এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা r₂ - এর মধ্য দিয়ে প্রবাহমাত্রার 6 গুণ, r₁ ও r₂ - এর অনুপাত নির্ণয় কর।
8. একটি ধাতব তারের রোধ R । তারটিকে টেনে এর দৈর্ঘ্য n - গুণ করা হল, তারটির নতুন রোধ হবে ?
9. একটি বৈদ্যুতিক বাতিকে 220 V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎপ্রবাহ ঘটে । ওই বাতিকে 110 V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে ?
10. 2 Ω, 3 Ω ও 4 Ω রোধযুক্ত তিনটি পরিবাহীকে কোন্ সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্য দিয়ে একই মাত্রার তড়িৎপ্রবাহিত হবে ? সমবায়ের তুল্যাঙ্ক রোধ নির্ণয় কর ।
11. সমান্তরাল সমবায়ে যুক্ত 4 Ω ও 12 Ω রোধ দুটির তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো।
12. দুটি 3 Ω, 4 Ω ও 5 Ω রোধবিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোশের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন্ রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ ও কোন্ রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে ?
13. দুটি 10 Ω রোধকে কীভাবে যুক্ত করলে 5 Ω রোধ পাওয়া যায় ?
14. 10 Ω রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল । তুল্যরোধ কত হবে নির্ণয় করো ।
15. সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী A ও B - এর রোধাঙ্ক যথাক্রমে $\small 1.6 \times 10^{-8} $Ω.m এবং $\small 3.2 \times {10}^-8$ Ω.m । পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভবপ্রভেদে যুক্ত করা হল । এদের প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহমাত্রা একই হবে ?
16. দুটি 10 Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 Ω রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হল।অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় কর।
17. তড়িৎপ্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 J তাপ উৎপন্ন হয়। প্রবাহমাত্রা 1 A ও পরিবাহীর রোধ 20 Ω হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল নির্ণয় কর ।
18. সমান রোধের দুটি পরিবাহীর মধ্য দিয়ে সমান সময়ের জন্য বিভিন্ন মানের তড়িৎপ্রবাহ পাঠিয়ে দেখা গেল, প্রথমটিতে উৎপন্ন তাপ দ্বিতীয়টিতে উৎপন্ন তাপের 9 গুণ । পরিবাহী দুটিতে প্রবাহমাত্রার অনুপাত কত হবে ?
19. 220 V - 60 Ω ও 110 - 60 Ω বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় কর ।
20. একটি 1 kΩ রোধের তড়িৎশক্তি অপচয়ের ক্ষমতা বা রেটিং 10 W । রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত তড়িৎপ্রবাহ পাঠানো যাবে ?
21. একটি 300 W - এর টিভি সেট 1 ঘণ্টা চলল, আবার 100 W - এর একটি গিজার 15 মিনিট চলল । কোনটিতে বেশি শক্তি ব্যবহৃত হবে ?
22. একটি বাড়িতে দুটি 60 W বাতি এবং দুটি 80 W - এর পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 hr করে চলে । প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে, একমাসে কত খরচ হবে নির্ণয় কর। ( ধরে নাও, 1 মাস = 30 দিন )
PDF will be available soon
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.