প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023
এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
Group A
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ): প্রতিটি প্রশ্নের মান 1
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন :
1. প্রদত্ত কোনটি তীব্র তড়িদবিশ্লেষ্য ?
(i) NaOH
(ii) NH₄OH
(iii) CH₃COOH
(iv) গ্লুকোজ
2. কোনটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ ?
(i) NH₄OH - এর জলীয় দ্রবণ
(ii)লঘু HNO₃- এর দ্রবণ
(iii) কার্বন টেট্রাক্লোরাইড
(iv) গলিত সোডিয়াম ক্লোরাইড
3. যে পাত্রে তড়িদবিশ্লেষণ করা হয় তা হল -
(i) ভোল্টামিটার
(ii) পোটেনশিওমিটার
(iii) গ্যালভানোমিটার
(iv) ভোল্টমিটার
4. তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে -
(i) জারণ
(ii) বিজারণ
(iii) বিয়োজন
(iv) সংযোজন ঘটে ।
5. অ্যাসিড মিশ্রিত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত -
(i) 1 : 2
(ii) 2 : 1
(iii) 1 : 1
(iv) 2 : 3
6. অ্যানোড মাডে কোন ধাতুটি থাকে ?
(i) Na
(ii) Ca
(iii) Au
(iv) Ti
7. প্রদত্ত কোনটি জলীয় দ্রবণের একটি মৃদু তড়িদবিশ্লেষ্য ?
(i) CH₃COOH
(ii) NaOH
(iii) H₂SO₄
(iv) NaCl
8. রুপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোডরুপে ব্যবহৃত হয় -
(i) Pt
(ii) Ag
(iii) Au
(iv) গ্রাফাইট
9. প্রদত্ত কোনটি তড়িদবিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত হয় ?
(i) জারণ
(ii) বিজারণ
(iii) বিয়োজন
(iv) সংযোজন ঘটে ।
10. জলের তড়িদবিশ্লেষণের তড়িদ্দ্বার হিসেবে ব্যবহৃত হয় -
(i) প্ল্যাটিনাম পাত
(ii) কপার পাত
(iii) গ্রাফাইট দণ্ড
(iv) সিলভার পাত
11. গলিত NaCl - এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহণ করে -
(i) ইলেকট্রন
(ii) ক্যাটায়ন
(iii) অ্যানায়ন
(iv) ক্যাটায়ন ও অ্যানায়ন
Group B
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1
◪ একটি বাক্যে উত্তর দাও1. তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয় ?
2. একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য ।
3. কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা ?
4. তড়িদবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?
5. জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয় ?
6. তড়িদবিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ?
7. Cu - তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO₄ - এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?
8. রুপোর তড়িৎলেপনে তড়িদবিশ্লেষ্য হিসেবে কোন্ পদার্থ নেওয়া হয় ?
9. কোনো দ্রাব্যের ওপর রুপোর প্রলেপ দিতে হলে, তড়িদবিশ্লেষ্যরূপে কী ব্যবহার করবে ?
10. অ্যানোড কাদা থেকে সংগৃহীত ধাতুগুলীর নাম লেখো।
11. গলিত NaCl- এর তড়িদবিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয় লেখো ।
12. তড়িৎ পরিবহণ করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লেখো।
13. লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িদবিশ্লেষ্যরূপে কী ব্যবহার করা হয় ?
14. Cu²⁺ ও H⁺ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান যুক্ত হওয়ার প্রবণতা কার বেশি ?
Group D
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের মান 31. তড়িদবিশ্লেষ্য বলতে কী বোঝায় ? উদাহরণসহ ব্যাখ্যা করো।
2. তড়িদবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িদবিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে ? এই তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয় ?
3. প্রদত্ত যৌগগুলি থেকে তড়িদবিশ্লেষ্য ও তড়িৎ- অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত কর :
চিনির জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, পারদ, কেরোসিন, গলিত পটাশিয়াম ক্লোরাইড, গলিত কস্টিক পটাশ, গ্রাফাইট, পেট্রোল, কস্টিক সোডার জলীয় দ্রবণ, গ্লুকোজের জলীয় দ্রবণ ।
4. MSO₄ (M = ধাতু) - এর জলীয় দ্রবণকে তড়িদবিশ্লেষণ করলে ক্যাথডে কি বিক্রিয়া ঘটে লেখো । বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো ।
5. তড়িৎলেপন কাকে বলে? তড়িৎলেপনের উদ্দেশ্য কী ?
6. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িদবিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোডরূপে কী কী ব্যবহৃত হয় ?
7. একটি অবিশুদ্ধ কপার দন্ড থেকে তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড, তড়িদবিশ্লেষ্যরূপে কী কী ব্যবহৃত হয় ?
8. NaCl - এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে Na ধাতু উৎপন্ন না হয়ে H₂ গ্যাস উৎপন্ন হয় কেন ?
9. Al - এর তড়িদবিশ্লেষণে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন ?
10. কপার ধাতুর বিশোধন প্রক্রিয়া ব্যবহৃত তড়িদবিশ্লেষ্য, ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়া উল্লেখ করো।
11. কীসের ভিত্তিতে তড়িদবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িদবিশ্লেষ্য হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে ?
PDF will be available soon
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.