Madhyamik Physical Science Suggestions 2023 | অধ্যায় : পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস ২০২৩

 

madhyamik-physical-science-suggestion-2023-inorganic-chemistry

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023 এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2022

ভৌতবিজ্ঞান

 অধ্যায় : পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন

Group A

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ):  প্রতিটি প্রশ্নের মান 1

1. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হল - 

(i) MnO₂ 

(ii) Pt চূর্ণ

(iii) Fe চূর্ণ

(iv) Cu চূর্ণ 


2. কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে ? 

(i) হলুদ 

(ii) সবুজ

(iii) গাঢ় নীল

(iv) বাদামি।


3. প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? 

(i) গাঢ় H₂SO₄

(ii) P₂O₅ 

(iii) CaO 

(iv) CaCl


4. নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধঃক্ষেপ পড়বে তার রং - 

(i) লাল

(ii) সাদা

(iii) কালো

(iv) বাদামি


5. কোন্ গ্যাসটি কিপ্ যন্ত্রে প্রস্তুত করা যায় না ? 

(i) CO₂ 

(ii) H₂S 

(iii) H₂ 

(iv) HCl 


6. নাইট্রোজেনঘটিত একটি জৈব সার হল - 

(i) ইউরিয়া

(ii) সোডামাইড

(iii) সুপার ফসফেট

(iv) ক্যালসিয়াম সালফেট 


7. 'অয়েল অব ভিট্রিয়ল' নামে পরিচিত - 

(i) HCl 

(ii) H₂SO₄

(iii) HNO₃ 

(iv) NH₃ 


8. ওলিয়ামের সংকেত হল - 

(i) H₂SO₄

(ii) H₂S₂O₇ 

(iii) H₂SO₃ 

(iv) FeS 


9. TNT প্রস্তুতিতে ব্যবহৃত হয় - 

(i) H₃PO₄

(ii) HCl 

(iii) HNO₃ 

(iv) H₂CO₃ 


10.  অসওয়াল্ড পদ্ধতিতে প্রস্তুত করা হয় - 

(i) HCl

(ii) H₂SO₄

(iii) HNO₃

(iv) NH₃ 


11. কোনটির জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কালো অধঃক্ষেপ পড়ে না ? 

(i) ZnSO₄

(ii) CuSO₄

(iii) AgNO₃ 

(iv) Pb(NO₃)₂


12. লা - ব্লাঙ্ক পদ্ধতিতে প্রস্তুত করা হয় - 

(i) N₂

(ii) HCl

(iii) NH₃ 

(iv) H₂S


13. সোডিয়াম নাইট্রোপুসাইড - এর জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হবে ? 

(i) বেগুনি

(ii) কমলা

(iii) গাঢ় নীল

(iv) সবুজ

 

Group B

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :  প্রতিটি প্রশ্নের মান 1

◪ একটি বাক্যে উত্তর দাও

1. অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।

2. নেসলার বিকারক কী ? এর সংকেত লেখো ।

3. ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী ?

4. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ করে তার সংকেত লেখো ।

5. NaOH দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কী পরিবর্তন দেখা যায় ?

6. আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হবে ? 

7. H₂S শুষ্ককরণে P₂O₅ ও H₂SO₄ গাঢ় এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য ? 

8. অস্ওয়াল্ড পদ্ধতিতে HNO₃ এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কী ? 

9. স্পর্শ প্রক্রিয়ায় SO₂ - কে SO₃ - তে রূপান্তকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী ?

10. নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কী ? 

11. ওলিয়ামের রাসায়নিক নাম কী ? 

12. পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসটির নাম লেখো ।

13. পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাসটি ব্যবহৃত হয় ? 

14. দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো ।

15. রুপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায় ? 

16. লেড অ্যাসিটেট দ্রবণে H₂S গ্যাস পাঠালে যা ঘটবে, সেটি ভৌতপর্যবেক্ষণ ও সমীকরণসহ লেখো ।

17. উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির । 


Group C

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের মান 2

1. লাইকার অ্যামোনিয়া কী লেখো । 

2. কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত সমীকরণসহ বিবৃত করো । 

3. উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কী ঘটবে ? রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ দাও ।

4. লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করা হল, কী ঘটে সমীকরণসহ লেখো ।

5. H₂S- এর বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণসহ লেখো । 

6. H₂SO₄ দ্বারা অম্লিকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H₂S  পাঠানো হলো । কী ঘটে রাসায়নিক সমীকরণসহ ব্যাখ্যা করো।

7.  H₂S - এর সংস্পর্শে রৌপ্যমুদ্রা কালো হয় কেন ? 

8. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন ? 

9. ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কী ? 

10. অম্লরাজ কী ? এর একটি ব্যবহার লেখো ।

11. স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO₃ - কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন ? 

12. উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে, অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ ।

13. সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণসহ লেখো ।

14. H₂S - কে শুষ্ক করতে অনার্দ্র CaCl₂ বা পোড়াচুন ব্যবহার করা হয় কেন ? 

15. লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কী ? 


Group D

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের মান 3

1. পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন গ্যাসটিকে কীভাবে সংগ্রহ করবে ? 

2. অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ঘন H₂SO₄, P₂O₅ অথবা CaCl₂ ব্যবহৃত হয় না কিন্তু CaO ব্যবহৃত হয় কেন ?  

3. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো ।

4. পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলির উল্লেখ করো : (i) প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম, (ii) বিক্রিয়ার শর্ত, (iii) বিক্রিয়ার সমিত সমীকরণ, (iv) গ্যাসের সংগ্রহ ।

5. নাইট্রোলিম কী ? এটি কীভাবে তৈরি করা হয়, শর্ত ও বিক্রিয়া সমীকরণসহ লেখো ।  নাইট্রোলিমের ব্যবহার লেখো? 

6. সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণগুলি লেখো ।

7. অস্ওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয় গুলি উল্লেখ করো : (i) প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, (ii) বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ । উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করা হয় ? 

8. কপার সালফেট দ্রবণে প্রথমে ধীরে ধীরে NH₄OH যোগ করলে এবং পরে অতিরিক্ত NH₄OH যোগ করলে কী ঘটে সমীকরণসহ লেখো ।

 

PDF will be available soon 

Join Our Telegram Channel for Notifications

 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Physical Science Suggestions 2023, WBBSE Madhyamik Physical Science Suggestions 2023 inorganic chemistry PDF Download, WBBSE Class 10 Physical Science Suggestions 2023 Chapter Inorganic Chemistry in the Laboratory and in Industry, Madhyamik Suggestions 2023 with free PDF Download, al Science Suggestions 2023, Madhyamik suggestion physical science 2023, WBBSE Madhyamik Suggestions 2023, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস 2023 অধ্যায় : পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post