প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023
এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
Group A
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ): প্রতিটি প্রশ্নের মান 1
1. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হল -
(i) MnO₂
(ii) Pt চূর্ণ
(iii) Fe চূর্ণ
(iv) Cu চূর্ণ
2. কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে ?
(i) হলুদ
(ii) সবুজ
(iii) গাঢ় নীল
(iv) বাদামি।
3. প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়?
(i) গাঢ় H₂SO₄
(ii) P₂O₅
(iii) CaO
(iv) CaCl
4. নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধঃক্ষেপ পড়বে তার রং -
(i) লাল
(ii) সাদা
(iii) কালো
(iv) বাদামি
5. কোন্ গ্যাসটি কিপ্ যন্ত্রে প্রস্তুত করা যায় না ?
(i) CO₂
(ii) H₂S
(iii) H₂
(iv) HCl
6. নাইট্রোজেনঘটিত একটি জৈব সার হল -
(i) ইউরিয়া
(ii) সোডামাইড
(iii) সুপার ফসফেট
(iv) ক্যালসিয়াম সালফেট
7. 'অয়েল অব ভিট্রিয়ল' নামে পরিচিত -
(i) HCl
(ii) H₂SO₄
(iii) HNO₃
(iv) NH₃
8. ওলিয়ামের সংকেত হল -
(i) H₂SO₄
(ii) H₂S₂O₇
(iii) H₂SO₃
(iv) FeS
9. TNT প্রস্তুতিতে ব্যবহৃত হয় -
(i) H₃PO₄
(ii) HCl
(iii) HNO₃
(iv) H₂CO₃
10. অসওয়াল্ড পদ্ধতিতে প্রস্তুত করা হয় -
(i) HCl
(ii) H₂SO₄
(iii) HNO₃
(iv) NH₃
11. কোনটির জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কালো অধঃক্ষেপ পড়ে না ?
(i) ZnSO₄
(ii) CuSO₄
(iii) AgNO₃
(iv) Pb(NO₃)₂
12. লা - ব্লাঙ্ক পদ্ধতিতে প্রস্তুত করা হয় -
(i) N₂
(ii) HCl
(iii) NH₃
(iv) H₂S
13. সোডিয়াম নাইট্রোপুসাইড - এর জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হবে ?
(i) বেগুনি
(ii) কমলা
(iii) গাঢ় নীল
(iv) সবুজ
Group B
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1
◪ একটি বাক্যে উত্তর দাও1. অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।
2. নেসলার বিকারক কী ? এর সংকেত লেখো ।
3. ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী ?
4. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ করে তার সংকেত লেখো ।
5. NaOH দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কী পরিবর্তন দেখা যায় ?
6. আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হবে ?
7. H₂S শুষ্ককরণে P₂O₅ ও H₂SO₄ গাঢ় এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য ?
8. অস্ওয়াল্ড পদ্ধতিতে HNO₃ এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কী ?
9. স্পর্শ প্রক্রিয়ায় SO₂ - কে SO₃ - তে রূপান্তকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী ?
10. নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কী ?
11. ওলিয়ামের রাসায়নিক নাম কী ?
12. পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত গ্যাসটির নাম লেখো ।
13. পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?
14. দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো ।
15. রুপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায় ?
16. লেড অ্যাসিটেট দ্রবণে H₂S গ্যাস পাঠালে যা ঘটবে, সেটি ভৌতপর্যবেক্ষণ ও সমীকরণসহ লেখো ।
17. উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির ।
Group C
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের মান 21. লাইকার অ্যামোনিয়া কী লেখো ।
2. কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত সমীকরণসহ বিবৃত করো ।
3. উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কী ঘটবে ? রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ দাও ।
4. লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করা হল, কী ঘটে সমীকরণসহ লেখো ।
5. H₂S- এর বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমিত সমীকরণসহ লেখো ।
6. H₂SO₄ দ্বারা অম্লিকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H₂S পাঠানো হলো । কী ঘটে রাসায়নিক সমীকরণসহ ব্যাখ্যা করো।
7. H₂S - এর সংস্পর্শে রৌপ্যমুদ্রা কালো হয় কেন ?
8. হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন ?
9. ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কী ?
10. অম্লরাজ কী ? এর একটি ব্যবহার লেখো ।
11. স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO₃ - কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন ?
12. উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে, অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ ।
13. সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণসহ লেখো ।
14. H₂S - কে শুষ্ক করতে অনার্দ্র CaCl₂ বা পোড়াচুন ব্যবহার করা হয় কেন ?
15. লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কী ?
Group D
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের মান 31. পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন গ্যাসটিকে কীভাবে সংগ্রহ করবে ?
2. অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ঘন H₂SO₄, P₂O₅ অথবা CaCl₂ ব্যবহৃত হয় না কিন্তু CaO ব্যবহৃত হয় কেন ?
3. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো ।
4. পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলির উল্লেখ করো : (i) প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম, (ii) বিক্রিয়ার শর্ত, (iii) বিক্রিয়ার সমিত সমীকরণ, (iv) গ্যাসের সংগ্রহ ।
5. নাইট্রোলিম কী ? এটি কীভাবে তৈরি করা হয়, শর্ত ও বিক্রিয়া সমীকরণসহ লেখো । নাইট্রোলিমের ব্যবহার লেখো?
6. সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণগুলি লেখো ।
7. অস্ওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয় গুলি উল্লেখ করো : (i) প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, (ii) বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ । উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করা হয় ?
8. কপার সালফেট দ্রবণে প্রথমে ধীরে ধীরে NH₄OH যোগ করলে এবং পরে অতিরিক্ত NH₄OH যোগ করলে কী ঘটে সমীকরণসহ লেখো ।
PDF will be available soon
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.