প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Life Science Suggestions) জন্য Life Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik 2023 Life Science Suggestions.
মাধ্যমিক সাজেশনস 2023
জীবনবিজ্ঞান
দ্বিতীয় অধ্যায় : জীবনের প্রবাহমানতা
বিভাগ - ক
(প্রতিটি প্রশ্নের মান - ১)
সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
1. DNA - এর গঠনগত একক হল -
a) নিউক্লিওসাইড
b) নিউক্লিওটাইড
c) নাইট্রোজেনঘটিত ক্ষার
d) পেন্টোজ শর্করা
2. নিউক্লিওটাইড হলো -
a) N2 বেস + ফসফেট
b) N2 বেস + শর্করা
c) শর্করা + ফসফেট + N2 বেস
d) শর্করা + হাইড্রোজেন + N2 বেস
3. DNA অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলকটি হল
a) অ্যাডেনিন
b) সাইটোসিন
c) থাইমিন
d) ইউরাসিল
4. DNA- তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে সেটি শনাক্ত করো -
a) গুয়ানিন
b)সাইটোসিন
c) ইউরাসিল
d) অ্যাডিনিন
5. RNA- তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে সেটি শনাক্ত কর
a) অ্যাডিনিন
b) গুয়ানিন
c) থাইমিন
d) ইউরাসিল
6. মানুষের প্রতিটি দেহ কোশে অটোজোমের সংখ্যা
a) 46
b) 44
c) 23
d) 22
7. মানুষের জনন কোশে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে
a) 44, 1
b) 22, 2
c) 22, 1
d) 44, 2
8. যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে
a) মেটাসেন্ট্রিক
b) সাবমেটাসেন্ট্রিক
c) অ্যাক্রসেন্ট্রিক
d) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
9. কোশের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হল
a) রাইবোজোম
b) সেন্ট্রোজোম
c) মাইটোকনড্রিয়া
d) মাইক্রোটিউবিউল
10. প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোশ অঙ্গাণু থেকে সেটি হল
a) মাইটোকনড্রিয়া
b) গলগি বডি
c) লাইসোজোম
d) সেন্ট্রিওল
11. তুমি একটি কোশ বিভাজনের সময় কোন বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোশ বিভাজন কে বলা হয়
a) অ্যামাইটোসিস
b) প্রথম মিওটিক বিভাজন
c) দ্বিতীয় মিওটিক বিভাজন
d) মাইটোসিস
12. অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো
a) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশ ঘটে
b) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
c) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়
d) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না
13. কোশচক্রের যে দশায় DNA সংশ্লেষ ঘটে, সেই দশাটির নাম হল
a) G0
b) G1
c) G2
d) S দশাকে
14. সুপ্তদশা বা বন্দিদশা বলা হয়
a) G0
b) G1
c) G2
d) S দশাকে
15. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায় তা হল
a) প্রোফেজ
b) মেটাফেজ
c) অ্যানাফেজ
d) টেলোফেজ
16. মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রমাটিড বা অপত্য ক্রোমোজোম দুটি আলাদা হয়ে মেরুর দিকে সরে যায় তা হল
a) প্রোফেজ
b) মেটাফেজ
c) অ্যানাফেজ
d) টেলোফেজ
17. মাইক্রোস্কোপে মাইটোসিস পর্যবেক্ষণের সময় একটি কোশে একক ক্রোমাটিডযুক্ত দুটি সারি ক্রোমোজোম দেখা গেল সেটি হলো মাইটোসিসের
a) প্রোফেজ দশা
b) অ্যানাফেজ দশা
c) ইন্টারফেজ দশা
d) মেটাফেজ দশা
18. মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে তা হল
a) প্রোফেজ
b) মেটাফেজ
c) অ্যানাফেজ
d) টেলোফেজ
19. মানবদেহের মাইটোসিস কোশ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অনু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তার স্থির কর
a) 46
b) 1
c) 23
d) অসংখ্য
20. প্রদত্ত কোনটি মিয়োসিসের শনাক্তকারীর বৈশিষ্ট্য
a) বেমতন্তু গঠিত হয় না
b) সামগ্রিকভাবে জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটে
c) রিকম্বিনেশন এর ফলে জিনের আদান-প্রদান ঘটে
d) নিউক্লিয়াস ও ক্রোমোজোমের একবারমাত্র বিভাজন ঘটে
21. দুটি সমসংস্থ ক্রোমোজোমের খন্ড বিনিময়ের ঘটনাকে বলে
a) ক্রসিংওভার
b) কায়াজমা
c) সাইন্যাপসিস
d) মেটাস্ট্যাটিস
22. প্রকরণবাহি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়
a) মাইটোসিস
b) অ্যামাইটোসিস
c) ট্রান্সক্রিপশন
d) মিয়োসিস কোশ বিভাজন দ্বারা
23. মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ কর ।
a) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়
b) জীবের জনন অঙ্গের ও ভ্রনের বৃদ্ধি ঘটায়
c) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
d) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে
24. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল
a) ব্যাং
b) পাখি
c) অ্যামিবা
d) কেঁচো
25. বহুবিভাজন দেখা যায়
a) হাইড্রায়
b) প্লাসমোডিয়ামে
c) মসে
d) ফার্নে
26. গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে
a) স্পঞ্জ
b) হাইড্রা
c) প্ল্যানেরিয়া
d) মস
27. কোরকদগম দ্বারা জনন সম্পন্ন করে যে জীব তা হল
a) হাইড্রা
b) প্ল্যানেরিয়া
c) স্পাইরোগাইরা
d) প্লাসমোডিয়াম
28. সঠিক জলটি নির্বাচন করো ও লেখো -
a) বহুবিভাজন - হাইড্রা
b) খন্ডিভবন - স্পাইরোগাইরা
c) পুনরুৎপাদন - ফার্ন
d) কোরকদগম - প্ল্যানেরিয়া
29. নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো :
a) ইস্ট - কোরকদগম
b) মস - রেনু উৎপাদন
c) প্লাসমোডিয়াম - পুনরুৎপাদন
d) অ্যামিবা - দ্বিবিভাজন
30. প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথ সুগম করে
a) অঙ্গজ জনন
b) অযৌন জনন
c) যৌন জনন
d) অপুংজনি
31. যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক?
a) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
b) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
c) যৌন জননে একটিমাত্র জনিত্র জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
d) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগত ভাবে হুবহু জনিত্র জীবের মতো হয়
32. দুটি গ্যামেটের মিলনকে বলে
a) সংশ্লেষ
b) নিষেক
c) অপুংজনি
d) অযৌন জনন
33. খর্বধাবক এর মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হল
a) কচুরিপানা
b) মিষ্টি আলু
c) আদা
d) পাথরকুচি
34. দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময় বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে ?
a) যৌন জনন
b) খন্ডীভবন
c) পুনরুৎপাদন
d) মাইক্রোপ্রোপাগেশন
35. অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হল
a) আলু
b) কচুরিপানা
c) আদা
d) পেঁয়াজ
36. পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন কর -
a) মিষ্টি আলু
b) কচুরিপানা
c) আদা
d) পাথরকুচি
37. সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে তা হল
a) মস (পোগোনেটাম)
b) আম
c) জবা
d) পাইন
38. স্বপরাগ যোগের ক্ষেত্রে নীচের যে বাক্যটির সঠিক নয় সেটি হল
a) বাহকের প্রয়োজন হয় না
b) অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না
c) একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে
d) ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়
39. প্রদত্ত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করে
a) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে
b) বাহকের প্রয়োজন হয় না
c) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হবার সম্ভাবনা কম থাকে
d) পরাগরেনুর অপচয় বেশি হয়
40. একটি পক্ষীপরাগী ফুল হলো
a) ধান
b) সূর্যমুখী
c) শিমুল
d) আম
41. সপুষ্পক উদ্ভিদের সস্য হলো
a) n
b) 2n
c) 3n
d) 4n
42. যে প্রাণীটি নিষেক ব্যতীত স্ত্রীজননকোশ থেকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হল
a) রানি মৌমাছি
b) শ্রমিক মৌমাছি
c) পুরুষ মৌমাছি বা ড্রোন
d) সকল প্রকার মৌমাছি
43. মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়
a) শৈশবকালকে
b) পরিণত দশাকে
c) সদ্যজাত দশাকে
d) বয়ঃসন্ধিকে
44. কোন্ বয়সকালকে ' ঝঞ্ঝাবিক্ষুব্ধকাল ' বলে
a) শৈশবকাল
b) বয়ঃসন্ধিকাল
c) যৌবনকাল
d) বার্ধক্যকাল
45. মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিদশক্তি দুর্বল হতে থাকে মস্তিষ্কের আয়তন কমে, তা হল
a) শৈশব
b) বয়ঃসন্ধি
c) বার্ধক্য
d) সদ্যজাত
46. জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের
a) শৈশব দশায়
b) বয়ঃসন্ধি দশায়
c) বার্ধক্য দশায়
d) সদ্যজাত দশায়
47. মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌণ লক্ষণ প্রকাশিত হয় সেটি হলো
a) শৈশব
b) বয়ঃসন্ধি
c) পরিণত
d) বার্ধক্য
48. কোন্ গ্রন্থিকে ' বার্ধক্যের জৈব ঘড়ি ' বলে?
a) পিটুইটারি
b) পিনিয়াল
c)থাইমাস
d)থাইরয়েড
বিভাগ - খ
(প্রতিটি প্রশ্নের মান - ১)
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. নিউক্লিওটাইড কি?
2. নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককের নাম উল্লেখ কর।
3. DNA - এর সম্পূর্ণ নাম কি?
4. DNA ও RNA - এর পিরিমিডিন বেস্ গুলি কী কী?
5. কাইনেটোকোরের কাজ কী?
6. ইউক্যারিওটিক কোশের ক্রোমোজোমের DNA - র সঙ্গে অন্য কোন উপাদান যুক্ত থাকে?
7. মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোম - এর সংখ্যা কত?
8. ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে কোন ধরনের কোশে?
9. কোশবিভাজনের মাইটোকনড্রিয়ার ভূমিকা উল্লেখ কর।
10. ইন্টারফেজের যেকোনো দুটি দশার নাম লিখ।
11. কোশচক্রের 'S' দশার গুরুত্বপূর্ণ ঘটনাটি কী?
12. উদ্ভিদের বর্ধনশীল অংশে অথবা মূলের অগ্রাংশে কী ধরনের কোশ বিভাজন ঘটে?
13. কোন্ প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়?
14. কোন্ সাইটোপ্লাজমীয় কোশ অঙ্গানু বিভাজনরত উদ্ভিদেকোশে ' কোশপাত ' বা ' সেলপ্লেট ' গঠনে সহায়তা করে?
15. উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেমতন্তু কোথা থেকে গঠিত হয়?
16. মাইটোসিস কোশ বিভাজন কোথায় সংঘটিত হয়?
17. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয়?
18. কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলির কোশের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট সময়ে সজ্জিত থাকে?
19. বেম তন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায়?
20. কোশপাত কখন গঠিত হয়?
21. উন্নত উদ্ভিদের পরাগরেনু মাতৃকোশে কোন প্রকার কোশ বিভাজন ঘটে?
22. মিয়োসিস কোশ বিভাজন কোথায় ঘটে?
23. মিয়োসিস কোশ বিভাজনের সমসংস্থ অথবা হোমোলোগাস ক্রোমোজোমের জোড়বদ্ধ অবস্থা কে কী বলে?
24. মিয়োসিস কোশ বিভাজনের ফলে কয়টি অপত্য কোশ গঠিত হয়?
25. দুটি পরিণত প্রাণীকোশের নাম লেখ যাদের বিভাজন হয় না।
26. কোন প্রকার জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে?
27. ইস্ট ও হাইড্রার সাধারণ জনন পদ্ধতি কী?
28. যৌন জননের একক কী?
29. রেনু কোন প্রকার জননের একক? উদ্ভিদের অযৌন জননের এককের নাম কি?
30. জুস্পোর বা চলরেনু কী? উদাহরণ দাও।
31. একটি অন্তঃনিষেককারী মেরুদন্ডী প্রাণীর উদাহরণ দাও।
32. একটি বহিঃনিষেককারী মেরুদন্ডী প্রাণীর উদাহরণ দাও।
33. যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয়, তাকে কী বলে?
34. পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন?
35. বুলবিল এর মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি উদাহরণ দাও।
36. গ্রাফটিং এ স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত মানের হয়?
37. দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখ যাদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায়?
38. গেইটোনোগ্যামি কি?
39. বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখ।
40. জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখ।
41. ডিম্বানু নিষেকের পরে কিসে পরিণত হয়?
42. বৃদ্ধির দশা গুলির নাম লেখ।
43. মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর।
শূন্যস্থান পূরণ কর
1. ________ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম।
2. ক্রোমোজোম প্রধানত _________ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত।
3. মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা _________।
4. ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদান গুলি হল DNA, RNA ও __________।
5. পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হল ___________।
6. অ্যাডিনিন ও গুয়ানিন একটি ___________ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক ।
7. RNA- তে অ্যাডিনিনের পরিপূরক বেসরূপে _________ থাকে।
8. RNA- তে থাইমিনের পরিবর্তে __________ থাকে ।
9. প্রোটিন সংশ্লেষে অংশ নেয় ___________।
10. __________ কোশে মাইটোসিস কোশ বিভাজন হয় না।
11. মাইটোসিস কোশ বিভাজনের ___________ দশায় অপত্য ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে।
12. __________ কোশ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে।
13. __________ কোশ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।
14. ক্রসিংওভার স্থানে ননসিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে 'X' আকৃতির গঠন দেখা যায় তা হলো __________।
15. মিয়োসিস - I - এ __________ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে ।
16. মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হতো ___________।
17. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল __________।
18. অ্যামিবা __________ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে।
19. কচুরীপানা __________ - এর সাহায্যে বংশবিস্তার করে।
20. একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে __________ বলে।
21. বৃতি __________ নিয়ে গঠিত।
22. ইতর পরাগযোগের জন্য __________ উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়।
23. কোনো ফুলের পরাপাণু যখন ওই ফুলের গর্ভেমুন্ডে পড়ে তখন তাকে __________ বলে।
24. পরাগযোগের ফলে __________ বীজে পরিণত হয়।
25. মেরুদন্ডী প্রাণীদের ভ্রুনের পরিস্ফুরণের ও বৃদ্ধির সময় __________ কোশ বিভাজন ঘটে।
26. বৃদ্ধির __________ দশাকে ঋণাত্মক বৃদ্ধি দশা বলে।
27. মানুষের 2-11 বছর পর্যন্ত বয়স্কালকে __________ বলে।
28. মানুষের 12 - 20 বছর পর্যন্ত বয়স্কালকে __________ বলে।
29. মানব বিকাশের __________ টি দশা বর্তমান।
নীচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
1. নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেনঘটিত বেস থাকে।
2. DNA - তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের- এর সঙ্গে যুক্ত থাকে।
3. সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকা স্নায়ুকোশ বিভাজিত হতে পারে না ।
4. মিয়োসিস কোশ বিভাজনে অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা জনিত কোশের অর্ধেক হয়।
5. মিয়োসিস কোশ বিভাজন বিবর্তনে সাহায্য করে।
6. ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।
7. মাইটোসিস কোশ বিভাজনে ক্রসিংওভার ঘটে।
8. প্রাণীকোশের কোশ বিভাজনের সময় অ্যাস্ট্রল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়।
9. মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23 টি।
10. মেটাফেজ দশায় বেমতন্তু বা ইন্টারজোনাল তন্তু দেখা যায় ।
11. যৌন জননের একক রেনু।
12. বিগোনিয়া পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে।
13. সপুষ্পক উদ্ভিদের সস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড।
14. একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে পরাগযোগকে অটোগ্যামী বলে ।
15. সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।
16. পুংজনন কোশ ভ্রনস্থলীর ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে।
বিভাগ - গ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. RNA কয় প্রকার ও কী কী?
2. DNA - এর দুটি পিউরিন ও পিরিমিডিন বেসের নাম লেখ।
3. অটোজোম ও অ্যালোজোম বলতে কী বোঝো?
4. প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোম এর মধ্যে পার্থক্য লেখ -
(i) প্রকৃতি, (ii) সংখ্যা
5. কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখ।
6. অ্যামাইটোসিস কাকে বলে?
7. মাইটোসিসকে সমবিভাজন বলে কেন?
8. মাইটোটিক অ্যাপারেটাস বলতে কি বোঝো?
9. স্পাইরিলাইজেশন বলতে কী বোঝো?
10. প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীত ধর্মী পরিবর্তন ঘটে - এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখো।
11. সাইটোকাইনেসিস কাকে বলে?
12. একটি প্রাণীকোশের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে?
13. মিয়োসিস কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন?
14. মিয়োসিস কোশ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিদের মধ্যে খন্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটি তাৎপর্য কি কি তা বিশ্লেষণ কর।
15. বাইভ্যালেন্ট বা ডায়াড কাকে বলে?
16. মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা কর।
17. ক্রসিংওভার কী? এর গুরুত্ব লেখো ।
18. কায়াজমা কখন এবং কিভাবে ঘটে?
19. কোশচক্রের দশা গুলি একটি সারণি বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও।
20. কোশচক্রের G0 দশা কী?উদাহরণ দাও।
21. কোশচক্রের S- দশার গুরুত্ব উল্লেখ কর।
22. কোন জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ কেন?
23. উদ্ভিদের দুটি প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতির উদাহরণ দাও।
24. স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়?
25. স্পাইরোগাইরার অযৌন জনন কিভাবে ঘটে?
26. 'অস্থানিক পত্রজমুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে'- একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ মূল্যায়ন কর।
27. অঙ্গজ জনন কাকে বলে?
28. চিত্রসহ জোড়কলম পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
29. স্টক ও সিয়ন বলতে কী বোঝো?
30. কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়?
31. উদ্ভিদের অঙ্গজজনন পদ্ধতিতে কাটিং বলতে কি বোঝ?
32. মাইক্রোপ্রোপাগেশন এর উদ্দেশ্য বা গুরুত্ব লেখো।
33. একটি ফার্মের জনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।
34. জনুক্রম এর গুরুত্ব লেখো।
35. যৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখ।
36. অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
37. মাইক্রোপ্রোপাগেশন এর সুবিধা লেখ।
38. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
39. অপুংজনি বলতে কী বোঝো? এর উদাহরণ দাও।
40. কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগ যোগসম্পন্ন হয়? - (i) ধান, (ii) পাতাঝাঁঝি, (iii) শিমুল, (iv) আম ।
41. ইতরপরাগ যোগ দেখা যায় এমন দুটি ফুলের নাম লেখ?
42. ফুলের কোন কোন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীদের আকৃষ্ট পরাগযোগে সাহায্য করে?
43. সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হয়?
44. বৃদ্ধি কাকে বলে?
45. বিকাশ বা পরিস্ফুরণ বলতে কী বোঝো?
46. কোশের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি?
47. মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশা দৃষ্টি শক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ কর।
বিভাগ - ঘ
রচনাধর্মী প্রশ্ন :
1. কোশচক্রের গুরুত্ব উল্লেখ করো।
2. কোশ লচক্রের সংজ্ঞা লেখো, ক্রোমোজোম, DNA, জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা কর ।
3. সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ গুলি বর্ণনা করো। মিয়োসিস কোশ বিভাজনের ফলে কিভাবে প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে।
4. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের উল্লিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা কর - (i) সেন্ট্রোমিয়ার, (ii) টেলোমিয়ার। জীবের বৃদ্ধি, প্রজনন ,ও ক্ষয়পূরণ কিভাবে কোশ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ কর।
5. জীবদেহে কোশ বিভাজনের উদ্দেশ্য কী? ক্রোমাটিন জালিকা কী? বংশগতিতে এর গুরুত্ব লেখো।
6. অ্যামাইটোসিস কোশ বিভাজনকে প্রত্যক্ষ কোশ বিভাজন এবং মাইটোসিস কোশ বিভাজনকে পরোক্ষ কোশ বিভাজন বলা হয় কেন ? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর মধ্যে দুটি পার্থক্য লেখ।
7. অ্যামাইটোসিস কোশ বিভাজন কোথায় দেখা যায় অ্যামাইটোসিস কোশ বিভাজন কিভাবে ঘটে ?
8. মাইটোসিস ও অ্যামাইটোসিস এর পার্থক্য লেখো। ইন্টারফেজ দশার গুরুত্ব লেখো।
9. কোশ বিভাজনের সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল ও গলগি বডির ভূমিকা লেখ। সেন্ট্রোমিয়ার এর সংজ্ঞা লেখ।
10. উদ্ভিদ দেহে মাইটোসিস ঘটে এমন তিনটি দেহাংশের নাম লেখো। মাইটোসিসের দুটি গুরুত্ব লেখো।
11. কোশ বিভাজন কাকে বলে? মাইটোসিসের প্রোফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখ।
12. ক্রসিং ওভার কখন এবং কিভাবে হয়? অ্যানাফেজ চলাকালীন সেন্ট্রোমিয়ার কী ভূমিকা গ্রহণ করে?
13. প্রাণীকোশের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে তা ব্যাখ্যা কর। ক্রোমাটিড এর সংজ্ঞা দাও।
14. উদ্ভিদের সাইটোকাইনেসিস চিত্রসহ বর্ণনা কর।
15. মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য লেখ।
16. চিত্রসহ প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশাটির বর্ণনা কর।
17. মাইটোসিসের ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদ দেহে প্রোফেজ ও টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে ?
18. মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখ।
19. চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত গঠন বর্ণনা কর ।
20. একটি উদ্ভিদকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন কর ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর - (i) ক্রোমোজোম, (ii) বেমতন্তু, (iii) মেরু অঞ্চল, (iv) সেন্ট্রোমিয়ার ।
21. মাইটোসিস কোশবিভাজন এর অন্তর্গত উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলির চিহ্নিত কর। (i) অপত্য নিউক্লিয়াস,(ii) কোশপাত, (iii) ফ্র্যাগমোজোম,(iv) অপত্য কোশ
22. একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোন চারটি অংশ চিহ্নিত কর।
23. একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অংকন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত কর । (i) ক্রোমাটিড, (ii) সেন্ট্রোমিয়ার, (iii)টেলোমিয়ার, (iv) নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, (v) গৌণ খাজ, (vi) স্যাটেলাইট বডি, (vii) ক্রোমোনিমাটা ।
24. প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত কর: (i)মেরু অঞ্চল, (ii) বেমতন্তু, (iii) ক্রোমাটিড, (iv) সেন্ট্রোমিয়ার (v) অবিচ্ছিন্ন তন্তু, (vi)ক্রোমোজোমীয় তন্তু , (vii) মোনাড, (viii) স্টেমবডি, (ix)ইন্টারজোনাল তন্তু, (x) সেন্ট্রিওল চিহ্নিত কর ।
25. ক্রসিংওভারের ফলে কিভাবে জীবে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে ব্যাখ্যা করো। কোশের আকার বৃদ্ধি ও কোশীয় বিভেদন --- বৃদ্ধির এই দুটি দশায় জীব কিভাবে বৃদ্ধি পায় সেটি উল্লেখ কর ।
26. যৌন জননের গুরুত্ব লেখো। টীকা লেখো : খন্ডিভবন
27. অযৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখ। উদাহরণসহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখ।
28. উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা কর।
29. মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে ? জনুক্রম কাকে বলে? একটি উদাহরণের দ্বারা বুঝিয়ে দাও
30. উদ্ভিদের অঙ্গজ জনন ও অযৌন জননের দুটি পার্থক্য লেখ । উদ্ভিদের তিন প্রকার কৃত্রিম অঙ্গজ জননের পরিচয় দাও।
31. মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামির পার্থক্য লেখ।
32. স্বপরাগযোগ ও ইতরপরাগ যোগ এর পার্থক্য লেখ। নিষেক কাকে বলে?
33. ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা গুলি লেখ ।দ্বিনিষেক কাকে বলে?
34. স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখ। ইমাসকুলেশন কাকে বলে?
35. সপুষ্পক উদ্ভিদের যৌন জননে ডেফিনিটিভ নিউক্লিয়াস ও সস্য নিউক্লিয়াস কিভাবে গঠিত হয়?
36. সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রদত্ত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত কর - (i) জনন কোশ বা গ্যামেট উৎপাদন, (ii)নিষেক, (iv) ভ্রুণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন; উদাহরণসহ পতঙ্গ পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখ।
37. একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর - (i) ভ্রুণস্থলী, (ii) ডিম্বক, (iii) পরাগনালী, (iv) নির্ণীত নিউক্লিয়াস, (v)পুংগ্যামেট, (vi) প্রতিপাদক কোশসমষ্টি।
38. জীবের বৃদ্ধির পর্যায়গুলি সম্বন্ধে লেখ ।
39. কোশ বিভাজন ও বৃদ্ধির সম্পর্ক লেখো ।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.