প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Life Science Suggestions) জন্য Life Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik 2023 Life Science Suggestions.
মাধ্যমিক সাজেশনস 2023
জীবনবিজ্ঞান
প্রথম অধ্যায় : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
বিভাগ - ক
(প্রতিটি প্রশ্নের মান - ১)
MCQ
1. আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন, তা হলো
a) ক্রমাটোগ্রাফি
b) ক্রেস্কোগ্রাফি
c) অক্সানোমিটার
d) ফোটোগ্রাফ
2. বনচাঁড়াল উদ্ভিদের পাতার দুটি পত্রফলকের সঞ্চালনের কারণ হলো রসস্ফিতিজনিত চাপের পরিবর্তন। এই প্রকার চলনকে বলে
a) নিদ্রাচলন
b) প্রকরণ চলন
c) রোটেশন
d) অভিকর্ষবর্তী চলন
3. ট্যাকটিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়?
a) উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে
b) আবিষ্ট সামগ্রিক চলন
c) রসস্ফিতী তারতম্যজনিত বক্রচলন
d) ক্ল্যামাইডোমোনাস
4. ফার্ন গাছের শুক্রাণুর ম্যা অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার
a) ট্রপিক চলন
b) ন্যাস্টিক চলন
c) কেমোট্যাকটিক চলন
d) থার্মোট্যাকটিক চলন
5. ট্রপিক চলন সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো
a) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
b) উদ্ভিদ বা উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
c) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়
d) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন
6. উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় - এটি কাণ্ডের
a) হাইড্রোট্রপিক চলন
b) ফোটোট্রোপিক চলন
c) ফোটোন্যাস্টিক চলন
d) সিস্মন্যাস্টিক চলন
7. উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া। এটি কী প্রকৃতির চলন?
a) হাইড্রট্যাকটিক
b) রিওট্যাকটিক
c) জিওট্যাকটিক
d) হাইড্রোট্রপিক চলন
8. উদ্ভিদের অভিকর্ষ অনুকুলবর্তি একটি অঙ্গ হল
a) মূল
b) কাণ্ড
c) পাতা
d) ফুল
9. উদ্ভিদের কাণ্ড ও শাখাপ্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হলো
a) আলোক অনুকুলবর্তী চলন
b) অভিকর্ষ অনুকুলবর্তী চলন
c) আলোক প্রতিকুলবর্তী চলন
d) জল অনুকূলবর্তী চলন
10. কিছু ফুল (যেমন- সূর্যমুখী, পদ্ম) সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হলো
a) ফোটোন্যাস্টি
b) সিসমোন্যাস্টি
c) কেমোন্যাস্টি
d) থার্মন্যাস্টি
11. নীচের যে জোড়টি সঠিক নয় তা শনাক্ত করো
a) ফোটোন্যাস্টিক চলন - সূর্যমুখী
b) থার্মোন্যাস্টিক চলন - টিউলিপ
c) সিসমোন্যাস্টিক চলন - পদ্ম
d) কেমোন্যাস্টিক চলন - সূর্যশিশির
12. সুর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল
a) কেমোন্যাস্টি
b) সিস্মোন্যাস্টি
c) থার্মোন্যাস্টি
d) ফোটোন্যাস্টি
13. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল
a) কেমোন্যাস্টি
b) সিস্মোন্যাস্টি
c) ফোটোট্রপিজম
d) ফোটোট্যাকটিক চলন
14. প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয়
a) ক্যাকটাসের পর্ণকাণ্ডে
b) টিউলিপ ফুলে
c) পাতাশ্যাওলার পত্রকোশে
d) সুন্দরীর শ্বাসমূলে
15. যে উদ্ভিদ হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তা হলো
a) অক্সিন
b) জিব্বেরেলিন
c) MCPA
d) সাইটোকাইনিন
16. একটি কৃত্তিম হরমোন হলো
a) ঈন্ডোল অ্যাসিটিক অ্যাসিড
b) ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড
c) জিব্বেরেলিন অ্যাসিড
d) জিয়াটিন
17. আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোন হলো
a) IPA
b) IBA
c) 2,4-D
d) IAA
18. কোন্ তথ্যটি জিব্বেরেলিনের ক্ষেত্রে সঠিক নয়?
a) টারপিনয়েড গোষ্ঠীভুক্ত নাইট্রোজেনবিহীন জৈব অ্যাসিড
b) নারিকেলের তরল সস্যে পাওয়া যায়
c) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে বংশগত খর্বতা রোধ করে
d) বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদগম ত্বরান্বিত করে
19. উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে। -
i) অগ্রস্থ প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা।
ii) মূকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা।
iii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো।
iv) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো।
এদের মধ্যে কোন্ দুটি জিব্বেরেলিনের কাজ?
a) i ও iii
b) ii ও iii
c) ii ও iv
d) i ও ii
20. নাইট্রোজেনধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন হল
a) জিব্বেরেলিন
b) সাইটোকাইনিন
c) অক্সিন
d) ইথিলিন
21. প্রদত্ত গ্রন্থিগুলির ভিতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি?
a) লালাগ্রন্থি
b) যকৃৎ
c) অশ্রুগ্রন্থি
d) থাইরয়েড
22. নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
a) থাইরক্সিন
b) ইনসুলিন
c) অ্যাড্রিনালিন
d) STH
23. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না
a) ইনসুলিন
b) থাইরক্সিন
c) পেপসিন
d)অ্যাড্রিনালিন
24. পশ্চাৎ পিটুইটারি ক্ষরিত নিউরোহরমোনটি হল
a) ACTH
b) TSH
c) ADH
d) ARH
25. নিম্নলিখিত কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়?
a) থাইরয়েড
b) শুক্রাশয়
c) অ্যাড্রিনাল
d) পিটুইটারি
26. থাইরক্সিন হরমোন ক্ষরণকারি অন্তঃক্ষরা গ্রন্থি হল
a) অ্যাড্রিনাল
b) শুক্রাশয়
c) থাইরয়েড
d) অগ্ন্যাশয়
27. ডায়াবেটিস মেলিটাস - এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন্ হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম?
a) অ্যাড্রিনালিন
b) ইনসুলিন
c) থাইরক্সিন
d) টেস্টোস্টেরন
28. বৃক্কিয় নালিকায় জলের পুনঃশোষন কমে যায় যে হরমোনের কম ক্ষরনে সেটি হল
a) ACTH
b) ADH
c) STH
d) FSH
29. অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়
a) ইনসুলিনকে
b) গ্লুকাগনকে
c) STH -কে
d) প্রল্যাক্টিনকে
30. অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে কোনটি পরিচিত?
a) থাইরক্সিন
b) অ্যাড্রিনালিন
c) ইনসুলিন
d) টেস্টোস্টেরন
31. প্রদত্ত যে জোড়টি সঠিক তা হলো
a) STH- থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
b) ACTH- স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা
c) FSH- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা
d) ADH- বৃক্কিয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো
32. প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় তা চির্ণিত করো
a) FSH, LH ও প্রল্যাক্টিন হল বিভিন্ন ধরনের GTH
b) অ্যাড্রিনালিন হার্দ - উৎপাদ কমায়
c) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
d) প্রজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
33. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হলো
a) TSH
b) ADH
c) ইস্ট্রোজেন
d) ACTH
34. ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে
a) থাইরক্সিন
b) ইনসুলিন
c) অ্যাড্রিনালিন
d) STH
35. প্রদত্ত বক্তব্যগুলি পড়ো
(i) এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্দ- উৎপাদ ও রক্তচাপ বাড়ায়।
(ii) এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়।
(iii) এই হরমোন BMR বৃদ্ধি করে।
উপরের কাজগুলি কোন্ হরমোনের সঙ্গে সম্পর্কিত?
a) ইনসুলিন
b) অ্যাড্রিনালিন
c) ইস্ট্রোজেন
d) থাইরক্সিন
36. ইস্ট্রোজেন হরমোন খরনে সাহায্য করে যে হরমোন সেটি বেছে নাও
a) GH
b) FSH
c) ADH
d) ACTH
37. উল্লিখিত কোনটির সঙ্গে সোয়ান কোশ যুক্ত থাকে
a) ডেনড্রাইট
b) অ্যাক্সন
c) কোশদেহ
d) সাইন্যাপস
38. মায়েলিন আবরণী দেখা যায়
a) সকল নিউরোনের অ্যাক্সনে
b) কোনো কোনো নিউরোনের ডেনড্রনে
c) নিউরোনের অ্যাক্সনে ও ডেনড্রনে
d) কোনো কোনো নিউরোনের অ্যাক্সনে
39. নিউরোনের বহির্মুখী শাখাকে কী বলে
a) ডেনড্রন
b) অ্যাক্সন
c) সাইটন
d) নিজল দানা
40. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল
a) অডিটরি
b) অলফ্যাক্টরি
c) অপটিক
d) অকিউলোমোটর
41. মিশ্র স্নায়ু হল-
a) স্পাইনাল অ্যাক্সেসরি
b) অপটিক
c) গ্লসোফ্যারিঞ্জিয়াল
d) অডিটরি
42. মানবদেহে করোটিয় সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো
a) 10 জোড়া
b) 31 জোড়া
c) 12 জোড়া
d) 21 জোড়া
43. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো
a) থ্যালামাস
b) লঘুমস্তিষ্ক
c) সুষুম্নাশীর্ষক
d) হাইপোথ্যালামাস
44. দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো
a) সুষুম্নাশীর্ষক
b) থ্যালামাস
c) লঘুমস্তিষ্ক
d) গুরুমস্তিষ্ক
45. প্রতিবর্তী কেন্দ্র বা রিলে সেন্টার হিসেবে কাজ করে
a) থ্যালামাস
b) মেটাথ্যালামাস
c) হাইপোথ্যালামাস
d) এপিথ্যালামাস
46. নীচের সঠিক ক্রমটি স্থির করো
a) গ্রাহক > কারক > সংজ্ঞাবহ স্নায়ু > আজ্ঞাবহ স্নায়ু > স্নায়ুকেন্দ্র
(b) গ্রাহক > স্নায়ুকেন্দ্র > আজ্ঞাবহ স্নায়ু > সংজ্ঞাবহ স্নায় > কারক
(c) গ্রাহক > সংজ্ঞাবহ স্নায়ু > স্নায়ুকেন্দ্র > আজ্ঞাবহ স্নায়ু > কারক
(d) গ্রাহক > আজ্ঞাবহ স্নায়ু > কারক > সংজ্ঞাবহ স্নায়ু > স্নায়ুকেন্দ্র
47. প্রদত্ত কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ কর?
a) উদ্দীপনা > কারক > স্নায়ুকেন্দ্র > গ্রাহক > সাড়াপ্রদান
b) উদ্দীপনা > কারক > গ্রাহক > স্নায়ুকেন্দ্র > সাড়াপ্রদান
c) উদ্দীপনা > গ্রাহক > স্নায়ুকেন্দ্র > কারক > সাড়াপ্রদান
d) উদ্দীপনা > গ্রাহক > কারক > স্নায়ুকেন্দ্র > সাড়াপ্রদান
48. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদি তা হল
a) কোরয়েড
b) স্ক্লেরা
c) কর্নিয়া
d) রেটিনা
49. মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোশ তা হলো
a) কোন কোশ
b) দেহকোশ
c) রডকোশ
d) জননকোশ
50. মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়?
a) কোরয়েড
b) স্ক্লেরা
c) কর্নিয়া
d) রেটিনা
51. চোখের পীতবিন্দু বর্তমান
a) কোরয়েডে
b) রেটিনায়
c) স্ক্লেরায়
d) সিলিয়ারি বডিতে
52. তারারন্ধ্রের সংকোচন - প্রসারনের মাধ্যমে চোখের মধ্যে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে
a) কর্নিয়া
b) লেন্স
c) রেটিনা
d) আইরিস
53. নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত কর
a) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া।
b) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া।
c) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া।
d) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া।
54. মাছের মেরুদন্ডের দুপাশে অবস্থিত 'V' আকৃতির পেশির নাম হল
a) পেক্টরালিস মাইনর
b) মায়টোম
c) পেক্টরালিস মেজর
d) কোরাকোব্রাকিয়ালিস
55. পায়রার লেজের পালক কে বলে
a) রেমিজেস
b) বার্ব
c) বার্বিউল
d) রেকট্রিসেস
56. পায়রার লেজে পালকের সংখ্যা
a) 23 টি
b) 12 টি
c) 21 টি
d) 32 টি
57. কোন্ পেশি দুটি অস্থিকে ভাজ করতে সাহায্য করে?
a) অ্যাডাকটর
b) অ্যাবডাক্টর
c) ফ্লেকসর
d) এক্সটেনশর
বিভাগ - খ
(প্রতিটি প্রশ্নের মান - ১)
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. আলোর অভিমুখে ক্ল্যামাইডোমোনাসের চলনকে কী বলে?
2. উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও।
3. একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।
4. উদ্ভিদের অগ্রমুকুল এর প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখ।
5. অক্সিন হরমোনের একটি উৎস লেখো।
6. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ?
7. পিউরিন জাতীয় বা নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন কোনটি?
8. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখ।
9. একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখ।
10. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে?
11. উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে?
12. কোশের সাইটোপ্লাজমের বিভাজন (সাইটোকাইনেসিস) নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখ।
13. জরা রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখ।
14. সম্পূর্ণ নাম লেখ :
(i) NAA, (ii) IBA, (iii) IPA, (iv) IAA, (v) 2, 4-D,
(vi) LH, (vii) ICSH, (viii) ADH, (ix) TSH,
(x) ACTH, (xi) STH, (xii) GTH
15. কোন গ্রন্থিকে মাস্টারগ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়?
16. মানবদেহে অবস্থিত একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও।
17. সুপ্রারেনাল গ্রন্থি কোনটি?
18. BMR নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখ।
19. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন?
20. আপৎকালীন বা জরুরীকালীন হরমোনটির নাম লেখ
21. মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়?
22. ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
23. রক্তশর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় থেকে ক্ষরিত হরমোনের নাম লেখ।
24. গলগন্ড বা গয়টার রোগের কারণ কি?
25. টেস্টোস্টেরনের উৎস কি?
26. শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখ।
27. পরিণত স্ত্রীদেহে ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কি?
28. ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
29. স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখ?
30. স্ত্রীদেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের উদ্দীপনা প্রদান করে কোন হরমোন?
31. দেহে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়?
32. থাইরক্সিন এর কম ক্ষরনে শিশুদের ও বড়দের কি কি রোগ হয়?
33. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি?
34. স্নায়ুকোশের কোন অংশ কোশ দেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ুকোশে পৌঁছাতে সাহায্য করে?
35. স্নায়ুকোশের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম লিখ।
36. মায়েলিন আবরণীর একটি কাজ লেখ।
37. র্যানভিয়ারের এর পর্ব কোথায় থাকে?
38. একটি বহির্বাহি স্নায়ুর নাম লেখ।
39. গ্যাংলিয়ন কিভাবে গঠিত হয়?
40. একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখ।
41. লঘুমস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখ।
42. CSF এর পুরো নাম লেখ।
43. CSF এর অবস্থান বিবৃত করো।
44. শিশুর হাঁটতে শেখা - কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গুলি পূরণ কর:
1. পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার হল ___________।
2. আয়োডিনের অভাবে ___________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়
3. ___________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রোম খাড়া হয়ে যায়।
4. প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ___________ বৃদ্ধিতে সাহায্য করে।
5. মানব মস্তিষ্কের তিনস্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে
___________ বলে।
6. মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে ___________ বলে।
7. রেটিনার ___________ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়।
8. প্যারামেসিয়াম ____________সাহায্যে গমন করে।
9. পায়রার একটি ডানায় ___________ টি রেমিজেস নামক পালক থাকে।
10. সচল অস্থিসন্ধিতে ____________ তরল থাকে।
নীচের বিবৃতিগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
1. জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকালপত্র মোচন রোধ করে।
2. অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরদগমে সাহায্য করে।
3. অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।
4. আগাছা নাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে।
5. হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না।
6. বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমুত্র নির্গত হয়।
7. ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ।
8. কনুইয়ে দেখা যায় বল ও সকেট সন্ধি।
9. হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
10. ফ্লেক্সর পেশী পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে।
বিভাগ - গ
(প্রতিটি প্রশ্নের মান : ২)
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. ন্যাস্টিক চলনের সংজ্ঞা দাও।
2. উদ্ভিদের ট্যাকটিক চলনের সংজ্ঞা দাও।
3. উদহারনসহ রসায়নব্যাপ্তি বা কেমোন্যাস্টি চলন ব্যাখ্যা কর।
4. সিস্মোন্যাস্টি চলন কাকে বলে? উদাহরণ দাও।
5. ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য উদাহরণসহ লেখ।
6. ট্রপিক ও ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য লেখ (উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব) ।
7. উদ্ভিদের প্রকরণ চলন কী ?উদাহরণ দাও।
8. হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন?
9. জিব্বেরেলিন হরমোনের উৎসস্থল লেখ।
10. সাইটোকাইনিন এর কাজ উল্লেখ কর।
11. কৃষিকাজে অক্সিন হরমোন এর দুটি ভূমিকা লেখ।
12. খাদ্য উৎপাদনে হরমোনের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
13. লোকাল হরমোন কাকে বলে? উদাহরণ দাও।
14. অগ্ন্যাশয়কে ' মিশ্রগ্রন্থি ' বলে কেন?
15. কাজ লেখো :
(i) ADH, (ii) ACTH, (iii) STH, (iv) GTH, (v) TSH,
(vi) থাইরক্সিন, (vii) অ্যাড্রিনালিন, (viii) ইনসুলিন,
(ix) প্রোজেস্টেরন, (x) ইস্ট্রোজেন, (xi) টেস্টোস্টেরন,
(xii) সাইন্যাপস, (xiii) গুরুমস্তিষ্ক, (xiii) লঘুমস্তিষ্ক,
(xiv) হাইপোথ্যালামাস, (xv) সুষুম্নাকান্ড, (xvi) সুষুম্নাশীর্ষক
16. মানব চক্ষুতে রেটিনার অবস্থান ও কাজ লেখো।
17. মানব চক্ষুতে স্ক্লেরা অবস্থান ও কাজ লেখো।
18. কোন হরমোনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলা হয়?
19. কেন অ্যাড্রিনালিন হরমনকে 'আপৎকালীন হরমোন' বলা হয়?
20. মানবদেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌলবিপাকীয় হারের উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখ।
21. রক্তশর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা কী?
22. ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখ।
23. খাদ্যলবণ আয়োডিনযুক্ত হওয়া উচিত কেন?
24. প্রাণীদেহের স্নায়ুতন্ত্র ও হরমোনের কার্যগত একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখ।
25. প্রান্তসন্নিকর্ষ কাকে বলে?
26. অন্তর্বাহি স্নায়ু ও বহির্বাহি স্নায়ুর বৈশিষ্ট্য লেখ।
27. লঘুমস্তিষ্ক ও গুরুমস্তিষ্কের পার্থক্য লেখ।
28. মেনিনজেস কী? কাজ উল্লেখ কর।
29. প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝো? উদাহরণ দাও।
30. প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে - দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও
31. প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার ও কী কী? উদাহরণসহ বুঝিয়ে দাও।
32. সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
33. নিম্নলিখিত ক্রিয়া গুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তালিকাভুক্ত করো---
(i) সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা, (ii) সাইকেল চালানো,
(iii) হাঁচি, (iv) ক্ষীপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা।
34. নিচের ঘটনাগুলো ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো---
(i) যখন শ্বাসনালীতে খাদ্যকনা ঢুকে পড়ে, (ii) যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে।
35. উপযোজন বলতে কী বোঝ?
36. অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলোর নাম ক্রমানুসারে লেখ ।
37. পীতবিন্দু কাকে বলে? এর কাজ উল্লেখ করো।
38. প্রেসবায়োপিয়া কাকে বলে?
39. ক্যাটারাক্ট কী? এর প্রতিকার কিভাবে সম্ভব?
40. বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হল। এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ কর।
41. মাছের গমনে সাহায্যকারী প্রধান অংশগুলির নাম লেখ।
42. মানুষের গমনের সময় দেহের ভারসাম্য কিভাবে রক্ষা হয়?
43. কবজা সন্ধি কাকে বলে? উদাহরণ দাও।
44. বল ও সকেট সন্ধি বলতে কী বোঝো? উদাহরণ দাও।
45. পায়রার উড্ডয়নে উড্ডয়ন পেশীর ভূমিকা উল্লেখ কর।
46. ফ্লেক্সর ও এক্সটেন্শর পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীত ধর্মী উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
বিভাগ - ঘ
(প্রতিটি প্রশ্নের মান : ৫)
রচনাধর্মী প্রশ্ন :
1. উদ্ভিদের ট্রপিক চলন কাকে বলে? উল্লিখিত ঘটনাগুলি উদ্ভিদের কি ধরনের চলন কে নির্দেশ করে তা লেখো - (i) মূল মাটির দিকে বৃদ্ধি পায়, (ii) অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, (iii) পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়।
2. সংবেদনশীলতা কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদের অভিকর্ষবৃত্তি ও আলোকবৃত্তি চলন কাকে বলে? উদাহরণ দাও।
3. অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী?
4. হরমোনের যেকোনো দুটি বৈশিষ্ট্য লেখো। জিব্বেরেলিনের তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা কর।
5. বহিঃক্ষরা ও অন্তক্ষরা গ্রন্থির পার্থক্য লেখ। (বিষয় : নালির উপস্থিতি ও অনুপস্থিতি ক্ষরিত পদার্থ)
6. অন্তর্বাহি ও বহির্বাহি স্নায়ুর পার্থক্য লেখ। স্নায়ু গ্রন্থি কী?
7. পিটুইটারিকে প্রভুগ্রন্থী বলে কেন ? ইনসুলিন ও গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিরোধী - ব্যাখ্যা কর।
8. কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখ। নিউরোনের তিনটি অংশের কার্য উল্লেখ কর।
9. কনজাংটিভাইটিস কী? মানব চক্ষুর অক্ষিগোলকের স্ক্লেরা, কোরয়েড ও রেটিনার একটি করে গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ কর।
10. ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য নির্দেশ কর। ডেনড্রন ও একশনের একটি করে কাজ লেখ।
11. স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কী?
12. একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে স্নায়ুকেন্দ্র, গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী নিউরোন , চেষ্টিয় নিউরোন, শ্বেতবস্তু ও ধূসর বস্তু চিহ্নিত কর এবং তীরচিহ্নের সাহায্যে উদ্দীপনা গতিপথ নির্দেশ কর।
13. মানুষের পক্ষে গোলকের লম্বচ্ছেদ এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর :
(i) অপটিক বা দর্শন স্নায়ু, (ii) লেন্স, (iii) আইরিশ বা কনীনিকা, (iv) কর্নিয়া, (v) স্ক্লেরা, (vi) কোরয়েড, (vii) রেটিনা, (viii) অন্ধবিন্দু, (ix) তারারন্ধ্র, (x) পীতবিন্দু, (xi) ভিট্রিয়াস হিউমর
14. মাছের গমনে মায়োটোম পেশীর ভূমিকা লেখো। মাছের বক্ষপাখনার কাজ কী?
15. চলন ও গমনের পার্থক্য লেখ। মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখ।
16. মানুষের গমনে অস্থিসন্ধি ও পেশির ভূমিকা লেখ।
17. মানুষের দ্বিপদগমন কীভাবে ঘটে? "অ্যাবডাকটর ও অ্যাডাকটর পেশি কার্যগতভাবে পরস্পর বিপরীতধর্মী" ব্যাখ্যা কর।
18. অক্সিন, জিব্বেরেলিন এবং কাইনিন এর উৎস গুলির তালিকা প্রস্তুত করো। চোখের কোন অংশ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ।তার গঠন লেখ।
19. 'উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী জনন দেখা যায়'- একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো ।ইনসুলিন হরমোনের কম ক্ষরণজনিত সমস্যা ব্যাখ্যা কর।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.