প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Life Science Suggestions) জন্য Life Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik 2023 Life Science Suggestions.
মাধ্যমিক সাজেশনস 2023
জীবনবিজ্ঞান
চতুর্থ অধ্যায় : অভিব্যক্তি ও অভিযোজন
বিভাগ - ক
(প্রতিটি প্রশ্নের মান - ১)
সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
1. মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল -
(i) 2 : 2 : 1
(ii) 2 : 1 : 2
(iii) 1 : 2 : 2
(iv) 2 : 2 : 2
2. পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল -
(i) হাইড্রোজেন
(ii) অক্সিজেন
(iii) মিথেন
(iv) অ্যামোনিয়া
3. 'বায়োজেনেটিক সূত্র' আবিষ্কার করেন -
(i) ল্যামার্ক
(ii) ডারউইন
(iii) দ্য ভ্রিস
(ivl হেকেল
4. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন -
(i) ডারউইন
(ii) মিলার ও উরে
(iii) ওপারিন
(iv) ফক্স
5. অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন -
(i) হ্যালডেন
(ii) সিডনি ফক্স
(iii) ওপারিন
(iv) মিলার ও উরে
6. মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন সেগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত কর -
(i) ল্যাকটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড
(ii) ইউরিয়া, অ্যাডেনিন
(iii) গ্লাইসিন, অ্যালানিন
(iv) ফরমিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড
7. যোগ্যতমের উদবরন - এর ব্যাখ্যা দেন-
(i) ল্যামার্ক
(ii) ডারউইন
(iii) দ্য ভ্রিস
(iv) হ্যালডেন
8. 'অস্তিত্বের জন্য সংগ্রাম' মতবাদটি -
(i) ডারউইনের
(ii) ল্যামার্কের
(iii) দ্য ভ্রিসের
(iv) জেনোফেনের
9. কোনটি ডারউইনবাদের সঠিক পর্যায়ক্রম (1) জীবের অত্যধিক সংখ্যাবৃদ্ধি, (2) ভেদ বা প্রকরণ সৃষ্টি, (3) জীবন সংগ্রাম, (4) প্রাকৃতিক নির্বাচন, (5) প্রজাতির সৃষ্টি, (6) যোগ্যতমের উদবর্তন
(i) 1>2>4>3>5>6
(ii) 1>3>2>6>4>5
(iii) 1>3>6>2>4>5
(iv) 1>2>3>4>5>6
10. প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত কর :
(i) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছের মধ্যে সংগ্রাম,
(ii) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাঁদের মধ্যে সংগ্রাম,
(iii) একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম,
(iv) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম।
11. প্রদত্ত কোনটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম ?
(i) শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম,
(ii) ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম,
(iii) পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম,
(iv) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম,
12. ঘোড়ার প্রাচীনতম আদি পূরুষের নাম -
(i) ইকুয়াস
(ii) মেসোহিপ্পাস
(iii) ইওহিপ্পাস
(iv) মেরিচিপ্পাস
13. আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম হল -
(i) মেরিচিপ্পাস
(ii) ইওহিপ্পাস
(iii) প্লায়োহিপ্পাস
(iv) ইকুয়াস
14. প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি?
(i) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
(ii) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি
(iii) পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি
(iv) সমগ্র দেহের আকার বৃদ্ধি।
15. ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক?
(i) ইওহিপ্পাস > মেরিচিপ্পাস > ইকুয়াস > প্লায়োহিপ্পাস > মেসোহিপ্পাস,
(ii) ইকুয়াস > প্লায়োহিপ্পাস > মেরিচিপ্পাস > মেসোহিপ্পাস > ইওহিপ্পাস
(iii) মেরিচিপ্পাস > মেসোহিপ্পাস > ইওহিপ্পাস > ইকুয়াস > প্লায়োহিপ্পাস
(iv) ইওহিপ্পাস > মেসোহিপ্পাস > মেরিচিপ্পাস > প্লায়োহিপ্পাস > ইকুয়াস
16. তিমির ফ্লিপার ও পাখির ডানা হল -
(i) সমসংস্থ অঙ্গ
(ii) সমবৃত্তীয় অঙ্গ
(iii) নিষ্ক্রিয় অঙ্গ
(iv) প্রতিস্থাপিত অঙ্গ
17. বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরন নির্দেশ করে সেটি হল -
(i) নিষ্ক্রিয় অঙ্গ
(ii) সমসংস্থ অঙ্গ
(iii) সমবৃত্তীয় অঙ্গ
(iv) সদৃশ অঙ্গ
18. পাখির ডানা ও প্রজাপতির ডানা হল -
(i) সমবৃত্তীয় অঙ্গ
(ii) নিষ্ক্রিয় অঙ্গ
(iii) সমসংস্থ অঙ্গ
(iv) প্রতিস্থাপিত অঙ্গ
19. প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য ?
(i) উৎপত্তিগতভাবে ভিন্ন
(ii) গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা
(iii) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক
(iv) অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।
20. উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল -
(i) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে
(ii) এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে
(iii) এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে
(iv) এদের কুঁজে জল সঞ্চিত থাকে ।
21. শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হল -
(i) ব্যাং
(ii) মাছ
(iii) সাপ
(iv) কুমির
22. একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল -
(i) স্ফেনোডন
(ii) আর্কিওপটেরিক্স
(iii) ফণীমনসা
(iv) ইওহিপ্পাস
23. জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তার নাম -
(i) ওয়াইসম্যান
(ii) ল্যামার্ক
(iii) ডারউইন
(iv) স্পেনসার
24. DNA - এর গঠনে বদল ঘটাকে বলা হয় -
(i) অভিব্যক্তি
(ii) অভিযোজন
(iii) পরিব্যক্তি
(iv) বংশগতি
25. মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন -
(i) দ্য ভ্রিস
(ii) কুভিয়ের
(iii) ডারউইন
(iv) ল্যামার্ক
26. ফাইলোক্ল্যাড দেখা যায় -
(i) অর্কিডে
(ii) পদ্মে
(iii) ক্যাকটাস
(iv) সুন্দরী
27. ক্যাকটাসের কাঁটা কোন্ অঙ্গের রূপান্তর?
(i) মূল
(ii) কাণ্ড
(iii) পাতা
(iv) ফুল
28. পর্ণকান্ড হল একটি -
(i) পরিবর্তিত পাতা
(ii) রূপান্তরিত কাণ্ড
(iii) পাতা বা কাণ্ড কোনোটিই নয়
(iv) পরিবর্তিত বৃন্ত
29. যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না, ত হলো
(i) শ্বাসমূল
(ii) বীজযুক্ত ফল
(iii) পুরু কিউটিকলযুক্ত পাতা
(iv) জরায়ুজ অঙ্কুরোদগম
30. গ্যাস উৎপন্নকারী রেডগ্রন্থি অবস্থিত -
(i) শ্রমিক মৌমাছির দেহে
(ii) মাছের পটকায়
(iii) পায়রার বায়ুথলিতে
(iv) উটের দেহে
31. নীচের কোন অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়?
(i) রেডগ্রন্থি
(ii) অগ্র প্রকোষ্ঠ
(iii) গ্যাস্ট্রিক গ্রন্থি
(iv) রেটিয়া মিরাবিলিয়া
32. উটের লোহিত রক্তকণিকা -
(i) ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন
(ii) ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত
(iii) গোলাকার নিউক্লিয়াসবিহীন
(iv) গোলাকার নিউক্লিয়াসযুক্ত
33. উটের দেহ থেকে জল বাষ্পীভবন রোধের একটি উপায় হল -
(i) মূত্র ত্যাগ না করা
(ii) চামড়ায় ঘর্মগ্রন্থির সংখ্যা কম
(iii) চোখের পল্লবরোম বড় হওয়া
(iv) পদতলে চ্যাপ্টা প্যাড থাকা
34. নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো
(i) প্রজনন সঙ্গী
(ii) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
(iii) নতুন মৌচাকের স্থান নির্বাচন করা
(iv) সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো
35. রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় সেটি হল -
(i) পটকা
(ii) বায়ুথলি
(iii) ফুসফুস
(iv) ফুলকা
বিভাগ - খ
(প্রতিটি প্রশ্নের মান - ১)
1. প্রোটোসেল কী?
2. ' হট ডাইলুট স্যুপ ' কথাটি প্রথম কে বলেন?
3. জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন্ গ্রন্থে লিপিবদ্ধ করেন?
4. 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন' - মতবাদটি কার?
5. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে?
6. ডারউইন রচিত গ্রন্থের নাম লেখ।
7. জীবজগতের মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কী আখ্যা দিয়েছেন?
8. 'অঙ্গের ব্যবহার ও অব্যভার' সূত্রের প্রবক্তা কে?
9. ঘোড়ার বিবর্তনে একটি উল্লখযোগ্য পরিবর্তন উল্লেখ করো।
10. পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখ।
11. একটি মেরুদন্ডী প্রাণীর নাম লেখ যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত ।
12. সম্পূর্ণ বিভেদিত চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড দেখা যায় কোন সরীসৃপের ?
13. মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা?
14. সরিসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী কোনটি ?
15. একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও।
16. উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
17. ক্যাকটাসের পর্ণকাণ্ডের উপর স্থূল কিউটিকল থাকে কেন?
18. বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ কর ?
19. কোন্ উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর দেখা যায়?
20. পটকার রেডগ্রন্থির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ।
21. উটের কুঁজের ভিতর কী থাকে যা বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে?
22. মৌমাছিরা কখন ওয়াগেল নৃত্য প্রদর্শন করে?
23. মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কে?
24. সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় দেখা যায়?
25. শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙ্গে বাদাম খায়?
শূন্যস্থান পূরণ কর :
1. জীবন উৎপত্তির আদি পর্যায়ে ________ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়।
2. ওপারিনের মতে ________ থেকেই আদিকোশ সৃষ্টি হয়েছিল।
3. মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা ________।
4. ________ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে।
5. আধুনিক ঘোড়ার ক্ষুর হলো তাদের পূর্বপুরুষের ________ নং আঙ্গুলের রূপান্তর ।
6. মানুষের কর্ণ ছাত্রের পেশি হল ________ অঙ্গ।
7. অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের সংযোগরক্ষাকারী প্রাণীটি হলো ________।
8. ________ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়।
9. পায়রার চোখে ________ - এর উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়।
10. উটের RBC ________ হওয়ায় অভিস্রবণ চাপের তারতম্য সহ্য করতে পারে।
11. পটকার অগ্র প্রকোষ্ঠে ________ গ্রন্থি থাকে।
12. মৌমাছির '8' অক্ষরের ন্যায় নৃত্যকে ________ নৃত্য বলে।
সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
1. ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।
2. ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।
3. প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য।
4. জীবনের জৈব - রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল ।
5. ভ্রূণ অবস্থায় সব মেরুদন্ডী প্রাণীর ফুসফুস থাকে।
6. মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস।
7. বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে।
8. মুলযুক্ত উদ্ভিদ মাটির জলধারন ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
9. উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন।
10. মৌমাছির ওয়াগটেল নৃত্যের মহড়া দেখতে ইংরেজি'8' অক্ষরের মতো।
বিভাগ - গ
(প্রতিটি প্রশ্নের মান : ২)
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. জৈব অভিব্যক্তি বা অভিব্যক্তি কাকে বলে ?
2. হট ডাইলুট স্যুপ বলতে কী বোঝো ?
3. কোয়াসারভেট কী ?
4. মাইক্রোস্ফিয়ার কী ?
5. বায়োজেনেটিক সূত্রটি লেখ।
6. ল্যামার্কের 'ব্যবহার ও অপব্যবহার' সূত্র ব্যাখ্যা কর ।
7. ল্যামার্কের মতবাদ এর 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন' ব্যাখ্যা কর।
8. ল্যামার্কের মতবাদের স্বপক্ষে ও বিপক্ষে দুটি করে উদাহরণ দাও।
9. 'যোগ্যতমের উদবর্তন' বলতে কী বোঝো ?
10. জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও।
11. ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখ।
12. মাছ, ব্যাঙ ও গিরগিটির হৃদপিন্ডের গঠনে কী ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায় ?
13. সমবৃত্তীয় অঙ্গের উদাহরণসহ (উদ্ভিদ ও প্রাণী) সংজ্ঞা দাও।
14. অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য লেখ।
15. যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে 'তিমির ফ্লিপারc ও 'পাখির ডানা'-কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ কর।
16. মানবদেহের মেরুদন্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ।
17. প্রাণীদেহে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতির তাৎপর্য ব্যাখ্যা কর।
18. অধিকাংশ মেরুদন্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কীভাবে অভিব্যক্তি কে ব্যাখ্যা করবে?
19. ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ।
20. শ্বাসমূল কী?
21. সুন্দরী গাছের শ্বাসমূল থাকায় কী সুবিধা হয় ?
22. সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো।
23. সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে?
24. পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী ?
25. শিম্পাঞ্জিরা খাবারের জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা কর
26. উটের ডিম্বাকার RBC - এর সুবিধা কী ?
27. মৌমাছির ওয়াগেল নৃত্য সংক্ষেপে লেখ।
বিভাগ - ঘ
(প্রতিটি প্রশ্নের মান : ৫)
রচনাধর্মী প্রশ্ন :
1. অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।
2. জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা কর।
3. জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা কর।
4. ডারউইনের মতবাদ অনুসারে কীভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
5. প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী 'অস্তিত্বের জন্য সংগ্রাম' ব্যাখ্যা কর
6. প্রকরণ কাকে বলে ? বংশগত প্রকরনগুলি প্রাকৃতিক নির্বাচন দ্বারা কিভাবে নির্বাচিত হয়?
7. নতুন প্রজাতির জীব সৃষ্টিতে 'যোগ্যতমের উদবর্তন' ও 'প্রাকৃতিক নির্বাচনবাদের' ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। পার্থক্য লেখো : সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ।
8. একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা কর। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী?
9. ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের উল্লিখিত তিনটি বিষয় আলোচনা কর - (i) অত্যাধিক হারে বংশবৃদ্ধি, (ii) প্রকরণের উদ্ভব, (iii) প্রাকৃতিক নির্বাচন । 'জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হল অভিযোজন' - যে কোন দুটি উদাহরণসহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
10. আধুনিক ঘোড়ার তিনটি পূর্ব পুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখ। জীবন্ত জীবাশ্ম কাকে বলে ? উদাহরণ দাও
11. ঘোড়ার বিবর্তনঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা কর। বিবর্তনগত অধ্যায়নে জীবাশ্ম দুটি তাৎপর্য লেখ।
12. অভিব্যক্তির সাপেক্ষে জীবাশ্মের ভূমিকা উদাহরণসহ আলোচনা কর।
13. হৃদপিন্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তির মতবাদের স্বপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে?
14. আর্কিওপটেরিক্স এর জীবাশ্ম কীভাবে জৈব বিবর্তন কে সমর্থন করে ? নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে?
15. সংক্ষেপে মেরুদন্ডী প্রাণীর তুলনামূলক ভ্রুণতত্ত্বগত প্রমাণটি যে বিবর্তনের সহায়তা করে তা উল্লেখ কর।
16. সমসংস্থ অঙ্গ বলতে কী বোঝো? বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর অগ্রপদের অন্তর্গঠনের বৈশিষ্ট্য কীভাবে বিবর্তনের ধারণাকে সমর্থন করে?
17. অভিযোজন কাকে বলে ? সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন উল্লেখ কর।
18. পর্ন কাণ্ডের অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো । অভিযোজন হলো বেঁচে থাকার কৌশল - ব্যাখ্যা কর।
19. ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। আচরণ, অভিযোজন ও বিবর্তনের মধ্যে সম্পর্ক কী?
20. ক্যাকটাসের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণসহ লেখ।
21. সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ । পায়রার দেহে ওজন কমানোর জন্য কোন কোন অঙ্গ অনুপস্থিত?
22. অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো । পায়রার অস্থির অভিযোজনগত গুরুত্ব লেখো ।
23. মরুভূমির পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের পরিবর্তনগুলি আলোচনা করো।
24. উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর । শিম্পাঞ্জিদের খাদ্যসন্ধানের কৌশল বর্ণনা কর ।
25. একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের সন্ধান ও অবস্থান জানায় ? জরায়ুজ অঙ্কুরোদগম কাকে বলে ? উদাহরণ দাও।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: WBBSE Class 10 Life Science Suggestions 2023,
WBBSE Madhyamik 2023 Life Science Suggestions Chapter : 2, Madhyamik Exam 2023
Suggestions, WBBSE Madhyamik Exam 2023 Suggestions, ক্লাস টেন জীবনের প্রবাহমানতা সাজেশনস 2023,দশম শ্রেণী জীবনবিজ্ঞান সাজেশনস চতুর্থ অধ্যায় : অভিব্যক্তি ও অভিযোজন, মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2023, ক্লাস টেন জীবন বিজ্ঞান সাজেশনস চতুর্থ অধ্যায় : অভিব্যক্তি ও অভিযোজন
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.