মাধ্যমিক জীবনবজ্ঞান সাজেশনস 2023 | পঞ্চম অধ্যায় : পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ | Madhyamik Life Science Suggestion 2023 PDF

wbbse-madhyamik-life-science-suggestions-2023-chapter5

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Life Science Suggestions) জন্য  Life Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik 2023 Life Science Suggestions.

মাধ্যমিক সাজেশনস 2023

জীবনবিজ্ঞান

পঞ্চম অধ্যায় : পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ

বিভাগ - ক 

(প্রতিটি প্রশ্নের মান - ১) 

সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

1. নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল - 

(i) মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন, 

(ii) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন,

(iii) নাইট্রেট থেকে অ্যামোনিয়া গঠন

(iv) নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন 


2. প্রদত্ত কোনটি একটি নাইট্রোজেন স্থিতিকারি মিথোজীবী ব্যাকটেরিয়া ?

(i) অ্যাজোব্যাকটর 

(ii) ক্লস্ট্রিডিয়াম

(iii) রাইজোবিয়াম

(iv) সবকটি


3. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো - 

(i) ব্যাসিলাস মাইকয়ডিস

(ii) রাইজোবিয়াম 

(iii) ক্লস্ট্রিডিয়াম

(iv) অ্যাজোলা


4. প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে?

(i) নাইট্রোসোমোনাস

(ii) অ্যাজোটোব্যাকটর

(iii) সিউডোমোনাস

(iv) থিয়োব্যাসিলাস


5. একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হল - 

(i) ক্লস্ট্রিডিয়াম

(ii) রাইজোবিয়াম

(iii) সিউডোমোনাস

(iv) নাইট্রোব্যাকটর


6. নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হল - 

(i) ভলভক্স

(ii) স্পাইরোগাইরা

(iii) ক্ল্যামাইডোমোনাস 

(iv) অ্যানাবিনা


7. শিম্বিগোত্রীয় উদ্ভিদ বা মটর গাছের মূলে বসবাসকারী জীব হল - 

(i) রাইজোবিয়াম 

(ii) অ্যাজোটোব্যাকটর

(iii) ক্লস্ট্রিডিয়াম

(iv) ব্যাসিলাস


8. মাটিতে আবদ্ধ নাইট্রোজেনঘটিত যৌগ ভেঙ্গে নাইট্রোজেনকেমুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটির নাম হল - 

(i) নাইট্রিফিকেশন

(ii) ডিনাইট্রিফিকেশন

(iii) নাইট্রোজেন আবদ্ধকরন 

(iv) অ্যামোনিফিকেশন


9. মিথোজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হল - 

(i) মেথহিমোগ্লোবিন

(ii) লেগ হিমোগ্লোবিন

(iii) হিমোগ্লোবিন

(iv) হিমোসায়ানিন 


10. কোন্ উদ্ভিদের পত্রগহ্বরে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে?

(i) অ্যাজোলা

(ii) সাইকাস

(iii) রাইজোবিয়াম

(iv) মারসেলিয়া 


11. ওজোন ছিদ্র সৃষ্টিকারী দুষক পদার্থ হল - 

(i) CO 

(ii) PAN 

(iii) CFC 

(iv) বেঞ্জোপাইরিন


12. গ্রিন হাউস গ্যাস নয় - 

(i) CH4 

(ii) N2O 

(iii) CFC 

(iv) O2 


13. অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি হল - 

(i) গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে

(ii) SPM বৃদ্ধি পেলে 

(iii) ইউট্রোফিকেশনের ফলে 

(iv) জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেলে

 

14. খাদ্যশৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে - 

(i) বায়োঅ্যাকুমুলেশন 

(ii) বায়োম্যাগনিফিকেশন

(iii) বায়োডাইভারসিটি

(iv) বায়োজিও - কেমিক্যাল সাইকেল


15. অ্যাসিড বৃষ্টিতে থাকে - 

(i) নাইট্রিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড

(ii) কার্বলিক অ্যাসিড ও ফসফোরিক অ্যাসিড

(iii) সালফিউরিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড

(iv) নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড 


16. সিসাঘটিত দূষণে সৃষ্ট রোগটি হল - 

(i) মিনামাটা

(ii) ব্ল্যাকফুট ডিজিজ

(iii) ডিসলেক্সিয়া

(iv) ইটাই - ইটাই


17. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল - 

(i) ডিসলেক্সিয়া

(ii) ইটাই - ইটাই 

(iii) মিনামাটা

(iv) ব্ল্যাকফুট ডিজিজ 


18. পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হল- 

(i) মিনামাটা

(ii) ব্ল্যাকলাং 

(iii) ব্ল্যাকফুট

(iv) ক্লোরোসিস


19. নদীর জলে BOD বেশি হলে যা নির্দেশিত হয়, তা হল - 

(i) জল অত্যন্ত দূষিত 

(ii) জল দূষিত নয় 

(iii) জল পানযোগ্য 

(iv) জলে প্রাণী উপস্থিত 


20. জলাশয়ে পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধির ফলে শৈবালের অত্যধিক বৃদ্ধিকে বলে - 

(i) বায়োঅ্যাকুমুলেশন 

(ii) বায়োম্যাগনিফিকেশন 

(iii) অ্যালগাল ব্লুম

(iv) সবকটি


21. কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো - 

(i) খবরের কাগজ

(ii) জীবজন্তুর মলমূত্র 

(iii) পচা পাতা 

(iv) ক্লোরিনযুক্ত কীটনাশক 


22. জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে তা হল - 

(i) বিশ্ব উষ্ণায়ন 

(ii) ইউট্রোফিকেশন 

(iii) বধিরতা 

(iv) ব্রংকাইটিস 


23. বায়ু দূষণের ফলে সংশ্লিষ্ট রোগগুলি হল - 

(i) ডায়ারিয়া, টাইফয়েড, হেপাটাইটিস 

(ii) হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা 

(iii) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যানসার 

(iv) ফুসফুসের ক্যানসার, পোলিয়ো, ম্যালেরিয়া


24. সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য - এর  হটস্পটের অবস্থান হল - 

(i) উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ 

(ii) আন্দামান - নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চল

(iii) ভারতের পশ্চিম উপকূল বরাবর অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল 

(iv) সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চল 


25. ভারতের হটস্পটের সংখ্যা হল - 

(i) 2টি

(ii) 1টি

(iii) 3টি

(iv) 4টি


26. সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হল - 

(i) 4টি 

(ii) 34টি

(iii) 64টি

(iv) 6টি


27. সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো - 

(i) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন 

(ii)বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ 

(iii) অতিব্যবহার 

(iv) দূষণ


28. প্রদত্ত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো - 

(i) বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় 

(ii) জাতীয় উদ্যান ও অভয়্যারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ -এর অন্তর্ভুক্ত নয় 

(iii) বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয় 

(iv) এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয় 


29. এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হল 

(i) সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প

(ii) করবেট জাতীয় উদ্যান

(iii) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ

(iv) ক্রায়োসংরক্ষণ 


30. গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত - 

(i) সিকিম

(ii) ভিতরকণিকা 

(iii) জলদাপাড়া

(iv) নন্দনকানন 


31. পশ্চিমবঙ্গের একটি অভয়্যারণ্য হল - 

(i) জলদাপাড়া

(ii) ভরতপুর

(iii) বন্দিপুর

(iv) পেরিয়ার


32. ভারতে প্রোজেক্ট টাইগার চালু হয় - 

(i) 1792 সালে

(ii) 1973 সালে

(iii) 1974 সালে

(iv) 1975 সালে 

বিভাগ - খ 

(প্রতিটি প্রশ্নের মান - ১)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

1. দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখ।

2. দুটি স্বাধীনজীবি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।

3. একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ।

4. সম্পূর্ণ নাম লেখ: 

(i) SPM,  (ii) PAN, (iii) COPD, (iv) JFM, (v) PBR, 

(vi) MAB, (vii) IUCN, (viii) DDT, (ix) UNESCO,

(x)WWF, (xi) BOD 

5. ধোঁয়াশা কী?

6. একটি কৃত্রিম ও একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখ।

7. জলদূষণের ফলে সৃষ্ট কী কী রোগ দেখা যায় ?

8. তাজমহলের বিবর্ণ হওয়ার কারণে কোন প্রাকৃতিক ঘটনা?

9. জন্মহার এর গাণিতিক রূপটি লেখ।

10. মৃত্যুহার কোনসুত্র দ্বারা প্রকাশ করা হয় ? 

11. কারোসিনোজেন কাকে বলে ?

12. মেটাস্ট্যাটিস কী?

13. Hotspot শব্দের প্রণেতা কে ?

14. পূর্ব হিমালয় হটস্পট এর অন্তর্গত ভারতের একটি রাজ্যের নাম লেখ?

15. পশ্চিমবঙ্গের এমন একটি জায়গার নাম লেখো যা পূর্ব হিমালয় বায়োডাইভারসিটি হটস্পট-এর অন্তর্গত ।

16. ' বায়োডাইভারসিটি' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

17. পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ উল্লেখ কর।

18. পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখ।

19. জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?

20. ভারতবর্ষের একটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখ।

21. সিংগালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখ।

22. ভারতের দুটি বিপন্ন প্রাণী ও বিপন্ন উদ্ভিদের নাম লেখ।

23. ভারতের কোথায় সিংহ সংরক্ষণ করা হয়?

24. স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখ।


নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর: 

1. নাইট্রোব্যাক্টর নাইট্রাইটকে _________ - এ রূপান্তরিত করে।

2. জলাশয়ে পুষ্টিবস্তুর অতি বৃদ্ধিকে  _________ বলে ।

3. কয়লাখনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসের _________ রোগ দেখা দিতে পারে ।

4. _________ - কে ' প্রকৃতির বৃক্ক' বলা হয় ।

5. যে জিন থেকে ক্যানসার হয় তাকে _________ বলে ।

6.  জীববৈচিত্র্য - এর সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় _________ ।

7. _________ দিনটি জীববৈচিত্র্য দিবস বা Biodiversity Day হিসেবে পরিচিত ।

8. বিপন্ন জীব প্রজাতিদের যে তালিকা করা হয়েছে তাকে _________ বুক বলে। 

9. নমুনা বীজ -196⁰C  তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষণকে _________ বলে।

10. _________ হল একটি ন্যাশনাল পার্কের উদাহরণ।

11. পশ্চিমবঙ্গে উপস্থিত গোরুমারা একটি _________ উদ্যান।


নীচের বিবৃতি গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: 

1. ব্যাসিলাস মাইকয়ডিস একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া।

2. CFC ও CO2 হল গ্রিন হাউস গ্যাস।

3. SO2 ও NH3 হল গ্রিন হাউস গ্যাস।

4. জলের BOD বৃদ্ধি পেলে সেই জলকে বেশি দূষিত ধরা হয়।

5. জলদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো টাইফয়েড।

6. পারদঘটিত জলদূষণের ফলে মিনামাটা রোগ হয় ।

7. বনভূমি হলো 'প্রাকৃতিক বৃক্ক' ।

8. পৃথিবীর স্বীকৃত 34টি  জীববৈচিত্র্য - এর হটস্পট - এর মধ্যে দুটির অবস্থান ভারতে।

9. পশ্চিমঘাট হলো ভারতের একটি উল্লেখযোগ্য জীববৈচিত্র্য হটস্পট।

10. পূর্ব হিমালয় হটস্পট - এ সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন।

11. পেনিসিলিনের উৎস হল সর্পগন্ধা।

12. এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল চিড়িয়াখানা।

13. পশ্চিমবঙ্গের ' মানস ' জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।

 

বিভাগ - গ 

(প্রতিটি প্রশ্নের মান : ২)

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

1. জীবজ নাইট্রোজেন আবদ্ধকরনে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখ। 

2. নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ কর।

3. নাইট্রিফিকেশন কাকে বলে? উদাহরণ দাও।

4. ডিনাইট্রিফিকেশন সংজ্ঞাসহ উদাহরণ দাও।

5. "মানুষের ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত

 হচ্ছে" - দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ কর।

6. গ্রিন হাউস প্রভাব কী?

7. অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কাকে বলে?

8. জলদূষণের দুটি কুপ্রভাব উল্লেখ কর।

9. অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ কর।

10. স্মৃতিসৌধ ও মৃত্তিকার উপরে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব উল্লেখ কর।

11. ইউট্রোফিকেশন এর ক্ষতিকর প্রভাবগুলি লেখ।

12.  অ্যালগাল ব্লুম কী?

13. বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?

14. বিশ্ব উষ্ণায়নের কারণ আলোচনা কর।

15. বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখ।

16. SPM বলতে কী বোঝো?

17. বায়ুদূষকরুপে গ্রিনহাউস গ্যাসসমূহ ও SPM- এর একটি করে উৎসের নাম লেখ।

18. মানুষের ওপর বায়ু দূষণের প্রভাব উল্লেখ কর।

19. PAN কী?

20. ফুসফুসের ক্যান্সারের দুটি কারণ ও লক্ষণ লেখো।

21. জলাভূমিকে 'প্রাকৃতিক বৃক্ক' বলা হয় কেন?

22. ন্যাটালিটি বলতে কী বোঝো?

23. অ্যাজমা বা হাঁপানির কারণগুলি ও লক্ষণগুলি লেখ।

24. ব্রংকাইটিসের লক্ষণ উল্লেখ কর।

25. অ্যাজমা ও ব্রংকাইটিসের মতো রোগের নেপথ্যে পরিবেশ দূষণের ভূমিকা উল্লেখ কর।

26. জলাভূমির গুরুত্ব লেখো।

27. জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি কী?

28. জীববৈচিত্র্য -এর গুরুত্বপূর্ণ আলোচনা বা বায়োডাইভারসিটি হটস্পট বলতে কী বোঝো?

29. বায়োডাইভারসিটি হটস্পট এর গুরুত্ব ব্যাখ্যা কর।

30. ভারতে অবস্থিত চারটি বায়োডাইভারসিটি হটস্পট এর নাম লেখ।

31. ভারতবর্ষের যে কোনো হটস্পট এর নাম ও হটস্পটগুলিতে পাওয়া যায় এরকম একটি করে জীবের নাম লেখো।

32. মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্য - এর ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও।

33. বাসস্থান ধ্বংস কীভাবে জীববৈচিত্র্যকে বিঘ্নিত করছে তা বর্ণনা কর।

34. বিশ্ব উষ্ণায়ন জীববৈচিত্র্য - এর হ্রাস ঘটাচ্ছে তা উদাহরণসহ আলোচনা কর।

35. কখনো কখনো অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহারের ফলে   হ্রাস পায় -  কারণ ব্যাখ্যা কর।

36.  জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম একটি কারণ হলো জলবায়ুর পরিবর্তন - উদাহরণ সহ আলোচনা কর ।

37. বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটে স্থানীয় জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরণের সাহায্যে লেখ।

38.  "চোরাশিকার ভারতের প্রাণী বৈচিত্রের বিপন্নতার একটি প্রধান কারণ" - যে যে কারণে এই চোরাশিকার ঘটে তার চারটি কারণ নির্ধারণ কর।

39. সংরক্ষণের গুরুত্ব কী?

40. জীববৈচিত্র্য সংরক্ষণে IUCN Red List- এর গুরুত্ব ব্যাখ্যা কর।

45. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? উদাহরণ দাও।

46. জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও।

47. অভয়ারণ্য_ এর সংজ্ঞা লিখে উদাহরণ দাও।

48. ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ বলতে কী বোঝো?

49. এক্স সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। 

50. ক্রায়োসংরক্ষণ কাকে বলে? 

51. সুন্দরবনের যেকোনো দুটি পরিবেশগত সমস্যা উল্লেখ কর।

52. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM কাকে বলে ?

53. PBR কী?

54. পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার - এ জীববৈচিত্র সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো।

55. পৃথিবীর উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্য - এর যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।

56. বাঘের সংখ্যা হ্রাসের কারণ লেখ।

57. ভারতের গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখ।

58. ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব কর ।

59. সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইন - সিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ কর।

বিভাগ - ঘ

(প্রতিটি প্রশ্নের মান : ৫)

রচনাধর্মী প্রশ্ন :

1. নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়ে চিত্রের সাহায্যে দেখাও।

2. প্রাকৃতিক, শিল্পজাত ও জৈবিক নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতিটি বর্ণনা কর।

3. পরিবেশে N2 মুক্ত ও আবদ্ধকরনে ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে লেখ।

4. গ্রিন হাউসের ক্ষতিকারক প্রভাবগুলি বর্ণনা কর । ওজন গহ্বর কাকে বলে?

5. মিষ্টি জলের উৎসগুলি কী কী ভাবে দূষিত হয় ? তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও।

6. শব্দদূষণের কারণগুলি আলোচনা করো। ইউট্রোফিকেশন কাকে বলে?

7. মানুষ ও প্রাণীর ওপর শব্দদূষণের প্রভাব আলোচনা কর। জৈব বিবর্ধন কাকে বলে?

8. ক্যান্সারের কারণ উল্লেখ কর। মর্টালিটি কাকে বলে?

9. জীববৈচিত্র্য - এর  তাৎপর্য লেখ।

10. জীববৈচিত্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ কারণগুলি উদাহরণসহ লেখ।

11. হটস্পট নির্ধারণের শর্ত গুলি কী কী? স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে PBR-এর ভূমিকা লেখ।

12. বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা ও সংক্ষেপে উল্লেখ কর।

13. বন সংরক্ষণের যেকোনো পাঁচটি উপায় উল্লেখ কর।

14. PBR - এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখ। এন্দেনজার্ড প্রজাতি কাকে বলে ?

 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Life Science Suggestions 2023, WBBSE Madhyamik 2023 Life Science Suggestions Chapter : 2, Madhyamik Exam 2023 Suggestions, WBBSE Madhyamik Exam 2023 Suggestions, ক্লাস টেন জীবনের প্রবাহমানতা সাজেশনস 2023,দশম শ্রেণী জীবনবিজ্ঞান সাজেশনস পঞ্চম অধ্যায় : পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2023, ক্লাস টেন জীবন বিজ্ঞান সাজেশনস পঞ্চম অধ্যায় : পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post