Madhyamik Suggestions 2023 Physical Science | অধ্যায় : ধাতুবিদ্যা | Madhyamik Suggestions 2023 PDF

wbbse-madhyamik-physical-science-suggestion-2023-metallurgy-free-pdf-download

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023 এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2022

ভৌতবিজ্ঞান

 অধ্যায় : আয়নীয় ও সমযোজী বন্ধন

Group A

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ):  প্রতিটি প্রশ্নের মান 1

1. প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক ? 

(i) বক্সাইট

(ii) হিমাটাইট 

(iii) ম্যালাকাইট 

(iv) চ্যালকোপাইরাইটস্ 


2. প্রদত্ত কোন ধাতু সংকরে জিংক বর্তমান ?

(i) কাঁসা

(ii) পিতল 

(iii) ব্রোঞ্জ 

(iv) ডুরালুমিন 


3. বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হল - 

(i) জার্মান সিলভার

(ii) ব্রোঞ্জ 

(iii) ইনভার 

(iv) ডুরালুমিন 


4. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান h 

(i) Al 

(ii) Zn 

(iii) Fe 

(iv) Cu 


5. থার্মিট মিশ্রণটি হল - 

(i) Fe₂O₃ + Al 

(ii) Fe₂O₃ + Cu 

(iii) FeO + Al

(iv) FeO + Cu 


6. থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ? 

(i) Mn 

(ii) Cr 

(iii) P 

(iv) Mn ও Cr উভয়েই ।


7. জিংক ব্লেন্ড কোন ধাতুর আকরিক ? 

(i) Zn 

(ii) Fe 

(iii) Cu 

(iv) Al 


8. থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য ?

(i) C 

(ii) Al 

(iii) Fe 

(iv) Zn 


9. কপারের একটি আকরিকের নাম হল - 

(i) ক্যালামাইন

(ii) কপার গ্লান্স

(iii) বক্সাইট 

(iv) সিডারাইট 


10. সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে - 

(i) লোহা 

(ii) রূপো 

(iii) সোনা 

(iv) পারদ 


11. জার্মান সিলভারে থাকে না - 

(i) Ag 

(ii) Cu 

(iii)Zn 

(iv) Ni 


12. পিতল সংকর ধাতুতে আছে - 

(i) Cu, Sn 

(ii) Zn, Cu 

(iii) Cu, Pb 

(iv) Cu, Al 


13. থার্মিট মিশ্রণে Fe₂O₃ ও Al চূর্ণের অনুপাত - 

(i) 1 : 2 

(ii) 2 : 1 

(iii) 1 : 3 

(iv) 3 : 1 


14. লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত - 

(i) FeO 

(ii) Fe₂O₃ 

(iii) Fe₃O₄ 

(iv) FeCO₃


Group B

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :  প্রতিটি প্রশ্নের মান 1

◪ একটি বাক্যে উত্তর দাও

1. কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখো ।

2. কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতুসংকরেই উপস্থিত ? 

3. কাঁসার প্রধান উপাদানটি কী ? 

4. জার্মান সিলভারের উপাদানগুলি লেখো ।

5. 'দার্শনিকের উল' কাকে বলে ? 

6. বক্সাইট কোন ধাতুর আকরিক ? 

7. লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো ।

8. পিতল ও ব্রোঞ্জ - এর প্রধান উপাদানটি কী ?

9. গ্যালভানাইজেশনে কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয় ?

10. ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কী কী ? 

11. পিতলের উপাদানগুলি কী কী ?

12. কোন্ ধাতুকে 'Self - Protecting Metal' বলা হয় ?

13. মরচের রাসায়নিক সংকেত কী ? 

14. কার্বন - বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো ।

 

Group C

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

প্রতিটি প্রশ্নের মান 2

1. আকরিকের উদাহরণসহ সংজ্ঞা দাও ।

2. কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো ।

3. প্রদত্ত ধাতু গুলির একটি করে আকরিকের উদাহরণ দাও - (i) জিংক, (ii) আয়রন, (iii) অ্যালুমিনিয়াম, (iv)কপার ।

4. প্রদত্ত ধাতু গুলির কয়েকটি সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো : Al, Fe, Cu, Zn ।

5. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো । এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো ।

6. ধাতুবিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো ও বিজারকটিকে চিহ্নিত করো ।

7. থার্মিট মিশ্রণ কী ? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণসহ লেখো ।

8. জারণ ও বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে প্রদত্ত কোনটি জারণ বিক্রিয়াএবং কোনটি বিজারণ বিক্রিয়া শণাক্ত করো : Ca → Ca²⁺ + 2e⁻ ;  O + 2e⁻ → O²⁻ ।

9. জারণ-বিজারণ - এর ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে, নীচের বিক্রিয়াগুলিতে জারণ ও বিজারণ একইসঙ্গে ঘটে।

(i) 2Fe³⁺ + Sn²⁺ = 2Fe²⁺ + Sn⁴⁺ ; 

(ii) Cu²⁺ + Zn = Zn²⁺ + Cu


10. গ্যালভানাইজেশন কাকে বলে ? 

11. লোহায় মরচে পড়া রোধে জিংক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী ? 

12. CuSO₄ - এর জলীয় দ্রবণে জিংকের একটি টুকরো যোগ করলে কী হবে ?

13. কপার - এর পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন ? 

14. ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া বুঝিয়ে দাও ।

15. মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো ।

16. ডুরালুমিনের ব্যবহার লেখো ।

17. সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো ।

18. বক্সাইট থেকে Al - ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো ।

 

PDF will be available soon 

Join Our Telegram Channel for Notifications

 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBBSE Class 10 Physical Science Suggestions 2023, WBBSE Madhyamik Physical Science Suggestions 2023 Dhatubidya PDF Download, WBBSE Class 10 Physical Science Suggestions 2023 Chapter Metallurgy, Madhyamik Suggestions 2023 with free PDF Download, al Science Suggestions 2023, Madhyamik suggestion physical science 2023, WBBSE Madhyamik Suggestions 2023, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস 2023 অধ্যায় : ধাতুবিদ্যা
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post