
প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Physical Science Suggestions) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023
এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : আয়নীয় ও সমযোজী বন্ধন
Group A
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ): প্রতিটি প্রশ্নের মান 1
1. প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক ?
(i) বক্সাইট
(ii) হিমাটাইট
(iii) ম্যালাকাইট
(iv) চ্যালকোপাইরাইটস্
2. প্রদত্ত কোন ধাতু সংকরে জিংক বর্তমান ?
(i) কাঁসা
(ii) পিতল
(iii) ব্রোঞ্জ
(iv) ডুরালুমিন
3. বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হল -
(i) জার্মান সিলভার
(ii) ব্রোঞ্জ
(iii) ইনভার
(iv) ডুরালুমিন
4. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান h
(i) Al
(ii) Zn
(iii) Fe
(iv) Cu
5. থার্মিট মিশ্রণটি হল -
(i) Fe₂O₃ + Al
(ii) Fe₂O₃ + Cu
(iii) FeO + Al
(iv) FeO + Cu
6. থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ?
(i) Mn
(ii) Cr
(iii) P
(iv) Mn ও Cr উভয়েই ।
7. জিংক ব্লেন্ড কোন ধাতুর আকরিক ?
(i) Zn
(ii) Fe
(iii) Cu
(iv) Al
8. থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য ?
(i) C
(ii) Al
(iii) Fe
(iv) Zn
9. কপারের একটি আকরিকের নাম হল -
(i) ক্যালামাইন
(ii) কপার গ্লান্স
(iii) বক্সাইট
(iv) সিডারাইট
10. সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে -
(i) লোহা
(ii) রূপো
(iii) সোনা
(iv) পারদ
11. জার্মান সিলভারে থাকে না -
(i) Ag
(ii) Cu
(iii)Zn
(iv) Ni
12. পিতল সংকর ধাতুতে আছে -
(i) Cu, Sn
(ii) Zn, Cu
(iii) Cu, Pb
(iv) Cu, Al
13. থার্মিট মিশ্রণে Fe₂O₃ ও Al চূর্ণের অনুপাত -
(i) 1 : 2
(ii) 2 : 1
(iii) 1 : 3
(iv) 3 : 1
14. লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত -
(i) FeO
(ii) Fe₂O₃
(iii) Fe₃O₄
(iv) FeCO₃
Group B
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1
◪ একটি বাক্যে উত্তর দাও1. কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখো ।
2. কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতুসংকরেই উপস্থিত ?
3. কাঁসার প্রধান উপাদানটি কী ?
4. জার্মান সিলভারের উপাদানগুলি লেখো ।
5. 'দার্শনিকের উল' কাকে বলে ?
6. বক্সাইট কোন ধাতুর আকরিক ?
7. লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো ।
8. পিতল ও ব্রোঞ্জ - এর প্রধান উপাদানটি কী ?
9. গ্যালভানাইজেশনে কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয় ?
10. ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কী কী ?
11. পিতলের উপাদানগুলি কী কী ?
12. কোন্ ধাতুকে 'Self - Protecting Metal' বলা হয় ?
13. মরচের রাসায়নিক সংকেত কী ?
14. কার্বন - বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো ।
Group C
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
প্রতিটি প্রশ্নের মান 21. আকরিকের উদাহরণসহ সংজ্ঞা দাও ।
2. কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো ।
3. প্রদত্ত ধাতু গুলির একটি করে আকরিকের উদাহরণ দাও - (i) জিংক, (ii) আয়রন, (iii) অ্যালুমিনিয়াম, (iv)কপার ।
4. প্রদত্ত ধাতু গুলির কয়েকটি সংকর ধাতুর নাম ও ব্যবহার লেখো : Al, Fe, Cu, Zn ।
5. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো । এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো ।
6. ধাতুবিদ্যায় থার্মিট পদ্ধতির মূল বিক্রিয়ার সমীকরণ লেখো ও বিজারকটিকে চিহ্নিত করো ।
7. থার্মিট মিশ্রণ কী ? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণসহ লেখো ।
8. জারণ ও বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে প্রদত্ত কোনটি জারণ বিক্রিয়াএবং কোনটি বিজারণ বিক্রিয়া শণাক্ত করো : Ca → Ca²⁺ + 2e⁻ ; O + 2e⁻ → O²⁻ ।
9. জারণ-বিজারণ - এর ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে, নীচের বিক্রিয়াগুলিতে জারণ ও বিজারণ একইসঙ্গে ঘটে।
(i) 2Fe³⁺ + Sn²⁺ = 2Fe²⁺ + Sn⁴⁺ ;
(ii) Cu²⁺ + Zn = Zn²⁺ + Cu
10. গ্যালভানাইজেশন কাকে বলে ?
11. লোহায় মরচে পড়া রোধে জিংক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী ?
12. CuSO₄ - এর জলীয় দ্রবণে জিংকের একটি টুকরো যোগ করলে কী হবে ?
13. কপার - এর পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন ?
14. ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া বুঝিয়ে দাও ।
15. মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো ।
16. ডুরালুমিনের ব্যবহার লেখো ।
17. সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো ।
18. বক্সাইট থেকে Al - ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো ।
PDF will be available soon
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.