
প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Mathematics Suggestions) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Math Suggestions 2023
এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2022
গণিত
জ্যামিতি
1. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্ন মান 5)
(i) জ্যামিতিক পদ্ধতিতে $\small \sqrt{15}$ এর মান নির্ণয় করো|
(ii) জ্যামিতিক পদ্ধতিতে $\small \sqrt{20}$ এর মান নির্ণয় করো|
(iii) জ্যামিতিক পদ্ধতিতে $\small \sqrt{22}$ এর মান নির্ণয় করো|
(iv) জ্যামিতিক পদ্ধতিতে $\small 2\sqrt{3}$ এর মান নির্ণয় করো|
(v) জ্যামিতিক পদ্ধতিতে $\small \sqrt{35}$ এর মান নির্ণয় করো|
(vi) জ্যামিতিক পদ্ধতিতে 4,9 এর মধ্যসমানুপাতীর মান নির্ণয় করো|
(vii) 8 সেমি এবং 6 সেমি বাহুবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো| এই ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো|
(viii) একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 7 সেমি, 6 সেমি, এবং 3 সেমি| ঐ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো |
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.