
প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ভূগোলের সাজেশনস (Madhyamik Geography Suggestions 2023) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Geography Suggestions 2023
এর অন্তর্গত চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2023
ভূগোল
চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা
১. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান ১
১.১ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল–
ক) সবজির খোসা
খ) সাবান জল
গ) খাবার প্যাকেট
ঘ) ইনজেকশন সিরিঞ্জ
১.২ কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়–
ক) শিল্পজাক পদার্থ
খ) উচ্চ ফলনশীল বীজ
গ) জৈব সার
ঘ) রাসায়নিক সার
১.৩ ফ্লাই অ্যাশ –
ক) তাপ বিদ্যুৎ
খ) জলবিদ্যুৎ
গ) বায়ু শক্তি কেন্দ্র
ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হয়
১.৪ জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল–
ক) কম্পোস্টিং
খ) ল্যান্ড ফিলিং
গ) ওভার ফিলিং
ঘ) কম্পাউন্ডিং
১.৫ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
ক) ৫ সেপ্টেম্বর
খ) ৬ জুলাই
গ) ৫ জুন
ঘ) ২ অক্টোবর
১.৬ নিম্নলিখিত কোন বর্জ্য পদার্থ জৈব অভঙ্গুর বর্জ্য–
ক) কৃত্রিম রবার বর্জ্য
খ) অ্যালুমিনিয়াম পাত
গ) প্লাস্টিক বর্জ্য
ঘ) সবগুলোই প্রযোজ্য
১.৭ একটি বিষাক্ত বর্জ্য হল–
ক) সবজির খোসা
খ) ডিমের খোলা
গ) সিসা
ঘ) খড়
১.৮ পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায়–
ক) জৈব বর্জ্য
খ) তেজস্ক্রিয় বর্জ্য
গ) পৌর বর্জ্য
ঘ) কৃষিজ বর্জ্য
১.৯ আর্সেনিক এক প্রকার–
ক) তরল বর্জ্য
খ) গ্যাসীয় বর্জ্য
গ) বিষাক্ত বর্জ্য
ঘ) বিষহীন বর্জ্য
১.১০ একটি বিষহীন বর্জ্য হল –
ক) লিথিয়াম ব্যাটারি
খ) নোংরা জল
গ) ক্যাথোড রে টিউব
ঘ) DDT
২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ১
দুই-এক কথায় উত্তর দাও (মান ১)
২.১ প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
২.২ একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখ।
২.৩ CFC কোন প্রকার বর্জ্য ?
২.৪ দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও।
২.৫ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখ।
২.৬ গঙ্গা নদী প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?
২.৭ তোমার বাড়ির একটি বৈদ্যুতির বর্জ্যএর নাম লেখ।
২.৮ কম্পোস্ট সার কি ধরনের বর্জ্য থেকে তৈরি হয়?
২.৯ একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও।
২.১০ আর্সেনিক দূষণে মানুষের কোন রোগ হয়?
২.১১ ধানের খোসা পচে নির্গত হয় কোন গ্যাস?
২.১২ কাগজ থেকে আবার কাগজ তৈরির প্রক্রিয়াটি _____ এর অন্তর্গত ।
২.১৩ যে সকল বর্জ্য নিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে?
২.১৪ জীবের মৃতদেহ এক প্রকারের ______ জৈব।
২.১৫ প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের বিয়োজনীয় প্রক্রিয়াকে কি বলে?
৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন : প্রশ্নমান ২
৩.১ বর্জ্য ব্যবস্থাপনা কি?
৩.২ বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?
৩.৩ ইউট্রিফিকেশন বলতে কী বোঝো?
৩.৪ লিচেট কি?
৩.৫ পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।
৩.৬ তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে?
৩.৭ গৃহস্থালির উৎস গুলি লেখ।
৩.৮ বর্জ্যের পৃথকীকরণ কিভাবে করা হয়?
৩.৯ জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে?
৩.১০ BOD কি?
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৩
৪.১ স্ক্রাবার কি?
৪.২ ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখ।
৪.৩ কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি?
৪.৪ জৈব ভঙ্গুর ও জৈব অঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখ।
৪.৫ "প্লাস্টিক ও পলিথিন আর নয়"–কারণসহ ব্যাখ্যা কর।
৪.৬ বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়?
৪.৭ দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লিখ।
৪.৮ বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গুলি কি কি?
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.