প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ভূগোলের সাজেশনস (Madhyamik Geography Suggestions 2023) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Geography Suggestions 2023
এর অন্তর্গত তৃতীয় অধ্যায় : বারিমন্ডল এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2023
ভূগোল
তৃতীয় অধ্যায় : বারিমন্ডল
১. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান ১
১.১ সমুদ্রের স্রোত সৃষ্টি নির্ভর করে–
ক) বায়ুপ্রবাহ
খ) মগ্ন চড়া
গ) পৃথিবীর পরিক্রমণ
ঘ) সবকটির ওপর
১.২ পেরু স্রোত দেখা যায়–
ক) প্রশান্ত মহাসাগরে
খ) ভারত মহাসাগরে
গ) আটলান্টিক মহাসাগরের
ঘ) সুমেরু মহাসাগরে
১.৩ একটি শীতল স্রোত হল–
ক) ব্রাজিল স্রোত
খ) বাহামা স্রোত
গ) পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত
ঘ) বেঙ্গুয়েলা স্রোত
১.৪ গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত–
ক) আটলান্টিক
খ) প্রশান্ত
গ) ভারত
ঘ) সুমেরু মহাসাগরে
১.৫ উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে–
ক) হিমপ্রাচীর
খ) হিমশৈল
গ) হিমানী সম্প্রপাত
ঘ) হিমগুল্ম
১.৬ মরা কোটাল হয়–
ক) পূর্ণিমা তিথিতে
খ) অমাবস্যা তিথি
গ) শুক্লো ও কৃষ্ণপক্ষের অষ্টমীতে
ঘ) পঞ্চমী তিথিতে
১.৭ দুটি মুখ্য ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময় পার্থক্য হলো–
ক) ১২ ঘন্টা
খ) ১২ ঘন্টা ২৬ মিনিট
গ) ২৪ ঘন্টা
ঘ) ২৪ ঘন্টা ৫২ মিনিট
১.৮ ভরা কোটাল যে তিথিতে হয় তা হল –
ক) অষ্টমী
খ) দশমী
গ) পঞ্চমী
ঘ) পূর্ণিমা
১.৯ প্রতিযোগ অবস্থানের সময় থাকে–
ক) অমাবস্যা
খ) পূর্ণিমা
গ) অষ্টমী
ঘ) পঞ্চমী তিথি
১.১০ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে–
ক) পেরিজি
খ) অ্যাপোজি
গ) পূর্ণিমা
ঘ) সিজিগি
২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ১
দুই-এক কথায় উত্তর দাও (মান ১)
২.১ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি?
২.২ পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটি?
২.৩ বেশি উষ্ণতার জল সমুদ্রে কোন স্রোত রূপে প্রবাহিত হয়?
২.৪ হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়?
২.৫ পৃথিবীতে দিনে কতবার জোয়ার ভাটা হয়?
২.৬ সমুদ্রস্রোতে চক্রগতি কে কি বলে?
২.৭ পৃথিবীর কোন বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়?
২.৮ নদীর মোহনা কোন আকৃতির হলে বান ডাকার তীব্রতা প্রবল হয়?
২.৯ ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়?
২.১০ জায়র কি?
৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন : প্রশ্নমান ২
৩.১ সমুদ্রস্রোত কাকে বলে?
৩.২ শৈবাল সাগর কি?
৩.৩ ভারত মহাসাগরে উত্তরভাগের স্রোতগুলি কোন কোন বাতাস দ্বারা প্রভাবিত হয়?
৩.৪ সমুদ্র তরঙ্গ কাকে বলে?
৩.৫ মগ্নচড়ার গুরুত্ব কি?
৩.৬ বানডাকা বলে?
৩.৭ মুখ্য জোয়ার কাকে বলে?
৩.৮ কোনো স্থানে দিনে দুবার জোয়ার হয় কেন?
৩.৯ মরা কোটাল কি?
৩.১০ সংযোগ ও প্রতিযোগ কি?
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৩
৪.১ সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখ।
৪.২ মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ লেখো।
৪.৩ ভরা কোটাল ও মরা কোটাল এর চিত্রসহ পার্থক্য নিরূপণ কর।
৪.৪ বান ডাকলে নৌ পরিবহন বিপদজনক কেন?
৪.৫ প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন?
৪.৬ উষ্ণ স্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখ।
৪.৭ টীকা লেখ গৌণ জোয়ার ।
৪.৮ নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন?
৪.৯ ভরা কটাল মরা কটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন?
৪.১০ প্রত্যেক দিন জোয়ার ভাটার সমান প্রবল হয় না কেন?
৫. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৫
৫.১ পৃথিবী ব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব গুলি আলোচনা করো।
৫.২ জোয়ার ভাটার ফলাফল এর বর্ণনা দাও।
৫.৩ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
৫.৪ দুটি মুখ্য জোয়ারের মধ্যে ২৪ ঘন্টা ৫২ মিনিটের সময় পার্থক্য হওয়ার কারণ কি?
৫.৫ চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা কর ।
Download Full PDF/download/button/#eb0229
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.