
প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023 Mathematics Suggestions) জন্য গণিত এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik Suggestions 2023 Math
আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে ।মাধ্যমিক সম্পাদ্য সাজেশনস 2023
গণিত
জ্যামিতি : সম্পাদ্য
1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : (প্রশ্ন মান 1)
(i) $\small \Delta ABC$ এর $\small \angle ABC=90^{o}$ এবং AB=6 সেমি, BC=8 সেমি, $\small \Delta ABC$ এর পরিব্যাসার্ধ হল -
(a) 10 সেমি
(b) 4 সেমি
(c) 4.5 সেমি
(d) 5 সেমি
(a) $\small 2\sqrt{3}$ সেমি
(b) $\small 3\sqrt{2}$ সেমি
(c) $\small \sqrt{3}$ সেমি
(d) 4 সেমি
(a) $\small \frac{5}{2}$ সেমি
(b) $\small 5$ সেমি
(c) $\small 6$ সেমি
(d) $\small 2$ সেমি
(a) 13 সেমি
(b) 10 সেমি
(c) 6.5 সেমি
(d) 5 সেমি
2. সত্য ও মিথ্যা নির্বাচন : (প্রশ্ন মান 1)
(i) সমকোণী ত্রিভুজের অতিভুজই হল ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ।
3. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্ন মান 5)
(i) একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো।
(ii) একটি ত্রিভুজের অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি, এবং 8 সেমি| এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো|
(iii) ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC=7 সেমি, AB=5 সেমি, এবং AC=6 সেমি | ABC ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো|
(iv) একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 4.5 সেমি এবং অপর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং ঐ ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো |
(v) $\small \Delta ABC$ এর AB=8 সেমি , BC=6 সেমি এবং $\small \angle ABC=60^{o}$ | ত্রিভুজটি আঁকো এবং ঐ ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করো |
(vi) ABC একটি ত্রিভুজ আঁকো যার AB=6 সেমি, BC=10 সেমি এবং $\small \angle ABC=45^{o}$ | ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো|
(vii) 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো এবং ঐ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো |
(viii) 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ঐ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো |
(ix) 10 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো |
(x) একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 6 সেমি, ঐ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো |
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.