নমস্কার প্রিয়ছাত্রছাত্রীরা,
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি এবছরের অর্থাৎ 2022 সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ।
Nobel Prize 2022 Winners List in Bengali
2022 সালের নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা |
বিভাগ | নোবেল প্রাপক | অবদান |
পদার্থবিদ্যা (Physics) | অ্যালেন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার, অ্যান্টন জেইলিঙ্গার | কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই তিন পদার্থবিজ্ঞানীকে । ‘এনট্যাঙ্গলড’ ফোটন কণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা, ‘বেল থিওরি’ খারিজ সংক্রান্ত গবেষণা ও ‘কোয়ান্টাম ইনফরমেশন সায়ান্স’ সংক্রান্ত বিষয়ে তাঁদের যুগান্তকারী সাফল্যের জন্য এবছর পদার্থবিদ্যায় নোবেল প্রাপক হলেন এই তিনজন বিজ্ঞানী । |
রসায়ন (Chemistry) | ক্যারোলিন আর. বার্তোজি (Carolyn R. Bertozzi), মর্টেন মেল্ডল ((Morten Meldal)) এবং কে. ব্যারি সার্পলেস (K. Barry Sharpless) | ক্লিক কেমিস্ট্রি এবং বায়োঅর্থোগোনাল কেমিস্ট্রিতে তাদের অভাবনীয় সাফল্যের জন্য এবছর রসায়নে তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে । |
চিকিৎসাবিদ্যা (Physiology or Medicine) | সান্তে পেবো (Svante Pääbo) | সান্তে পেবো হলেন সুইডেনের জিনতত্ত্ববিদ । মানবজাতির বিবর্তন নিয়ে তাঁর যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁকে ফিজিওলজি এবং মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে । |
সাহিত্য (Literature) | অ্যানি এরনো (Annie Ernaux) | এবছর সাহিত্যে নোবেল পেলেন ৮২ বছরের ফরাসি লেখিকা অ্যানি এরনো । নোবেল কমিটি জানিয়েছে, "অত্যন্ত সাহসিকতা ও তীক্ষ্ণতার সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের দুঃখ, কষ্টকে জনসমক্ষে এনেছেন তিনি । সামাজিক শ্রেণী বিভাজনের ক্ষেত্রে মানুষের যন্ত্রণা, হিংসা, অক্ষমতা প্রভৃতি বিষয়গুলিকে অ্যানি তাঁর প্রবন্ধে ফুটিয়ে তুলেছেন ।” |
নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize 2022) | এলস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski), "রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনাল মেমোরিয়াল” এবং “ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবারটিস” | ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মাঝে শান্তি স্থাপনের অনন্য নজির সৃষ্টির জন্য রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনাল মেমোরিয়াল এবং ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবারটিস সংস্থা দুটিকে এবছর নোবেল শান্তি পুরষ্কার দেওয়া হল । এছাড়াও নোবেল শান্তি পুরস্কার জিতলেন বেলারুশের মানবাধিকার রক্ষা কর্মী এলস বিয়ালিয়াতস্কি । |
অর্থনীতি ( Economic Sciences) | বেন বার্নানকে (Ben Bernanke), ডগলাস ডায়মন্ড (Douglas Diamond) এবং ফিলিপ ডিবভিগ (Philip Dybvig) | -- |

তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: nobel prize 2022 winners list, nobel prize 2022 list in bengali, nobel prize for peace, nobel prize winner peace, how many nobel prize winners from india, 2022 nobel prize winners list, nobel prize list, nobel prize 2022 winners list pdf, Nobel Prize in Economics 2022
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.