
প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ইতিহাসের সাজেশনস (Madhyamik History Suggestion 2023) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik History Suggestion 2023
এর অন্তর্গত তৃতীয় অধ্যায় : প্রতিরোধ ও বিদ্রোহ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2023
ইতিহাস
তৃতীয় অধ্যায় : প্রতিরোধ ও বিদ্রোহ
১.১ বেগারি প্রথা কি?
১.২ সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ কর।
১.৩ রানী শিরোমণি কে ছিলেন?
১.৪ দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ কবে শুরু হয়?
১.৫ ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি?
১.৬ কাদের বলা হত দিকু?
১.৭কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়?
১.৮ কোল বিদ্রোহে দুজন নেতার নাম লেখ।
১.৯ ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
১.১০ পাইক কাদের বলা হত?
১.১১ তিতুমীরের অনুগামীরা কি নামে পরিচিত ছিল?
১.১২ কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়?
১.১৩ সাঁওতাল বিদ্রোহের সময়কার উল্লেখ কর।
১.১৪ ফরাজি আন্দোলনের সময়কাল উল্লেখ কর।
১.১৫ নীল বিদ্রোহ বাংলার কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে?
১.১৬ মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখ।
১.১৭ ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখ।
১.১৮ তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত?
১.১৯ "উলগুলান" বলতে কী বোঝায়?
১.২০ উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি ছিল?
২. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 2
দুই-তিনটি বাক্যে উত্তর দাও২.১ বিপ্লব বলতে কী বোঝায়?
২.২ ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল?
২.৩ বারাসাত বিদ্রোহ কি?
২.৪ তিন কাঠিয়া প্রথা কি?
২.৫ মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
২.৬ দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখ।
২.৭ কোন কোন পত্রিকায় নীল চাষীদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হয়?
২.৮ নীল বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখ।
২.৯ নীল কমিশন কি উদ্দেশ্যে এবং কত ওজন সদস্য নিয়ে গঠিত হয়?
২.১০ জমিদার কৃষ্ণদেব প্রায় কেন তিতুমীরের শত্রু হয়ে ওঠেন?
২.১১ সাঁওতাল বিদ্রোহে ব্যর্থতা দুটি কারণ লেখ।
২.১২ খুৎকাঠি প্রথা কি?
২.১৩ নীল কমিশন কবে কেন কার উদ্যোগে গঠিত হয়েছিল?
২.১৪ দুদু মিঞা স্মরণীয় কেন?
২.১৫ এলাকা চাষ কি?
৩. বিশ্লেষণধর্মী প্রশ্ন : প্রশ্নমান 4
৩.১ ওয়াহাবিদের আদর্শ কি ছিল? বাংলার তিতুমীরের আন্দোলনের গুরুত্ব কি?
৩.২ সন্ন্যাসী ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য গুলি লেখ।
৩.৩ টীকা লেখ সাঁওতাল বিদ্রোহ।
৩.৪ টীকা লেখ ফরাজি আন্দোলন
৩.৫ পাগল পন্থীদের বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো।
৩.৬ নীল বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল?
৩.৭ চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল?
৩.৮ রানী শিরোমণি কিসের জন্য বিখ্যাত ছিল?
৩.৯ দামিন-ই কো বলতে কী বোঝায়?
৩.১০ নীল বিদ্রোহের ফলাফল লেখ।
৩.১১ ফরাজি আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা কর।
৩.১২ টীকা লেখ বারাসাত বিদ্রোহ।
৩.১৩ নীল বিদ্রোহের কারণ ও প্রভাব আলোচনা কর।
৩.১৪ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল?
৩.১৫ বাংলার ওয়াহাবী আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
৪. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান 8
15-16টি বাক্যে উত্তর দাও
৪.১ সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি?এই বিষয়ে গুরুত্ব নির্ণয় কর।
৪.২ নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ কর। ৪.৩ বাংলায় ওয়াহাবি আন্দোলনের অবদান আলোচনা কর।
৪.৪ বাংলার ওহাবী আন্দোলনের তিতুমীরের অবদান আলোচনা কর অথবা তিতুমীরের আন্দোলনের চরিত্র আলোচনা কর।
৪.৫ সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর।
৫. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : প্রশ্নমান 1
৫.১ সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল–
ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে
খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে
৫.২ রংপুর বিদ্রোহের নেতা ছিলেন –
ক) নুরুলউদ্দিন
খ) শিউরাম
গ) মজনু শাহ
ঘ) ফকির করিম শাহ
৫.৩ বিরসা মুন্ডা মারা যান–
ক) ম্যালেরিয়া রোগে
খ) কলেরা রোগে
গ) বসন্ত রোগে
ঘ) নিউমোনিয়া রোগে
৫.৪ হুল কথাটির অর্থ হলো–
ক) ঈশ্বর
খ) স্বাধীনতা
গ) অস্ত্র
ঘ) বিদ্রোহ।
৫.৫ মুন্নাদের কাছে ভগবান রূপে আখ্যায়িত হন–
ক) বিরসা মুন্ডা
খ) সুই মুন্ডা
গ) সিধু
ঘ) বীর সিং
৫.৭ তিতুমীরের প্রকৃত নাম ছিল–
ক) চিরাগ আলী
খ) হায়দার আলী
গ) মির নিশার আলী
ঘ) তোরাপ আলী।
৫.৮ আদিবাসী চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে–
ক) ছোটোনাগপুর অঞ্চলের
খ) দুমকা অঞ্চলে
গ) জঙ্গলমহল অঞ্চলের
ঘ) রাঁচি চক্রধরপুর অঞ্চলে
৫.৯ দাদন কথার অর্থ–
ক) অগ্রিম অর্থ নেওয়া
খ) পাট্টা দেওয়া
গ) ধার শোধ করা
ঘ) বেগার খাটা
৫.১০ কোল বিদ্রোহ( ১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল–
ক) মেদিনীপুরে
খ) ঝাড়গ্রামে
গ) ছোটনাগপুর
ঘ) রাঁচিতে
৫.১১ দাদন কথার অর্থ–
ক) অগ্রিম অর্থ নেওয়া
খ) পাট্টা দেওয়া
গ) ধার শোধ করা
ঘ) বেগার খাটা
৫.১২ ভারতের প্রথম অরণ্য আইন পাস করা হয়–
ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে,
ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
৫.১৩ হুল কথার অর্থ হলো–
ক) ঈশ্বর
খ) স্বাধীনতা
গ) অস্ত্র
ঘ) বিদ্রোহ
৫.১৪ ব্রিটিশরা "চোর ডাকাত" তকমা দিয়েছিল–
ক) চুয়ার বিদ্রোহীদের
খ) সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের
গ) মুন্ডা বিদ্রোহীদের
ঘ) বারাসাত বিদ্রোহীদের
৫.১৫ খুৎকাঠি প্রথা হল–
ক) খাস জমির মালিকানা
খ) জমিদারি প্রথা
গ) জমির যৌথ মালিকানা
ঘ) বেগার প্রথা
সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.