মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | দ্বিতীয় অধ্যায় - সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা | Madhyamik History Suggestion 2023 PDF Download

madhyamik-history-suggestion-2023-chapter2

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ইতিহাসের সাজেশনস (Madhyamik History Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik History Suggestion 2023 এর অন্তর্গত দ্বিতীয় অধ্যায় : সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2023

ইতিহাস

দ্বিতীয় অধ্যায় : সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

১. অতি সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নমান 2

১.১ নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

১.২ শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

১.৩ নীল বিদ্রোহের কাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

১.৪ প্রার্থনা সমাজের একজন নেতার নাম করো।

১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন?

১.৬ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

১.৭ বাংলার কোন শতকে নবজাগরণের শতক বলা হয়?

১.৮ কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়?

১.৯ রামকৃষ্ণ মিশন কে কবে কেন প্রতিষ্ঠা করেন?

১.১০ ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? 

১.১১ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?

১.১২ হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন?

১.১৩ নীলদর্পণ নাটক কোন পটভূমিকা লেখা হয়েছিল?

১.১৪ স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনের যোগ দিয়েছিলেন?

১.১৫  রাজা রামমোহন রায়ের সমাজ সেবামূলক নানা কাজকর্ম উল্লেখ কর।

১.১৬ কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

১.১৭ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা নাম লেখ?

১.১৮প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখ।

১.১৯বিজয়কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলন গড়ে তোলেন।

১.২০ কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ নির্মাণ আইন প্রবর্তিত হয়।

১.২১ নীল বিদ্রোহের কাহিনী কোন পত্রিকায় প্রথম প্রকাশ করেছিল?

১.২২ বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়?

১.২৩  আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে গড়ে তোলেন? 

১.২৪ নবজাগরণের সূচনা হয় কোথায়?

১.২৫ কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়?

 

২. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 2

দুই-তিনটি বাক্যে উত্তর দাও

২.১ ব্রাহ্ম সমাজের যেকোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজে উল্লেখ কর।

২.২ ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

২.৩ নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের উদ্দেশ্য কি ছিল?

২.৪ প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে?

২.৫ কবে কি উদ্দেশ্যে "ক্যালকাটা স্কুল বুক সোসাইটি" প্রতিষ্ঠিত হয়?

২.৬ "তিন আইন" কি?

২.৭ হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন?

২.৮ টীকা লেখ ইয়ং বেঙ্গল 

২.৯ নব্য বেদান্ত কি?

২.১০ ভারতীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হলো কেন?

২.১১ প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো।

২.১২ বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কি ছিল?

২.১৩ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি বিষয়বস্তু কি ছিল?

২.১৪ মেকলে মিনিট কি?

২.১৫ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?

 

৩. বিশ্লেষণধর্মী প্রশ্ন : প্রশ্নমান 4

৩.১ নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা কর।

৩.২ টীকা লেখ এ দেশের ইংরেজি শিক্ষা বিস্তারে ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক।

৩.৩ উনিশ শতকে বাংলা নবজাগরণ বিতর্ক আলোচনা কর।

৩.৪ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রভাব আলোচনা কর।

৩.৫ পরিস্রাবণ তত্ত্ব বলতে কী বোঝায়? অথবা, ক্রম নিম্ন পরিশ্রুত নীতি টি কি?

৩.৬ নারী সমাজে কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান কি ছিল?

৩.৭ টীকা লেখ চার্লস উডের নির্দেশ নামা।

৩.৮ আলিগড় আন্দোলনে প্রবর্তক কে শিক্ষা বিস্তারে এই আন্দোলনে অবদান ইউরোপ ছিল রাজনীতির ক্ষেত্রে এই আন্দোলনে ফলাফল আলোচনা কর।

৩.৯ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা কর।

৩.১০ রাজা রামমোহন রায় কে বাংলার "নবজাগরণের অগ্রদূত" বলা হয় কেন?

৩.১১ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা কর।

৩.১২ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়?

৩.১৩ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল?

৩.১৪ টীকা লেখ লালন ফকির।

৩.১৫ রাজা রামমোহন রায় কে বাংলা নবজাগরণে অগ্রদূত বলা হয় কেন?

 

. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান 8

15-16টি বাক্যে উত্তর দাও 

৪.১ বাংলা নবজাগরণের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। অথবা, উনি শতকে বাংলা নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা কর।

৪.২ পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান আলোচনা কর।

৪.৩ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিশ্লেষ সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা কর।

৪.৪ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ও নীলদর্পণ নাটকে কিভাবে উনিশ শতকের বাংলা কৃষক আন্দোলনকে তুলে ধরা হয়েছে?

৪.৫ ব্রাহ্ম আন্দোলনে বিবর্তন বিভাজন ও বৈশিষ্ট্য আলোচনা কর।

 

৫. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : প্রশ্নমান 1

৫.১ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন–

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর 

খ) রাধাকান্ত দেব 

গ) কেশব চন্দ্র সেন 

ঘ) শিবরাম শাস্ত্রী 

 

৫.২ নীলদর্পণ রচনা করেন– 

ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায় 

খ) দীনবন্ধু মিত্র 

গ) মধুসূদন গুপ্ত 

ঘ) কালীপ্রসন্ন সিং

 

৫.৩ হিন্দু কলেজের বর্তমান নাম– 

ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 

খ) সুরেন্দ্রনাথ কলেজে 

গ) রামমোহন কলেজ 

ঘ) বিদ্যাসাগর কলেজ

 

৫.৪ কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন–

ক) উইলিয়াম বেন্টিং 

খ) ক্যানিং 

গ) ডালহৌসি 

ঘ) ওয়লেসলি 

 

৫.৫ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন–

ক)  ডালহৌসি 

খ) ওয়েলেসলি 

গ) ক্যানিং 

ঘ) লিটন 

 

৫.৬ কেশব চন্দ্র সেন সম্পাদিত পত্রিকার নাম–

ক) হিন্দু প্যাট্রিয়ট

খ)  ইন্ডিয়ান মিরর 

গ) ন্যাশনাল পেপার 

ঘ) সোমপ্রকাশ 

 

৫.৭ স্বামীজীর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন–

ক)  ১৮৯০ খ্রিস্টাব্দে 

খ) ১৮৯৫ খ্রিস্টাব্দ 

গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে

 

৫.৮ আধুনিক ভারতের জনক বলা হয়–

ক)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

খ) রামমোহন রায়কে

গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে 

ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে 

 

৫.৯ সতীদাহ প্রথা রদ হয়– 

ক) ১৮২৮ খ্রিস্টাব্দে 

খ) ১৮২৯ খ্রিস্টাব্দে 

গ) ১৮৩০ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

 

৫.১০ উনিশ শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন–

ক)  অশোক মিত্র 

খ) যদুনাথ সরকার 

গ) রমেশ চন্দ্র দত্ত

ঘ) বিনয় ঘোষ

 

৫.১১ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন–

ক) দয়ানন্দ সরস্বতী 

খ) কেশবচন্দ্র সেন 

গ) স্বামী বিবেকানন্দ 

 ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

 

৫.১২ দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন–

ক) ১৮৩০ খ্রিস্টাব্দে 

খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে 

গ) ১৮৪৩ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দে

 

৫.১৩ উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী একটি সাময়িক পত্র। কারণ এটি–

ক)  বাংলা ভাষায় প্রকাশিত হতো 

খ) মাসিক পত্রিকা 

গ) রাজনৈতিক পত্রিকা 

ঘ) দৈনিক পত্রিকা

 

৫.১৪ যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন–

ক) নব্য বেদান্তবাদের আদর্শ 

খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ 

গ) পৌত্তলিকতার আদর্শ 

ঘ) নবজাগরণের আদর্শ

 

৫.১৫ উনিশ শতকে নবজাগরণ কে ঐতিহাসিক প্রতারণা বলেছেন–

ক) অশোক মিত্র 

খ) যদুনাথ সরকার 

গ) রমেশচন্দ্র দত্ত 

ঘ) বিনয় ঘোষ

সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamik history suggestion 2023, madhyamik suggestion 2023, madhyamik history suggestion 2023, দ্বিতীয় অধ্যায় : সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023, madhyamik history suggestion 2023 pdf, history suggestion madhyamik 2021, madhyamik suggestion 2023
 
 
© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post