মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | সপ্তম অধ্যায় : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

wbbse-madhyamik-suggestion-history-2023-chapter7

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ইতিহাসের সাজেশনস (Madhyamik History Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik History Suggestion 2023 এর অন্তর্গত সপ্তম অধ্যায় : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2023

ইতিহাস

সপ্তম অধ্যায় : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

১. অতি সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নমান 2

১.১ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত যে কোন একজন নেতার নাম লেখ।

১.২ কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?

১.৩ রানী ঝাঁসি বিগ্রেড কে গঠন করে?

১.৪ কোন বিপ্লবী দলের সঙ্গে বিনয় বাদল দীনেশ যুক্ত ছিলেন?

১.৫ পুলিনবিহারী দাস কে ছিলেন?

১.৬ কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত?

১.৭ দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন?

১.৮ বাসুদেব বলবন্ত ফাদকে কে ছিলেন?

১.৯ কে কবে সত্যশোধক সমাজ গড়ে তোলেন?

১.১০ ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

১.১১ বীণা দাস কি জন্য স্মরণীয়?

১.১২ ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়?

১.১৩ বয়কট আন্দোলনের মূল দাবি কি ছিল?

১.১৪ ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? তিনি কোন ঘটনায় অভিযুক্ত ছিলেন?

১.১৫ হরিজন পত্রিকার সম্পাদক কে?

 

২. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 2

দুই-তিনটি বাক্যে উত্তর দাও

২.১ লক্ষীর ভান্ডার কেন গঠিত হয়?

২.২ ডান্ডি মার্চ কি?

২.৩ ছাত্রী সংঘ কি?

২.৪ পুনা চুক্তির শর্ত কি ছিল?

২.৫ অসহযোগ আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম লেখ।

২.৬ অরবিন্দযুদ্ধ কি?

২.৭  মাদাম কামা কেন বিখ্যাত?

২.৮ সাম্প্রদায়িক বাটোয়ারা কি?

২.৯ লীলা রায় বিখ্যাত কেন?

২.১০ কোন ঘটনার জন্য কারা কবে অপারেশন ফ্রিডম শুরু করার সিদ্ধান্ত নেন?

২.১১ দুজন দলিত নেতার নাম লেখ।

২.১২ রশিদ আলী দিবস কেন পালিত হয়?

২.১৩ ছাত্রী সংঘ কেন গড়ে ওঠে? 

২.১৪ মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেনো?

২.১৫ বীণা দাশ বিখ্যাত কেন?

 

৩. বিশ্লেষণধর্মী প্রশ্ন : প্রশ্নমান 4

৩.১ বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয়?

৩.২ টীকা লেখ বেঙ্গল ভলেন্টিয়ার্স

৩.৩ গান্ধিজী নারী সমাজকে রাজনৈতিক আন্দোলনে কেন এবং কিভাবে যুক্ত করেন?

৩.৪ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দিপালী সংঘের অবদান বিশ্লেষণ কর।

৩.৫ অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর।

৩.৬ টীকা লেখ: ভগৎ সিং

৩.৭ টীকা লেখ: রশিদ আলী দিবস

৩.৮ দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আবেদন বিতর্ক নিয়ে একটি টীকা লেখ।

৩.৯ আজাদ হিন্দ বাহিনী সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন কর।

৩.১০ সূর্যসেন ভগৎ সিং এর সংগ্রাম গান্ধী চালিত সংগ্রাম থেকে কতটা আলাদা ছিল?

 

. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান 8

15-16টি বাক্যে উত্তর দাও 

৪.১ বাংলায় নমঃশূদ্র আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ দাও।

৪.২ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর।

৪.৩ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ।

৪.৪ বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদেরকে ভূমিকা ছিল?

৪.৫ বিংশ শতকে ভারতে নারীর আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখ।

৪.৬ নারী বিপ্লববাদে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা তত্ত্বের ভূমিকা কি ছিল?

 

৫. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : প্রশ্নমান 1

৫.১ দিপালী সংঘ প্রতিষ্ঠিত হয়–

ক) কলকাতায় 

খ) ঢাকায় 

গ) বহরমপুরে 

ঘ) শিলিগুড়িতে

 

৫.২ গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন–

ক) মাতঙ্গিনী হাজরা

খ)সরোজিনী নাইডু 

গ) বীনা দাস

ঘ) কস্তুরবা গান্ধী

 

৫.৩ অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন-

ক) সরোজিনী নাইডু 

খ) অ্যানি বেসান্ত 

গ) ভগিনী নিবেদিতা 

ঘ) মাদাম কামা

 

৫.৪ প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন– ক) সরোজিনী নাইডু 

খ) মুথলক্ষ্মী রেড্ডি 

গ) বি আর আম্বেদকর 

ঘ) বেগম ইয়াকুব হাসান

 

৫.৫ ঝাঁসির রানী বিগ্রেডের নেতৃত্ব দেন–

ক) কল্পনা দত্ত 

খ) লক্ষ্মী স্বামীনাথন 

গ) লীলা নাগ 

ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার

 

৫.৬ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন–

ক) শচীন্দ্রপ্রসাদ বসু 

খ) বাদল গুপ্ত 

গ) সতীশচন্দ্র বসু 

ঘ) নারায়ন গঙ্গোপাধ্যায়

 

৫.৭ মাতঙ্গিনী হাজরা ভারতছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে–

ক) তমলুক 

খ) সুতাহাটা 

গ) বরিশাল 

ঘ) পুরুলিয়া 

 

৫.৮ বাংলা নমঃশূদ্ররা ছিলেন মূলত–

ক) শিক্ষক 

খ) কারখানা শ্রমিক 

গ) পুরোহিত শ্রেণী

ঘ) কৃষিজীবী

 

৫.৯ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন–

ক) সরোজিনী নাইডু 

খ) লীলা নাগ 

গ) উর্মিলা দেবী 

ঘ) বাসন্তী দেবী 

 

৫.১০ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল–

ক) মালাবারে 

খ) মাদ্রাজে 

গ) মহারাষ্ট্রে 

ঘ) গোদাবরী উপত্যকায়

 

সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamik history suggestion 2023, madhyamik suggestion 2023, madhyamik history suggestion 2023, সপ্তম অধ্যায় : বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023, madhyamik history suggestion 2023 pdf, history suggestion madhyamik 2021, madhyamik suggestion 2023
 
 
© Pothon Pathon Online

 

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post