মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 | অষ্টম অধ্যায় : উত্তর-ঔপনিবেশিক ভারত - বিংশ শতকের দ্বিতীয় পর্ব | Madhyamik History Suggestion 2023

madhyamik-history-suggestion-2023-chapter8
 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ইতিহাসের সাজেশনস (Madhyamik History Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik History Suggestion 2023 এর অন্তর্গত অষ্টম অধ্যায় : উত্তর-ঔপনিবেশিক ভারত - বিংশ শতকের দ্বিতীয় পর্ব এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2023

ইতিহাস

অষ্টম অধ্যায় : উত্তর-ঔপনিবেশিক ভারত

বিংশ শতকের দ্বিতীয় পর্ব

১. অতি সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নমান 2

১.১ কাশ্মীরে কবে যুদ্ধ বিরোধী ঘটে? 

১.২ ভিপি মেনন কে?

১.৩ দেশীয় রাজ্য দপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?

১.৪ মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে প্রকাশিত হয়?

১.৬ ভারতীয় সংবিধানে ১৯৬৭ খ্রিস্টাব্দের পঞ্চম ভাষা হিসেবে কোন ভাষা স্বীকৃত হয়েছিল?

১.৭ কোন সময়কাল পুনর্বাসনের যুগ নামে পরিচিত?

১.৮ পাঞ্জাব কে কত সালে দ্বিখণ্ডিত করা হয়?

১.৯ দেশীয় রাজ্য বলতে কী বোঝো? 

১.১০ মধ্যপ্রদেশ থেকে কবে ছত্রিশগড় পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে?

১.১১ ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কি নামে পরিচিত ছিল? 

১.১২ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কি?

১.১৩ বিশ্ব মাতৃ দিবস কবে পালিত হয়?

১.১৪ কোন বছর থেকে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছে?

১.১৫ বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা কটি? 

১.১৬ কোন দিন থেকে ভারত বিভাগ কার্যকর হলো 

১.১৭ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?

১.১৮ কবে কার নেতৃত্বে হায়দ্রাবাদ রাজ্যটির ভারতীয় সেনা দখল করে?

১.১৯ কে গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন? 

১.২০ প্রিভি পার্স কি?

 

২. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 2

দুই-তিনটি বাক্যে উত্তর দাও

২.১ মাউন্টব্যাটেন প্রস্তাব কি?

২.২ LOC কী?

২.৩ উদ্বাস্তু কারা?

২.৪ আজাদ কাশ্মীর কি?

২.৫ ডোমিনিয়ন স্ট্যাটাস কি?

২.৬ কোন কোন ভূখণ্ড নিয়ে পাকিস্তান রাষ্ট্র গড়ে ওঠে?

২.৭ দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো?

২.৮ পেপসু কি?

২.৯ হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল?

২.১০ টীকা লেখ: দেশবিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা।

২.১১ কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?

২.১২ টীকা লেখ: রাজ্য পুনর্গঠন আইন।

২.১৩ অপারেশন পোলো কি?

২.১৪ পেপসু কি?

২.১৫ কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?

২.১৬ সর্দার প্যাটেল কে "ভারতের লৌহমানব" বলা হয় কেন?

২.১৭ টীকা লেখ: JVP কমিটি

২.১৮ দার কমিশন কেন গঠিত হয়েছিল?

 

৩. বিশ্লেষণধর্মী প্রশ্ন : প্রশ্নমান 4

৩.১ দেশের রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সরদার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা আলোচনা কর।

৩.২ স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনরায় গঠিত হয়েছিল?

৩.৩ স্বাধীনতা লাভের পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল?

৩.৪ দেশীয় রাজ্যগুলির ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির ব্যাপারে যে বিতর্কে সৃষ্টি হয়েছিল তা পর্যালোচনা কর।

৩.৫ জুনাগড় রাজ্যটি কিভাবে ভারত ভুক্ত হয়?

৩.৬  সংক্ষিপ্ত টীকা লেখ দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা।

৩.৭ হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল?

৩.৮  কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়?

৩.৯ পর্তুগিজ ও ফরাসি উপনিবেশগুলি কখন কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?

৩.১০ টীকা লেখ: JVP কমিটি

 

. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান 8

15-16টি বাক্যে উত্তর দাও 

৪.১ রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে যা জানো লেখো।

৪.২ কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়?

৪.৩ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল?

৪.৪ উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গের সমাজ ও অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল?

৪.৫ দেশভাগ ও দেশ ত্যাগের স্মৃতি আত্মজীবনী ও স্মৃতিকথার কোন দিক গুলি তুলে ধরেছিল?

 

৫. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : প্রশ্নমান 1

৫.১ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল-

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

খ) ১৯৫০ খ্রিস্টাব্দে

গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

 

৫.২ দেশীয় রাজ্য ছিল না–

ক) বোম্বে

খ) ভোপাল

গ) হায়দ্রাবাদ

ঘ) জয়পুর

 

৫.৩ হায়দ্রাবাদের শাসক ছিলেন–

ক) লায়েক আলী

খ) নিজাম

গ) হরি সিং

ঘ) শেখ আবদুল্লা

 

৫.৪ স্বাধীনতা লাভের সময় ভারতে ফরাসি উপনিবেশ ছিল

ক) গোয়া

খ) পন্ডিচেরি

গ) দমন 

ঘ) দিউ

 

৫.৫ ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্য সংখ্যা ছিল

ক) ৫৬২

খ) ৫৯১

গ) ৬০১

ঘ) ৬১১

 

৫.৬ উদ্বাস্তু বইটির লেখক হলেন

ক) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়

খ) নীরদ সি চৌধুরী

গ) বুদ্ধদেব বসু

ঘ) খুশবন্ত সিং

 

৫.৭ ভারত বিভাগের সময় গভর্নর জেনারেল ছিলেন

ক) লর্ড ক্যানিং

খ) লর্ড মিন্ট

গ) মাউন্টব্যাটেন

ঘ) ওয়াভেল

 

৫.৮ ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযানের নেতৃত্ব দেন

ক) বল্লভভাই প্যাটেল

খ) কাশেম রিজভি

গ) জে এন চৌধুরী

ঘ) ওসমান আলী খান

 

৫.৯ জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়–

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

 

৫.১০ রাজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী গড়ে ওঠে

ক) জুনাগড়ে

খ) হায়দ্রাবাদে

গ) মহীশূরে

ঘ) কাশ্মীরে

 

সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamik history suggestion 2023, madhyamik suggestion 2023, madhyamik history suggestion 2023, অষ্টম অধ্যায় : উত্তর-ঔপনিবেশিক ভারত - বিংশ শতকের দ্বিতীয় পর্ব, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023, madhyamik history suggestion 2023 pdf, history suggestion madhyamik 2021, madhyamik suggestion 2023
 
 
© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post