প্রিয়
ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ইতিহাসের সাজেশনস (Madhyamik History Suggestion 2023) জন্য । আমরা
চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই
আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র
পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik History Suggestion 2023
এর অন্তর্গত পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া
হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব
গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি
সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।
মাধ্যমিক সাজেশনস 2023
ইতিহাস
পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ
১.১ তারকানাথ পালিত কারিগরি বিদ্যা চর্চার উদ্দেশে কোন সংস্থা প্রতিষ্ঠা করেন?
১.২ জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়?
১.৩ পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
১.৪ রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা কার দ্বারা প্রভাবিত?
১.৫ রমন এফেক্ট কে আবিষ্কার করেন?
১.৬ বর্ণপরিচয় কে রচনা করেন?
১.৭ কে ছাপাখানার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন?
১.৮ কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
১.৯ স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখ।
১.১০ "শিক্ষার হেরফের" প্রবন্ধটি কার রচনা?
১.১১ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা কে ছিল?
১.১২ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি পত্রিকা একটি গ্রন্থে নাম লেখ।
১.১৩ জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা কে?
১.১৪ ছেলেদের রামায়ণ কোন ছাপাখানা থেকে প্রকাশিত হয়?
১.১৫ বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কবে?
২. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 2
দুই-তিনটি বাক্যে উত্তর দাও২.১ শ্রীরামপুর ত্রয়ী কারা?
২.২ শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
২.৩ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি?
২.৪ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন?
২.৫ জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কি ছিল?
২.৬ বাংলায় ছাপাখানা স্থাপনের প্রথম যুগে দুটি সমস্যার কথা উল্লেখ কর।
২.৭ দিক দর্শন কবে কোথায় প্রথম ছাপা হয়?
২.৮ বাংলার ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানার প্রতিষ্ঠার কারণ কি ছিল?
২.৯ বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কি ছিল?
২.১০ রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন?
২.১১ চালস্ উইলকিনস কে ছিলেন?
২.১২ কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়?
২.১৩ রামমোহন রায় প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখ।
২.১৪ শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
২.১৫ আদর্শ অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রমিক শিক্ষাব্যবস্থা চালু করেন?
৩. বিশ্লেষণধর্মী প্রশ্ন : প্রশ্নমান 4
৩.১ বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা কর।
৩.২ টীকা লেখ বসু বিজ্ঞান মন্দির।
৩.৩ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর।
৩.৪ বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডঃ মহেন্দ্রলাল সরকারের অবদান ছিল।
৩.৫ স্বদেশী আন্দোলনে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কি ছিল?
৩.৬ কার্লাইল সার্কুলার কি এন্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করে?
৩.৭ বাংলার প্রথম দিককার মুদ্রকরদের দিয়ে সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৩.৮ জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণ কি?
৩.৯ বিশ্বভারতীর প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও।
৩.১০ ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখ।
৪. রচনাধর্মী প্রশ্ন : প্রশ্নমান 8
15-16টি বাক্যে উত্তর দাও
৪.১ ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা কর।
৪.২ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪.৩ বিজ্ঞানচর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ কর।
৪.৪ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের অবদান আলোচনা কর।
৪.৫ উপনিবেশিক শিক্ষা অবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? তার সমালোচনা কিভাবে করা হয়?
৫. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন : প্রশ্নমান 1
৫.১ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন–
ক) জগদীশচন্দ্র বসু
খ) সত্যেন্দ্রনাথ বসু
গ) চন্দ্রমুখী বসু
ঘ) আনন্দ মোহন বসু
৫.২ ভারতের প্রথম ছাপাখানার প্রতিষ্ঠা করেছিলেন–
ক) ইংরেজরা
খ) পর্তুগিজরা
গ) ফরাসিরা
ঘ) ওলন্দাজ রা
৫.৩ বাংলা ভাষার প্রথম বই ছাপা হয়
ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে।
৫.৪ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন –
ক) অরবিন্দ ঘোষ
খ) সতীশচন্দ্র বসু
গ) যোগেশচন্দ্র ঘোষ
ঘ) প্রমথনাথ বসু
৫.৫ বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয়–
ক) ১৮২০ খ্রিস্টাব্দে
খ) ১৮১২ খ্রিস্টাব্দে
গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৮২৫ খ্রিস্টাব্দে
৫.৬ আধুনিক ছাপাখানার জনক বলে পরিচিত–
ক) গুটেনবার্গ
খ) উইলিয়াম কেরি
গ) মাশম্যান
ঘ) জন ম্যাক
৫.৭ বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল–
ক) ১৮৫০ খ্রিস্টাব্দ
খ) ১৮৫৫ খ্রিস্টাব
গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
৫.৮ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়–
ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
গ) ১৯১১ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে,
৫.৯ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়–
ক) ১৯০৬ খ্রিস্টাব্দে
খ) ১৯২৪ খ্রিস্টাব্দে
গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
৫.১০ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন–
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
সম্পূর্ণ PDF ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.