Madhyamik Bengali Suggestion 2023 | গল্প | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

wbbse-madhyamik-suggestion-2023-bengali-pdf-download

 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার বাংলা সাজেশনস (Madhyamik Bengali Suggestion 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Bengali Suggestion 2023 এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2023

বাংলা

জ্ঞানচক্ষু

১. বহুবিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন (MCQ Type) :

১.১ "ছোটমাসি সেই দিকে ধাবিত হয়।" ছোট মাসি ধাবিত হয় –

(ক) ছোট মেসোর দিকে

(খ) রান্না ঘরের দিকে

(গ) তপনের দিকে

(ঘ) ছাদের দিকে

 

১.২ তপনের লেখা গল্প তার মেসোমশাই কে দিয়েছিল – 

(ক) মা

(খ) বড় মাসী

(গ) ছোট মাসী

(ঘ) বাবা

 

১.৩ "রত্নের মূল্য জহুরির কাছেই।" এখানে জহুরী বলা হয়েছে –

(ক) তপনের মাসিকে

(খ) তপনের বাবাকে

(গ) তপনের মাকে

(ঘ) তপনের নতুন মেসো মশাই কে.

 

১.৪ "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা" উপযুক্ত কাজটা হলো –

(ক) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া

(খ) তপনের গল্পটা কারেকশন করে দেওয়া

(গ) তপনকে লেখায় উৎসাহ দেওয়া

(ঘ) তপনকে গল্প লেখার নিয়ম কানুন শিখিয়ে দেওয়া

 

১.৫ মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক কে চিনতেন ?

(ক) সাহিত্যচর্চা

(খ) ভারতী

(গ) শুকতারা

(ঘ) সন্ধ্যা তারা

 

১.৬ ছোট মেসো মশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন ?

(ক) আরো একটা গল্প লেখার কথা

(খ) আরো দুটো গল্প দেওয়ার কথা

(গ) এই গল্পটা একটু কারেকশন করার কথা

(ঘ) কোনটাই নয়

 

১.৭ ছোটমেসো শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কারণ –

(ক) ছোটমাসির শরীর ভালো ছিল না

(খ) তাঁর কলেজের ছুটি চলছিল

(গ) কিছু জরুরী কাজ ছিল তাঁর

(ঘ) কোনটাই নয়

 

১.৮ লেখার আসল মূল্য বুঝবে –

(ক) ছোটমাসি

(খ) ছোটমেসো

(গ) বড়মেসো

(ঘ) তপনের মা

 

১.৯ "যেনো নেশায় পেয়েছে।"—তপন কে যে নেশায় পেয়েছে তা হল –

(ক) টিভি দেখার

(খ) গল্পের বই পড়ার

(গ) ক্রিকেট খেলার

 (ঘ) গল্প লেখার

 

১.১০ নিজের গল্প পড়ে তপনের কিরূপ অবস্থা হয়েছিল ? —

(ক) আনন্দে আপ্লুত হয়েছিল

(খ)  গায়ে কাঁটা দিয়ে ছিল

(গ) চোখে জল এসেছিল

(ঘ) অবাক হয়ে গিয়েছিল

 

১.১১ "তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।" কথাটি বলেছেন তপনের —

(ক) বাবা

(খ) মেজকাকু

(গ) ছোটকাকু

(ঘ) তপনের মাসি

 

১.১২ চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে — 

(ক) সকালে

(খ) বিকালে

(গ) রাতে

(ঘ) সন্ধ্যায়

 

১.১৩ "এদেশে কিছু হবে না"— একথা বলেন –

(ক) তপন

(খ) ছোটমেসো

(গ) ছোটমাসি

(ঘ) বাবা

 

১.১৪ গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে –

(ক) সাহিত্যিক, কথাশিল্পী

(খ) কবি, গল্পকার, কথাশিল্পী

(গ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী

(ঘ) সাহিত্যিক

 

১.১৫ "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা"– উপযুক্ত কাজটি হল –

(ক) তপনকে গল্প লেখা শেখানো

(খ) তপনকে গল্প লিখে দেওয়া

(গ) তপনের গল্পের সংশোধন করে দেওয়া

(ঘ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া


বহুরূপী

১. বহুবিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন (MCQ Type) :

১.১বহুরূপী গল্পটি কার লেখা –

 (ক) রবীন্দ্রনাথ ঠাকুর 

(খ) কাজী নজরুল ইসলাম 

(গ) সুবোধ ঘোষ 

(ঘ) শঙ্খ ঘোষ

২. জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরে ছিলেন ?

(ক) আট দিন

(খ) সাত দিন

(গ) চার দিন

(ঘ) দশ দিন

 

৩. সন্ন্যাসী কোথায় থাকতেন?

(ক) হিমালয়ের গুহাতে

(খ) জঙ্গলে 

(গ) মানস সরোবর এর কাছে 

(ঘ) কোনোটিই নয়

 

৪. পাগলকে দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল– 

(ক) বাসস্ট্যান্ডের কাছে 

(খ) অটো স্ট্যান্ডের কাছে 

(গ) হরিদার বাড়ির কাছে 

(ঘ) জগদীশবাবুর দালানবাড়ীতে

 

৫. হরিদা বাইজি সাজলে তাকে একটা সিকি দিয়েছিল–

(ক) ভবতোষ

(খ) বাসের ড্রাইভার

(গ) দোকানদার

(ঘ) স্কুলের মাষ্টার

 

৬. লিচু বাগানটা ছিল–

(ক) দয়ালবাবুর

(খ) জগদীশবাবুর

(গ) ভবতোষ বাবুর

(ঘ) অনাদির

 

৭.হরি দা বহুরূপী সেজে গিয়েছিল–

(ক) দয়াল বাবুর বাড়িতে

(খ) ভবতোষ বাবুর বাড়িতে

(গ) অনাদির বাড়ি

(ঘ) জগদীশ বাবুর বাড়িতে

 

৮. পাড়ার ছেলে কিসের চাঁদা নেওয়ার জন্য জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল?

(ক) স্পোর্ট এর

(খ) দুর্গাপুজোর

(গ) কালীপুজোর

(ঘ) কোনটাই নয়

 

৯. কথকদের আড্ডা বসত–

(ক) হরিদার ঘরে

(খ) জগদীশবাবুর বাড়ি

(গ) রাস্তার ধারে

(ঘ) ভবতোষ বাবুর দালান বাড়িতে

 

১০. কে এসে স্কুলের ছেলেদের ছড়িয়ে নিয়ে গেল–

(ক) দারোয়ান

(খ) স্কুল মাস্টার

(গ) হরি দা

(ঘ) জগদীশ বাবু

 

২. অতি সংক্ষিপ্ত প্রশ্ন: 

২.১ লেখক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিলেন?

২.২ "আক্ষেপ করেন হরিদা"– হরিদার আক্ষেপের কারণ কি?

২.৩ জগদীশবাবু তীর্থ ভ্রমণের  জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন?

২.৪ বিরাগী কাকে "পরম সুখ" বলেছেন?

২.৫ "গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা"– হরিদা কোন গল্প শুনেছেন?

২.৬ "এটা আমার প্রাণের অনুরোধ"– বক্তা কোন কথাকে প্রাণের অনুরোধ বলেছিলেন?

২.৭ "তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়"– কিসে ঢং নষ্ট হয়ে যায়?

২.৮ "কি অদ্ভুত কথা বললেন হরিদা"– হরিদার বলা অদ্ভুত কথাটি কি ছিল?

২.৯ "হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়ে এরকম চলে যাচ্ছে"– কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে?

২.১০ "চমকে উঠলেন জগদীশবাবু"– জগদীশ বাবুর চমকে ওঠার কারণ কি?


৩. ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন: (৬০টি শব্দে)

৩.১ "খুব উঁচু দরের সন্ন্যাসী"– সন্ন্যাসীর পরিচয় দাও। ৩

৩.২ "কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনেই পছন্দই নয়"– কোন ধরনের কাজ হরিদার পছন্দের ছিল না? সেই কাজের পরিবর্তে তিনি কি কি কাজ পেতে পারতেন? ১+২

৩.৩ "জগদীশবাবু যে কি কান্ড করছেন শোনেননি হরিদা"– জগদীশ বাবুকে? কান্ডটি কি? ১+২

৩.৪ "খুবই গরীব মানুষ হরিদা"– হরিদার পরিচয় দাও? তার দারিদ্র ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাষিত হয়েছে? ১+২

৩.৫ "তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়"– ঢং বলতে কী বোঝানো হয়েছে? কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়?

৩.৬ "অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা"– কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কান্ডটি বিস্ময়কর কেন? ১+২

৩.৭ কিভাবে বোঝা গেল বিরাগীর আসল পরিচয়?৩

৩.৮ "পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি"– কোন ঘটনা জানতে স্কুলের মাস্টারমশাইয়ের বাকি থাকে নি? এতে মাস্টারমশাই এর কি প্রতিক্রিয়া হয়েছিল? ১+২

৩.৯ "হরির কান্ড"– উৎস নির্দেশ কর। কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কান্ডটি কে ঘটিয়েছিল? ১+১+১

৩.১০ "সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে বের হন হরিদা"– বহুরূপী কাকে বলে? ৩

 

৪. রচনাধর্মী প্রশ্ন: 

৪.১ "হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে"– হরিদা কে? তার জীবনে নাটকীয় বৈচিত্র্য সংক্ষিপ্ত বর্ণনা কর। ১+৪

৪.২ "তেমনই অনায়াসে সোনাও মাড়িয়া চলে যেতে পারি"– উক্তিটি কার? কোন প্রসঙ্গে তার এই মন্তব্য? মন্তব্যের আলোকে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা  কর। ১+১+৩

৪.৩ "তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়"– বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ কর। ৫

৪.৪ বহুরূপী গল্পে নামকরণের সার্থকতা বিচার কর।

৪.৫ জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা কর।

৪.৬ বহুরূপী কাদের বলে? বহুরূপী গল্পে বর্ণিত বহুরূপী চরিত্রটি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা কর। ১+৪

৪.৭" আমার অপরাধ হয়েছে"– বক্তা কে? তার কোন অপরাধের কথা এখানে বলা হয়েছে? ১+৪


পথের দাবী

১. বহুবিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন (MCQ Type) :

১.১ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত শরৎচন্দ্রের উপন্যাস টি হল –

(ক) পথের দাবী

(খ) শেষ প্রশ্ন

(গ) গৃহদাহ

(ঘ) চরিত্রহীন

 

১.২ তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল –

(ক) রেঙ্গুন

(খ) কলকাতা

(গ) দিল্লি

(ঘ) কোনোটিই নয়

 

১.৩ নিজের নাম কি বলেছিলেন –

(ক) সব্যসাচী মল্লিক

(খ) সব্যসাচী চক্রবর্তী

(গ) নিমাইবাবু

(ঘ) অপূর্ব রায়

 

৪. গিরীশ মহাপাত্রের মাথায় ছিল –

(ক) টিনের তোরঙ্গ

(খ) কম্বল জড়ানো বেডিং

(গ) বিছানার বান্ডিল

(ঘ) বড়ো সুটকেস

 

১.৫ গিরীশ মহাপাত্রের বুকপকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল –

(ক) হরিণ

(খ) বাঘ

(গ) শেয়াল

(ঘ) হায়না

 

১.৬ রামদাস পেশায় ছিল –

(ক) করণিক

(খ) পেশকার

(গ) সাংবাদিক

(ঘ) অ্যাকাউন্ট্যান্ট

 

১.৭ অপূর্বর জন্য মিষ্টি নিয়ে আসত –

(ক) রামদাস

(খ) রামদাস এর মা

(গ) অফিসের এক জন পেয়াদা

(ঘ) অপূর্বর সহকর্মী

 

১.৮ অপূর্বর পিতার বন্ধু ছিলেন–

(ক) গিরীশ মহাপাত্র

(খ) নিমাইবাবু

(গ) রামদাস

(ঘ) জগদীশবাবু

 

১.৯ কার ঘরে চুরি হয়েছিল?

(ক) সব্যসাচী

(খ) অপূর্ব

(গ) নিমাই

(ঘ) রামদাস

 

১.১০ তলওয়াকর হল–

(ক) রামদাস

(খ) রামদাস এর পিতা

(গ) অপূর্ব

(ঘ) অপূর্বর পিতা


২. অতি সংক্ষিপ্ত উত্তর দাও:

২.১ "তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে"– কাকে কোথায় আটকে রাখা হয়েছিল?

২.২ " লোকটি কাশিতে কাশিতে আসিল"– লোকটির পরিচয় দাও।

২.৩ অপূর্ব কে কি অনুরোধ করেছিল রামদাসের স্ত্রী?

২.৪ " সহসা আশঙ্কা হয়"– আশঙ্কার কারণ কি?

২.৫ গিরিশ মহাপাত্রের পকেটে কি কি পাওয়া যায়?

২.৬ "ভামো" যাবার অনুরোধে অপূর্ব সম্মত হয়েছিল কেন?

২.৭ খ্রিস্টান মেয়েটি সম্পর্কে অপূর্বর কি ধারনা ছিল?

২.৮ "তাছাড়া এত বড় বন্ধু"– "বন্ধু" বলতে কার কথা বলা হয়েছে?

২.৯ "ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য"– বক্তা কোন নিয়মের কথা, কাকে বলেছিলেন?

২.১০ "নিমাইবাবু চুপ করিয়া রহিলেন"– নিমাই বাবুর চুপ করে থাকার কারণ কি?

 

৩. ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন: (৬০টি শব্দে)

৩.১ "কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি"– কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। ১+২

৩.২ "কই এ ঘটনা তো আমাকে বলেন নি?"– বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা আগে শোনেননি? ১+২

৩.৩ "এত বড় বন্ধু"– কাকে কেন এত বড় বন্ধু বলা হয়েছে? ১+২

৩.৪ "বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।" বক্তা কে? তাঁর বাবা কাকে, কি চাকরি করে দিয়েছিলেন? ১+২

৩.৫ "তোমার চিন্তা নেই ঠাকুর"_ কার প্রতি কার উক্তি? কোন প্রসঙ্গে বক্তা এরূপ উক্তি করেছিলেন? ১+২

৩.৬ "তিনি ঢের বেশি আমার আপনার"_ কে অপূর্বর অনেক বেশি আপনার জন? উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় ফুটে উঠেছে? ১+২

৩.৭ "অপূর্ব কহিল, 'বেলা হয়ে গেল, আমি এখন তবে চললাম কাকাবাবু'" বেলা গড়িয়ে কিভাবে গেল? ৩

৩.৮ "অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল" অপূর্ব কিসে সম্মত হয়েছিল? ৩

৩.৯ "কিন্তু ইহা যে কত বড় ভ্রম"– কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে?

৩.১০ "কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে"_ প্রসঙ্গ নির্দোষ উক্তিটি তাৎপর্য লেখ।

 

৪. রচনাধর্মী প্রশ্ন: 

৪.১ "বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো আনাই বজায় আছে বাবুটি কে তার স্বাস্থ্য এবং ষোলো আনা শখের পরিচয় দাও। ৫

৪.২ "বাবুজি এসব কথা বলার দুঃখ আছে"– বক্তা কে? কোন কথায় পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে? ১+৪

৪.৩ "পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইপুর সামনে হাজির করা হইল"– পলিটিক্যাল সাসপেক্ট কথাটি অর্থ কি? তাকে জিজ্ঞাসাবাদে সময় কোন পরিস্থিতি তৈরি হলো? ১+৪

৪.৪ "তার লাঞ্ছনা এই কালো চামড়া নিচে কম জ্বলে না তলোওয়ারকর"_ বক্তা কে? কোন লাঞ্ছনার কথা তিনি পরিস্ফুট তলোওয়ারকরকে শুনিয়েছিলেন? উদ্ধৃত অংশে তার মানসিক পরিস্থিতির কথা আলোচনা কর।

 

নদীর বিদ্রোহ

১. অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (২০টি শব্দ)

১.১ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? 

১.২ নদেরচাঁদ লাইন ধরে কোন দিকে হাটছিলেন?

১.৩ "নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে"– নদীর বিদ্রোহের কারণ কি ছিল?

১.৪  কিভাবে নদেরচাঁদের মৃত্যু হয়েছিল? 

১.৫ "চিঠি পকেটেই ছিল"– কোন চিঠি? 

১.৬ নদীর জন্য নদেরচাঁদের পাগল হওয়া সাজে না কেন?

১.৭  "আমি চললাম হে"– কার উদ্দেশ্যে কে এই কথাটি বলেছিল?

১.৮  স্ত্রীরকে নদেরচাঁদের চিঠির বিষয়বস্তু কি ছিল?

১.৯ "বড় ভয় করিতে লাগিল নদেরচাঁদের"– নদেরচাঁদের কেন ভয় করতে লাগলো? 

১.১০ "সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল"– তার প্রায় কেঁদে ফেলার কারণ কি?

১.১১ নদীকে এত ভালোবাসিবার একটা কৈফিয়ৎ নদের চাঁদের দিতে পারে"–নদের চাঁদের কৈফিয়ত টি কি?

১.১২ নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করছে?

১.১৩ "আজও সে সেইখানে গিয়া বসিল"– কে কোথায় গিয়ে বসলো?

১.১৪ কোথায় গিয়ে নদেরচাঁদ প্রতিদিন নদীকে দেখে?

১.১৫ "চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা" কোন চিঠির কথা বলা হয়েছে?

 

২. ব্যাখ্যা মূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (৬০টি শব্দে)

২.১ "নদীর জন্য নদেরচাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক"– কেন অস্বাভাবিক ব্যাখ্যা কর।

২.২ "নদীর বিদ্রোহের কারণ সে বুঝাতে পারিয়াছে" কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে?

২.৩ "নদীর বিদ্রোহ" গল্পে নদীর বিদ্রোহ হয়ে ওঠার কারণ কি?

২.৪ "বড় ভয় করিতে লাগিল নদেরচাঁদের"– কোন পরিস্থিতিকে নদেরচাঁদ ভয় পেল?

২.৫  "আজও যেন সেই নদী খেপিয়া গিয়াছে"– নদীর পূর্ব রূপ ও পরবর্তী রূপ বর্ণনা করো।

২.৬ "নদীকে এভাবে ভালোবাসি বলে একটা কৈফিয়ত নদেরচাঁদ দিতে পারে"– নদের চাঁদের কৈফিয়ত কি নিজের ভাষায় লেখ।

২.৭ "নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে"– কার পাগলামি? উর্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও।

২.৮ "জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল"– অংশটির তাৎপর্য আলোচনা কর।

২.৯ "কিন্তু পারিবে কি"?– কি পারা নিয়ে নদের চাঁদ সংশয় প্রকাশ করছে? সংশয় প্রকাশের কারণ কি ছিল?

২.১০ "আজও সে সেইখানে গিয়া বসিল"– আজও বলার কারণ কি? তার সেখানে বসার কারণ কি ছিল?

 

৩. রচনাধর্মী প্রশ্ন (১৫০ টি শব্দে)

৩.১ নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও।

৩.২ নদেরচাঁদের নতুন সহকারি চরিত্রটি আলোচনা কর।

৩.৩ নদীর সঙ্গে শেষ সাক্ষাতের পর নদেরচাঁদের পরিণতির চিত্র তোমার ভাষায় বিবৃত কর।

৩.৪ নদীর বিদ্রোহ গল্পে নদেরচাঁদ একটি ব্যতিক্রমী চরিত্রে যুক্তিসহ আলোচনা কর।

৩.৫ "দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদেরচাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচপৃষ্ঠাব্যাপী বিরহ বেদনা পূর্ণ চিঠি লিখিয়াছে" অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলার অর্থ কি? চিঠির পরিণতি যা হয়েছিল তার পিছনে কারণ কি আলোচনা কর।

 

৪. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন:

৪.১ "নদীর বিদ্রোহ" গল্পটি কোন মূল গ্রন্থ থেকে সংকলিত–

ক) জননী 

খ) অতসী মামী 

গ) প্রাগৈতিহাসিক 

ঘ) সরীসৃপ 

 

৪.২ নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি–

ক) তিনটে পয়তাল্লিশের 

খ) চারটে পঁয়তাল্লিশের 

গ) পাঁচটা পঁয়তাল্লিশের

ঘ) ছয়টা পঁয়তাল্লিশের 

 

৪.৩ নদেরচাঁদ নদীকে দেখেনি–

ক) তিনদিন 

খ) পাঁচ দিন 

গ) সাত দিন 

ঘ) একদিন

 

৪.৪ স্টেশনের কাছে নদীটিকে নদেরচাঁদ চেনে–

ক) পাঁচ বছর ধরে 

খ) চার বছর ধরে 

গ) তিন বছর ধরে 

ঘ) দুই বছর ধরে

 

৪.৫ নদেরচাঁদের বয়স–

ক) ৩৫ বছর 

খ) ৪০ বছর

গ) ৩০ বছর

ঘ) ২৫ বছর

 

৪.৬ কদিন অবিরত বৃষ্টি হচ্ছিল–

ক) দুদিন 

খ) তিনদিন 

গ) চারদিন 

ঘ) পাঁচ দিন

 

৪.৭ নদীর বিদ্রোহের কারণ কি–

ক) অতিবৃষ্টি 

খ) নদীতে বাঁধ দেওয়া 

গ) না পাওয়ার বেদনা 

ঘ) উপর দিয়ে ট্রেন চলা

 

৪.৮ নদীর সঙ্গে খেলা করার লোভে কাকে লেখা চিঠি নদেরচাঁদ নদীতে ফেলেছিল–

ক) মাকে লেখা চিঠি 

খ) স্ত্রীকে লেখা চিঠি 

গ) বন্ধুকে লেখা চিঠি 

ঘ) দাদাকে লেখা চিঠি 

 

৪.৯ "পাঁচ দিন নদীকে দেখা হয় নাই"– এই নদীর সঙ্গে নদেরচাঁদের পরিচয়–

ক) চার বছরের 

খ) পাঁচ বছরের 

গ) ছয় বছরের 

ঘ) সাত বছরে

 

৪.১০ "বড় ভয় করিতে লাগিল নদেরচাঁদের"– ভয়ের কারণ ছিল–

ক) অন্ধকার 

খ) বৃষ্টি 

গ) নদীর প্রতি হিংসা 

ঘ) নদীর স্ফীতি


অদল বদল

১. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (২০টি শব্দে)

১.১ অদল বদল গল্পটি কে বাংলায় তরজমা করেছেন?

১.২ অমৃতের বাড়িতে কে কে আছে?

১.৩ "ছেলেদের দল আনন্দ চেচিয়ে উঠলো"– কি কারণে?

১.৪  অমৃত নতুন জামার জন্য কোথায় লুকিয়ে ছিল?

১.৫ অদল বদল গল্পটি কোন গল্প সংকলন থেকে গৃহীত?

১.৬  "অমৃত দৃঢ়স্বরে বলল"– অমৃত কি বলেছিল?

১.৭ "কুস্তি শুরু হয়ে গেল" কুস্তির ফলাফল কি হয়েছিল?

১.৮ "অমৃত ফতেয়া জারি করে দিল" অমৃত কি ফতোয়া জারি করেছিল?

১.৯ "আমার সঙ্গে আয়" –অমৃত ইশাবকে এমন নির্দেশ দিল কেন?

১.১০ "এতে দুজনেরই ভয় কেটে গেল"– ভয় কাটার কারণ কি? 

১.১১ "এসো আমরা কুস্তি লড়ি"–কে, কাকে বলেছিল?

১.১২ "মা ওকে অনেক বুঝিয়েছিল"– মা অমৃতকে কি বুঝিয়েছিলেন?

১.১৩ "তাহলে মা আমাকে ঠ্যাঙাবে" – মা কেন ঠ্যাঙাবে বলে বক্তা মনে করেছে?

১.১৪ অমৃত ইসাব হাত ধরাধরি করে গ্রামের ধারে কি দেখতে গিয়েছিল?

১.১৫ অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে কি ঘোষণা করেছিলেন?

 

২. ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (৬০টি শব্দে)

২.১ "ইসাবের বাবা ঈসাব কে ডাকছেন"– এই স্বাভাবিক বিষয়টির মধ্যে অস্বাভাবিকতা কি ছিল?

২.২ "ও টানতে টানতে বলল"– ইসাব কে টানার কারণ কি? সে ইসাবকে কি বলেছিল?

২.৩ "কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির,"– কপাল ভালো বলার কারণ কি? হোলির দিনে কোন বিশেষত্বের কথা বলা হয়েছে?

২.৪ "তোরা অদল বদল করেছিস"– কার উক্তি? এই উক্তির মধ্যে যে প্রচ্ছন্ন হুমকি আছে তা স্বরূপ আলোচনা কর। 

২.৫ "উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন"– উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন?

২.৬ ইসাব ও অমৃতের ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখ।

২.৭ "তোরা দুজনে কুস্তি কর তো"– একথা বলা হয়েছে কেন?

২.৮  "ছেলের দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে"– ছেলে দুটিকে তাদের মধ্যে তফাৎ কোথায়?

২.৯ "অমৃত ফতোয়া জারি করে দিল"– অমৃতের জারি করা ফতোয়াটি কি?

২.১০ "ইসাবের মনে পড়ল"– ইসাবের কি মনে পড়লো?

 

৩. রচনাধর্মী প্রশ্ন (১৫০ টি শব্দে)

৩.১ "ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে"– কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে?

৩.২ "অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল"– অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল?

৩.৩ অদল বদল গল্প অবলম্বনে অমৃত ইসাব চরিত্রে তুলনামূলক আলোচনা কর ।

 

৪. বহুবিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন (MCQ Type) :

৪.১ "অদল বদল" এই যুগ্ম শব্দের সমার্থক শব্দ হতে পারে–

ক) পাল্টাপাল্টি 

খ) বোঝা পড়া 

গ) হিসাব নিকেশ 

ঘ) টানাটানি

 

৪.২ অমৃত ইসাব এই দুজনের বাবা-ই পেশায় 

ক) রাজমিস্ত্রি

খ) শ্রমিক 

গ) চাষী 

ঘ) ছোট ব্যবসায়ী

 

৪.৩ পান্নালাল প্যাটেল কোন ভাষায় প্রসিদ্ধ লেখক–

ক) বাংলা 

খ) মারাঠি 

গ) কন্নড় 

ঘ) গুজরাটি

 

৪.৪ অমৃত ও ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল–

ক) মহররমের দিনে 

খ) পূজোর দিনে 

গ) ঈদের দিনে 

ঘ) হোলির দিনে

 

৪.৫ হিসাবের বাবার নাম কি? 

ক) মনসুর 

খ) ওসমান 

গ) হাবিব 

ঘ) হাসান 

 

৪.৬ গ্রাম প্রধান ইসাবের কি নাম দিলেন–

ক)  প্রিয় বন্ধু 

খ) বদল 

গ) অদল 

ঘ) সাহস 

 

৪.৭ অমৃতের বয়স–

ক) ১০ বছর 

খ) ১২ বছর 

গ) ১৪ বছর 

ঘ) ৬ বছর 

 

৪.৮ অমৃতের মায়ের নাম ছিল–

ক)  নিরুপমা 

খ) অনুপমার 

গ) সুমিতা 

ঘ) বাহালি

 

৪.৯ অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল, কেন?

ক)  টাকার জন্য 

খ) নতুন জামা কেনার জন্য 

গ) নতুন সাইকেলের জন্য 

ঘ) স্বভাবের জন্য 

 

৪.১০ অমৃত কোথায় লুকিয়ে ছিল?

ক) খেলার মাঠে 

খ) পোড়া বাড়িতে 

গ) ঘন জঙ্গলে 

ঘ) ইসবের বাবার গোয়াল ঘরে 

 

৪.১১ "আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে" কথাটির বক্তা–

ক)  অমৃত 

খ) ইসাব 

গ) কালিয়া 

ঘ) দলের একটি ছেলে 

 

৪.১২ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল", বুদ্ধিটা হল–

ক)  জামা অদল বদল এর 

খ) নতুন জামা কেনার 

গ) বাড়ি থেকে পালানোর 

ঘ) কালিয়াকে মারার 

 

৪.১৩ অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে–

ক)  ইসাব 

খ) কালিয়া 

গ) ইসাবের বাবা 

ঘ)  অমৃতের বাবা


 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamikbengali suggestion 2023, madhyamik suggestion 2023, madhyamik bangla suggestion 2023, মাধ্যমিক বাংলা সাজেশন 2023, madhyamik bengali suggestion 2023 pdf, bengali suggestion madhyamik 2021, madhyamik suggestion 2023
 
 
© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post