প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।
Current Affairs in Bengali
15 December 2022
❑ India International Science Festival (IISF) 2022 অনুষ্ঠিত হতে চলেছে ভোপালে ।
❑ নিউ দিল্লীতে শুরু হল সপ্তম India Water Impact Summit.
❑ SpiceJet কে GMR Delhi Airport এর তরফ থেকে ‘Safety Performer of the Year’ সম্মান দেওয়া হল ।
❑ ইরাককে পেছনে ফেলে ভারতকে তেল সরোবরাহে শীর্ষ স্থান অর্জন করল রাশিয়া ।
❑ ৫ বছরের জন্য "New India Literacy Programme" করল কেন্দ্র সরকার ।
❑ “Standing with the Ukrainian People” এর অপর আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে চলেছে ফ্রান্স ।
❑ 2031 সালের মধ্যে দেশে 20টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার পরিকল্পনা করা হয়েছে ।
❑ রতন টাটা কে SIES Award for Community Leadership দ্বারা সম্মানিত করা হল ।
❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর নতুন প্রধান বিজ্ঞানী (Chief Scientist) পদে নিযুক্ত হলেন ডঃ জেরেমি ফরার (Jeremy Farrar)
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.