Bengali Current Affairs 14 December, 2022 | দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

daily-current-affairs-in-bengali-14-dec-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।

Current Affairs in Bengali

14 December 2022

❑ 14ই ডিসেম্বর পালন করা হল জাতীয় শক্তি সংরক্ষণ (National Energy Conservation Day) দিবস ।
এই দিবস পালনের উদ্দেশ্য হল শক্তির উৎপাদন এবং সংরক্ষণে দেশের বিভিন্ন সাফল্য ও উদ্যোগগুলি প্রদর্শন করা। এই দিবসটি ক্ষমতা মন্ত্রকের (Ministry of Power) নেতৃত্বে 1991 সাল থেকে পালিত হচ্ছে ।  
 
national-energy-conservation-day-2022-14-december

❑ কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (CSI) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডাঃ পিসি রথ ।

❑ 2022 সালের Women’s air pistol National Shooting Championship -এ স্বর্ণপদক জিতলেন কর্ণাটকের শ্যুটার Divya TS

divya-ts-won-gold-in-womens-air-pistol-national-shooting-championship-2022 
Divya TS
 
❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর নতুন প্রধান বিজ্ঞানী (Chief Scientist)  পদে নিযুক্ত হলেন ডঃ জেরেমি ফরার (Jeremy Farrar) 
বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-র বর্তমান প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের জায়গায় আসছেন জেরেমি ফরার । ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে তিনি যোগ দেবেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর পদে ।
who-names-sir-jeremy-farrar-as-its-new-chief-scientist 
Dr. Jeremy Farrar

SIES Award for public leadership দ্বারা সম্মানিত হলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু
SIES এর সম্পূর্ণ নাম Saraswathi National Eminence Award 

"Vanikaran" নামে এক নতুন প্রোজেক্ট লঞ্চ করল কেরালার বন দপ্তর

❑ 2022 সালের নভেম্বর মাসের ICC Player of the Month হলের ইংল্যান্ডের জোস বাটলার ।

❑ যক্ষ্মা রোগের প্রতিরোধ ও বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করার জন্য মেঘালয়ার স্বাস্থ্য দপ্তরকে সংবর্ধনা দেওয়া হল ।
অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে Best Practice in Advocacy, Communication and Social Mobilisation (ACSM) in Tuberculosis control এর জন্য ।

Asia Pacific Broadcasting Union-এর VP পদে নির্বাচিত হলেন সুনীল শ্রীবাস্তব । 


  Read More : 


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post