প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।
Daily Current Affairs in Bengali
13 December 2022
❑ গোয়ায় Mopa International Airport -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এর নামে এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে ।
❑ নাগপুর -বিলাসপুর রুটে ষষ্ঠ বন্দে-ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
❑ সংযুক্ত আরব আমিরশাহী সফলভাবে সর্বপ্রথম আরব-নির্মিত চন্দ্রযান মহাকাশে উৎক্ষেপণ করল ।
❑ জাপানের iSpace নামক একটি স্পেস স্টার্ট-আপ বিশ্বের প্রথম বাণিজ্যিক মুন ল্যান্ডার উৎক্ষেপণ করেছে ।
❑ দ্বিতীয় বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির ভুপেন্দ্র প্যাটেল ।
❑ Federal Reserve Bank -এর VP ও CEO হিসেবে নিযুক্ত হলেন সুস্মিতা শুক্লা ।
❑ সর্বপ্রথম রাজ্য হিসেবে নিজস্ব "Climate Change Mission" চালু করল তামিলনাড়ু ।
❑ নভেম্বর মাসের ICC -এর "Player of the Month" অ্যাওয়ার্ড হিসাবে জস বাটলার এবং সিদ্রা আমীনকে মনোনীত করা হয়েছে ।
❑ কাঠমান্ডু ইন্টারন্যাশনাল মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল এর 20তম সংস্করণ 08 ডিসেম্বর 2022 থেকে শুরু হল । এই ফিল্ম ফেস্টিভ্যালটি 8 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত চলবে ।
Read More :
⦿ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12 ডিসেম্বর 2022
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.