প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।
Current Affairs in Bengali
27 December 2022
❑ 27 ডিসেম্বর পালন করা হল 'আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস' হিসেবে (International Day of Epidemic Preparedness).
এইয়েই ডিঙতই পালনের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে মহামারী সম্পর্কে সচেতনতা তৈরি ।
❑ CEBR এর মতে 2035 সালের মধ্যে ভারতের অর্থনীতি 10 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে ।
সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR) একটি মার্কিন অর্থনীতির পরামর্শদাতা যারা ভবিষ্যদ্বাণী করেছে যে ভারত 2037 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ।
❑ Elite National Women’s Boxing Championships -এ স্বর্ণপদক জিতলেন নিখাত জারিন ও লভলিনা বোরগোহাইন ।
❑ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল গ্রাহকদের জন্য Right to repair পোর্টাল লঞ্চ করলেন ।
❑ সম্প্রতি মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হল ।
মালদ্বীপের ফৌজদারি আদালত, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁকে 11 বছরের কারাদণ্ড এবং 5 মিলিয়ন ডলার জরিমানা করেছে ।
❑ রেলওয়ে বোর্ডের CEO ও চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল অনিল কুমার লাহতিকে ।
❑ FSSAI এর CEO পদে নিযুক্ত করা হল Ganji Kamala V Rao কে ।
❑ সম্প্রতি ICC Men’s ODI Team এর র্যাঙ্কিং তালিকা প্রকাশ করল ICC. তালিকায় প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড । তালিকায় ভারত চতুর্থ স্থানে রয়েছে ।
❑ সম্প্রতি NHAI এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল সন্তোষ কুমার যাদবকে ।
❑ ৩০তম একলব্য পুরষ্কার জিতেন ভারতীয় সাইক্লিস্ট স্বস্তি সিং ।
Swasti Singh
Read More :
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: Current Affairs in Bengali, Daily Bengali Current affairs pothon pathon online, bangla daily current affairs, Today's Current affairs, 27 December 2022 Current Affairs
Post a Comment
Please put your valuable comments.