প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে Madhyamik Physical Science Suggestions 2023 এর অন্তর্গত অধ্যায় চলতড়িৎ এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ ।
মাধ্যমিক সাজেশনস 2023
ভৌতবিজ্ঞান
অধ্যায় : জৈব রসায়ন
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও ।
উত্তর: প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি ।
2. CH₃CH₂CH₂OH - এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো ।
উত্তর:
3. তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত ?
উত্তর: 4টি
ব্যাখ্যা : অ্যালকেনের সাধারণ সংকেত $\small C_{n}H_{2n-2}$
কার্বন পরমাণুর সংখ্যা 3 হলে, $\small n = 3$
∴ আণবিক সংকেত হবে $\small C_{3}H_{4}$
4. সরলতম অ্যালকেনের নাম লেখো ।
উত্তর: মিথেন $\small (CH_{4})$
5. জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো ।
উত্তর: মিথেন
6. কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর: ইথিলিন ।
7. সরলতম অ্যালকাইন কী ও এর IUPAC নাম কী ?
উত্তর: সরলতম অ্যালকাইন হল অ্যাসিটিলিন ।
অ্যাসিটিলিনের IUPAC নাম হল ইথাইন ।
8. কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কী ?
উত্তর: অ্যাসিটিলিন গ্যাস ।
9. LPG সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম লেখো ।
উত্তর: ইথাইল মারক্যাপ্টান
10. PVC - এর মনোমার কী ?
উত্তর: ভিনাইল ক্লোরাইড ।
11. পলিইথিলিনের মনোমানের নাম কী ?
উত্তর: ইথিলিন ।
12. পলিভিনাইল ক্লোরাইড - এর একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড তড়িতের কুপরিবাহী হওয়ায় এটি বৈদ্যুতিক তার বা কেবলের আচ্ছাদন তৈরি করতে ব্যাবহার করা হয় ।
13. ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন - জৈব যৌগটি কী ?
উত্তর: ইউরিয়া ($\small NH_{2}CONH_{2}$)
14. প্রোপানোন - এর গঠন সংকেত লেখো ।
উত্তর:
15. LPG ও CNG - এর সম্পূর্ণ নাম লেখো ।
উত্তর: LPG = Liquefied Petroleum Gas
CNG = Compressed Natural Gas
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো ।
উত্তর :
2.
প্রদত্ত যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো । (i) ইথাইল
অ্যালকোহল, (ii) অ্যাসিট্যালডিহাইড, (iii) মিথানল, (iv) ইথানোয়িক অ্যাসিড,
(v) অ্যাসিটোন ।
উত্তর :
3. প্রদত্ত যৌগগুলির IUPAC নাম লেখো : CH₃CH₂CH₂OH, CH₃CH₂CHO, CH₃CH(OH)CH₃, CH₃CH₂COOH ।
উত্তর :
4. সমাবয়বতা (আইসোমেরিজম) কাকে বলে ? উদাহরণসহ লেখো ।
উত্তর: জৈব যুগের জে বিশেষ বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেতবিশিষ্ট বিভিন্ন জৈব যৌগগুলির মধ্যে রাসায়নিক ধর্ম পৃথক হয়, সেই বৈশিষ্ট্যকে সমাবয়বতা বা আইসোমেরিজম বলে ।
যেমন : C₂H₆O এই আণবিক সংকেত দ্বারা C₂H₅OH (ইথাইল অ্যালকোহল) এবং CH₃OCH₃ (ডাই মিথাইল ইথার) উভয়ই প্রকাশ করা হয় । কিন্তু এদের মধ্যে C₂H₅OH অ্যালকোহল শ্রেণির এবং CH₃OCH₃ ইথার শ্রেণির । অতএব, C₂H₅OH ও CH₃OCH₃ পরস্পরের সমাবয়ব বা আইসোমার ।
5. একই আণবিক সংকেত C₂H₆O বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো ।
উত্তর: C₂H₆O এই আণবিক সংকেত দ্বারা C₂H₅OH (ইথাইল অ্যালকোহল) এবং CH₃OCH₃ (ডাই মিথাইল ইথার) উভয়ই প্রকাশ করা হয় । কিন্তু এদের মধ্যে C₂H₅OH অ্যালকোহল শ্রেণির এবং CH₃OCH₃ ইথার শ্রেণির । C₂H₅OH যৌগে উপস্থিত কার্যকরী মূলক হল ーOH এবং CH₃OCH₃ যৌগে উপস্থিত কার্যকরী মূলক হল ーOー ।
6. টেফলনের মনোমার কী ? এর একটি ব্যবহার লেখো।
উত্তর: টেফলনের একটি মনোমার হল টেট্রাফ্লুওরো ইথিলিন ।
ব্যবহার : উচ্চতাপ সহন ক্ষমতা থাকার জন্য ননস্টিকের বাসনপত্র তৈরি করতে টেফলন ব্যবহার করা হয় ।
7. পলিইথিলিনের ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো ।
উত্তর: (i) পলিথিন জাতীয় পলিমারগুলি প্রাকৃতিক উপায়ে জৈব-রাসায়নিক বিক্রিয়ায় নষ্ট হয় না । ফোলে পলিমার নির্মিত ব্যাগ ব্যবহারের পড় বর্জ্য পদার্থ হিসেবে মাটিতে ফেলে দিলে অবিকৃত অবস্থায় দীর্ঘদিন মামটিতে পরে থাকে এবং মাতির গুণগত মান ও উর্বরতা হ্রাস পায় ।
(ii) নদী ও পুকুরে পলিথিন জাতীয় দ্রব্য জমে গিয়ে জলকে দুষিত করেফেলে যার ফোলে জলজ প্রাণী ও উদ্ভিদেরা ক্ষতিগ্রস্থ হয় ।
8. ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো ।
উত্তর: কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সঙ্গে ইথিলিনের বিক্রিয়ায় বর্ণহীন ইথিলিন ডাইবব্রোমাইড বা 1, 2 -ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় ।
9. গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটে তা লেখো ।
উত্তর: গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের (C₂H₅OH) সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের (CH₃COOH) বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট নামক এস্টার ও জল উৎপন্ন হয় ।
10. সোডিয়াম বাইকার্বনেট - এর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ? বিক্রিয়ার সমীকরণ দাও ।
উত্তর:
11. কীভাবে পরিবর্তিত করবে ?
উত্তর:
12. CNG - এর উৎস ও ব্যবহার লেখো ।
উত্তর:
13. ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কী ?
উত্তর:
14. প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কী ?
উত্তর:
15. কার্যকরীমূলক ঘটিত সমাবয়বতা বলতে কী বোঝায়? একটি উদাহরণ দাও ।
উত্তর:
16. একটি বিক্রিয়া দ্বারা দেখাও যে, ইথিলিন ও অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ ।
উত্তর:
17. সমগনীয় শ্রেণী কাকে বলে ? উদাহরণসহ ব্যাখ্যা করো । এর বৈশিষ্ট্য লেখো ।
উত্তর:
18. জৈবভঙ্গুর পলিমার কী ? উদাহরণ দাও ।
উত্তর:
19. ক্যাটিনেশন ধর্ম কাকে বলে ?
উত্তর:
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
1. C₂H₆ - কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, C₂H₄ কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন ?
2.
তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কী চাক্ষুষ
পরিবর্তনে ঘটে, কী রাসায়নিক বিক্রিয়া ঘটে ? বিক্রিয়াটির সমিত সমীকরণ
লেখো ।
3. LPG ও CNG - এর মুখ্য উপাদানগুলির নাম লেখো । যানবাহনের
জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও CNG- এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম
বায়ুদূষণ সৃষ্টি করে?
4. অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো । LPG -এর একটি ব্যবহার উল্লেখ করো ।
5.
প্রদত্ত পদার্থগুলির প্রত্যেকটির একটি করে ব্যবহার উল্লেখ করো । (i)
মেথিলেটেড স্পিরিট, (ii) ভিনেগার, (iii) ইথিলিন, (iv) অ্যাসিটিলিন ।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: WBBSE Class 10 Physical Science Suggestions 2023,
WBBSE Madhyamik Physical Science Suggestions 2023 Joibo Rosayon PDF Download, WBBSE Class
10 Physical Science Suggestions 2023 Chapter Organic Chemistry, Madhyamik Suggestions 2023 with free
PDF Download, al Science Suggestions 2023, Madhyamik suggestion physical science 2023, WBBSE Madhyamik
Suggestions 2023, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনস 2023 অধ্যায় : জৈব রসায়ন
© Pothon Pathon Online
Post a Comment
Please put your valuable comments.