Current Affairs in Bengali 29 December, 2022 | Pothon Pathon Online

 daily-current-affairs-and-gk-in-bengali-29-december-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।

Current Affairs in Bengali

29 December 2022

❑ সম্প্রতি Wharton-QS Reimagine Education Awards 2022 জিতেছে আইআইটি মাদ্রাজ । 
সম্প্রতি Wharton-QS Reimagine Education Awards 2022 জিতেছে আইআইটি মাদ্রাজ ।

❑ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফারহান বেহারডিয়ান অবসরের ঘোষণা দিয়েছেন, দীর্ঘ 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পর ইতি টানলেন তিনি । 

❑ সম্প্রতি বিজ্ঞান ও গবেষণায় কৃতিত্বের জন্য অটল সম্মান পেলেন প্রভু চন্দ্র মিশ্র । প্রভু মিশ্র ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টেমসেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিনের সভাপতি ।
prabhu-chandra-mishra-atal-samman


❑  উত্তরপ্রদেশের 22টি মেডিকেল কলেজে ‘E-Sushrut’ নামে হসপিট্যাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (HMIS) এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক । 

❑ বাংলাদেশের ঢাকায় সর্বপ্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বাংলাদেশের ঢাকায় সর্বপ্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।


❑ বিশ্বমানের Kayaking Canoeing Academy স্থাপন করতে চলেছে উত্তরাখণ্ডের সরকার । 
 
❑ ভারত বায়োটেকের নতুন ন্যাজাল ভ্যাকসিন ‘iNCOVACC’ সরকারী হাসপাতালে 325 টাকায় পাওয়া যাবে । 
 
❑  শ্রীশৈলাম মন্দিরে 43.08 কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । 
শ্রীশৈলাম মন্দিরে 43.08 কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । 
 
❑ সর্বপ্রথম ‘Bekal International Beach Festival’ অনুষ্ঠিত হতে চলেছে কেরালায় । 


  Read More : 

 

তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

Tags: Current Affairs in Bengali, Daily Bengali Current affairs pothon pathon online, bangla daily current affairs, Today's Current affairs in bengali, 29 December 2022 Current Affairs

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post