প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।
Current Affairs in Bengali
02 January 2023
❑ Indian Overseas Bank এর MD ও CEO পদে নিযুক্ত হলেন অজয় কুমার শ্রীবাস্তব ।
❑ তৃতীয় বারের জন্য ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Inacio Lula da Silva Sworn.
Image: SkyNews
❑ প্রয়াত হলেন প্রাক্তন পোপ বেনেডিক্ট XVI. মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 95 বছর ।
❑ ২রা জানুয়ারি পালন করা হয় World Introvert Day হিসেবে ।
❑ World Blitz Championship-এ রূপার পদক জিতলেন ভারতের দাবাড়ু কনেরু হাম্পি ।
❑ বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে নিজের নেট ওয়ার্থ টেকে 200 বিলিয়ন ডলার খোয়ালেন ইলন মাস্ক ।
❑ ভারতের 78তম গ্র্যান্ড মাস্টার হলেন 19 বছরের দাবাড়ু কৌস্তভ চ্যাটার্জি ।
❑ ডিসেম্বর 2023 এর মধ্যে ভারতের সর্বপ্রথম Underwater Metro চালু হতে চলেছে কলকাতার হুগলী নদীর নীচে ।
Image: India Today
❑ কর্ণাটকের মান্ড্যতে 'মেগা ডেয়ারির' সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
❑ 2022 সালের ডিসেম্বর মাসে মোট প্রাপ্ত মোট জিএসটির পরিমাণ 1.49 লক্ষ কোটি টাকা ।
Read More :
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: Current Affairs in Bengali, Daily Bengali Current affairs pothon pathon online, bangla daily current affairs, Today's Current affairs in bengali, 2nd January, 2023 Current Affairs
Post a Comment
Please put your valuable comments.