প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) দেওয়া হল ।
Current Affairs in Bengali
03 January 2023
❑ 1 জানুয়ারি পালন করা হল বিশ্ব পরিবার দিবস (World Family Day) হিসেবে ।
❑ 3 জানুয়ারি ভারতের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রী বাই ফুলের ১৯২তম জন্মবার্ষিকী পালন করা হল ।
❑ “Breaking Barriers” শীর্ষক নামে নতুন বই লঞ্চ করলেন প্রাক্তন আইএএস Kaki Madhava Rao.
❑ কেরালার কান্নুর ইউনিভার্সিটিটে Indian Library Congress এর সূচনা করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।
❑ চিনের নতুন বিদেশমন্ত্রী হলেন কিন গাঙ (Qin Gang).
❑ ৬৫তম প্রতিষ্ঠা দিবস পালন করল DRDO (Defence Research and Development Organisation).
❑ প্রয়াত বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ।
❑ কলকাতার জোকায় Dr. Syama Prasad Mookerjee National Institute of Water and Sanitation এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
❑ ত্রিপুরায় ভোটারদের হার ৯০ শতাংশ করতে নির্বাচন কমিশন 'Mission-929' নামে নতুন প্রকল্প শুরু করেছে ।
Read More :
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com
Tags: Current Affairs in Bengali, Daily Bengali Current affairs pothon pathon online, bangla daily current affairs, Today's Current affairs in bengali, 3rd January, 2023 Current Affairs
Post a Comment
Please put your valuable comments.