SO₂ দ্বারা বিরঞ্জন অস্থায়ী, কিন্তু Cl₂ দ্বারা বিরঞ্জন স্থায়ী কেন ?

why-bleaching-action-of-chlorine-is-permanent-while-that-of-sulphur-di-oxide-is-temporary.

 

প্রশ্ন: $\small SO_{2}$ দ্বারা বিরঞ্জন অস্থায়ী, কিন্তু $\small Cl_{2}$ দ্বারা বিরঞ্জন স্থায়ী কেন ? (Why is the bleaching action of Chlorine permanent while that of sulphur dioxide is temporary?)

উত্তর:

জলের সঙ্গে $\small SO_{2}$ বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে যা বিজারণের মাধ্যমে রঙিন পদার্থকে বিরঞ্জিত করে । $\small SO_{2}$ দ্বারা বিরঞ্জিত পদার্থ বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত হয়ে পুনরায় রঙিন পদার্থে পরিণত হয় । এর ফলে $\small SO_{2}$ দ্বারা বিরঞ্জন অস্থায়ী হয় । 

$\small SO_{2} + 2H_{2}O \rightarrow H_2SO_4+ [H]$

রঙিন পদার্থ $\small + [H] \rightarrow$ বিরঞ্জিত পদার্থ

       অপরদিকে, $\small Cl_{2}$ জলের সঙ্গে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে যা জারণ ক্রিয়ার মাধ্যমে রঙিন পদার্থকে বিরঞ্জিত করে । $\small Cl_{2}$ দ্বারা বিরঞ্জিত পদার্থ পুনরায় বিজারিত হতে পারে না, তাই $\small Cl_{2}$ দ্বারা বিরঞ্জন স্থায়ী হয় । 

$\small Cl_{2} + H_{2}O \rightarrow 2HCl + [O]$

রঙিন পদার্থ $\small + [O] \rightarrow$ বিরঞ্জিত পদার্থ



তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags:  WBCHSE Class 12 Chemistry Notes in Bengali, WBCHSE Chemistry P Block Elements Notes, P Block elements Notes in Bengali PDF download, উচ্চ মাধ্যমিক রসায়ন নোটস, p ব্লক যৌগ নোটস পিডিএফ

© Pothon Pathon Online


0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post