
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2021 দশম শ্রেনীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 5 এর সমাধানগুলি |
(WBBSE Class 10 Geography Model Activity Task 2021 Solutions)
MODEL ACTIVITY TASK 2021
CLASS X
ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
2ND SERIES
PART 5
১. বিকল্প গুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো -
উত্তর: ঘ) নিরক্ষীয় জলবায়ু ।
১.২ ঠিক জোড় টি নির্বাচন করো -
উত্তর: খ) পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের অবস্থান - মরা কোটাল।
১.৩ অতিবিরল জন ঘনত্ব একটি রাজ্য হলো -
উত্তর: ঘ) সিকিম
২. স্তম্ভ মেলাও :
উত্তর:
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ জোয়ার - ভাটার সৃষ্টি তে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো ।
উত্তর : পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ বল তৈরি হয় তা হল কেন্দ্রাতিগ বল। এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ায় প্রবণতা লাভ করে এবং এটি মহাকর্ষ বলের বিপরীত কাজ করে। অতএব চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার প্রতিপাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্রাতিগ বল অধিক হওয়ায় সেখানেও সমুদ্রের জল ফুলে ওঠে ।
৩.২ নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘুর্ণবাত ও প্রতীপ ঘুর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো ।
ক) বায়ুর চাপ, (খ) স্থায়িত্ব, (গ) আবহাওয়ার প্রকৃতি
৪. ভারতের কোন অঞ্চলের অধিকাংশ কফি উৎপাদন করা হয় ? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশেরবর্ণনা দাও |
উত্তর : ভারতের কর্ণাটকের চিকমাগালুরে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। চিকমাগালুর ভারতের কফি উৎপাদক কেন্দ্র। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হল -
প্রাকৃতিক পরিবেশ
(i) জলবায়ু :
ক) উষ্ণতা : উষ্ণ ক্রান্তিয় জলবায়ু কফি চাষের অনুকূল। গড়ে ২০°-৩০° সেলসিয়াস উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। উচ্চভুমিতে ১৫°-২০° সেলসিয়াস উষ্ণতাতেও কফির চাষ হয়।
খ) বৃষ্টিপাত : বার্ষিক ১০০-২০০ সেমি বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উন্নত মানের কফি চাষ।
গ) আর্দ্রতা ও সূর্যকিরণ : বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বৃদ্ধি পায়। উষ্ণ ও আর্দ্র ঋতু কফি গাছ বৃদ্ধির সহায়ক। শুশক-শীতল ঋতুতে কফি ফল পরিপক্ক হয়। ফল পাকার সময় প্রচুর সূর্যকিরণের দরকার হয়।
(ii) মৃত্তিকা : ভারতে লাল দোয়াঁশ মাটি ও লাভাসৃষ্ট উর্বর মাটিতে কফি চাষ হয়। মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী।
(iii) ভূপ্রকৃতি : উঁচু পাহাড়ে ও ঢালু জমিতে কফি চাষ হয়। সাধারণত ৫০০-১৫০০ মিটার উচ্চতায় কফি গাছা ভালো জন্মায়।
(iv) ছায়াদানকারী বৃক্ষ : তীব্র সূর্যলোক, প্রবল বাতাস, তুহিন প্রভৃতির হাত থেকে কফি গাছকে বাঁচানোর জন্য বাগিচায় অন্যান্য বড়ো বড়ো গাছ লাগানো হয় ।
অর্থনৈতিক পরিবেশ :
(i) শ্রমিক : বাগিচা রক্ষনাবেক্ষণ, গাছের পরিচর্যা, ফল সংগ্রহ ও শুকনো, বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়।
(ii) মূলধন : কফি চাষের প্রাথমিক অবস্থায় কফি উৎপাদন হয় না, অথচ বাগান পরিচর্যা, শ্রমিকদের মজুরি প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়।
(iii) পরিবহণ : কফি একটি বাণিজ্যিক ফসল, তাই কফি রপ্তনির জন্য সুলভ ও দ্রুত পরিবহণের মাধ্যমে থাকা প্রয়োজন।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Geography Model Activity Task 2021, Model Activity Task Solutions Geography Part 5 2021, class 10 model activity task solutions, Model Activity Task Class 10 History PART 5, WBBSE Class 10 Geography Model Activity Task 2021 Answers, wbbse class 10 geography model activity task part 5, দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 5
This help me a lot
ReplyDeletePost a Comment
Please put your valuable comments.