[PART 5] WBBSE Class 10 Life Science Model Activity Tasks Solutions 2021 | দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd SERIES

 

wbbse-class10-model-activity-tasks-solutions-life-science-part5-august

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2021  দশম শ্রেনীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 5 এর সমাধানগুলি |

(WBBSE Class 10 Life Science Model Activity Task 2021 Solutions)

 

MODEL ACTIVITY TASK 2021

CLASS X : LIFE SCIENCE

2ND SERIES

PART 5

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : 

১.১ পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো -

(ক) মিষ্টি আলু

(খ) কচুরিপানা

(গ) আদা

(ঘ) পাথরকুচি

উত্তর: পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো : (ঘ) পাথরকুচি


১.২ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো -

(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে

(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম

(গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম

(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয় 

উত্তর: সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি হলো : (গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম


১.৩ নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো - 

(ক) অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণীমনসার পাতা কাঁটায় রুপান্তরিত হয়েছে

(খ) রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে

(গ) পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে

(ঘ) উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে 

উত্তর: নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি হলো : (খ) রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে 

** রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে |


২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :

২.১ মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো |

উত্তর: মানব বিকাশের ক্ষেত্রে বয়ঃসন্ধির সময়কাল হল 12 থেকে 20 বছর | এই সময়কালে স্ত্রী ও পুরুষের নানারকম দৈহিক ও মানসিক বিকাশ লক্ষ্য করা যায় | এই সময় মানব দেহে মুখ্য জনন অঙ্গের বৃদ্ধি সম্পূর্ণ হয়, জনন অঙ্গের অন্তঃক্ষরণধর্মী কাজ ও গ্যামেট উৎপাদন শুরু হয় এবং স্ত্রী ও পুরুষ দেহে গৌণ যৌন লক্ষণের পরিপূর্ণ প্রকাশ ঘটে |

আরও পড়ুনদশম শ্রেণী ভূগোল মডেল টাস্ক পার্ট 5 সমাধান 

আরও পড়ুনদশম শ্রেণী ইতিহাস মডেল টাস্ক পার্ট 5 সমাধান


২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো :

মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম 

উত্তর: মটরের সবুজ রঙের ফল

কারণ : মটরের সবুজ রঙের ফল হলো প্রকটবৈশিষ্ট্যকিন্তু বাকিগুলি প্রছন্ন বৈশিষ্ট্য |


pothon-pathon-online-telegram-group
নানা ধরনের প্রশ্নের আলোচনার জন্য পঠন পাঠনের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |

২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে | প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

ব্যবহার ও অব্যবহারের সুত্র : ল্যামার্ক :: প্রাকৃতিক নির্বাচন : ___________

উত্তর: ব্যবহার ও অব্যবহারের সুত্র : ল্যামার্ক :: প্রাকৃতিক নির্বাচন :  চার্লস ডারউইন 


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো |

উত্তর: সুবিধা : স্বপরাগযোগে কোনো বাহকের প্রয়োজন হয় না |

অসুবিধা : স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্যযুক্ত কোনো অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় না | ফলে উন্নততর প্রজাতি প্রজাতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না |

 

৩.২ "একসংকর জননে F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে" - উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো |

উত্তর: মেন্ডেলের একসংকর জননের F₂ জনুতে 3 : 1 অনুপাত সর্বদা নাও পাওয়া যেতে পারে | কারণ, 3 : 1 অনুপাত একটি গড় ফলবিশেষ | বিশুদ্ধ দীর্ঘকার ও বিশুদ্ধ খর্বাকার মোটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে F₂ জনুতে যদি চারটি অপত্য পাওয়া যায় তাহলে এদের মধ্যে তিনটি দীর্ঘকার ও একটি খর্বাকার হবে এর কোনো নিশ্চয়তা নেই |

যেমন: সন্ধ্যামালতি নামক উদ্ভিদে লাল এবং সাদা এই দুই রঙের ফুল হয় । এই উদ্ভিদে ফুলের লাল রং সাদা রং এর ওপর অসম্পূর্ণ ভাবে প্রকট । সন্ধ্যামালতি উদ্ভিদে F₁ প্রজন্মের উদ্ভিদ গুলিতে স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনু অর্থাৎ F₂ জনুতে তিন প্রকার ফিনোটাইপ ও তিন প্রকার জিনটাইপযুক্ত উদ্ভিদ উৎপন্ন হয় |

সন্ধ্যামালতি উদ্ভিদের F₂ জনুতে ফিনোটাইপিক অনুপাত :

লাল : গোলাপী : সাদা = 1 : 2 : 1


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ ডারউইনের মতবাদ অনুসারে 'যোগ্যতমের উদ্বর্তন' কিভাবে ঘটে ব্যাখ্যা করো | "শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে" - বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো |

উত্তর: চার্লস ডারউইনের মতে, অনুকূল প্রকরণযুক্ত জীবেরাই জীবনসংগ্রামে জয়ী হয় এবং যোগ্যতমে বিবেচিত হয় | প্রকৃতির প্রতিকূল পরিবেশে অবিরাম সংগ্রামের মাধ্যমে অভিযোজিত হয়ে অনুকূল প্রকরণ সৃষ্টির মাধ্যমে কিছু প্রজাতির জীব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে | এভাবেই প্রকৃতিতে যোগ্যতমের উদ্বর্তন ঘটে | অপরদিকে, প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা জীবনসংগ্রামে পরাজিত হয়ে ধীরে ধীরে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় |

 

wbbse-class10-life-science-model-activity-task-solutions-part5-solutions

 ◪◪ বন্য শিম্পাঞ্জিরা হুবহু মানুষের মতো আচরণ করে |অর্থাৎ তারা খুবঅল্প সময়ের মধ্যেই মানুষের আচরনগুলি দেখে শিখে নিতে পারে এবং নিজেদের সমস্যাগুলিকে খুব ভালোভাবে সমাধান করে নিতে পারে | যেমন :

(i) আমরা যেমন হাতুড়ির সাহায্যে কোনো কিছু ভাঙতে পারি, শিম্পাঞ্জিরাও তাদের কাছে থাকা সহজলভ্য পাথর দিয়ে বাদামের খোলা ভেঙে বাদাম খায় |

(ii) পরজীবী সংক্রান্ত রোগের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শিম্পাঞ্জিরা মানুষের মতো ঔষধি গাছের পাতা ব্যবহার করে |

(iii) শিম্পাঞ্জিরা মানুষের মতো গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করে | মানুষের মতো তারাও দুঃখ, আনন্দ, বেদনা, প্রভৃতি অনুভুতি প্রকাশ করতে পারে |

(iv) শিম্পাঞ্জিরা ছুঁচালো লম্বা ডাল দিয়ে গাছের গর্তে থাকা অন্যান্য প্রানীদের শিকার করে খাদ্য সংগ্রহ করে থাকে |

 

2021 CLASS 10 MODEL TASKS SOLUTIONS

PHYSICAL SCIENCE MODEL TASK PART 4 (2021)

LIFE SCIENCE MODEL TASK PART 4 (2021)

MATHEMATICS MODEL TASK PART 4 (2021)


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: WBBSE Class 10 Life Science Model Activity Task 2021, Model Activity Task Solutions Life Science Part 5 2021, class 10 model activity task solutions, Model Activity Task Class 10 Life Science PART 5, WBBSE Class 10 Life Science Model Activity Task 2021 Answers, wbbse class 10 life science model activity task part 5, দশম শ্রেণী  জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 5

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post