
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2021 সালের দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 5 এর সমাধানগুলি |
(WBBSE Class 10 Physical Science Model Activity Task 2021 Solutions)
MODEL ACTIVITY TASK 2021
CLASS X : Physical SCIENCE
2ND SERIES
PART 5
১. ঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো −
(ক) সোডিয়াম ক্লোরাইড (খ) অ্যামোনিয়াম সালফেট (গ) সালফিউরিক অ্যাসিড (ঘ) অ্যাসেটিক অ্যাসিড
উত্তর: (ঘ) অ্যাসেটিক অ্যাসিড
১.২ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে যে যৌগটি উপযুক্ত তা হলো −
(ক) P₄O₁₀ (খ) গাঢ় H₂SO₄ (গ) অনার্দ্র CaCl₂ (ঘ) CaO
উত্তর: (ঘ) CaO
১.৩ তাপ পরিবাহীতাঙ্কের SI একক হলো −
(ক) WmK (খ) Wm⁻¹K (গ) Wm⁻¹K⁻¹ (ঘ) WmK⁻¹
উত্তর: (গ) Wm⁻¹K⁻¹
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :
২.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন |
উত্তর: মিথ্যা
ব্যাখ্যা : তড়িৎবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্য পদার্থগুলি গলিত হয়ে বা জলীয় দ্রবনে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে | দ্রবনে উপস্থিত এই আয়নগুলিই তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের তড়িৎ পরিবহণ করে |
২.২ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য |
উত্তর: সত্য
২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই |
উত্তর: সত্য
আরও পড়ুন ▶ দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল টাস্ক পার্ট 5 সমাধান
![]() |
নানা ধরনের প্রশ্নের আলোচনার জন্য পঠন পাঠনের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন | |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca = 40)
উত্তর: ক্যালশিয়াম কার্বনেটের সংকেত হলো : CaCO₃
CaCO₃ এর আণবিক ভর = 40 + 12 + (16 ✕ 3) gm = 100 gm
∴ 100 gm ক্যালশিয়াম কার্বনেটে, ক্যালশিয়াম থাকে 40 gm.
∴ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের পরিমাণ 40% (উত্তর)
আরও পড়ুন ▶ দশম শ্রেণী ভূগোল মডেল টাস্ক পার্ট 5 সমাধান
আরও পড়ুন ▶ দশম শ্রেণী ইতিহাস মডেল টাস্ক পার্ট 5 সমাধান
৩.২ অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সুক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন ?
উত্তর: অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সুক্ষ্ম চূর্ণ আকারে রাখার কারণগুলি হলো :
(i) অনুঘটককে সুক্ষ্ম চূর্ণ আকারে রাখলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় | ফলে বেশি পরিমাণে বিক্রিয়ক পদার্থ অনুঘটকের সংস্পর্শে আসে এবং রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ বৃদ্ধি পায় | ফলে বেশি পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ তৈরী হয় |
(ii) অনুঘটককে চূর্ণ করে ব্যবহার করলে অনুঘটক বেশি পরিমাণে বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠে অধিশোষিত হতে পারে | ফলস্বরূপ রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ একটি তড়িৎকোষের তড়িচ্চালক বল 10 V ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম | তড়িৎকোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল | রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো |
উত্তর: তড়িৎকোষটির তড়িচ্চালক বল (E) = 10 V;
অভ্যন্তরীণ রোধ (r) = 2 ওহম;
বাহ্যিক রোধ (R) = 8 ওহম;
∴ বর্তনীর মূল তড়িৎ প্রবাহমাত্রা,$\small I = \frac{E}{R+r}$
$\small I = \frac{10}{8+2} = \frac{10}{10} = 1$ A
এখন, 60 সেকেন্ডে রোধকটিতে উৎপন্ন তাপের পরিমাণ, H = I² R t
= (1)² ✕ 8 ✕ 60 = 480 জুল (উত্তর)
2021 CLASS 10 MODEL TASKS SOLUTIONS↓
▶ PHYSICAL SCIENCE MODEL TASK PART 4 (2021)
▶ LIFE SCIENCE MODEL TASK PART 4 (2021)
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 Physical Science Model Activity Task 2021, Model Activity Task Solutions Physical Science Part 5 2021, class 10 model activity task solutions, Model Activity Task Class 10 Physical Science PART 5, WBBSE Class 10 Physical Science Model Activity Task 2021 Answers, wbbse class 10 physical science model activity task part 5, দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সমাধান পার্ট 5
It is very helpful
ReplyDeletePost a Comment
Please put your valuable comments.