প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পঠন পাঠন অনলাইনের ওয়েবসাইটে তোমাদের স্বাগত | এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া এবছরের অর্থাৎ 2022 সালের February মাসের দশম শ্রেনীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর সমাধানগুলি |
(WBBSE Class 10 Geography Model Activity Task Part 2 Answers 2022)
MODEL ACTIVITY TASK 2022
দশম শ্রেণী
ভূগোল
February 2022
PART 2
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৩ = ৩
১.১ বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো
উত্তর : (ঘ) ট্রপোস্ফিয়ার ।
১.২ যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো -
উত্তর : (গ) চিনুক
১.৩ উপকান্ত্রীয় উচ্চচাপ বলয় অবস্থান করে -
উত্তর : (খ) ২৫° - ৩৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে
২.১ বাক্যটি সত্য হলে "ঠিক" এবং অসত্য হলে "ভুল" লেখো : ১ × ৩ = ৩
২.১.১ কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাস্প থাকে তাকে ঐ বায়ুর আপেক্ষিক আদ্রতা বলে ।
উত্তর : ভুল
২.১.২ দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয় |
উত্তর : ভুল
২.১.৩ সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় |
উত্তর : ভুল
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১ × ২ = ২
২.২.১ একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলে?
উত্তর : একই উষ্ণতা যুক্ত স্থান গুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমোষ্ণ রেখা বলে ।
২.২.২ কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ?
উত্তর : ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ × ২ = ৪
৩.১ কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না?
উত্তর : অধঃক্ষেপনের ঊর্ধ্বমুখী জলীয় বাষ্পপূর্ণ বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণায় বা তুষারকণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে তুষার বা বৃষ্টি রূপে নিচে নেমে আসে। কিন্তু কুয়াশা কোন প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সাধারণত শীতকালে রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও ঠান্ডা হয়। তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক পৌঁছালে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণা কে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশের ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশা ওপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটি অধঃক্ষেপণ নয়।
৩.২ বিশ্ব উশ্নায়নের দুটি প্রভাব উল্লেখ করো |
উত্তর : বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলো-
(i) জলবায়ুর পরিবর্তন : পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি ঋতুর আগমন অনিয়মিতভাবে বিলম্বিত হচ্ছে। ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সাথে খরার প্রাদুর্ভাব বাড়ছে।
(ii) হিমবাহের মাত্রাতিরিক্ত গলন : ভূমন্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্টিকা ও গ্রীনল্যান্ডের অসংখ্য হিমবাহ ও বিশাল আকৃতির বরফের চাদর সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাচ্ছে। এই জন্য ক্রমশ সংকুচিত হচ্ছে হিমবাহের আকার অর্থাৎ এদের আয়তন হ্রাস পাচ্ছে। যেমন হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী প্রভৃতি হিমবাহ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
কীভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে ?
উত্তর : সূর্য থেকে বিকিরণ পদ্ধতিটা আগত তাপশক্তির বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এল বায়ুমন্ডলকে সরাসরিভাবে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে । পরে ওই উত্তপ্ত বায়ুর সংস্পর্শে আসলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় এবং ওই তাপ ধীরে ধীরে উপরের বায়ুস্তরে সঞ্চারিত হয় । তাই নীচের বায়ুস্তরের তাপমাত্রা বেশি হয় এবং যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে। সাধারণত প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.4° সেলসিয়াস হলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, একে উষ্ণতা হ্রাসের গর বা lapse rate of temperature বলে । এই কারণেই একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চস্থান অপেক্ষাকৃত শীতল হয়।
উদাহরণ : বেশি উচ্চতার জন্য প্রায় নিরক্ষরেখা বরাবর অবস্থিত হওয়া সত্বেও কেনিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত এর ওপর সারা বছর বরফ জমে থাকে। এই কারণেই শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং এবং দিল্লি অপেক্ষা সিমলা তাপমাত্রা সারা বছর কম ।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ × ১ = ৫
চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তর : উষ্ণতার তারতম্যের ওপর নির্ভর করে বায়ুমন্ডলে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা যায় । যেমন-
① ট্রপোস্ফিয়ার :
- ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত উদ্ধার বায়ু স্তরকে ঘন মন্ডল বা ট্রপোস্ফিয়ার বলে। মেরু অঞ্চল এর উচ্চতা প্রায় 4 কিলোমিটার। বায়ুমন্ডলের স্তরে আমরা বাস করি।
- এই স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয়বাষ্প, কুয়াশা, মেঘ প্রভৃতি থাকে। এইজন্যই এই স্তরে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত প্রভৃতি ঘটনাগুলি ঘটতে দেখা যায়। বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 75% গ্যাসীয় পদার্থ এই স্তরে থাকায় এখানে বায়ুর ঘনত্ব ও বায়ুর চাপ সবচেয়ে বেশি। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে তিন কিলোমিটার পর্যন্ত অংশে উষ্ণতা বৃদ্ধি কিছুই হয়না বলে একে ট্রপোপজ বলে।
② স্ট্রাটোস্ফিয়ার :
- ট্রপোস্ফিয়ারের ওপর 18 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মন্ডল বলে।
- স্ট্রাটোস্ফিয়ার স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না।
- স্ট্রাটোস্ফিয়ার স্তরের বায়ুপ্রবাহ মেঘ ঝড়-বৃষ্টি বজ্রপাত দেখা যায় না বলে দ্রুতগতিসম্পন্ন জেট বিমান গুলি ঝড়-বৃষ্টি এড়িয়ে চলার জন্য স্ট্রাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে। ভূপৃষ্ঠ থেকে 50- 55 কিলোমিটার ঊর্ধ্বে স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার সীমারেখা স্টার্টপোজ নামে পরিচিত।
③ মেসোস্ফিয়ার :
- স্টার্টপোজ এর উপরের স্তরের ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিলোমিটার উচ্চতা যুক্ত স্থান পর্যন্ত যে অংশের উষ্ণতা কমতে থাকে তাকে মেসোস্ফিয়ার বলে। এই স্তরের বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে।
- মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলিকে স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়।
- স্ট্রাটোস্ফিয়ার এর শেষ প্রান্তে স্ট্রাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার সীমারেখা মেসোপজ নামে পরিচিত।
④ আয়োনোস্ফিয়ার :
- মেসোপজের পর 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরে বায়ুর আয়নিত অবস্থায় রয়েছে। তড়িৎ যুক্ত কনা বায়নের উপস্থিতির জন্য স্তরকে আয়োনোস্ফিয়ার বলা হয়। মেরুজ্যোতি বা মেরুপ্রভা এই স্তরে দেখা যায়।
- এই স্তরের উপাদানগুলি আয়নিত অবস্থা থাকে বলে ভূপৃষ্ঠে সৃষ্ট বেতার তরঙ্গ এই আয়নোস্ফিয়ারে প্রতিহত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেতার সংযোগ রক্ষা করা যায়।
⑤ এক্সোস্ফিয়ার :
- অয়ন মন্ডল এর অপর দিকে 600- 1,500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হালকা বায়ু স্তরকে বহিঃমণ্ডল বা এক্সোস্ফিয়ার বলে। এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়।
- এখানে বায়ুর সব উপাদানই আয়নিত অবস্থা থাকে।
- এক্সোস্ফিয়ার স্তরটি ধীরে ধীরে মহাশূন্যে মিশে গিয়েছে।
⑥ ম্যাগনেটোস্ফিয়ার :
- বহিঃমন্ডলের ওপরে 1,500- 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত প্রায় বায়ুশূন্য অঞ্চলটিকে চৌম্বক মন্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার বলে।
- এই স্তরে বায়ুমন্ডলকে বেস্টন করে একটি প্রোটন ও ইলেকট্রন এর চৌম্বক ক্ষেত্র আছে।
CLASS 10 Model Activity Task
February 2022 Part 2 All Links
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Tags: WBBSE Class 10 geography Model Activity Task February 2022 Solutions Part 2, model activity task class 10 geography part 2 2022, Model Activity Task Solutions Geography 2022, Class 10 Geography Model Activity Task February 2022 Answers, Banglar Shiksha Portal, class 10 model activity task solutions part 2, Model Activity Task Class 10 Geography February Month 2022, WBBSE Class 10 Geography Model Activity Task 2022 Answers, wbbse class 10 geography model activity task 2022 part 2, দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 সমাধান পার্ট 2
Post a Comment
Please put your valuable comments.