প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022 Physical Science Suggestions) জন্য Physical Science এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ Madhyamik 2022 Physical Science Last Minute Suggestions.
আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2022 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে ।মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশনস 2022
ভৌতবিজ্ঞান
অধ্যায় : আলো (Light)
অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 1
◪ একটি বাক্যে উত্তর দাও / শূন্যস্থান পূরণ / সত্য-মিথ্যা :
1. একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হয় ?
2. গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝ ?
3. গোলীয় দর্পণে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হলে, ফোকাস দূরত্বের কী পরিবর্তন হবে ?
4. স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
5. মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
6. দন্ত চিকিৎসকেরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন ?
7. আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো ?
8. একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে ?
9. কোনো আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণের মান কত হবে ?
10. কোনো আলোক মাধ্যমের প্রতিসরাঙ্কের একক কী ?
11. অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো ।
12. উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো ।
13. বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করতে হলে, বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষে কোথায় রাখতে হবে ?
14. মরীচিকা সদবিম্ব না অসদবিম্ব ?
15. একটি উত্তল লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে ?
16. মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
17. অবতল লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য ______ | (শূন্যস্থান পূরণ করো)
18. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও ।
19. বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণ দ্বারা সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় ?
20. দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হয় ?
21. প্রিজমের মধ্যে দিয়ে আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম হবে ?
22. বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী ?
23. সাদা ফুলকে সবুজ আলোয় কেমন দেখাবে ?
24. আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধি করলে তরঙ্গের শক্তি ______ পায় । (শূন্যস্থান পূরণ করো)
25. লাল আলোয় সবুজ পাতাকে ________ বর্ণের দেখাবে । (শূন্যস্থান পূরণ করো)
26. ________ লেন্স সর্বদাই অসদবিম্ব গঠন করে । (শূন্যস্থান পূরণ করো)
27. উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয় । (সত্য / মিথ্যা)
28. চক্ষুর উপযোজন কাকে বলে ?
29. বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স অসদবিম্ব উৎপন্ন করে ?
30. সুস্থ চোখের ক্ষেত্রে নিকটবিন্দু ও দূরবিন্দুর দূরত্ব কত ?
Group Ⓒ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রতিটি প্রশ্নের মান 2
1. সংজ্ঞা লেখো :
(i) উত্তল লেন্সের মুখ্য ফোকাস
(ii) উত্তল/অবতল লেন্সের আলোককেন্দ্র
(iii) উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ
(iv) অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ
(v) অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য
(vi) চিত্রসহ উত্তল এবং অবতল দর্পণের মুখ্য ফোকাস ।
2. আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে ?
3. আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে 'পূর্ণ' বলা হয় কেন ?
4. আলোর বিচ্ছুরণ কাকে বলে ? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও ।
5. চিত্রসহ উপাক্ষীয় রশ্মি কাকে বলে ব্যাখ্যা করো ।
6. গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় ও কেন ?
7 . শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন ?
8. মোটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন ?
9. অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো ।
10. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কী বোঝ ?
11. আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না এবং কেন ?
12. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভরশীল ?
13. গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে সেটিকে আর দেখা যায় না কেন ?
14. কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন ?
15. শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালি বলতে কি বোঝ ?
16. শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালির মধ্যে দুটি পার্থক্য লেখো ।
17. শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন ?
18. শুদ্ধ বর্ণালি গঠনের শর্তগুলি লেখো ।
19. "প্রিজম বর্ণ সৃষ্টি করে না, কেবল বর্ণ বিশ্লেষণ ঘটায় ।" - ব্যাখ্যা করো ।
20. লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক $\small \mu_{r}$ ও $\small \mu_{v}$ হলে প্রমাণ করো যে, $\small \mu_{r} < \mu_{v}$ ।
21. দিনের বেলায় পৃথিবীর আকাশকে নীল দেখায় কেন ?
22. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও ।
23. অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে ? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
24. একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো ।
25. বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 এর চেয়ে বেশি হয় কেন ?
26. চিত্রের সাহায্যে দেখাও, কোন জাতীয় দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক বিস্তৃত ?
27. X -রশ্মির দুটি ধর্ম লেখো ।
28. স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো ।
29. লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝ ?
30. কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝায় ?
Group Ⓓ
প্রতিটি প্রশ্নের মান 3
1. আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি লেখ ।
2. আলোর বিক্ষেপণ বলতে কী বোঝ ? বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে ?
3. হাত দিয়ে স্পর্শ না করে একটি দর্পণ সমতল, উত্তল না অবতল তা কীভাবে বুঝবে ?
4. প্রিজমে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে, চ্যুতিকোণের মান, $\small \delta = i_{1}+i_{2}-A$ (যেখানে, চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত ।)
5. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও ।
6. উত্তল লেন্স দ্বারা কীভাবে সদ, অবশীর্ষ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করা যায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও ।
7. ন্যূনতম চ্যুতিকোণ বলতে কী বোঝায় ? এর শর্তটি লেখ ।
8. হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া কী ? কোন ধরণের লেন্সের সাহায্যে এই ত্রুটি প্রতিকার করা যায় ?
9. উদীয়মান এবং অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন ?
10. চাঁদের আকাশ কালো দেখায় কেন ?
11. দীর্ঘ দৃষ্টি কী ? এর প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
12. সূর্যের আলোয় গাছের পাতাকে সবুজ দেখায় - ব্যাখ্যা করো ।
13. সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল দেওয়া হয় কেন ?
14. সবুজ কাঁচে লাল ফুলকে কীরূপ দেখাবে ও কেন ?
15. রেখাচিত্রের সাহায্যে চোখের দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার কারণ, প্রকৃতি ও তার প্রতিকারের উপায় বর্ণনা করো ।
16. অবতল লেন্সে যে অসদ, সমশীর্ষ এবং ছোটো আকারের প্রতিবিম্ব গঠিত হয় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও ।
17. বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের কার্যনীতি চিত্রসহ লেখো ।
18. X -রশ্মি ও $\small \gamma$-রশ্মির পার্থক্য লেখো ।
গাণিতিক প্রশ্ন
1. একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 cm হলে, তার ফোকাস দৈর্ঘ্য কত ?
2. বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å হলে, 1.5 প্রতিসরাঙ্কবিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে ?
3. কোনো মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ m/s হলে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে ?
4. বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক $\small \sqrt{2}$ । বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45° হলে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে তা নির্ণয় করো ।
5. কোনো লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব 30 cm ও প্রতিবিম্ব দূরত্ব 60 cm হলে, রৈখিক বিবর্ধনের মান কত ?
6. বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ m/s এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁸ m/s । হীরকের প্রতিসরাঙ্ক নির্ণয় করো ।
7. একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মির আপতন কোণ 30° এবং অপর প্রতিসারক তলে প্রতিসরণ কোণ 45° হলে, চ্যুতিকোণের মান কত ?
8. একটি উত্তল লেন্স থেকে 20 cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না । ওই লেন্সের ফোকাস দূরত্ব কত ।
9. কোনো প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মির আপতনের পর প্রতিসৃত হওয়ায় 30° চ্যুতিকোণ সৃষ্টি হল । যদি আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়, তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত ?
10. একটি প্রিজমের প্রতিসারক কোণ 60° । প্রিজমের প্রতিসারক তলে আপতন কোণ 40° হলে, চ্যুতিকোণের মান ন্যূনতম হয় । ন্যূনতম চ্যুতিকোণের মান নির্ণয় করো ।
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.