গল্প : কর্তার ভূত | একাদশ শ্রেণি | বাংলা | উত্তর সমেত বিকল্পভিত্তিক প্রশ্ন | WBCHSE Class 11 Bengali কর্তার ভূত Notes PDF Download

class-11-wb-bengali-question-paper-kortar-bhoot

 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী বাংলার গল্প কর্তার ভূতের এর গুরুত্বপূর্ণ প্ বিকল্পভিত্তিক  রশ্নোত্তর ।


উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর

একাদশ শ্রেণি

গল্প

কর্তার ভূত

 

বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর:

১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত যে মূল গ্রন্থের থেকে গৃহীত,  তার নাম হল - (HS Bengali Mock Test)

ক. গল্পগুচ্ছ

খ. লিপীকা 

গ.তিন সঙগী

ঘ. চতুরঙগ

উত্তরঃ খ

২.কর্তার ভূত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?  - (HS Bengali Mock Test)

ক. প্রগতি

খ. প্রবাসী

গ. সবুজ পত্র

ঘ. কালি কলম

উত্তরঃ খ

৩. কর্তার ভূত কোন শ্রেনীর রচনা?  (HS Bengali Mock Test)

ক. রূপক আশ্রয়ী

খ. ব্যাঞ্জনা ধর্মী

গ. চরিত্র প্রধান 

ঘ. বিষয় বস্তু কেন্দ্রিক

উত্তরঃ ক

৪."তুমি গেলে আমাদের কি দশা হবে "- কাদের উক্তি? (HS Bengali Mock Test)

ক. শিরোমনি চূড়ামনিদের 

খ. ভূতগ্রস্থ দেশবাসীর

গ. ভূতের নায়েব

ঘ. মাসি পিসি

উত্তরঃ খ

৫."শুনে তারও মনে দুঃক্ষ হলো " তার বলতে বোঝানো হয়েছে - (HS Bengali Mock Test)

ক.ভূতের নায়েব 

খ.তত্বজ্ঞ্যানী

গ. বুড়ো কর্তাকে

ঘ.শিরোমণি চুড়ামনি 

উত্তরঃ গ

৬. "লোকটা ভূত হয়ে এদের ঘারে চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই " - কার উক্তি?  (HS Bengali Mock Test)

ক.ভূতের নায়েব

খ. দেবতা 

গ.অর্বাচীন

ঘ.তত্বজ্ঞ্যানী

উত্তরঃ খ

৭."দেশের লোক ভারী নিশ্চিত হলেন"- কেন? (HS Bengali Mock Test)

ক.ভূতকে মানলে কোনো ভাবনাই নেই 

খ.বুড়ো কর্তা বেঁচে গেলেন

গ.তারা অভিভাবক হীন রইল না 

ঘ.ভূতের রাজত্বে  সবাই সুখী

উত্তরঃ ক

৮.  তবু স্বভাব দোষে যারা ভাবতে যায় তাদের পেতে হয়- (HS Bengali Mock Test)

ক.ভূতের প্রশংসা 

খ.অভ্যর্থনা 

গ. ভূতের কান মলা 

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ গ

৯.জগৎ - এর সবচেয়ে আদিম চলার রীতিটি হল - (HS Bengali Mock Test)

ক.যুক্তিবাদী ভাবনা নিয়ে চলাকে 

খ. ভূতগ্রস্থ হয়ে চলাকে 

গ.তত্বজ্ঞ্যানীদের প্রদর্শিত পথে চলাকে 

ঘ.চোখ বুজে চলাকে 

উত্তরঃ ঘ

১০."একে বলে অদৃষ্টর চালে চলা "- কাকে বলে? (HS Bengali Mock Test)

ক. চোখ বুজে চলাকে 

খ.যুক্তিবাদী ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে চলাকে 

গ. ভূতগ্রস্থ হয়ে চলাকে 

ঘ. তত্বজ্ঞ্যানীদের প্রদর্শিত পথে চলাকে

উত্তরঃ ক

১১. জগতের সবচেয়ে আদিম চলার রীতি প্রথম দেখা যায় - 

ক.প্রাগৈতিহাসিক মানুষের মধ্যে 

খ.চক্ষুহীন কীটানুদের মধ্যে 

গ.ধার্মিক ব্যাক্তিদের মধ্যে 

ঘ. ওঝাদের মধ্যে 

উত্তরঃ খ

১২. ভুতুরে জেলখানার দারোগা হলেন - 

ক. ভূতের নায়েব 

খ. তত্বজ্ঞ্যানী

গ.অর্বাচীন 

ঘ.মাসিপিসি

উত্তরঃ ক

১৩.ভূতের জেলখানার ঘানি থেকে নির্গত হয় -

ক.শিতল জল

খ.তেল

গ.মানুষের তেজ 

ঘ.মানুষের ঘর্ম

উত্তরঃ গ

১৪.পৃথিবীর অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে খোঁজ করে - 

ক. চিকিৎসককে

খ. কবিরাজকে 

গ.ওঝা-কে 

ঘ. মাসি পিসিকে

উত্তরঃ গ

১৫."এখানে সেই চিন্তা নেই"- সেই চিন্তা বলতে বোঝানো হয়েছে - 

ক. ওঝার সন্ধান করাকে 

খ.চিকিৎসকের সন্ধান করাকে

গ.কবিরাজের সন্ধান করাকে

ঘ. হাতুড়ে চিকিৎসকের  সন্ধান করাকে

উত্তরঃ ক

১৬. " কাজেই মানুষ সেখানে একেবারে ________" ( শূন্যস্থান পূরণ কর) 

ক.মুড়িয়ে

খ.জুড়িয়ে 

গ.মিশিয়ে

ঘ. ঘুমিয়ে

উত্তরঃ খ

১৭. " এটা ভূতের দোষ নয়,  ভূতুরে দেশরও দোষ নয়,  একমাত্র বর্গিরই দোষ " - কাদের উক্তি? 

ক.বুড়ো কর্তা

খ.মাসি পিসি

গ.শিরোমণি চূরামণি

ঘ.ভূতের নায়েব

উত্তরঃ গ

১৮. "একমাত্র বর্গিরই দোষ" - এখানে যে দোষের কথা বোঝানো হয়েছে,  সেটি হলো - 

ক.বর্গি আসে কেনো 

খ.মানুষ ভূতগ্রস্থ হয় কেন

গ. খাজনা দেব কিসে 

ঘ.ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে 

উত্তরঃ ক

১৯. " গেরস্তের খিড়কির আনাচে কানাচে ঘোরে " - 

ক.অভূতের পেয়াদা

খ.ভূতের পেয়াদা 

গ.মাসি পিসি 

ঘ.শিরোমণি চূড়ামণি 

উত্তরঃ খ

২০."অভূতের পেয়াদা ঘোরে " - 

ক.হাটে

খ.শহরে

গ.সদরের রাস্তায় - ঘাটে 

ঘ.গেরস্তের উঠানে

উত্তরঃ গ

২১. " একদিক থেকে এ হাঁকে খাজনা দাও আর একদিক থেকেও হাঁকে খাজনা দাও ", 'এ ' এবং 'ও' বলতে বোঝনো হয়েছে - 

ক.ভূতের নায়েব ও মাসি পিসি 

খ.ভূতের পেয়াদা ও অভূতের পেয়াদা 

গ.ভূতের নায়েব ও তত্বজ্ঞ্যানী

ঘ.শিরোমণি চূড়ামনি ও মাসি পিসি

 উত্তরঃ খ

২২.শিরোমণি চূড়ামনি দলের মতে ভূতগ্রস্থ দেশে পবিত্র হল - 

ক.হুঁশিয়ার বা সাবধানী মানুষ 

খ.বেহুঁশ বা অজ্ঞ

গ.ভূতগ্রস্থ মানুষ 

ঘ. আধুনিক যুক্তিবাদী ও প্রগতিশীল মানুষ 

উত্তরঃ খ

২৩. "প্রবুদ্ধমিব সুপ্তঃ "কথাটির অর্থ হল - 

ক.প্রকৃষ্ট জ্ঞ্যানীদের মতো জেগে থাক 

খ. প্রকৃষ্ট জ্ঞ্যানীদের মতো ঘুমিয়ে থাক

গ.প্রকৃষ্ট জ্ঞ্যানীদের মতো তর্কবাগিশ হয়ে থাক 

ঘ.প্রকৃষ্ট জ্ঞ্যানীদের মতো শুধু দুপুরে ঘুমিয়ে থাক 

উত্তরঃ খ

২৪. "প্রশ্ন মাত্রেই দোষ এই যে " - 

ক. বুড়ো কর্তার মানুষের গায়ে ভূত হয়ে চেপে থাকা

খ. বুড়ো কর্তার অত্যাচারে শান্তি বিঘ্নিত হওয়া 

গ. ভূতের নায়েবের কঠোর নজরদারিতে মানুষের জীবন বিঘ্নিত হওয়া 

ঘ. যখন আসে একা আসে না 

উত্তরঃ ঘ

২৫. "এই প্রশ্নকে ঠেকানো যায় না " - 

ক.বর্গি আসে কেন

খ.মানুষ ভূতগ্রস্থ হয় কেন 

গ. খাজনা দেব কিসে 

ঘ.ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে 

উত্তরঃ গ 

২৬."যেমন করে পারি ভূত ছাড়াব" - কার উক্তি?  

ক.ওঝা 

খ.তত্বজ্ঞ্যানী

গ.অর্বাচীন

ঘ.মাসিপিসি

উত্তরঃ গ

২৭. " চুপ এখনও ঘানি অচল হয়নি " - কার উক্তি?

ক.ভূতের নায়েব 

খ. শিরোমণি চূরামনি

গ. তত্বজ্ঞ্যানী

ঘ. মাসিপিসি

উত্তরঃ ক

২৮. " বুলবুলির ঝাঁক কে কৃষ্ণ নাম শোনাব " - কে শোনাবে?  

ক.ভূতের নায়েব 

খ. শিরোমণি চূরামনি

গ. তত্বজ্ঞ্যানী

ঘ. মাসিপিসি

উত্তরঃ ঘ

২৯.  "দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না ", ' সে ' হলো -

ক.বুড়ো কর্তা 

খ.ভূতের নায়েব

গ.ওঝা 

ঘ.শিরোমণি চূড়ামনি

উত্তরঃ ক 

৩০.  " সেখানেই  তো ভূত " - ' সেখানে' বলতে বোঝানো হয়েছে - 

ক.শশ্মানের কথা 

খ.মশানের কথা 

গ.পোড়োবাড়ির কথা

ঘ.ভয়ের কথা 

উত্তরঃ ঘ


Join Our Telegram Channel for Notifications

pothon-pathon-online-telegram-channel



তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: WBCHSE Class 11 Bengali kortar bhoot Notes in Bengali PDF, WBCHSE Uchcho Madhyamik Exam 2023 Suggestions, Uchcho Madhyamik Bengali Suggestions 2023, Uchcho Madhyamik Bengali Suggestions 2023 with PDF Download, Uchcho Madhyamik Bengali Suggestion, উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশনস 2023 কর্তার ভূত,  class 11 bengali kortar bhoot notes in bengali, কর্তার ভূত বড় প্রশ্ন উত্তর, একদশ শ্রেণির বাংলা বড় প্রশ্ন উত্তর কর্তার ভূত , উচ্চমাধ্যমিক বাংলা কর্তার ভূত 2 নম্বরের প্রশ্ন, উচ্চমাধ্যমিক বাংলা কর্তার ভূত 5নম্বরের প্রশ্ন, ক্লাস 11 বাংলা কর্তার ভূতের mcq, উচ্চ মাধ্যমিক বাংলা কর্তার ভূতেরবড় প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণির বাংলা সাজেশন, HS Bengali Suggestions 2023, HS Bengali Suggestions 2023 with PDF Download, HS Bengali Suggestion,
 
 © Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post