প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি ভবিষ্যতে কি নিয়ে পড়া যায় এই প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ |
❑ ভবিষ্যতে কি নিয়ে পড়া যায় এই প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ।
উত্তর :
প্রিয়া : মাধ্যমিকের পর কি নিয়ে পড়বি কিছু ঠিক করলি?
রিয়া : আমার মাবাবার ইচ্ছে আমি ডাক্তার হয়। তাই আমাকে সাইন্স নিয়েই পড়তে হবে।
প্রিয়া : পড়তেই হবে এমন বলছিস কেনো? তুই চাস না?
রিয়া : বিষয় টা তেমন নয়। বিজ্ঞান তো ভালো লাগে। বরাবর পরীক্ষার ফলাফলও ভালো আসে। তাই মা বাবা চাইছিলেন আর কি।
প্রিয়া : তোর কি ইচ্ছে?
রিয়া : আমার বরাবর সাহিত্যের প্রতি ঝোঁক। সেটা তো তুই জানিসই। বাংলা বিষয়টির ওপর ভালোবাসা বরাবরই। কবিতা, গল্পও তো লিখি।
প্রিয়া : তবে কেনো তুই সাহিত্য নিচ্ছিস না? এর উপর কিন্তু তোর বাকি জীবনটা নির্ভর করছে। তোর ক্যারিয়ার, তোর পেশা সব।
রিয়া : হ্যাঁ, কিন্তু ওদের মতে চাকরির বাজার এতো মন্দা, তাতে নাকি সাইন্স পড়াটাই বুদ্ধিমানের কাজ।
প্রিয়া : চাকরি নিয়ে এই ধারণা গুলি বদলানোর সময় এসেছে। তুই তো জানিস এখন আর সেরকম ব্যাপার নেই। বিভিন্ন বিষয় এর সংখ্যা বেড়েছে, বেড়ে গেছে বিভিন্ন গবেষণার সুযোগও। তাই এই ভয় টা এখন আর নেই। তোর নিজের পড়ার বিষয় টা তোর মন থেকে ভালই না লাগলে সেটা নিয়ে এগোবি কি করে?
রিয়া : ঠিক বলেছিস। মা বাবা কে বোঝাতে হবে এই বিষয়টি । এখন আর বিজ্ঞান এবং সাহিত্য এর মধ্যে সামাজিক অবস্থানের দিক দিয়ে কোনো তফাত নেই।
অন্যান্য প্রবন্ধ রচনার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন |
আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সাহায্য করতে পারেন | আমাদের সাহায্য করতে নীচের DONATE বাটনে ক্লিক করুন |
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.