প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি একাদশ শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস বোধ এর গুরুত্বপূর্ণ বিকল্পভিত্তিক রশ্নোত্তর ।
উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর
একাদশ শ্রেণি
প্রথম অধ্যায়
ইতিহাস বোধ
1। প্রাচীন যুগে মোট কয়টা যুগে ভাগ করা যায় ?
ক। দুটি
খ। তিনটি
গ। পাঁচটি
ঘ। সাতটি
উত্তর : খ। তিনটি
2। পৃথিবীতে হোমোস্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয় আজ থেকে —
ক। 36 লক্ষ বছর আগে
খ। 15 লক্ষ বছর আগে
গ। 7 লক্ষ বছর আগে
ঘ। 36 হাজার বছর আগে
উত্তর : ক। 36 লক্ষ বছর আগে
3। ভারতের মাটিতে আধুনিক মানুষের উদ্ভব হয়—
ক। 2 লক্ষ বছর আগে
খ। 5 লক্ষ বছর আগে
গ। 7 লক্ষ বছর আগে
ঘ। 2 লক্ষ বছর আগে
উত্তর : খ। 5 লক্ষ বছর আগে
4। প্রাগৈতিহাসিক যুগের সময়কাল হল —
ক। 15000-4000 BC
খ। 2000000-3000 BC
গ। 10000-2000 BC
ঘ। 8000-1000 BC
উত্তর : খ। 2000000-3000 BC
5। ফরাসিতে " Prehistory " কথাটি প্রথম ব্যবহার করেন —
ক। আর্নল্ড টয়েনবি
খ। ডিন জোন্স
গ। পল তুর্নাল
ঘ। ড্যানিয়েল উইলসন
উত্তর : গ। পল তুর্নাল
6। 1851 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাতে " Prehistory " কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন —
ক। আর্নল্ড টয়েনবি
খ। কার্ল মার্কস
গ। পল তুর্নাল
ঘ। ড্যানিয়েল উইলসন
উত্তর : ঘ। ড্যানিয়েল উইলসন
7। প্রাক্-ঐতিহাসিক-এর প্রথম ব্যাখ্যা দেন —
ক। জন লুবক
খ। জন আব্রাহম
গ। পল তুর্নাল
ঘ। এঁদের কেউ নন
উত্তর : ক। জন লুবক
8। প্রাক-ঐতিহাসিক যুগের মানুষ হল—
ক। বন মানুষ
খ। গুহা মানব
গ। দক্ষ মানুষ
ঘ। আধুনিক মানুষ
উত্তর : খ। গুহা মানব
9। ভারতের প্রাক্-ঐতিহাসিক (Prehistory) যুগের
সভ্যতা হল —
ক। হরপ্পা সভ্যতা
খ। প্রাক্-হরপ্পা সভ্যতা (মেহেরগড় সভ্যতা)
গ। বৈদিক সভ্যতা
ঘ। মায়া সভ্যতা
উত্তর : খ। প্রাক্-হরপ্পা সভ্যতা (মেহেরগড় সভ্যতা)
10। প্রাক্-ঐতিহাসিক যুগের সভ্যতা বিভক্ত —
ক। 2টি যুগে
খ। 4টি যুগে
গ। 3টি যুগে
ঘ। 1টি যুগে
উত্তর : গ। 3টি যুগে
11। প্রায় ঐতিহাসিক যুগ (Protohistoric age)-এর নিদর্শন হল —
ক। মুদ্রা
খ। সাহিত্য
গ। স্থাপত্য ভাস্কর্য
ঘ। লিপি
উত্তর : ঘ। লিপি
12। তামা ও ব্রোঞ্জের ব্যবহার থেকে শুরু করে লৌহযুগের সূচনা পর্যন্ত সময়কালকে বলা হয় —
ক। প্রাগৈতিহাসিক যুগ
খ। ঐতিহাসিক যুগ
গ। প্রায় ঐতিহাসিক যুগ
ঘ। প্রস্তর যুগ
উত্তর: গ। প্রায় ঐতিহাসিক যুগ
13। ভারতে প্রায় ঐতিহাসিক যুগের (Protohistoric
age) সভ্যতা হল —
ক। সিন্ধু সভ্যতা (হরপ্পা সভ্যতা)
খ। বৈদিক সভ্যতা
গ। মেহেরগড় সভ্যতা
ঘ। কোনোটিই নয়
উত্তর : ক। সিন্ধু সভ্যতা (হরপ্পা সভ্যতা)
14। দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পরে আসে —
ক। তাম্র যুগ
খ। লৌহ যুগ
গ। ব্রোঞ্জ যুগ
ঘ। আধুনিক যুগ
উত্তর : খ। লৌহ যুগ
15। ভারতে পৃথক অস্তিত্ব নেই —
ক। তাম্র যুগের
খ। লৌহ যুগের
গ। ব্রোঞ্জ যুগের
ঘ। সুবর্ণ যুগের
উত্তর : গ। ব্রোঞ্জ যুগের
16। ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হল —
ক। সিন্ধু সভ্যতা
খ। বৈদিক সভ্যতা
গ। মায়া সভ্যতা
ঘ। আজটেক সভ্যতা
উত্তর : খ। বৈদিক সভ্যতা
17। প্রায়-ইতিহাস পর্বে ভারতের ইতিহাস বিভক্ত —
ক। দুটি ভাগে
খ। তিনটি ভাগে
গ। চারটি ভাগে
ঘ। পাঁচটি ভাগে
উত্তর : গ। চারটি ভাগে
18। ভারতে ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হল —
ক। মেহেরগড় সভ্যতা
খ। সিন্ধু সভ্যতা
গ। ইনকা সভ্যতা
ঘ। বৈদিক সভ্যতা
উত্তর : ঘ। বৈদিক সভ্যতা
19। বাংলা 'ইতিহাস' শব্দটির ইংরেজি পরিভাষা হল—
ক। History
খ। Historia
গ। Histor
ঘ। Historica
উত্তর : ক। History
20। History শব্দটি এসেছে —
উত্তর : খ। গ্রিক শব্দ থেকে
21। পুরাকীর্তিগুলি প্রথম সংরক্ষণের উদ্যোগ নেয়—
ক। জার্মানি
খ। ইংল্যান্ড
গ। ফ্রান্স
ঘ। স্পেন
উত্তর: খ। ইংল্যান্ড
22। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির কাল নির্ণয়ের পদ্ধতি—
ক। 4টি
খ। 5টি
গ। 6টি
ঘ। 7টি
উত্তর: খ। 5টি
23। প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে —
ক। চিনে
খ। অস্ট্রেলিয়াতে
গ। আফ্রিকাতে
ঘ। ভারতে
উত্তর: গ। আফ্রিকাতে
24। সবচেয়ে পুরোনো জীবাশ্মটি পাওয়া গেছে —
ক। অস্ট্রেলিয়াতে
খ। চিনে
গ। ভারতে
ঘ। দক্ষিণ আফ্রিকাতে
উত্তর: ঘ। দক্ষিণ আফ্রিকাতে
25। গর্ডন চাইল্ড হরপ্পা সভ্যতার মোট কেন্দ্র আবিষ্কার করেছেন —
ক। 40টি
খ। 34টি
গ। 70টি
ঘ। 52টি
উত্তর: গ। 70টি
26। ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া যায় —
ক। ব্রাজিলে
খ। স্পেনে
গ। মেক্সিকোতে
ঘ। পেরুতে
উত্তর: ঘ। পেরুতে
27। আজটেক সভ্যতা আবিষ্কৃত হয়েছে -
ক। মেক্সিকোতে
খ। কানাডাতে
গ। ব্রাজিলে
ঘ। চিনে
উত্তর: ক। মেক্সিকোতে
28। মায়া সভ্যতার নিদর্শন মিলেছে —
ক। আমেরিকাতে
খ। আফ্রিকাতে
গ। ইউরোপে
ঘ। এশিয়াতে
উত্তর: ক। আমেরিকাতে
29। বিশ্বের প্রাচীনতম লিপির বয়স —
ক। 3000 বছর
খ। 4000 বছর
গ। 5000 বছর
ঘ। 6000 বছর
উত্তর: গ। 5000 বছর
30। সিন্ধু উপত্যকায় লিপির ব্যবহার শুরু হয় —
ক। 3500 বছর আগে
খ। 2000 বছর আগে
গ। 4000 বছর আগে
ঘ। 4500 বছর আগে
উত্তর: ঘ। 4500 বছর আগে
31। আলতামিরা গুহা অবস্থিত —
ক। স্পেনে
খ। পোর্তুগালে
গ। ফ্রান্সে
ঘ। জার্মানিতে
উত্তর: ক। স্পেনে
32।ভীমবেটকা গুহাচিত্র ভারতের কোথায় অবস্থিত?
ক। বিহারে
খ। মধ্যপ্রদেশে
গ। উত্তরপ্রদেশে
ঘ। অন্ধ্রপ্রদেশে
উত্তর: খ। মধ্যপ্রদেশে
33। কিউনিফর্ম হল —
ক। সুমেরীয় লিপি
খ। মিশরীয় লিপি
গ। সিন্ধু লিপি
ঘ। কোনোটিই নয়
উত্তর: ক। সুমেরীয় লিপি
34। হায়ারোগ্লিফিক হল —
ক। সুমেরীয় লিপি
খ। মিশরীয় লিপি
গ। সিন্ধু লিপি
ঘ। কোনোটিই নয়
উত্তর: খ। মিশরীয় লিপি
35। মিশরীয়রা হায়ারোগ্লিফিক এর নামকরণ করেন—
ক। দানবলিপি
খ। দৈত্যলিপি
গ। দেবলিপি
ঘ। চিত্রলিপি
উত্তর: গ। দেবলিপি
36। রোজাটো ফলক —
ক। মিশরের
খ। চিনের
গ। সুমেরের
ঘ। ব্যাবিলনের
উত্তর: ক। মিশরের
37। রোমের ইতিহাস রচনা করেন —
ক। লিভি
খ। ট্যাসিটাস
গ। হোমার
ঘ। ভার্জিল
উত্তর: ক। লিভি
38। ' ইনিড ' কাব্যটি রচনা করেন—
ক। হোমার
খ। ভার্জিল
গ। ট্যাসিটাস
ঘ। লিভি
উত্তর: খ। ভার্জিল
39। মানুষ প্রথম লেখার কৌশল আবিষ্কার করে —
ক। 2000 BC -তে
খ। 4000 BC-তে
গ। 5000 BC-তে
ঘ। 6000 BC-তে
উত্তর: গ। 5000 BC-তে
40। হায়ারোগ্লিফিক লিপির চিত্রলিপির সংখ্যা হল —
ক। 750 টি
খ। 850 টি
গ। 650 টি
ঘ। 740 টি
উত্তর: ক। 750 টি
41। কিউনিফর্ম লিপির অপর নাম —
ক। চিত্রলিপি
খ। কৌণিক লিপি বা কীলকাকৃতির লিপি
গ। সিন্ধুলিপি
ঘ। দেবলিপি
উত্তর: খ। কৌণিক লিপি বা কীলকাকৃতির লিপি
42। ইতিহাসের জনক বলা হয় —
ক। হোমার কে
খ। অ্যারিস্টটল কে
গ। হেরোডোটাস কে
ঘ। থুকিডিডিস কে
উত্তর: গ। হেরোডোটাস কে
43। "ইতিহাস হল মানব সমাজের সার্বিক ঘটনাবলি" এই মতবাদ প্রবর্তন করেন —
ক। র্যাপসন
খ। ই এইচ কার
গ। আর্নল্ড টয়েনবি
ঘ। কলিংউড
উত্তর: গ। আর্নল্ড টয়েনবি
44। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন—
ক। হেরোডোটাস
খ। প্লিনি
গ। থুকিডিডিস
ঘ। ইবন খালদুন
উত্তর: গ। থুকিডিডিস
45। সোহগোর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে —
ক। চিনে
খ। মিশরে
গ। স্পেনে
ঘ। ভারতে
উত্তর: ঘ। ভারতে
46। কুমোরের চাকা আবিষ্কৃত হয় —
ক। প্রাচীন প্রস্তর যুগে
খ। মধ্য প্রস্তর যুগে
গ। তাম্র প্রস্তর যুগে
ঘ। নব্য প্রস্তর যুগে
উত্তর: ঘ। নব্য প্রস্তর যুগে
47। অশোকের ব্রাহ্মী শিলালিপির পাঠোদ্ধার করেন—
ক। জেমস প্রিন্সেপ
খ। মিল
গ। কানিংহাম
ঘ। উইলিয়াম জোন্স
উত্তর: ক। জেমস প্রিন্সেপ
48। ভারতে পুরাণের সংখ্যা —
ক। 18 টি
খ। 12 টি
গ। 19 টি
ঘ। 16 টি
উত্তর: ক। 18 টি
49। পুরাণ ঐতিহ্যমূলক প্রথম ভারতীয় গ্রন্থ হল —
ক। ইন্ডিকা
খ। মেঘদূত
গ। রাজতরঙ্গিণী
ঘ। রাসমালা
উত্তর: গ। রাজতরঙ্গিণী
50। 'পুরাণ' শব্দটির অর্থ হল —
ক। নতুন
খ। বর্তমান
গ। ভবিষ্যৎ
ঘ। প্রাচীন
উত্তর: ঘ। প্রাচীন
Join Our Telegram Channel for Notifications
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page
আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram
Post a Comment
Please put your valuable comments.